28/09/2025
"Barisha Club" Durga Puja 2025
|| Theme - Shunyo Prithibi ||
বড়িশা ক্লাব || থিম - শূন্য পৃথিবী ||
৩৭তম দুর্গোৎসবে সার্কাসকে যে বিস্ময়ের ভুবন হিসেবে মানুষ দেখে এসেছে, সেই মঞ্চের আলো নিভে গেলে তা কেমন হয়, সেখানকার মানুষদের জীবন ঠিক কেমন, তা-ই এ বারের থিমের মূল উপজীব্য। মণ্ডপের প্রবেশপথে দু'হাত প্রসারিত করে দর্শনার্থীদের স্বাগত জানাচ্ছে রাজ কপুরের অমর সৃষ্টি 'জোকার'। পাশে দাঁড়িয়ে আছে একটি লরি, যা একসময়ে বয়ে নিয়ে যেত সার্কাসের তাঁবু, পশুর খাঁচা, ঝলমলে পোশাক ও অন্য জিনিসপত্র। অন্য দিকে দেখা যাবে সার্কাসের কিংবদন্তি বাঙালি পূর্বপুরুষ প্রিয়নাথ বোস, শ্যামাকান্ত বন্দ্যোপাধ্যায়, সুরেশ বিশ্বাস, সুশীলা সুন্দরীদের উদ্দেশে স্মৃতিফলক। ভিতরে ঢুকলে মণ্ডপের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় সার্কাসের সব ইভেন্টকে একসুতোয় বেঁধে রাখার গ্রন্থি জোকারদের। চারপাশে দেখা যায় অন্ধকার মঞ্চ, সেখানে বসানো রয়েছে সারি সারি চেয়ার। ক্রমে চোখ উপরে উঠলেও সে সারির যেন কোনও শেষ মেলে না। শূন্য এ পৃথিবীর যাত্রা শেষ হয় স্থবিরতায় থাকে না তাঁবু, জারি থাকে নীরবতা, মাঝে
দু'হাত ছড়িয়ে দাঁড়িয়ে থাকে মুখের রং ফেটে যাওয়া এক জোকার
Barisha Club-Durgotsav