প্রয়াস

প্রয়াস 🌻🌴সামাজিক সংগঠন ❤️🌻
পরিবেশ প্রেমী 🌱
মানুষের সাথে ও পাশে ❤️
সারমেয় প্রেমী 🐶

Big shout out to my newest top fans! 💎 Banamali Patra, Surojit PallabiDrop a comment to welcome them to our community,
13/08/2025

Big shout out to my newest top fans! 💎 Banamali Patra, Surojit Pallabi

Drop a comment to welcome them to our community,

অনেকেই হয়তো জানেন, টাটা গোষ্ঠীর যে কোন হোটেলে পথকুকুররাও অতিথি। টাটা গ্রুপের হেড অফিস বম্বে হাউসে কেউ কোনদিন কোন কুকুরক...
13/08/2025

অনেকেই হয়তো জানেন, টাটা গোষ্ঠীর যে কোন হোটেলে পথকুকুররাও অতিথি। টাটা গ্রুপের হেড অফিস বম্বে হাউসে কেউ কোনদিন কোন কুকুরকে তাড়িয়ে দেয় না। উল্টে তাদের জল ও বিস্কুট দেওয়া হয় নিয়ম করে। এটা রতন টাটা চালু করে গেছেন। রতন টাটার উইলে কিন্তু কুকুরের জন্যও সম্পত্তির একটা ভাগ রয়েছে।

একটি পথকুকুরের নির্বীজন বা sterilization এর খরচ মোটামুটি ৫,০০০ টাকা মতো। দেশে আনুমানিক ১০ লাখ পথকুকুর রয়েছে। মানে ধরুন ৫০০ কোটি টাকা।

যে দেশের সিনেমা হলে ১০০০ কোটি টাকার বক্স অফিস হিট বলে বলে হয়, যে দেশে নেতারা কথায় কথায় ৫০০-১০০০ কোটির স্ক্যাম করে ফেলে, সে দেশে ৫০০-১০০০ কোটি টাকা তোলা কোন ব্যাপার? রতন টাটা বেঁচে থাকলে হয়তো একাই এই খরচটা দিতেন।

পথকুকুরদের Mass vaccination ও Mass sterilization করানো ভারতের মতো দেশে কোন রকেট সাইন্স নয়। দরকার গোটা দেশের এক হয়ে এই কাজটায় ঝাঁপানো।

১৪০ কোটি ভারতীয় এটা করতে পারবে না?

  howrah news 24💚
09/08/2025

howrah news 24💚

আমতার গাজীপুর থেকে দুটি ময়ূরী কাছিম উদ্ধার

তরুনোদয় ফাউন্ডেশনের আয়োজনে এবং হাওড়া বন বিভাগ ও বাগনান হিউম্যান অ্যানিম্যাল নেচার ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় গাজ...
30/07/2025

তরুনোদয় ফাউন্ডেশনের আয়োজনে এবং হাওড়া বন বিভাগ ও বাগনান হিউম্যান অ্যানিম্যাল নেচার ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় গাজীপুর গার্লস স্কুলের প্রায় ৩০০ জন ছাত্রী ও শিক্ষক শিক্ষিকা দের ফলের গাছ বিতরন, পরিবেশ ও বন্যপ্রাণ সচেতনতার পাঠ দেওয়া হয়।
উপস্থিত ছিলেন আমতা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক সুকান্ত পাল মহাশয়, গাজীপুর গ্রাম পঞ্চায়েত প্রধান চন্দনা চোঙদার, বিশিষ্ট বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিক, বন্যপ্রাণ সংরক্ষণকারী সুমন্ত দাস, হাওড়া বন বিভাগের আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক ব্যক্তিত্ব। এছাড়া উপস্থিত ছিলেন তরুনোদয় ফাউন্ডেশনের সমস্ত সদস্য সদস্যা, বাগনান হিউম্যান অ্যানিম্যাল নেচার ওয়েলফেয়ার সোসাইটির সদস্য সদস্যা। এই অনুষ্ঠানে আমাদের "প্রয়াস" সংগঠন কে আমন্ত্রণ করার জন্য ধন্যবাদ জানাই।

পরিবেশ কে রক্ষা করতে হলে সবাই বেশি করে ফলের গাছ লাগান, প্লাস্টিক ব্যবহার বর্জন করুন এবং বন ও বন্যপ্রাণী দের রক্ষা করুন।

22/07/2025

আমাদের এলাকার ভাই শুভ মালিক ।এই বিলুপ্ত প্রায় (Indian peacock softshell turtle )প্রজাতির কচ্ছপটিকে উদ্ধার করে। যেটি হয়তো পথ চলতি মানুষের বা গাড়ি চালকদেরও নজরে আসতো না । ছোট বাচ্চা হওয়ার কারণে অনেকেরই নজরে আসতো না পরবর্তী সময়ে প্রয়াস সদস্য সম্রাটের সঙ্গে যোগাযোগ করে এবং এই কচ্ছপটিকে আমরা তার নির্দিষ্ট বাসস্থান জলাশয় মুক্ত করে দিই।🐢♥️

04/07/2025

দিয়েগো জোটা মাত্র ৫ দিন আগে বিয়ে করেছিল, আর এখন সে আমাদের মাঝে নেই।

জীবন কতটা অপ্রত্যাশিত আর ছোট, সেটা আবারও মনে করিয়ে দিল এই খবর। প্রতিটা দিনকে গুরুত্ব দেওয়া উচিত, কারণ কখন কী হয়ে যায় কেউ জানে না।

এখনো বিশ্বাস হচ্ছে না। আপনারাও কী এই নিউজে থমকে গেছেন?

গতকালকেও তার মার্কেট ভ্যালু ছিল ৪০ মিলিয়ন ইউরো।
টাকার অঙ্কে কত জানেন? প্রায় ৫৭৫ কোটি টাকা!
আর আজকে? শূণ্য।
দুনিয়া কতটা ক্ষণস্থায়ী। মৃ-ত্যু আমাদের কত সন্নিকটে। টাকা, খ্যাতি কোন কিছুই আমাদের মৃ-ত্যু থেকে বাঁচাতে পারবে না



02/07/2025

আবর্জনা মুক্ত ভারত রাষ্ট্র গঠনে আপনিও এগিয়ে আসুন, কালকের অপেক্ষায় না থেকে আপনার ভবিষ্যৎ প্রজন্মকে সুষ্ঠু পরিবেশ দেওয়ার তাগিদে" Clean India" গড়ার লক্ষ্যে হাতে হাত মেলান ♻️
#টিম_প্রয়াস

৫জুন -  #পরিবেশ_দিবস 💚🌳
05/06/2025

৫জুন - #পরিবেশ_দিবস 💚🌳

♥️
04/05/2025

♥️

তেলেঙ্গানা সরকার উন্নয়নের নামে 400 একর বনভূমি উজাড় করছে, জীববৈচিত্র্য নিশ্চিহ্ন করছে এবং বন্যপ্রাণীকে বিপন্ন করছে!  এই...
03/04/2025

তেলেঙ্গানা সরকার উন্নয়নের নামে 400 একর বনভূমি উজাড় করছে, জীববৈচিত্র্য নিশ্চিহ্ন করছে এবং বন্যপ্রাণীকে বিপন্ন করছে! এই বেপরোয়া কাজ জলবায়ু পরিবর্তনকে আরও খারাপ করবে, দূষণ বাড়াবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে তাদের প্রাকৃতিক ঐতিহ্য হরণ করবে। ময়ূর, হরিণ, অগণিত অন্যান্য প্রাণী ভয়ে চিৎকার করছে যখন বুলডোজার ঢুকে পড়েছে, গাছ উপড়ে ফেলছে, অসংখ্য বাড়িঘর ধ্বংস করছে।
আর তার ওপরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ!!
নিতান্তই লজ্জাজনক কাজ..!!

মনে রাখবেন..
যদি আমরা টেকসই বিকল্প খুঁজে না পাই যা আমাদের পরিবেশকে ধ্বংস করে না, তাহলে আমাদের ভবিষ্যত ধ্বংস হয়ে যাবে.. আমাদের সহাবস্থান করতে শিখতে হবে, নতুবা আমাদের অস্তিত্ব থাকবে না..প্রকৃতির মূল্যে উন্নয়ন আসা উচিত নয়!

দয়া করে আপনার আওয়াজ বাড়ান!!

সামনেই  #হোলি আসছে, দয়া করে এদের গায়ে রঙ বা আবির ছুঁড়ে কেউ মারবেন না, রঙ এ ওদের গায়ে এলার্জি হয় ও লোম এর ক্ষতি হয়।...
12/03/2025

সামনেই #হোলি আসছে, দয়া করে এদের গায়ে রঙ বা আবির ছুঁড়ে কেউ মারবেন না, রঙ এ ওদের গায়ে এলার্জি হয় ও লোম এর ক্ষতি হয়। আপনি যদি পশুপ্রেমী হন বা নাই হোন না কেন, অন্তত অবলা প্রানী গুলোর মুখে, চোখে এবং গায়ে রঙ দেবেন না। প্রত্যেক মা বাবার কাছে অনুরোধ আপনারাই পারবেন ছোট ছোট বাচ্চাদের সুশিক্ষা দিয়ে গড়ে তুলতে।
আর রাস্তাঘাটে কাউকে রঙ দিতে দেখলেও তাকে আটকাবেন, প্রতিবাদ করবেন। 🙏
🙏

হাওড়া জেলা পরিবেশ মঞ্চের পরিচালনায় ও আমাদের সংগঠন প্রয়াস এর পক্ষ থেকে গাজীপুর  #নিউ_পঞ্চানন সংঘে সন্তষীপূজা উপলক্ষে প...
07/01/2025

হাওড়া জেলা পরিবেশ মঞ্চের পরিচালনায় ও আমাদের সংগঠন প্রয়াস এর পক্ষ থেকে গাজীপুর #নিউ_পঞ্চানন সংঘে সন্তষীপূজা উপলক্ষে পরিবরেশ , বন্যপ্রাণ সংরক্ষণ এবং সমাজ সচেতন মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন বিশিষ্ট বন্যপ্রাণ সংরক্ষণকারী প্রিয় দাদা চিত্রক প্রামানিক।এছাড়াও উপস্থিত ছিলেন সুমন্ত দাস, ইমন ধাড়া , সুরজিৎ দোয়ারি ও সৌমদীপ বেরা। এই সচেতনতা শিবির দেখার জন্য এলাকার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। ধন্যবাদ জানায় নিউ পঞ্চানন সংঘের প্রতিটি সদস্যকে আমাদের কে এ রকম সুন্দর পরিবেশে একটা অনুষ্ঠান আয়োজন করার সুযোগ দেওয়ার জন্য।

#হাওড়া_জেলা_পরিবেশ_মঞ্চের
#প্রয়াস

Address

Amta

Telephone

+919800416061

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রয়াস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রয়াস:

Share