31/10/2025
SIR ঘোষণায় ভোটার তালিকা উধাওয়ের অভিযোগ, তীব্র বিতর্ক
সংক্ষিপ্ত প্রতিবেদন:
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দাবি করেছে, SIR প্রক্রিয়া ঘোষণার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকায় (নাটাবাড়ি, মাথাভাঙা, আশোকনগর, বসিরহাট ইত্যাদি) পুরনো ভোটার তালিকার বহু নাম অনলাইনের ইলেকট্রনিক রোল থেকে উধাও হয়ে যাচ্ছে। দলটির দেওয়া নমুনা অনুযায়ী এক একটি বুথে ২০০২ সালের তালিকায় থাকা নামের বড় অংশ বর্তমানে অনলাইনে নেই — উদাহরণস্বরূপ কোনো একটি বুথে ২০০২ তালিকায় থাকা ৮৫৯–৮৯২ পর্যন্ত নামের স্থান ফাঁকা আছে বলে দলটি জানিয়েছে।
তৃণমূলের বক্তব্যে বলা হয়েছে, এই ঘটনা পরিকল্পিত কোনো অপারেশনের অংশ হতে পারে এবং তারা SIR-কে “Silent Invisible Rigging” হিসেবে উল্লেখ করেছেন। দলটি কেন্দ্রীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে সমালোচনা করেছে এবং ভোটাধিকার রক্ষার ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।