23/07/2025
ভুয়ো জব কার্ড দেশের শীর্ষে রয়েছে যোগীর রাজ্য উত্তরপ্রদেশ!
উত্তরপ্রদেশ তো বটেই বিহার, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান-সহ বহু বিজেপি শাসিত রাজ্যে জব কার্ড বাতিলের সংখ্যা বাংলার চেয়ে বেশি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, দুর্নীতির এই চাক্ষুস প্রমাণ থাকা সত্ত্বেও এই রাজ্যগুলিকে বহাল তবিয়তে ১০০ দিনের কাজ হচ্ছে। কিন্তু বাংলায় ২০২২-’২৩ অর্থবর্ষ থেকেই বরাদ্দ বন্ধ করে রেখেছে কেন্দ্র।
কেন্দ্রকে কটাক্ষ করে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই পরিসংখ্যান সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। রাজ্যের শাসকদলের প্রশ্ন, অন্য রাজ্যেও ভুয়ো জবকার্ড ছিল। বাংলার চেয়ে তা বহুগুণ বেশি। তা হলে সেই রাজ্যে বরাদ্দ বন্ধ না-হলে বাংলায় বন্ধ রাখা হয়েছে কেন?
গত তিন বছরের সেই পরিসংখ্যানের হিসেবে, ভুয়ো জবকার্ড বাতিলের তালিকায় সবার উপরে নাম রয়েছে যোগী রাজ্য উত্তরপ্রদেশের ! বাংলাকে পিছনে ফেলে তালিকায় বেশ উপরের দিকেই রয়েছে ওড়িশাও। কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, সেই তুলনায় ভুয়ো জবকার্ড বাতিলের তালিকায় পিছনের দিকেই রয়েছে পশ্চিমবঙ্গ।
কেন্দ্রের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত তিন অর্থবর্ষে মোট ভুয়ো জবকার্ড বাতিলের সংখ্যা যথাক্রমে, ৭ লক্ষ ৫৯ হাজার ৩৬২, ২ লক্ষ ৮৯ হাজার ৬২৬ এবং ৫৮ হাজার ৮২৬ টি। এর মধ্যে ২২-২৩ অর্থবর্ষে উত্তরপ্রদেশে মোট ভুয়ো জবকার্ড বাতিলের সংখ্যা ২ লক্ষ ৯৯ হাজার ৩৫৪ টি। এবং ২৩-২৪ অর্থবর্ষে তা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৩৯৭ টিতে। ২৪-২৫ অর্থবর্ষে যোগী রাজ্যে সেই সংখ্যাটা ৩ হাজার ৪২১। সেদিক থেকে গত তিন অর্থ বর্ষেও কোনবারই পশ্চিমবঙ্গে মোট ভুয়ো জবকার্ড বাতিলের সংখ্যাটা ৬ অঙ্ক বা লাখ ছাড়ায়নি। ২২-২৩ অর্থবর্ষে বাংলায় সেই সংখ্যাটা ৫ হাজার ২৬৩ এবং পরের দুই অর্থ বর্ষে ৭১৯।