NH PubliC Tv

NH PubliC Tv আপনার এলাকার নিত্যনতুন খবরখবরা পেতে আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন
PH 9748096157

13/10/2025
13/10/2025

মুর্শিদাবাদ শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো।বিস্তারিত দেখুন।

12/10/2025

সোশ্যাল মিডিয়ায় রিলস বানানোর নাম করে। গো*প*ন*অঙ্গে*র*ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার নাম করে। দিনের পর দিন ধর্ষ*নে*র*অভিযোগে গ্রেপ্তার বিখ্যাত ইউটিউবার। দেখুন বিস্তারিত।

12/10/2025

নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উ*ল্টে*গেল যাত্রী বোঝাই বাস। ঘটনায় ১১ জন যাত্রী গুরু*ত*র*আ*হ*ত*ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য।

12/10/2025

দুর্গাপুরের গণ*ধর্ষ*নের । ঘটনা প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর অসংবেদনশীল মন্তব্যের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকারের প্রতিক্রিয়া:

12/10/2025

আম বাগানে যুবকের ঝু*ল*ন্ত*দে*হ*উদ্ধার কে ঘিরে এলাকায় তীব্র চঞ্চল্য।

12/10/2025

মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া ছাত্রীকে। ধর্ষ*নে*র*অভিযোগ ঘটনাস্থলে পুলিশ।

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি (Amir Khan Muttaqi) সম্প্রতি ভারত সফরের সময় উত্তর প্রদেশের সাহারানপুরে...
11/10/2025

আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি (Amir Khan Muttaqi) সম্প্রতি ভারত সফরের সময় উত্তর প্রদেশের সাহারানপুরে অবস্থিত বিখ্যাত ইসলামিক সেমিনারি দারুল উলুম দেওবন্দ পরিদর্শন করেন এবং সেখানে জমিয়তে উলামায়ে হিন্দ-এর সভাপতি মাওলানা আরশাদ মাদানী-এর সঙ্গে দেখা করেন।
​এই সাক্ষাৎ ও সফর সম্পর্কে বিস্তারিত তথ্য হলো:
​সফর ও সাক্ষাৎ: আমির খান মুত্তাকি তাঁর ছয় দিনের ভারত সফরের অংশ হিসেবে (যা ৯ অক্টোবর শুরু হয়েছিল) দারুল উলুম দেওবন্দ পরিদর্শনে যান এবং সেখানে জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা আরশাদ মাদানীর সঙ্গে সাক্ষাৎ করেন। তালেবান ২০২১ সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এটি কোনো শীর্ষ তালেবান নেতার প্রথম ভারত সফর।
​উষ্ণ অভ্যর্থনা: দেওবন্দে পৌঁছালে আফগান পররাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তিনি সেখানকার আলেম ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি এবং ভালোবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।
​সাক্ষাতের বিষয়বস্তু: মাওলানা আরশাদ মাদানী সাংবাদিকদের জানান, আফগান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁদের আলোচনায় কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। কথোপকথন মূলত ধর্মীয় এবং শিক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে সীমাবদ্ধ ছিল।
​ঐতিহাসিক ও একাডেমিক সম্পর্ক: আরশাদ মাদানী মুত্তাকিকে বলেন যে আফগানিস্তানের সঙ্গে ভারতের কেবল একাডেমিক সম্পর্কই নয়, ভারতের স্বাধীনতার লড়াইয়ে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ অবদান ছিল। তিনি আফগান পররাষ্ট্রমন্ত্রীকে "জ্ঞানের মাতৃভূমি" (মাদার-এ-ইলমি) পরিদর্শনে আসায় স্বাগত জানান।
​ভারত-আফগানিস্তান সম্পর্ক: আমির খান মুত্তাকি তাঁর দেওবন্দ সফরের সময় বলেন যে ভারত-আফগানিস্তান সম্পর্কের ভবিষ্যৎ খুব উজ্জ্বল বলে মনে হচ্ছে এবং তিনি আশা করেন দুই দেশের মধ্যে সফর বৃদ্ধি পাবে। তিনি আশা প্রকাশ করেন যে এই সময়ের মধ্যে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে।
​অন্যান্য কর্মসূচি: মুত্তাকি দেওবন্দে হাদিসের পাঠ গ্রহণ করেন এবং তাঁকে সম্মাননা পাগড়ি পরিয়ে দেওয়া হয়। তিনি সেখানকার শীর্ষ আলেমদের সঙ্গেও সাক্ষাৎ করেন। এই সফরের আগে তিনি নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে ভারত সফরে এসেছেন।
​মুত্তাকির এই সফরকে ভারত এবং তালেবান সরকারের মধ্যে সম্পর্ক উন্নয়নের একটি ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।
​(দ্রষ্টব্য: এই খবরটি ১১ অক্টোবর, ২০২৫-এর তথ্য অনুযায়ী।)

11/10/2025

আবারো পথ দুর্ঘ*টা*না*য়*মৃ*ত্যু*হল ১ ব্যবসায়ীর। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া।

রাজ্যের টোটো বা ই-রিকশাকে শৃঙ্খলার মধ্যে আনতে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বড় পদক্ষেপের কথা জানিয়েছেন। মূল পদক্ষ...
11/10/2025

রাজ্যের টোটো বা ই-রিকশাকে শৃঙ্খলার মধ্যে আনতে পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বড় পদক্ষেপের কথা জানিয়েছেন। মূল পদক্ষেপগুলি হল:
​রেজিস্ট্রেশন বাধ্যতামূলক: এখন থেকে রাজ্যের প্রতিটি টোটোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে।
​অস্থায়ী এনরোলমেন্ট নম্বর ও নম্বর প্লেট: রেজিস্ট্রেশনের পর টোটোগুলিকে অস্থায়ী এনরোলমেন্ট নম্বর-সহ নম্বর প্লেট দেওয়া হবে। এর ফলে টোটো চলাচলে শৃঙ্খলা আসবে।
​কিউআর কোড যুক্ত স্টিকার: টোটোগুলির গায়ে কিউআর কোড (QR Code) দেওয়া স্টিকার লাগানো হবে। এর মাধ্যমে টোটোর চিহ্নিতকরণ সহজ হবে এবং রুট নিয়ন্ত্রণ করা যাবে।
​রুট নির্দিষ্টকরণ: চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পর স্থানীয় পৌরসভা, পঞ্চায়েত এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় টোটো চলাচলের নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে।
​জাতীয় ও রাজ্য সড়কে নিষেধাজ্ঞা: জাতীয় সড়ক (National Highway) এবং রাজ্য সড়কে (State Highway) টোটো চলাচল করতে পারবে না, তবে রাস্তা পারাপার করা যেতে পারে। যানজট কমানো এবং দুর্ঘটনা এড়ানো এর মূল লক্ষ্য।
​একজনের একটি টোটো: এক ব্যক্তির নামে একাধিক টোটোর রেজিস্ট্রেশন বাতিল করা হবে। মূলত গরিব ও বেকার যুবকদের স্বনির্ভর করার উদ্দেশ্যেই এই নিয়ম।
​অনুমোদনহীন টোটো তৈরি বন্ধ: অবৈধভাবে টোটো তৈরি ও বিক্রির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
​রাজস্ব আদায়: নতুন নীতি কার্যকর হলে টোটো থেকে বার্ষিক কর নেওয়া হবে, ফলে রাজ্যের রাজস্বও বাড়বে।
​এই পদক্ষেপগুলির মূল লক্ষ্য হল - যানজট রোধ, যাত্রী সুরক্ষা নিশ্চিত করা, টোটো পরিবহণে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং রাজস্ব বৃদ্ধি। পরিবহন দফতর আশা করছে, এই উদ্যোগের ফলে টোটো চালকদেরও এক সুরক্ষিত ও স্বীকৃত জীবিকা নিশ্চিত হবে।

Address


Alerts

Be the first to know and let us send you an email when NH PubliC Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NH PubliC Tv:

  • Want your business to be the top-listed Media Company?

Share