প্রয়াস

প্রয়াস 🌻🌴সামাজিক সংগঠন ❤️🌻
পরিবেশ প্রেমী 🌱
মানুষের সাথে ও পাশে ❤️
সারমেয় প্রেমী 🐶

৫জুন -  #পরিবেশ_দিবস 💚🌳
05/06/2025

৫জুন - #পরিবেশ_দিবস 💚🌳

♥️
04/05/2025

♥️

তেলেঙ্গানা সরকার উন্নয়নের নামে 400 একর বনভূমি উজাড় করছে, জীববৈচিত্র্য নিশ্চিহ্ন করছে এবং বন্যপ্রাণীকে বিপন্ন করছে!  এই...
03/04/2025

তেলেঙ্গানা সরকার উন্নয়নের নামে 400 একর বনভূমি উজাড় করছে, জীববৈচিত্র্য নিশ্চিহ্ন করছে এবং বন্যপ্রাণীকে বিপন্ন করছে! এই বেপরোয়া কাজ জলবায়ু পরিবর্তনকে আরও খারাপ করবে, দূষণ বাড়াবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে তাদের প্রাকৃতিক ঐতিহ্য হরণ করবে। ময়ূর, হরিণ, অগণিত অন্যান্য প্রাণী ভয়ে চিৎকার করছে যখন বুলডোজার ঢুকে পড়েছে, গাছ উপড়ে ফেলছে, অসংখ্য বাড়িঘর ধ্বংস করছে।
আর তার ওপরে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ!!
নিতান্তই লজ্জাজনক কাজ..!!

মনে রাখবেন..
যদি আমরা টেকসই বিকল্প খুঁজে না পাই যা আমাদের পরিবেশকে ধ্বংস করে না, তাহলে আমাদের ভবিষ্যত ধ্বংস হয়ে যাবে.. আমাদের সহাবস্থান করতে শিখতে হবে, নতুবা আমাদের অস্তিত্ব থাকবে না..প্রকৃতির মূল্যে উন্নয়ন আসা উচিত নয়!

দয়া করে আপনার আওয়াজ বাড়ান!!

সামনেই  #হোলি আসছে, দয়া করে এদের গায়ে রঙ বা আবির ছুঁড়ে কেউ মারবেন না, রঙ এ ওদের গায়ে এলার্জি হয় ও লোম এর ক্ষতি হয়।...
12/03/2025

সামনেই #হোলি আসছে, দয়া করে এদের গায়ে রঙ বা আবির ছুঁড়ে কেউ মারবেন না, রঙ এ ওদের গায়ে এলার্জি হয় ও লোম এর ক্ষতি হয়। আপনি যদি পশুপ্রেমী হন বা নাই হোন না কেন, অন্তত অবলা প্রানী গুলোর মুখে, চোখে এবং গায়ে রঙ দেবেন না। প্রত্যেক মা বাবার কাছে অনুরোধ আপনারাই পারবেন ছোট ছোট বাচ্চাদের সুশিক্ষা দিয়ে গড়ে তুলতে।
আর রাস্তাঘাটে কাউকে রঙ দিতে দেখলেও তাকে আটকাবেন, প্রতিবাদ করবেন। 🙏
🙏

হাওড়া জেলা পরিবেশ মঞ্চের পরিচালনায় ও আমাদের সংগঠন প্রয়াস এর পক্ষ থেকে গাজীপুর  #নিউ_পঞ্চানন সংঘে সন্তষীপূজা উপলক্ষে প...
07/01/2025

হাওড়া জেলা পরিবেশ মঞ্চের পরিচালনায় ও আমাদের সংগঠন প্রয়াস এর পক্ষ থেকে গাজীপুর #নিউ_পঞ্চানন সংঘে সন্তষীপূজা উপলক্ষে পরিবরেশ , বন্যপ্রাণ সংরক্ষণ এবং সমাজ সচেতন মূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন বিশিষ্ট বন্যপ্রাণ সংরক্ষণকারী প্রিয় দাদা চিত্রক প্রামানিক।এছাড়াও উপস্থিত ছিলেন সুমন্ত দাস, ইমন ধাড়া , সুরজিৎ দোয়ারি ও সৌমদীপ বেরা। এই সচেতনতা শিবির দেখার জন্য এলাকার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। ধন্যবাদ জানায় নিউ পঞ্চানন সংঘের প্রতিটি সদস্যকে আমাদের কে এ রকম সুন্দর পরিবেশে একটা অনুষ্ঠান আয়োজন করার সুযোগ দেওয়ার জন্য।

#হাওড়া_জেলা_পরিবেশ_মঞ্চের
#প্রয়াস

25/12/2024

সংগঠন প্রয়াসের পক্ষ থেকে একটি জনসচেতন ও সামাজিক সচেতনতামূলক বার্তা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত থাকবো। চলতি বছরের শেষ ও নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আমরা সকলেই চড়ুইভাতী বা পিকনিকের মতন আসর বসে থাকে। যদিও নদী সং লগ্ন এলাকায় এটা নিত্য দৃশ্য চলে প্রকাশ্য মদ্যপান প্রয়াসের পক্ষ থেকে একান্ত অনুরোধ মদ্যপান করার পর বোতল গুলিকে ভেঙে গুঁড়িয়ে জমিতে বা নদীতে ফেলে দেবেন না প্লাস্টিক আবর্জনা গুলি নদী বা খালে ফেলবেন না। অনেক গৃহপালিত #পশু , #বন্যপ্রাণ,বহু স্থানীয় ও #বিদেশি #পাখি ঐ এলাকায় ঘুরে বেড়ায় তারা আহত হবে। আপনারা মদ পান করে একটি নির্দিষ্ট জায়গায় রাখুন ( গোটা বোতল) আমার টিম #প্রয়াস সেগুলো কুড়িয়ে এলাকা পরিষ্কার করে দেবো। পুরো আমতা এলাকা সহ ,সেয়াগড়ি দামোদর নদীর পার্শ্ব বর্তি এলাকা জুড়ে চলবে এই কর্মসুচি। আশা করি এই টুকু কথা আপনারা রাখবেন। ধন্যবাদ। 🙏🙏🙏🙏

📌গতকাল রাতে  #আমতার আশেপাশে যে সমস্ত  #ভবঘুরে থাকে। শীতের সময় তাদের কথা ভেবে আমরা আমাদের সাধ্য মতন কিছু উপহার নিয়ে তাদ...
26/11/2024

📌গতকাল রাতে #আমতার আশেপাশে যে সমস্ত #ভবঘুরে থাকে। শীতের সময় তাদের কথা ভেবে আমরা আমাদের সাধ্য মতন কিছু উপহার নিয়ে তাদের কাছে পৌঁছে গিয়েছিলাম। হয়তো আমরা অনেক কিছু করতে পারলাম না কিন্তু আমরা আমাদের সাধ্য মতন ওদের পাশে থাকার চেষ্টা করলাম।
আপনারা সকলে এগিয়ে আসুন আমরা সকলের সহযোগিতায় আগামী দিন গুলো তে এভাবেই এগিয়ে যাবো
্রয়াস ❤️🙏

সম্মানীয় রাজকুমার মাঝি ও সায়নী দিদির পঞ্চম তম বিবাহ বার্ষিকী উপলক্ষে টিম প্রয়াসের  #২৪ তম   এর সহযোগিতা করলেন। আগামী ...
20/11/2024

সম্মানীয় রাজকুমার মাঝি ও সায়নী দিদির পঞ্চম তম বিবাহ বার্ষিকী উপলক্ষে টিম প্রয়াসের #২৪ তম এর সহযোগিতা করলেন। আগামী দিন ওনাদের আরও ভালো কাটুক। অবলা প্রাণী গুলোর মুখে খাবার তুলে দেওয়ার চিন্তাকে কুর্নিশ জানাই টিম প্রয়াস। প্রতিটি সহ নাগরিকের কাছে অনুরোধ আপনারও এগিয়ে আসতে পারেন এই অবলা প্রাণী গুলোর মুখে খাবার তুলে দেয়ার জন্য।

#প্রয়াস ❤️

 #জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বাগনান যুবকবৃন্দে বিভিন্ন ক্ষেত্রে সামাজিক অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা অনুষ্ঠানে...
19/11/2024

#জগদ্ধাত্রী পুজো উপলক্ষে বাগনান যুবকবৃন্দে বিভিন্ন ক্ষেত্রে সামাজিক অবদানের জন্য বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
এই অনুষ্ঠানে আমাদের সংগঠন প্রয়াসকেও আমন্ত্রণ জানানো হয়েছিল সংগঠন প্রয়াসকে সম্বর্ধিত করা হয়েছিল।
ধন্যবাদ জানাই সংঘের প্রতিটি সদস্যকে ও সকলের ভালোবাসার মানুষ পরিবেশ কর্মী Chitrak Pramanik 💚 দাদা কেও ।

#প্রয়াস 🌻💚

Address

Amta

Telephone

+919800416061

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রয়াস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রয়াস:

Share