
13/04/2025
আমার প্রাণপাখি 🧿
তুমি জানো সোনা, তুমি যখন আমার কোলে এলে,
তখন আমার চোখের জল থামছিল না।
আনন্দের জল? নাকি বেদনার? হয়তো দুটোই।
তোমার অস্তিত্বের জন্য আমি যে লড়াই করেছি,
যে কষ্ট সয়েছি, তা শুধু আমিই জানি।
তোমাকে পাওয়ার আগের দিনগুলো ছিল দুঃস্বপ্নের মতো। সমাজের হাজারো কথা, শরীরের অসহনীয় যন্ত্রণা, মনের দোটানা—সব মিলিয়ে এক অন্ধকার গহ্বরে ডুবে গিয়েছিলাম আমি। কত রাত নির্ঘুম কেটেছে, কত কান্না অপ্রাপ্তির সাক্ষী শুধুই আমি।কতবার মনে হয়েছে, পারব তো? তুমি কি সত্যিই আসবে আমার জীবনে?
তারপর একদিন ভগবান আমার ডাক শুনল, তুমি এলে আমার এই অঘোর মেঘের জীবনে এক টুকরো আলো হয়ে।বিশ্বাসই হচ্ছিল না জানো!!।
পুরো প্রেগন্যান্সিতে ভয়ে ভয়ে ছিলাম... কি হবে পারবো তো আমি!!! আমি পেরেছি কারন পুরো পরিবার ছিল আমার সাথে।তোমায় পাওয়ার আনন্দে তারাও আত্মহারা!!
তারপর একদিন তুমি আমার কোলে এলে, আমার সোনা গোপাল। যখন এই কাঁটা ছেড়া শরীর থেকে তোমায় বিচ্ছিন্ন করে আনল, সে তোমার কি কান্না!!!
তোমার এই প্রথম কান্নার শব্দ আমার বুকের ভেতর জমে থাকা হাজারো কষ্টের পাহাড় এক নিমেষেই ভেঙে দিলো।
তখনো জানতাম না আমার ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে কিন্তু ডাক্তার Ekta যখন আমার কাঁধে হাত দিয়ে বলল যে দীপিকা তোমার ছেলে হয়েছে, আমি তো কি খুশি তারপর তোমার বাবা এসে আমাকে বলল যে আমাদের ছেলে হয়েছে।
তোমার বাবাকে আমি এত খুশি হতে আমি সেদিন দেখেছিলাম।
একসাথে তিনজনের প্রথম দেখার মুহুর্ত ছিল জীবনের সেরা অনুভূতি!!
আমার গোপাল সোনা,
তোমাকে প্রথমবার বুকে জড়িয়ে ধরার মুহূর্তে মনে হলো, পৃথিবীর সব যন্ত্রণা যদি পেয়েও থাকি, তবু আমি তোমাকে পেয়ে সব সার্থক।
কেউ জানে না, আমি কতটা ঝুঁকি নিয়েছি তোমার জন্য। কতটা বেদনা সয়েছি, সমাজের কত কথা শুনেছি। জানো পাপা গোপাল,আমার কষ্টের প্রতিটি মুহূর্তে আমি শুধু তোমার মুখটি কল্পনা করতাম—যে মুখটি একদিন আমাকে মা ডাকবে।
তুমি আমার নাড়ি ছেঁড়া ধন। আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। যদি কেউ আমাকে প্রশ্ন করে, "তুমি কি সুখী?" আমি বলব, "আমর সোনাটাকে একবার দেখো, বুঝে যাবে।"
তুমিতো এখন ছোট্ট,
যখন বড় হবে তখন বুঝবে তোমায় পাওয়ার জন্য যে এত যুদ্ধ করেছে সেই মায়ের কাছে তুমি কতটা অমূল্য!!❤️🧿