Arambagh POST

Arambagh POST A Digital Media Network

Contact for Any NEWS
What's app - 7699846120

কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা পানীয়, কসমেটিক্স (প্রসাধনী সামগ্রী) থেকে চকোলেট, বিস্কুট, গাড়ি - এরকমই সব ব্রিটিশ পণ্য সস্তায় ...
24/07/2025

কোল্ড ড্রিঙ্কস বা ঠান্ডা পানীয়, কসমেটিক্স (প্রসাধনী সামগ্রী) থেকে চকোলেট, বিস্কুট, গাড়ি - এরকমই সব ব্রিটিশ পণ্য সস্তায় পাওয়া যাবে ভারতে। কারণ ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তির ফলে গড় শুল্কের পরিমাণ ১৫ শতাংশ কমে তিন শতাংশের মতো হয়ে গিয়েছে। আবার ভারত থেকে পাঠানো বিভিন্ন পণ্যের উপরে ব্রিটেন যে আমদানি শুষ্ক চাপাত, তা অনেকটা কমিয়ে দেওয়া হচ্ছে।

পশ্চিমবঙ্গের কী কী লাভ হবে? বিশেষজ্ঞদের মতে, ভারত-ব্রিটেনের বাণিজ্য চুক্তির ফলে বিভিন্ন রাজ্যের নানাবিধ দ্রব্যের রফতানির পথ আরও প্রশস্ত হবে। পশ্চিমবঙ্গের নিরিখে বালুচরী শাড়ি, দার্জিলিং চা, নতুনগ্রামের কাঠের পুতুল, শান্তিনিকেতনের চামড়ার সামগ্রীর সামনে নয়া সুযোগ উন্মোচিত হয়ে গেল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

24/07/2025

ছাত্রী প্রেমে রাজি না হওয়ায় অধ্যাপিকার ব্ল্যাকমেল! সমকামিতার ছায়া আরামবাগে?

📲 কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।
🔔 আরও আপডেট পেতে ফলো করুন Arambagh POST

আরামবাগ থেকে সরাসরি দিল্লির মঞ্চে! নার্স মধুরিমা এখন মিসেস ইন্ডিয়া এশিয়া ২০২৫-এর ফাইনালিস্ট স্থান: আরামবাগ |  তারিখ: জ...
24/07/2025

আরামবাগ থেকে সরাসরি দিল্লির মঞ্চে! নার্স মধুরিমা এখন মিসেস ইন্ডিয়া এশিয়া ২০২৫-এর ফাইনালিস্ট

স্থান: আরামবাগ | তারিখ: জুলাই ২০২৫

হাসপাতালের ইউনিফর্ম পেরিয়ে এবার র‌্যাম্পের গ্ল্যামারে— বদলে গেল নার্সিং অফিসার মধুরিমা চক্রবর্তীর জীবন। দীর্ঘ ছয় বছর ধরে আরামবাগ হাসপাতালে রোগীর সেবায় নিজের মনপ্রাণ দিয়ে নিয়োজিত রাখলেও এবার তিনি পা রাখছেন এক নতুন জগতে। নির্বাচিত হয়েছেন ‘মিসেস ইন্ডিয়া এশিয়া ২০২৫’-এর গ্র্যান্ড ফিনালে-তে। রাজ্যের প্রতিনিধি হয়ে পাড়ি দিচ্ছেন রাজধানী দিল্লিতে।

রোগীর সেবিকা থেকে র‍্যাম্পে রানওয়ে ওয়াক
কলকাতায় গত ২২শে জুন আয়োজিত হয়েছিল মিসেস ইন্ডিয়া এশিয়া ২০২৫-এর ইস্ট জোন অডিশন। সেখানে অংশ নিয়েছিলেন ৫২ জন প্রতিযোগী। চারটি বিভাগে (Self Introduction, Self Presentation, Instant Intelligence, Ramp Walk) দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে পশ্চিমবঙ্গের একমাত্র নির্বাচিত প্রতিনিধি হন মধুরিমা।

আরামবাগেই বেড়ে ওঠা, সেবা আর সৌন্দর্যের নিখুঁত মিশেল
মধুরিমার বাপের বাড়ি আরামবাগের কালীপুর কলেজ এলাকায়। পেশায় নার্স হলেও, সাজগোজ, নাচ, আঁকা ও পড়াশোনায় বরাবরই তার আগ্রহ। জিএনএম পাশ করার পর প্রথমে মেদিনীপুর হাসপাতালে, পরে আরামবাগ হাসপাতালে দীর্ঘ ছয় বছর কাজ করেছেন নার্সিং অফিসার হিসেবে। পাশাপাশি বিভিন্ন বেসরকারি হাসপাতালেও তার দক্ষতা প্রমাণ করেছেন।

ছোট্ট পরিবার, বড় স্বপ্ন
ছয় বছর আগে বিয়ে হয় পশ্চিম মেদিনীপুরের রাজীব মল্লিকের সঙ্গে। রাজীব একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী। তাঁদের তিন বছরের এক পুত্র সন্তান রয়েছে। মাতৃত্ব সামলে নিজেকে নতুনভাবে গড়ে তোলার জেদেই আজ এই অসাধ্যকে সাধন করেছেন মধুরিমা।

"সুন্দর মানে কেবল মুখ নয়, মন আর মানসিকতাও" — মধুরিমা
মধুরিমা বলেন, “অনেকেই ভাবে মা হওয়ার পরে সৌন্দর্য হারিয়ে যায়। কিন্তু আমি মনে করি, একটা গাছ যেমন ফুল-ফল নিয়ে নিজের সৌন্দর্যকে প্রকাশ করে, ঠিক তেমনই একজন মাও মাতৃত্বের পরেও সুন্দর হতে পারেন— যদি মন থেকে আত্মবিশ্বাস রাখা যায়। আমি বিশ্বাস করি, আমি যা চাই, তা আমি পাব।"

তার লক্ষ্য এখন আরও বড়— একদিন ‘মিসেস ওয়ার্ল্ড’-এর মঞ্চে দাঁড়ানো।

মেয়েকে নিয়ে গর্বিত মা শুক্লা চক্রবর্তী। তিনি বলেন,“ছোট থেকেই মেয়ে সাজগোজ ভালোবাসত, জানার আগ্রহ ছিল অফুরন্ত। পড়াশোনাতেও সবসময় ভাল করত। আজ মেয়ের এই সাফল্যে আমরা গর্বিত।”

আরামবাগ POST পরিবারও গর্বিত মধুরিমার এই কীর্তিতে।
আপনারা কমেন্টে শুভেচ্ছা জানাতে পারেন এই নার্সিং অফিসার-সুন্দরীকে।

আরও এই ধরনের ইতিবাচক গল্প পেতে চোখ রাখুন Arambagh POST-এ।










জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়, যা ব্রিটিশ শাসনের নির্মমতার নগ্ন রূপকে সামনে এনেছিল। এই পাশবিক ঘটনা...
24/07/2025

জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়, যা ব্রিটিশ শাসনের নির্মমতার নগ্ন রূপকে সামনে এনেছিল। এই পাশবিক ঘটনার বিরুদ্ধে প্রথম সরব হয়েছিলেন 'রবীন্দ্রনাথ ঠাকুর'। কিন্তু, আজও সেখানে তাঁর কোনও মূর্তি স্থাপিত হয়নি। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এমন কোনও পরিকল্পনা ভবিষ্যতের জন্যও নেই।

'তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়' এই বিষয়ে সংসদে প্রশ্ন তুলতেই বৃহস্পতিবার কেন্দ্র বিষয়টি স্পষ্ট করে দেয়। এর পরে 'সংসদ ভবনের বাইরে নিজের ক্ষোভ উগরে' দেন তিনি। তাঁর দাবি, 'বিজেপি কতটা বাংলাবিরোধী' তা এই সিদ্ধান্ত থেকেই আরও একবার প্রমাণ হয়ে গেল।

‘মহানায়ক’ সম্মান প্রদান অনুষ্ঠানে এক মঞ্চে ছিলেন গৌতম ঘোষ, গার্গী রায়চৌধুরী, ইমন চক্রবর্তী, রূপঙ্কর বাগচি-সহ বহু বিশিষ্ট...
24/07/2025

‘মহানায়ক’ সম্মান প্রদান অনুষ্ঠানে এক মঞ্চে ছিলেন গৌতম ঘোষ, গার্গী রায়চৌধুরী, ইমন চক্রবর্তী, রূপঙ্কর বাগচি-সহ বহু বিশিষ্ট জন। তাঁদের পাশেই বসেছিলেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়—ধূসর ট্রাউজারের সঙ্গে পরনে সাদা ক্যাজুয়াল শার্ট, চোখে ছিল কালো চশমা। আর ঠিক তখনই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নতুন উদ্যোগের ঘোষণা করায় খানিকটা অবাকই হয়ে যান ‘বুম্বাদা’।

প্রসেনজিতের একটি প্রযোজনা সংস্থা রয়েছে—তা জানা সকলের। তবে এবার সেই গণ্ডি পেরিয়ে সরাসরি সিনেমা হল গড়ার পরিকল্পনায় নামছেন তিনি—এ কথা প্রকাশ্যে এল বৃহস্পতিবারের ‘মহানায়ক’ সম্মান অনুষ্ঠানে। সেই তথ্যই ভাগ করে নেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, “প্রসেনজিৎ একটা ভালো মডেল করেছে। অফিসাররা দেখে এসে আমাকে বলেছে। প্রায় ১০০টা জায়গায় ৪০-৫০ জনের বসার মতো একটা সিনেমা ঘর বানাচ্ছে ও। ওই হলটা দেখে আমরা খুশি হয়েছি।”

এছাড়াও তিনি আশাবাদী যে, এই উদ্যোগ বাংলার গ্রামীণ এলাকায় সিনেমা দেখার নতুন দিগন্ত খুলে দেবে। তাঁর কথায়, “এটা যদি হয় তাহলে বুথ স্তরে তৃণমূল স্তরে বা প্রত্যন্ত এলাকার আরও বেশি মানুষ সিনেমা দেখতে পাবে। আর ওরা যে ছবিগুলো বানাচ্ছে সেগুলো মার্কেটও পাবে। কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হবে।”

24/07/2025

আবারও শিক্ষাঙ্গনে ছাত্রী হেনস্থার অভিযোগ!
আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ে সংগীত বিভাগের এক অধ্যাপিকা ছাত্রীর সঙ্গে অমানবিক আচরণ করলেন শুধুমাত্র টিউশন না পড়ার কারণে। অন্ধকার ঘরে ফ্যান বন্ধ করে আধঘণ্টা আটকে রাখা, ফোন কেড়ে নেওয়া, হুমকি — একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে কলেজ কর্তৃপক্ষের কাছে বিচার চাইলেন ছাত্রী ও তার পরিবার।

ঘটনার প্রত্যক্ষদর্শী ছাত্রীর মামা, দাদু সহ পরিবারের বক্তব্য শুনুন।
ঘটনার বিষয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকার প্রতিক্রিয়া কী ছিল, দেখুন এই প্রতিবেদনেই।

🛑 শিক্ষাঙ্গনে কি এই আচরণ বরদাস্ত করা যায়?

📲 আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে।
🔔 এমন আরও আপডেট পেতে লাইক ও ফলো করুন Arambagh POST

#বাংলা_খবর

ভাঙা পায়ে নিশানা করে বোলিং, তারপরও ঋষভ পন্তকে দমাতে পারল না ইংল্যান্ড। হাফ-সেঞ্চুরি করলেন। সেইসঙ্গে জোফ্রা আর্চারের বলে ...
24/07/2025

ভাঙা পায়ে নিশানা করে বোলিং, তারপরও ঋষভ পন্তকে দমাতে পারল না ইংল্যান্ড। হাফ-সেঞ্চুরি করলেন। সেইসঙ্গে জোফ্রা আর্চারের বলে ছক্কা মেরে বীরেন্দ্র সেহওয়াগের রেকর্ড স্পর্শ করে ফেললেন। ভারতীয়দের মধ্যে টেস্টে সবথেকে বেশি ছক্কা হাঁকানোর তালিকার শীর্ষস্থানে যুগ্মভাবে আছেন পন্ত এবং সেহওয়াগ। দু'জনেই ৯০টি ছক্কা মেরেছেন। যে রেকর্ডটা নিশ্চিতভাবে ভেঙে দেবেন পন্ত।

‘আঘাত সে যে পরশ তব, সেই তো পুরস্কার।’ এটা ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটের পুরস্কার বলতে পারেন। ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন...
24/07/2025

‘আঘাত সে যে পরশ তব, সেই তো পুরস্কার।’ এটা ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটের পুরস্কার বলতে পারেন। ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন রিভার সুইপ মারতে গিয়ে পায়ে চোট পেলেন ঋষভ পন্থ। দ্বিতীয় দিন শুরুর আগে জানা গেল, ইংল্যান্ড সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। ছ’সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। কিন্তু দেশের দরকারে তিনি সবটুকু উজাড় করে দিয়েও তিনি আছেন। সেই উদাহরণই তুলে ধরলেন ম্যাঞ্চেস্টার। দলের প্রয়োজনে চোট নিয়েও ব্যাট করতে নামলেন পন্থ। তাঁর এই সাহসী মনোভাব মনে পড়াল অনিল কুম্বলের কথা।

ম্যাঞ্চেস্টার টেস্টে ভালো শুরু করেও খানিকটা চাপে পড়ে গেল ভারত। প্রথম সেশনে বিনা উইকেটে ৭৮ রান তুলে ফেলে কে এল রাহুল-যশস্...
23/07/2025

ম্যাঞ্চেস্টার টেস্টে ভালো শুরু করেও খানিকটা চাপে পড়ে গেল ভারত। প্রথম সেশনে বিনা উইকেটে ৭৮ রান তুলে ফেলে কে এল রাহুল-যশস্বী জয়সওয়ালের ওপেনিং জুটি। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির পর মাত্র ২৬ ওভারের মধ্যে প্যাভিলিয়নে ফিরে যান তিন ভারতীয় ব্যাটার। তবে ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিনে নজির গড়লেন যশস্বী। ব্যক্তিগত মাইলস্টোন পার করেছেন রাহুলও।

ডুরান্ড কাপ যাত্রা দুর্দান্তভাবে শুরু করল ইস্টবেঙ্গল। সাউথ ইউনাইটেড এফসি-কে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিল অস্কার ব্রুজোর দল। ‘স...
23/07/2025

ডুরান্ড কাপ যাত্রা দুর্দান্তভাবে শুরু করল ইস্টবেঙ্গল। সাউথ ইউনাইটেড এফসি-কে ৫-০ ব্যবধানে উড়িয়ে দিল অস্কার ব্রুজোর দল। ‘সোনালি সময় ফেরাতে’ সমর্থকদের পাশে চেয়েছিলেন ইস্টবেঙ্গল কোচ, সেই আহ্বানে সাড়া দিয়ে প্রচুর লাল-হলুদ সমর্থক উপস্থিত ছিলেন সল্টলেক স্টেডিয়ামে।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাবে মাঠে নামে ইস্টবেঙ্গল। বেঙ্গালুরুর সুপার ডিভিশনের দলটির রক্ষণভাগ বারবার ব্যতিব্যস্ত হয়ে পড়ে লাল-হলুদের ঝড়ে। চতুর্থ মিনিটেই প্রতিপক্ষের বক্সে জায়গা করে নেন এডমন্ড, তবে সাউথ ইউনাইটেডের রক্ষণ সেই মুহূর্তে বিপদ সামাল দিতে সক্ষম হয়।

একদিকে যখন উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকড়ের আচমকা ইস্তফা দেওয়া নিয়ে বিতর্ক চলছে, তার মধ্যেই বুধবার নতুন উপরাষ্ট্রপতি ন...
23/07/2025

একদিকে যখন উপরাষ্ট্রপতি পদ থেকে জগদীপ ধনকড়ের আচমকা ইস্তফা দেওয়া নিয়ে বিতর্ক চলছে, তার মধ্যেই বুধবার নতুন উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু করে দিল নির্বাচন কমিশন। ২৩ জুলাই, বুধবার এই বিষয়ে বিজ্ঞাপ্তি জারি হয়েছে। সেখানে জানানো হয়েছে, উপরাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। এরপর নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। খুব শিগগির নির্বাচন হবে বলেই জানানো হয়েছে।

অপারেশন সিঁদুর এবং ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে কেন্দ্রকে নিশানা করতে গিয়ে ফের আমেরিকার সুরে সুর মেলালেন রাহুল গান্ধী! লোকস...
23/07/2025

অপারেশন সিঁদুর এবং ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে কেন্দ্রকে নিশানা করতে গিয়ে ফের আমেরিকার সুরে সুর মেলালেন রাহুল গান্ধী! লোকসভার বিরোধী দলনেতা দ্ব্যর্থহীন ভাষায় বললেন, “ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি করিয়েছেন ট্রাম্পই। গোটা বিশ্ব সেটা জানে।” রাহুলের দাবি, ট্রাম্পের দাবি সত্যি বলেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ নিয়ে নীরব।

Address

Arambagh

Alerts

Be the first to know and let us send you an email when Arambagh POST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arambagh POST:

Share