NH PubliC Tv

NH PubliC Tv আপনার এলাকার নিত্যনতুন খবরখবরা পেতে আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন
PH 9748096157
(1)

15/09/2025

কংগ্রেসের যোগদান কর্মসূচি থেকে । ভোট চোর গদ্দি ছোড় স্লোগান। যোগদান কর্মসূচি নিয়ে কংগ্রেস নেতা কানাইয়া কুমারের বক্তব্য।

১৫ই সেপ্টেম্বর, ২০২৫ তারিখে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম...
15/09/2025

১৫ই সেপ্টেম্বর, ২০২৫ তারিখে আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
​উত্তরবঙ্গ:
​দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
​বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর জেলাতেও।
​দক্ষিণবঙ্গ:
​দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
​বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, কলকাতা, হাওড়া এবং হুগলি জেলাতে।
​পুরুলিয়া, বাঁকুড়া এবং মুর্শিদাবাদ জেলায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।
​বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।
​এই সময়ে উত্তর ও দক্ষিণবঙ্গে গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে। সতর্কতা হিসাবে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইনের যে ধারাগুলির উপরে স্থগিতাদেশ দিয়েছে, সেগুলি হল-প্রথম- কোনও সরকারি জমি ওয়াকফ অধিগ্রহণ ...
15/09/2025

সুপ্রিম কোর্ট ওয়াকফ সংশোধনী আইনের যে ধারাগুলির উপরে স্থগিতাদেশ দিয়েছে, সেগুলি হল-

প্রথম- কোনও সরকারি জমি ওয়াকফ অধিগ্রহণ করেছে কিনা, তা বিচার করার জন্য সরকারের দ্বারা সরকারি অফিসার নিয়োগের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

দ্বিতীয়- ওয়াকফ সংশোধনী আইন অনুযায়ী কোন ব্যক্তির ওয়াকফ সম্পত্তি দান করতে হলে, তাকে অন্তত পাঁচ বছর ইসলাম ধর্ম পালন করতে হবে। আইনের এই ক্ষেত্রর উপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কোন ব্যক্তি ইসলাম ধর্ম পালন করেন কিনা, তা ব্যাখ্যা করার জন্য সরকার যতদিন না আইন তৈরি করছে, ততদিন ওয়াকফ সংশোধনী আইনের এই ক্ষেত্রের উপর স্থগিতাদেশ থাকবে।

তৃতীয়- কেন্দ্রীয় স্তরে ওয়াকফ কমিটিতে অন্তত ৪ জন অ-মুসলিম এবং রাজ্যস্তরে ওয়াকফ কমিটিতে অন্তত ৩ জন অ-মুসলিম কে রাখার আইনি ক্ষেত্রের উপরেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে।

চতুর্থ- সংশোধনী আইন অনুযায়ী নতুন ওয়াকফ কমিটিতে যে সরকারি অফিসার নিয়োগ হবেন, তাকে অবশ্যই অ-মুসলিম হতে হবে। আইনের এই ক্ষেত্রর উপর স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।

পঞ্চম- সংশোধনী অনুযায়ী, সরকার নিয়োজিত অফিসার ওয়াকফ বোর্ডের রেভিনিউ রেকর্ড খতিয়ে দেখে সিদ্ধান্ত নিতে পারবেন। এই আইনি সংস্থানের উপর স্থগিতাদেশ দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ।

15/09/2025

খাদ্য রসিকদের জন্য সেরা ঠিকানা। নিউ ইন্ডিয়ান ফাস্টফুড এন্ড রেস্টুরেন্ট। আজকেই শুভ উদ্বোধন শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে আকর্ষণীয় অফার। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9679723127/9653334698

15/09/2025

রাতের অন্ধকারে একাধিক বিজেপি কর্মী সমর্থক এর উপর অতর্কিত হামলার অভিযোগ খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষের। অপরদিকেন অভিযোগ অস্বীকার করে নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই হামলা বলে মন্তব্য খানাকুল দু'নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি রমেন পরামানিকের।

15/09/2025

উদ্ধার হওয়া বিরল প্রজাতির কচ্ছপ ছাড়া হলো ঠাকুরানিচকের দ্ধারকেশ্বর নদীর তীরে। এ বিষয়ে কি বলছেন বিস্তারিত দেখুন।

14/09/2025

দুর্গাপূজা উপলক্ষে ধামাকা অফার চলছে ইয়োর চয়েস ইলেকট্রনিক ওয়াল্ডড়ে । ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন আরামবাগ টু বন্দর ২৪ নম্বর রোডের কাছরা চৌমাথা ইন্ডিয়ান ব্যাংকের বিপরীতে । যোগাযোগ নাম্বার 9800833261

আজ ১৪ই সেপ্টেম্বর ২০২৫, রবিবার, বিকেল ৪টে ৪১ মিনিট নাগাদ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আসামে একটি ভূমিকম্প হয়েছে। রিখটার স্ক...
14/09/2025

আজ ১৪ই সেপ্টেম্বর ২০২৫, রবিবার, বিকেল ৪টে ৪১ মিনিট নাগাদ ভারতের উত্তর-পূর্বাঞ্চলের আসামে একটি ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৯। এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আসামের ঢেকিয়াজুলি, তবে এর কম্পন ভারতের উত্তরবঙ্গের বিভিন্ন জেলা যেমন দার্জিলিং, ডুয়ার্স, তরাই, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভালোভাবেই অনুভূত হয়েছে।
​শুধু উত্তরবঙ্গেই নয়, এর কম্পন পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এবং দক্ষিণবঙ্গের কিছু অংশেও মৃদুভাবে অনুভূত হয়েছে। আতঙ্কিত হয়ে অনেক মানুষ বাড়ি বা অফিস থেকে বাইরে বেরিয়ে এসেছিলেন। তবে, এখনও পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
​এই ভূমিকম্পের ফলে আসাম, অরুণাচল প্রদেশ এবং প্রতিবেশী দেশ ভুটানেও কম্পন অনুভূত হয়। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূ-পৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

14/09/2025

সাত সকালে আ*গু*ন*লাগার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য। আ*গু*নে*ভষ্মীভূত একাধিক দোকান। কেঁদে কেঁদে আর্তনাদ দোকানের এক মালিক।

আজ ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতায় সোনা ও রুপার দাম নিচে বিস্তারিত দেওয়া হলো:​সোনার দাম (প্রতি গ্রাম)​...
14/09/2025

আজ ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ তারিখে পশ্চিমবঙ্গের কলকাতায় সোনা ও রুপার দাম নিচে বিস্তারিত দেওয়া হলো:
​সোনার দাম (প্রতি গ্রাম)
​২২ ক্যারেট সোনা: ₹১০,১৯০ টাকা
​২৪ ক্যারেট সোনা: ₹১১,১১৭ টাকা
​১৮ ক্যারেট সোনা: ₹৮,৩৩৭ টাকা
​রূপার দাম (প্রতি কেজি)
​খুচরো রুপা: ₹১,২৮,৮০০ টাকা
​রুপোর বাট: ₹১,২৮,৭০০ টাকা
​বিশেষ দ্রষ্টব্য: এই দামগুলো কলকাতা শহরের জন্য প্রযোজ্য এবং স্থানভেদে সামান্য পরিবর্তন হতে পারে। গহনার ক্ষেত্রে এর সাথে জিএসটি এবং গহনা তৈরির খরচ যুক্ত হবে।

14/09/2025

সাত সকালে আ*গু*ন*লাগার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য। আ*গু*নে*ভষ্মীভূত একাধিক দোকান।

14/09/2025

দুইজনের মধ্যে বচসার জেরে ধা*যা*লো*অ*স্তের*আ*ঘা*নে*নি*হ*ত*হলেন এক যুবক। কোথায় ঘটনাটি ঘটেছে দেখুন।

Address


Alerts

Be the first to know and let us send you an email when NH PubliC Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NH PubliC Tv:

  • Want your business to be the top-listed Media Company?

Share