Arambagh POST

Arambagh POST A Digital Media Network

Contact for Any NEWS & Advertisement
What's app - 7699846120

01/11/2025

জগদ্ধাত্রী পূজার উপলক্ষে মানবসেবায় আরামবাগ ত্রিধারা, এ বিষয়ে কি বলছেন যুগ্ম সম্পাদক দেবাশীষ দে শুনুন...

01/11/2025

জগদ্ধাত্রী পূজা উপলক্ষে মানবসেবার এক অনন্য উদ্যোগ!
আরামবাগ ত্রিধারার পক্ষ থেকে আয়োজন করা হয়েছে রক্তদান শিবির —
“রক্ত দিন, প্রাণ বাঁচান” ❤️

পুজোর আনন্দের সঙ্গে যুক্ত হোক এই মানবিক বার্তা 🙏

#রক্তদান_মহাদান #রক্তদান_শিবির #আরামবাগ

01/11/2025

আবার যান চলাচল বন্ধ দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুতে!

দলে জায়গা পাওয়া নিয়েই তাঁকে ঘিরে বহু প্রশ্ন উঠেছিল। অনেকে ঠাট্টা করে বলতেন, হর্ষিত রানাকে ভুল ভূমিকায় ব্যবহার করা হচ্ছে ...
31/10/2025

দলে জায়গা পাওয়া নিয়েই তাঁকে ঘিরে বহু প্রশ্ন উঠেছিল। অনেকে ঠাট্টা করে বলতেন, হর্ষিত রানাকে ভুল ভূমিকায় ব্যবহার করা হচ্ছে — পেসার নয়, ব্যাটার হিসেবেই খেলানো উচিত। কিন্তু অস্ট্রেলিয়ার মাঠে এবার সেই কথারই যেন উত্তর দিলেন হর্ষিত নিজে। দ্বিতীয় টি–টোয়েন্টিতে ব্যাট হাতে দুরন্ত ইনিংস খেলে তিনি ছাড়িয়ে গেলেন ক্রিস গেইল ও বীরেন্দ্র শেহওয়াগ-এর মতো কিংবদন্তিদের রেকর্ড।

মেলবোর্নে টসে জিতে প্রথমে ফিল্ডিং নেয় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ভারত। উইকেট পড়তে থাকে একের পর এক। তখনই সাত নম্বরে নামানো হয় হর্ষিত রানাকে, যিনি এদিন ব্যাট হাতে দুর্দান্ত দায়িত্বশীল ইনিংস খেলেন।

অভিষেক শর্মার সঙ্গে তিনি ৫৬ রানের জুটি গড়েন, যা ভারতের ইনিংসকে ভরসা দেয়। শেষ পর্যন্ত হর্ষিত ৩৫ রান করে ফেরেন, ভারতের স্কোর তখন ১৫.২ ওভারে ১০৫। তিনটি চারের পাশাপাশি তিনি হাঁকান একটি বিশাল ১০৪ মিটারের ছক্কা, যা রেকর্ডবুকে জায়গা করে নিয়েছে।

এই ইনিংসে প্রমাণ হয়ে গেল — গৌতম গম্ভীরের ‘প্রিয়পাত্র’ হর্ষিত শুধু বল নয়, ব্যাট দিয়েও ম্যাচ ঘোরানোর ক্ষমতা রাখেন।

শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর অন্যতম নেতা ও রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁ...
31/10/2025

শিবসেনার উদ্ধব ঠাকরে গোষ্ঠীর অন্যতম নেতা ও রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায় চিকিৎসকেরা তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।

জানা গেছে, আগামী দু’মাসের জন্য তিনি জনসম্মুখে কোনও রাজনৈতিক কার্যক্রমে অংশ নেবেন না। নিজের অসুস্থতা সম্পর্কে দলীয় কর্মী ও অনুরাগীদের জানাতে সঞ্জয় রাউত একটি আবেগঘন চিঠি ও এক্স পোস্ট করেছেন।

সেই পোস্টে তিনি লেখেন,
‘আপনারা সকলেই আমাকে ভালোবাসেন এবং আমার প্রতি বিশ্বাস রেখেছেন। আমার গুরুতর স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিয়েছে। আমি চিকিৎসাধীন। চিকিৎসকের পরামর্শ অনুসারে, আমাকে বাইরে না বেরতে বা জনসমক্ষে মেলামেশা না করতে বলা হয়েছে।’

দলীয় সূত্রে জানা গিয়েছে, আপাতত চিকিৎসার পরামর্শ মেনে বিশ্রামে থাকবেন সঞ্জয় রাউত। শিবসেনা নেতৃত্ব তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছে।

সময়ের সঙ্গে তাল মেলাতে আরও আধুনিক রূপ নিচ্ছে রাজ্য পুলিশ। অপরাধ দমন ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার ...
31/10/2025

সময়ের সঙ্গে তাল মেলাতে আরও আধুনিক রূপ নিচ্ছে রাজ্য পুলিশ। অপরাধ দমন ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার শুরু করতে চলেছে পুলিশ বিভাগ। সেই লক্ষ্যেই গঠিত হচ্ছে একটি বিশেষ ‘AI সেল’।

শুক্রবার রাজ্যের ডিজি রাজীব কুমার ভবানী ভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন। জানা গিয়েছে, তদন্ত প্রক্রিয়া থেকে শুরু করে পরিকল্পনা, প্রশাসনিক কাজ এবং পুলিশ প্রশিক্ষণ—সবক্ষেত্রেই প্রযুক্তির আরও কার্যকর প্রয়োগ নিশ্চিত করতেই এই নতুন ইউনিটের উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজ্য পুলিশের দাবি, এই AI সেল গঠনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমন আরও দ্রুত ও আধুনিকভাবে সম্ভব হবে।

এসআইআর কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই তৃণমূল কংগ্রেস রাজ্যজুড়ে প্রস্তুতি শুরু করেছে। বৈধ ভোটারদের নাম যাতে ভোটার তালিকার নিব...
31/10/2025

এসআইআর কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই তৃণমূল কংগ্রেস রাজ্যজুড়ে প্রস্তুতি শুরু করেছে। বৈধ ভোটারদের নাম যাতে ভোটার তালিকার নিবিড় সংশোধনের সময় বাদ না পড়ে, সেই লক্ষ্যেই শুক্রবার দলের সর্বস্তরের নেতা-কর্মীদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সেই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেন তিনি। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য, আগামী ৪ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে SIR হেল্পডেস্ক চালু করবে তৃণমূল কংগ্রেস। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই পরিষেবা। মোট ৬২০০টি হেল্পডেস্ক স্থাপন করা হবে রাজ্যের বিভিন্ন প্রান্তে, যেখানে সাধারণ মানুষ SIR সংক্রান্ত যেকোনও সমস্যার সমাধান পাবেন।

অভিষেক আরও জানান, এই পুরো প্রক্রিয়ার সময় বুথ লেভেল অফিসারদের (BLO) পাশে থেকে তাঁদের কার্যত ‘ছায়াসঙ্গী’ হয়ে কাজ করার পরামর্শ দেওয়া হয়েছে বুথ লেভেল এজেন্টদের (BLA)।

শুক্রবারের এই ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন দলের সাংসদ, বিধায়ক, ব্লক সভাপতি, পঞ্চায়েত প্রধান সহ প্রায় ১৫ হাজার নেতা।
অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদের বিস্তারিতভাবে এসআইআর সংক্রান্ত কাজ ও দায়িত্ব সম্পর্কে নির্দেশ দেন।

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু হওয়ার পর থেকেই বহু দৈনন্দিন যাত্রী স্বস্তি পেয়েছেন। বিশেষত অফি...
31/10/2025

হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো চালু হওয়ার পর থেকেই বহু দৈনন্দিন যাত্রী স্বস্তি পেয়েছেন। বিশেষত অফিসযাত্রীদের জন্য এই রুট যেন হয়ে উঠেছে রক্ষাকবচ। তবে এবার কিছুটা পরিবর্তন আনছে মেট্রো কর্তৃপক্ষ।

শনিবার থেকে গ্রিন লাইনে মেট্রো পরিষেবা কমানো হবে, জানিয়েছে মেট্রো রেল। এতদিন পর্যন্ত প্রতি শনিবার এই রুটে মোট ২২৬টি পরিষেবা চালু থাকত। কিন্তু আগামী ১ নভেম্বর থেকে শনিবারে আপ ও ডাউন মিলিয়ে ১৮৬টি ট্রেন পরিষেবা চালানো হবে।

এছাড়া, সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দানগামী প্রথম মেট্রো সকাল ৬টা ৩৯ মিনিটের পরিবর্তে সকাল ৬টা ৩২ মিনিটে ছাড়বে।

কর্তৃপক্ষের দাবি, যাত্রী চাহিদা ও রক্ষণাবেক্ষণের ভারসাম্য বজায় রাখতেই এই সাময়িক পরিবর্তন আনা হচ্ছে।

চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক প্রতিবেদন বৃহস্পতিবার প্রকাশ করেছে অনলাইন ফুড ডেলিভারি ও কুইক কমার্স সংস্থা স...
31/10/2025

চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের আর্থিক প্রতিবেদন বৃহস্পতিবার প্রকাশ করেছে অনলাইন ফুড ডেলিভারি ও কুইক কমার্স সংস্থা স্যুইগি।
রিপোর্ট অনুযায়ী, জুলাই থেকে সেপ্টেম্বর সময়কালে সংস্থার নেট ক্ষতি দাঁড়িয়েছে ১,০৯২ কোটি টাকা।

তবে ক্ষতির খবর সত্ত্বেও বিনিয়োগকারীদের আস্থা অটুট। শুক্রবারের ট্রেডিং সেশনে স্যুইগির শেয়ারমূল্য প্রায় ৪ শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছেছে ৪৩৪.৫০ টাকায়।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ১২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে জেতান জেমাইমা রডরিগেজ। ব্যাট হাতে যেমন ঝড় তোলেন,...
31/10/2025

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে ১২৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে জেতান জেমাইমা রডরিগেজ। ব্যাট হাতে যেমন ঝড় তোলেন, ম্যাচ শেষে গিটার বাজিয়ে তেমনই সেলিব্রেশন করেন তিনি।

এবার তাঁর গিটার বাজানোর সঙ্গী হতে পারেন কিংবদন্তি সুনীল গাভাসকর।
বীরাঙ্গনার ইনিংস দেখে গাভাসকর বলেন,
“যদি ভারত বিশ্বকাপ জেতে, তাহলে আমি জেমাইমার সঙ্গে একটা গান গাইব। জেমাইমা গিটার বাজাবে, আমি গান গাইব।”

এর আগেও দু’জনকে একসঙ্গে মঞ্চ মাতাতে দেখা গিয়েছিল বিসিসিআই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে।
এবার বিশ্বকাপ জিতলে আবার দেখা যেতে পারে ‘জেমি–সানি’ জুটির সুরেলা পারফরম্যান্স।

31/10/2025

আরামবাগের প্রগতি চক্রের এ বছরের ভাবনা আবদ্ধ উপচে পড়া ভিড় দর্শনার্থীদের

Address

Arambagh

Alerts

Be the first to know and let us send you an email when Arambagh POST posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arambagh POST:

Share