NH PubliC Tv

NH PubliC Tv আপনার এলাকার নিত্যনতুন খবরখবরা পেতে আমাদের সাথে জুড়ে থাকতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন
PH 9748096157

23/07/2025

১০ লক্ষ টাকা সোনাচুরির সিসিটিভি ফুটেজ । চোর কিভাবে ফিল্মি কায়দায় সোনা চুরি করছে দেখুন।

23/07/2025

টি ব্রেক ক্যাফে এখন কাছড়া চৌমাথা মাইনান যাওয়ার পথে।নানা সেটের বিল্ডিং। শুভ উদ্বোধন বৈকাল ৪ ঘটিকায়। শুভ উদ্বোধন উপলক্ষে থাকছে সম্পূর্ণ বিনামূল্যে চা ও কফি ফ্রি।

‘‘কমিশনের উচিত নিরপেক্ষ ভাবে কাজ করা। ওরা কী বলতে চাইছে? গত বার যাঁরা ভোট দিয়েছিলেন, তাঁরা ভুয়ো ভোটার? নীতীশ কুমার ভুয়ো ...
23/07/2025

‘‘কমিশনের উচিত নিরপেক্ষ ভাবে কাজ করা। ওরা কী বলতে চাইছে? গত বার যাঁরা ভোট দিয়েছিলেন, তাঁরা ভুয়ো ভোটার? নীতীশ কুমার ভুয়ো ভোটারদের ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন?’’ প্রশ্ন আরজেডি সাংসদ তেজস্বী যাদবের

23/07/2025

বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হাতে গু*লি*বৃ*দ্ধ*এক ব্যবসায়ী। কোথায় ঘটনাটি ঘটেছে দেখুন।

Weather Update: সকাল থেকে তীব্র রোদ! ভাবলে চলবে না আকাশের মুড বদলে গিয়েছে; ফের চোখ পাকাবে নিম্নচাপআগামী ২৪ ঘণ্টার মধ্যে...
23/07/2025

Weather Update: সকাল থেকে তীব্র রোদ! ভাবলে চলবে না আকাশের মুড বদলে গিয়েছে; ফের চোখ পাকাবে নিম্নচাপআগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি !
আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা জারি !

ভুয়ো জব কার্ড দেশের শীর্ষে রয়েছে যোগীর রাজ্য উত্তরপ্রদেশ!উত্তরপ্রদেশ তো বটেই বিহার, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান-সহ বহু...
23/07/2025

ভুয়ো জব কার্ড দেশের শীর্ষে রয়েছে যোগীর রাজ্য উত্তরপ্রদেশ!

উত্তরপ্রদেশ তো বটেই বিহার, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান-সহ বহু বিজেপি শাসিত রাজ্যে জব কার্ড বাতিলের সংখ্যা বাংলার চেয়ে বেশি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দুর্নীতির এই চাক্ষুস প্রমাণ থাকা সত্ত্বেও এই রাজ্যগুলিকে বহাল তবিয়তে ১০০ দিনের কাজ হচ্ছে। কিন্তু বাংলায় ২০২২-’২৩ অর্থবর্ষ থেকেই বরাদ্দ বন্ধ করে রেখেছে কেন্দ্র।

কেন্দ্রকে কটাক্ষ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই পরিসংখ্যান সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। রাজ্যের শাসকদলের প্রশ্ন, অন্য রাজ্যেও ভুয়ো জবকার্ড ছিল। বাংলার চেয়ে তা বহুগুণ বেশি। তা হলে সেই রাজ্যে বরাদ্দ বন্ধ না-হলে বাংলায় বন্ধ রাখা হয়েছে কেন?

গত তিন বছরের সেই পরিসংখ্যানের হিসেবে, ভুয়ো জবকার্ড বাতিলের তালিকায় সবার উপরে নাম রয়েছে যোগী রাজ্য উত্তরপ্রদেশের ! বাংলাকে পিছনে ফেলে তালিকায় বেশ উপরের দিকেই রয়েছে ওড়িশাও। কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সেই তুলনায় ভুয়ো জবকার্ড বাতিলের তালিকায় পিছনের দিকেই রয়েছে পশ্চিমবঙ্গ।

কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত তিন অর্থবর্ষে মোট ভুয়ো জবকার্ড বাতিলের সংখ্যা যথাক্রমে, ৭ লক্ষ ৫৯ হাজার ৩৬২, ২ লক্ষ ৮৯ হাজার ৬২৬ এবং ৫৮ হাজার ৮২৬ টি। এর মধ্যে ২২-২৩ অর্থবর্ষে উত্তরপ্রদেশে মোট ভুয়ো জবকার্ড বাতিলের সংখ্যা ২ লক্ষ ৯৯ হাজার ৩৫৪ টি। এবং ২৩-২৪ অর্থবর্ষে তা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৩৯৭ টিতে। ২৪-২৫ অর্থবর্ষে যোগী রাজ্যে সেই সংখ্যাটা ৩ হাজার ৪২১। সেদিক থেকে গত তিন অর্থ বর্ষেও কোনবারই পশ্চিমবঙ্গে মোট ভুয়ো জবকার্ড বাতিলের সংখ্যাটা ৬ অঙ্ক বা লাখ ছাড়ায়নি। ২২-২৩ অর্থবর্ষে বাংলায় সেই সংখ্যাটা ৫ হাজার ২৬৩ এবং পরের দুই অর্থ বর্ষে ৭১৯।

আমার পাড়া আমার সমাধান নতুন সরকারি প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর।
22/07/2025

আমার পাড়া আমার সমাধান নতুন সরকারি প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর।

22/07/2025

ফোন কোম্পানিতে কাজের টোপ দিয়ে ৫৬ জন যুবতী কে বিহারে চালান করার চেষ্টা বানচাল করে উদ্ধার করল পুলিশ।

22/07/2025

বন্ধুর মায়ের সাথে প্রেমে হাবুডুবু। তারপর কি করুন পরিণতি হল দেখুন যুবকের।

22/07/2025

বাংলার বিখ্যাত ব্র্যান্ড ধনিয়াখালীর আশিক জুয়েলার্স দিচ্ছে অবিশ্বাস্য অফার সারা বছরের জন্য মজুরি মাত্র ৬.৯ শতাংশ মেকিং চার্জ।

২০১৯ সালে লোকসভা ভোটের পর দিল্লিতে গিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন রিমঝিম মিত্র। তবে খুব কম সময়েই গেরুয়া শিবিরের...
22/07/2025

২০১৯ সালে লোকসভা ভোটের পর দিল্লিতে গিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন রিমঝিম মিত্র। তবে খুব কম সময়েই গেরুয়া শিবিরের প্রতি মোহভঙ্গ হয় অভিনেত্রীর! বছর তিনেক আগে থেকেই বিজেপির সঙ্গে দূরত্ব তৈরি হয় রিমঝিমের। তার পর বছর দেড়েক আগে তৃণমূলের মঞ্চে একদা বিজেপি কর্মী-সমর্থকদের দেখে অনেকেরই ভ্রুযুহল আন্দোলিত হয়েছিল। সোমবার একুশের শহীদ স্মরণসভাতেও দেখা যায় অভিনেত্রীকে। এবার সংবাদমাধ্যমের কাছে বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়ার কারণ জানালেন রিমঝিম মিত্র।

ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। তাঁর পদত্যাগের প্রধান কারণ শারীরিক অসুস্থতা।তিনি রাষ্ট্রপতি ...
21/07/2025

ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখর তাঁর পদ থেকে ইস্তফা দিয়েছেন। তাঁর পদত্যাগের প্রধান কারণ শারীরিক অসুস্থতা।
তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে লেখা তাঁর পদত্যাগপত্রে স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে, "স্বাস্থ্যসেবাকে অগ্রাধিকার দিতে এবং চিকিৎসা পরামর্শ মেনে চলার জন্য, আমি সংবিধানের ৬৭(ক) অনুচ্ছেদ অনুসারে অবিলম্বে কার্যকরভাবে ভারতের উপরাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করছি।"
ধনখর তাঁর চিঠিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মন্ত্রিপরিষদের সদস্যদের কাছ থেকে প্রাপ্ত সমর্থন ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আরও উল্লেখ করেছেন যে, এই পদে থাকাকালীন তিনি ভারতের অসাধারণ অর্থনৈতিক অগ্রগতি এবং অভূতপূর্ব উন্নয়ন প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন, যা তাঁর জন্য একটি বিশেষাধিকার ছিল।
সুতরাং, তাঁর পদত্যাগের মূল কারণ হলো স্বাস্থ্যগত সমস্যা এবং চিকিৎসা সংক্রান্ত পরামর্শ মেনে নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দেওয়া।

Address


Alerts

Be the first to know and let us send you an email when NH PubliC Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NH PubliC Tv:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share