Bangla Babu

Bangla Babu just for fun..

মনে রাখবেন, আপনাদের প্রিয় দেব বা দেব দা কিন্তু আপনাদের সঙ্গে দেখা করতে আসেননি।তিনি এসেছেন শুধু নিজের সিনেমাকে ব্লকবাস্ট...
10/09/2025

মনে রাখবেন, আপনাদের প্রিয় দেব বা দেব দা কিন্তু আপনাদের সঙ্গে দেখা করতে আসেননি।
তিনি এসেছেন শুধু নিজের সিনেমাকে ব্লকবাস্টার বানাতে, নিজের চলচ্চিত্রের প্রচার করতেই।
আপনারা যেই ভিড় জমাবেন, সেই ভিড়ই তাঁর জন্য সোনার রাস্তা তৈরি করবে।

ভেবে দেখেছেন কোনোদিন? সারা বছর ধরে তিনি কি একবারও আপনার চাকরি বা আপনার ভবিষ্যৎ নিয়ে খোঁজ নিয়েছেন?
না কি একবারও আমাদের মালদা এসে সাধারণ মানুষের দুঃখ-কষ্ট শুনেছেন?

তিনি আজ একজন সাংসদ, একজন রাজনীতিবিদ। রাজনীতির খেলাটা তিনি শিখে গেছেন দারুণভাবেই।
কিন্তু বোকা হয়ে থাকবেন আপনারাই—কারণ আপনি সিনেমার টিকিট কিনে তাঁর পকেট ভরাবেন।
আপনার জীবনে কি এক বিন্দুও লাভ হবে?

একবার সাহস করে তাঁকে প্রশ্ন করুন—
“দেব দা, আমার পড়াশোনার ভবিষ্যৎ কোথায়? চাকরির ভবিষ্যৎ কোথায়?”
দেখবেন, তাঁর উত্তর থাকবে একটাই—
“আমি এসেছি শুধু সিনেমার প্রচার করতে, অন্য কিছু নিয়ে কথা বলতে নয়।”

তাহলে স্পষ্ট—তিনি এসেছেন ডাকাতি করতেই, আপনার স্বপ্ন, আপনার আবেগ, আপনার সময়কে ডাকাতি করতে।

আর কিছু তথাকথিত ব্লগার, ভিউ বাড়ানোর নেশায় ঝিঁঝিঁ পোকার মতো ঘুরে বেড়াবে।
শেষমেষ পাথরের বলি হবেন কেবলমাত্র আপনারাই।

জয় কালী। জয় সত্য।



বাংলার উন্নয়ন কোথায় আছে জানিনা, কিন্তু বাংলার ভবিষ্যৎ অবশ্যই রাস্তায় পরে আছে । রাজ্যের রাস্তাঘাটের এমন অবস্থা, উন্নয়নের ...
06/08/2025

বাংলার উন্নয়ন কোথায় আছে জানিনা, কিন্তু বাংলার ভবিষ্যৎ অবশ্যই রাস্তায় পরে আছে ।
রাজ্যের রাস্তাঘাটের এমন অবস্থা, উন্নয়নের এত বাহার,
বাচ্চাদের স্কুলের গাড়িও রেহাই পাচ্ছে না ।
আছে এসি ঘরে বসে বাতেলা, কিছু মানুষ আছেন সুখে।
একটা প্রজন্ম ধ্বংস হয়ে গেছে, আর একটা ধ্বংসের মুখে ।
মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পলশন্ডা মোড়, আজকের ছবি
#চটি_চাটা_বন্ধ_করুন।

Address

Andal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangla Babu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bangla Babu:

Share