
09/07/2025
আরামবাগ, পুড়শুড়া ও গোঘাটে বামপন্থীদের পথ অবরোধে উত্তাল ধর্মঘটের দিন
♦সোমালিয়া ওয়েব নিউজ: ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটকে ঘিরে মঙ্গলবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে আরামবাগ বাসস্ট্যান্ড চত্বর। বামপন্থী সংগঠনের কর্মীরা দু'নম্বর রাজ্য সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক, প্রাক্তন বিধায়ক শিবপ্রসাদ মালিক, সুশান্ত মন্ডল, পূর্ণেন্দু চ্যাটার্জী সহ একাধিক বাম নেতৃত্ব। তাঁদের নেতৃত্বেই চলে এই অবরোধ কর্মসূচি।
🌹অবরোধের ফলে আরামবাগের গুরুত্বপূর্ণ এই সড়ক ধরে চলাচলকারী যানবাহন থমকে যায়। যাত্রীরা পড়েন বিপাকে। বাম নেতৃত্বের দাবি, এই ধর্মঘট কর্মসূচি মূলত শ্রমজীবী মানুষের স্বার্থে ও কেন্দ্র-রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে সংগঠিত হয়েছে।
🌹একইভাবে পুড়শুড়ার আরামবাগ-কলকাতা রাজ্য সড়কে পথ অবরোধ করে বামপন্থী শ্রমিক সংগঠনগুলি। রাস্তায় পতাকা হাতে কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন। ফলে ওই রাজ্য সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়।
🌹পুড়শুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাম কর্মীদের অবরোধ তোলার অনুরোধ জানালেও কর্মীরা পুলিশের কথায় প্রথমে কর্ণপাত করেননি। পরে একাধিকবার অনুরোধ ও আলোচনার পর অবরোধ তুলে নেওয়া হয়।
🌹এদিন গোঘাটের কামারপুকুর মোড় এলাকাতেও পথ অবরোধে শামিল হন বামপন্থী কর্মীরা। শর্ট রুটের লোকাল বাস থেকে শুরু করে বিভিন্ন ছোট বড় যান আটকে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালালেও প্রাথমিকভাবে ব্যর্থ হয়।
🌹পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাম নেতাদের সঙ্গে আলোচনার পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।♦