Sambad Somalia

Sambad Somalia News and Information

আরামবাগ, পুড়শুড়া ও গোঘাটে বামপন্থীদের পথ অবরোধে উত্তাল ধর্মঘটের দিন♦সোমালিয়া ওয়েব নিউজ: ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটকে ঘি...
09/07/2025

আরামবাগ, পুড়শুড়া ও গোঘাটে বামপন্থীদের পথ অবরোধে উত্তাল ধর্মঘটের দিন

♦সোমালিয়া ওয়েব নিউজ: ১২ ঘণ্টার সাধারণ ধর্মঘটকে ঘিরে মঙ্গলবার সকালে উত্তপ্ত হয়ে ওঠে আরামবাগ বাসস্ট্যান্ড চত্বর। বামপন্থী সংগঠনের কর্মীরা দু'নম্বর রাজ্য সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ শক্তিমোহন মালিক, প্রাক্তন বিধায়ক শিবপ্রসাদ মালিক, সুশান্ত মন্ডল, পূর্ণেন্দু চ্যাটার্জী সহ একাধিক বাম নেতৃত্ব। তাঁদের নেতৃত্বেই চলে এই অবরোধ কর্মসূচি।
🌹অবরোধের ফলে আরামবাগের গুরুত্বপূর্ণ এই সড়ক ধরে চলাচলকারী যানবাহন থমকে যায়। যাত্রীরা পড়েন বিপাকে। বাম নেতৃত্বের দাবি, এই ধর্মঘট কর্মসূচি মূলত শ্রমজীবী মানুষের স্বার্থে ও কেন্দ্র-রাজ্য সরকারের নীতির বিরুদ্ধে সংগঠিত হয়েছে।
🌹একইভাবে পুড়শুড়ার আরামবাগ-কলকাতা রাজ্য সড়কে পথ অবরোধ করে বামপন্থী শ্রমিক সংগঠনগুলি। রাস্তায় পতাকা হাতে কর্মীরা বিক্ষোভ দেখাতে থাকেন। ফলে ওই রাজ্য সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়।
🌹পুড়শুড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাম কর্মীদের অবরোধ তোলার অনুরোধ জানালেও কর্মীরা পুলিশের কথায় প্রথমে কর্ণপাত করেননি। পরে একাধিকবার অনুরোধ ও আলোচনার পর অবরোধ তুলে নেওয়া হয়।
🌹এদিন গোঘাটের কামারপুকুর মোড় এলাকাতেও পথ অবরোধে শামিল হন বামপন্থী কর্মীরা। শর্ট রুটের লোকাল বাস থেকে শুরু করে বিভিন্ন ছোট বড় যান আটকে পড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালালেও প্রাথমিকভাবে ব্যর্থ হয়।
🌹পরিস্থিতি সামাল দিতে পুলিশ বাম নেতাদের সঙ্গে আলোচনার পরে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।♦









তিনটি রাজ্য প্রকল্পে পুরস্কার জিতে নজির গড়ল গোঘাট-১ পঞ্চায়েত সমিতি♦সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্য সরকারের উদ্যোগে পরিচালিত...
08/07/2025

তিনটি রাজ্য প্রকল্পে পুরস্কার জিতে নজির গড়ল গোঘাট-১ পঞ্চায়েত সমিতি

♦সোমালিয়া ওয়েব নিউজ: রাজ্য সরকারের উদ্যোগে পরিচালিত প্রকল্পে তিন-তিনটি পুরস্কার জিতে গোঘাট-১ নম্বর পঞ্চায়েত সমিতি হুগলি জেলার মধ্যে অনন্য নজির গড়ল। গ্রে ওয়াটার ম্যানেজমেন্টে প্রথম, ফিফটিন ফিন্যান্সে দ্বিতীয় ও বাংলা আবাস যোজনায় তৃতীয় স্থান অধিকার করে এই পঞ্চায়েত সমিতি।
🌹জল সংরক্ষণ ও পুনর্ব্যবহারে বিশেষ অবদান রেখে গ্রে ওয়াটার ম্যানেজমেন্টে প্রথম হওয়ার সম্মান পায় গোঘাট-১। এছাড়া পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ যথাযথভাবে ব্যবহার করে দ্বিতীয় এবং বাংলার গৃহনির্মাণ প্রকল্পে তৃতীয় স্থান পেয়ে রাজ্য জুড়ে সুনাম অর্জন করে।
🌹শুক্রবার হুগলি জেলা পরিষদের তরফে এই পুরস্কারগুলি জন প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়। এই সাফল্যের আনন্দ ভাগ করে নিতে মঙ্গলবার পঞ্চায়েত সমিতির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।
🌹সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি বিজয় রায়, সহ-সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা, কর্মাধ্যক্ষ সঞ্জিত পাখিরা, প্রদীপ রায়, অনন্যা পাল, শ্যামলী ঘোষ সহ অন্যান্য জনপ্রতিনিধিরা।
🌹এই কৃতিত্ব গোঘাটের মানুষের, এমনটাই জানিয়েছেন বিজয় রায়। তাঁর কথায়, “সরকারি প্রকল্পকে সফল করতে প্রশাসন ও মানুষের পারস্পরিক সহযোগিতা জরুরি। গোঘাট-১ এই দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করছে।”
🌹সাংবাদিকদের মুখোমুখি হয়ে অন্যান্য নেতারাও জানান, আগামিদিনে এই ধারাবাহিকতা বজায় রেখে আরো সাফল্যের দিকে এগোবে গোঘাট-১ পঞ্চায়েত সমিতি।♦









২১ জুলাইয়ের পর খানাকুলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগের হিড়িক পড়বে: তৃণমূল ব্লক সভাপতি♦সোমালিয়া ওয়েব নিউজ: ২১ জুলাইয়ের পর খ...
08/07/2025

২১ জুলাইয়ের পর খানাকুলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগের হিড়িক পড়বে: তৃণমূল ব্লক সভাপতি

♦সোমালিয়া ওয়েব নিউজ: ২১ জুলাইয়ের পর খানাকুলে বিজেপির বড়সড় ভাঙন শুরু হবে—এমনই দাবি তৃণমূল কংগ্রেসের খানাকুল ২ নম্বর ব্লকের সভাপতি রমেন প্রামাণিকের। তাঁর কথায়, "বিজেপির উপর সাধারণ মানুষের ভরসা উঠে গিয়েছে। তাই বিভিন্ন অঞ্চল থেকে শয়ে শয়ে বিজেপি কর্মী আমাদের দলে আসবেন।"
🌹মঙ্গলবার রাজহাটি-১ নম্বর অঞ্চলে তৃণমূলের একুশে জুলাই প্রস্তুতি সভায় বক্তৃতা রাখতে গিয়ে এই মন্তব্য করেন ব্লক সভাপতি। এদিন সেই সভায় বিজেপি কর্মী সনৎ কারক তৃণমূলে যোগ দেন। তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন রমেন প্রামাণিক নিজে।
🌹সভায় আরও উপস্থিত ছিলেন যুব তৃণমূল নেতা নূরনবী মন্ডল সহ স্থানীয় নেতৃত্ব। তৃণমূল নেতৃত্বের দাবি, একুশে জুলাইয়ের পরে আরও বহু বিজেপি কর্মী তৃণমূলে যোগ দিতে চলেছেন। তাদের প্রস্তুতি জোরকদমে চলছে। আর তা যদি সত্যি হয় তাহলে এলাকার রাজনীতিতে ফের একবার উত্তাপ ছড়াতে চলেছে এই দলবদল।♦









দু’দিনে রহস্যভেদ: বিবাহ বহির্ভূত সম্পর্কে যুবক খুন, গ্রেপ্তার স্ত্রী ও প্রেমিক♦ সোমালিয়া ওয়েব নিউজ: গোঘাটের রাজগ্রামে ...
08/07/2025

দু’দিনে রহস্যভেদ: বিবাহ বহির্ভূত সম্পর্কে যুবক খুন, গ্রেপ্তার স্ত্রী ও প্রেমিক

♦ সোমালিয়া ওয়েব নিউজ: গোঘাটের রাজগ্রামে এক যুবকের খুনের ঘটনার তদন্তে নেমে মাত্র দু’দিনেই রহস্যভেদ করল পুলিশ। তদন্তে উঠে এসেছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে বরুণ দাস (৩৪) নামে ওই যুবককে শ্বাসরোধ করে হত্যা করে পুকুরপাড়ের জঙ্গলে ফেলে দেওয়া হয়।
🌹 গোঘাট থানার পুলিশ গ্রেপ্তার করেছে বরুণের স্ত্রী মিতা দাস এবং তার প্রেমিক তন্ময় দাসকে। মঙ্গলবার রাজগ্রামের বাড়ি থেকে মিতাকে এবং পার্শ্ববর্তী লয়লা এলাকা থেকে তন্ময়কে আটক করে পুলিশ। আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এদিন গোঘাট থানায় সাংবাদিক সম্মেলন করে গোটা ঘটনার বিবরণ দেন। সঙ্গে ছিলেন থানার আইসি মধুসূদন পাল।
🌹 রবিবার সকালে রাজগ্রামের একটি পুকুরপাড়ে স্থানীয় বাসিন্দারা একটি পচাগলা মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহ উদ্ধার করে এবং পরিবারের লোকজন তা শনাক্ত করেন। জানা যায়, মৃত ব্যক্তি পেশায় রাজমিস্ত্রি বরুণ দাস। তিনি কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন এবং পরিবারের তরফে থানায় ডায়েরি করা হয়েছিল।
🌹 পুলিশের তদন্তে উঠে আসে গুরুত্বপূর্ণ তথ্য। মোবাইল ফোনের নজরদারি ও ময়নাতদন্তে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় তন্ময় বরুণকে ডেকে নিয়ে গিয়ে দু’জনে মদ্যপান করে। অতিরিক্ত মদ্যপানে বরুণ অচেতন হলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে সন্দেহ। ঘটনার সময় তন্ময় ফোনে মিতার সঙ্গে যোগাযোগ রাখছিল।
🌹 বরুণকে খুন করার পর তন্ময় ফোনে মিতাকে মৃত্যুর খবর দেয়। সেই সময় মিতার পাশে ছিল তার কিশোরী মেয়ে। কিন্তু ঘটনাটি বুঝতে পারায় মেয়েকে মেরে ফেলার হুমকি দিয়ে মুখ বন্ধ রাখতে চায় মিতা। পরে সেই কিশোরী মেয়ে পরিবারের সদস্য ও পুলিশকে সব জানিয়ে দেয়।
🌹 পুলিশ জানিয়েছে, বরুণ আগেই স্ত্রী মিতার বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জেনে গিয়েছিলেন। তা নিয়ে দাম্পত্যে অশান্তি চলছিল। এই কারণেই মিতা ও তন্ময় বরুণকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। তবে এই খুনে তন্ময় একাই ছিল নাকি আরও কেউ জড়িত ছিল, তা নিয়ে তদন্ত চলছে।
🌹 বরুণের মা নমিতা দাস ও পরিবারের সদস্যরা এই হত্যাকাণ্ডে জড়িত সকলের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন। তাঁদের বক্তব্য, বিশ্বাসঘাতকতা ও ষড়যন্ত্রে এক নিরীহ মানুষকে প্রাণ দিতে হল।♦

ধর্মতলায় একুশে জুলাইয়ের সমাবেশ ঘিরে প্রস্তুতিতে আরামবাগে যুব তৃণমূলের মহা মিছিল♦ সোমালিয়া ওয়েব নিউজ: মঙ্গলবার বিকেলে ...
08/07/2025

ধর্মতলায় একুশে জুলাইয়ের সমাবেশ ঘিরে প্রস্তুতিতে আরামবাগে যুব তৃণমূলের মহা মিছিল

♦ সোমালিয়া ওয়েব নিউজ: মঙ্গলবার বিকেলে আরামবাগ শহরে অনুষ্ঠিত হল একুশে জুলাই শহিদ সমাবেশকে ঘিরে যুব তৃণমূল কংগ্রেসের মহা মিছিল। আরামবাগ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই মিছিল শুরু হয় বাসুদেবপুর মোড় থেকে এবং শেষ হয় নেতাজি মোড়ে।
🌹 বৃষ্টিকে উপেক্ষা করে এদিন শহরের রাস্তা জুড়ে দেখা গেল তৃণমূল যুব কর্মী-সমর্থকদের ঢল। পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর ছিল শহর। মিছিলে পা মেলান অসংখ্য যুবক-যুবতী। লক্ষ্য একটাই—২১ জুলাই ধর্মতলার সমাবেশকে সর্বাধিক সফল করে তোলা।
🌹 এই মহা মিছিলে নেতৃত্ব দেন যুব তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি পলাশ রায়। তাঁর সঙ্গে ছিলেন আরামবাগ ব্লক তৃণমূল সভাপতি শম্ভুনাথ বেরা, আরামবাগ পুরপ্রধান সমীর ভান্ডারী, উপপুরপ্রধান মমতা মুখার্জি, নইমুল হক, শেখ শাহনওয়াজ, শেখ বেলাল, রাকেশ আলি প্রমুখ।
🌹 যুব তৃণমূল নেতারা জানিয়েছেন, ধর্মতলায় ইতিহাস গড়তে প্রস্তুতি শুরু হয়ে গেছে আরামবাগ থেকেই। আগামী দিনে আরও বড় কর্মসূচি হবে বলেও জানিয়েছেন তাঁরা।♦

রাস্তার দাবিতে ক্লাস ফেলে বিডিও অফিসে হাজির পড়ুয়ারা, অভিনব প্রতিবাদে সাড়া♦ সোমালিয়া ওয়েব নিউজ: খানাকুল-১ নম্বর ব্লকে...
08/07/2025

রাস্তার দাবিতে ক্লাস ফেলে বিডিও অফিসে হাজির পড়ুয়ারা, অভিনব প্রতিবাদে সাড়া

♦ সোমালিয়া ওয়েব নিউজ: খানাকুল-১ নম্বর ব্লকে মঙ্গলবার সকালটা অন্যরকম দৃশ্যের সাক্ষী থাকল। কাবিলপুর প্রাইমারি স্কুল এবং কেদারপুর হাইস্কুলের একঝাঁক ছাত্র-ছাত্রী এদিন ক্লাসে না গিয়ে হাজির হয় বিডিও অফিসে। তাদের সঙ্গে ছিলেন অভিভাবক ও গ্রামবাসীরাও।
🌹 মূল অভিযোগ—রাস্তার বেহাল দশা এবং নদীর বাঁধের উপর কাদায় স্কুলে যাতায়াত জীবনের ঝুঁকির সমান হয়ে দাঁড়িয়েছে। বর্ষার দিনে কাদামাখা রাস্তা, জল জমা আর পিচ্ছিল পথ পেরিয়ে প্রতিদিন স্কুলে পৌঁছানো কার্যত দুঃসাধ্য। এই পরিস্থিতির অবসান চেয়ে বিডিও অফিসে হাজির হয় সকলে।
🌹 পড়ুয়াদের দাবির ভাষা ছিল স্পষ্ট—“আমরা পড়তে চাই, কিন্তু রাস্তাটাও তো লাগবে!” ছোট ছোট পড়ুয়াদের এমন সরব প্রতিবাদে প্রশাসনও নড়ে চড়ে বসে। বিডিও অরিন্দম মুখার্জী সঙ্গে সঙ্গে যোগাযোগ করেন সেচ দপ্তরের সঙ্গে, পাশাপাশি স্থানীয় পঞ্চায়েত প্রধানকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
🌹 গ্রামবাসীদের মতে, এই ধরনের শান্তিপূর্ণ প্রতিবাদ এই এলাকার প্রথম। তারা গর্বিত যে গ্রামের ছেলেমেয়েরা নিজেদের সমস্যার কথা এভাবে তুলে ধরতে শিখেছে। তারা আশাবাদী, এবার হয়তো এই সমস্যার স্থায়ী সমাধান হবে।
🌹 শিক্ষাব্যবস্থার পাশাপাশি পরিকাঠামো উন্নয়নের দাবিতে ছাত্র-ছাত্রীদের এমন সচেতন ভূমিকা গোটা জেলার কাছে উদাহরণ হয়ে উঠেছে। বহুদিন ধরে যে রাস্তার সমস্যার কোনও সমাধান হয়নি, এবার সেই সমস্যার নিষ্পত্তি হবে বলেই আশা এলাকাবাসীর।♦

গোঘাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, মারধরের হুমকিতে উত্তপ্ত পঞ্চায়েত♦ সোমালিয়া ওয়েব নিউজ: গোঘাটের মান্দারণ গ্রাম...
08/07/2025

গোঘাটে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, মারধরের হুমকিতে উত্তপ্ত পঞ্চায়েত

♦ সোমালিয়া ওয়েব নিউজ: গোঘাটের মান্দারণ গ্রাম পঞ্চায়েতকে ঘিরে ফের গোষ্ঠীদ্বন্দ্বের ছবি সামনে এল। পঞ্চায়েতের শিল্প সঞ্চালক হাবিব আহমেদ অভিযোগ করেছেন, তাঁকে মারধরের হুমকি দিয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল আলী। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে।
🌹 হাবিব আহমেদের অভিযোগ, পঞ্চায়েতের টেন্ডার সংক্রান্ত বিষয়ে মতবিরোধের জেরে তাঁকে পঞ্চায়েতে ঢুকতে নিষেধ করা হয়েছে। অভিযোগ, সম্প্রতি এক বৈঠকে অঞ্চল সভাপতি তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রকাশ্যে মারধরের হুমকি দেন। পঞ্চায়েতের অন্য সদস্যদের সামনেই নাকি এই ঘটনা ঘটে।
🌹 অন্যদিকে, অভিযোগ অস্বীকার করেছেন অঞ্চল সভাপতি আব্দুল আলী। তিনি সাফ জানিয়েছেন, "আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগ আনা হয়েছে। প্রমাণ থাকলে থানায় যান। এটা চক্রান্ত ছাড়া কিছু নয়।" এই মন্তব্যের পর উত্তেজনা আরও বেড়েছে।
🌹 বিষয়টি নিয়ে মুখ খুলেছেন বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারকও। তাঁর দাবি, “তৃণমূলের অঞ্চল সভাপতি ও পঞ্চায়েতের শিল্প সঞ্চালকের মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে গণ্ডগোল হয়েছে। এই দুর্নীতির জেরেই আজ এমন পরিস্থিতি।” তিনি প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।
🌹 গোঘাটের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পঞ্চায়েত স্তরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমেই স্পষ্ট হচ্ছে। একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে শাসক দলের ভেতরেই কোন্দলের বহিঃপ্রকাশ ঘটছে। প্রশাসনের তরফে তদন্ত না হলে এই উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে।♦

গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত খানাকুলের কাঁটাপুকুর, তৃণমূল কর্মীদের মধ্যে মারধর-পাল্টা অভিযোগ♦সোমালিয়া ওয়েব নিউজ: তৃণমূলের গ...
07/07/2025

গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত খানাকুলের কাঁটাপুকুর, তৃণমূল কর্মীদের মধ্যে মারধর-পাল্টা অভিযোগ

♦সোমালিয়া ওয়েব নিউজ: তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ফের মাথাচাড়া দিয়ে উঠল খানাকুল-১ নম্বর ব্লকের পোল-২ নম্বর অঞ্চলের কাঁটাপুকুর এলাকায়। রবিবার রাত থেকে টানা দু'দিন ধরে এই এলাকায় উত্তেজনা ছড়ায় দলীয় কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং পাল্টা হুমকির ঘটনাকে কেন্দ্র করে। অভিযোগ-পাল্টা অভিযোগে তীব্র চাপানউতোর চলছে তৃণমূলের দু’পক্ষের মধ্যে।
🌹ঘটনার সূত্রপাত রবিবার রাতে। স্থানীয় তৃণমূল কর্মী শেখ এক্রামুল ও শেখ জিয়াদুল রহমান জানান, তাঁরা তৃণমূল নেতা নইমুল হকের ঘনিষ্ঠ এবং তাঁর সঙ্গেই রাজনীতির ময়দানে সক্রিয়। তাঁদের দাবি, সেই কারণেই আশিক ইকবাল ঘনিষ্ঠ একদল কর্মী এক্রামুলের ওপর হামলা চালায়। তাঁকে মারধর করে গুরুতর জখম করা হয়।
🌹এক্রামুলকে হাসপাতালে ভর্তি করতে নিয়ে যাওয়ার পর সোমবার সকালে ফের উত্তেজনা ছড়ায়। অভিযোগ, জিয়াদুলের বাড়িতে গিয়ে তাঁকে হুমকি দেওয়া হয় এবং তাঁর ঘরবাড়ি ভাঙচুর করা হয়। এই ঘটনায় তাঁরা খানাকুল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
🌹অন্যদিকে তৃণমূল নেতা তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আশিক ইকবাল সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর পাল্টা দাবি, এক্রামুল-জিয়াদুল গোষ্ঠীর লোকজনই তাঁদের কর্মীদের মারধর করেছে। সেখ সুরজ আলি নামে একজন গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ফলে গোটা এলাকা এখন রাজনৈতিক বিভাজনে দ্বিখণ্ডিত।
🌹স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই এই অঞ্চলে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে অভ্যন্তরীণ সংঘাত চলছে। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে প্রশাসনের সক্রিয় হস্তক্ষেপের দাবি উঠেছে সাধারণ মানুষের তরফে।♦

আরামবাগের বলরামপুরে বিজেপির 'জনগর্জন পথসভা', তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ♦সোমালিয়া ওয়েব নিউজ: সোমবার আরামবাগের মায়াপুর...
07/07/2025

আরামবাগের বলরামপুরে বিজেপির 'জনগর্জন পথসভা', তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ

♦সোমালিয়া ওয়েব নিউজ: সোমবার আরামবাগের মায়াপুর-১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বলরামপুরে অনুষ্ঠিত হল বিজেপির ‘জনগর্জন পথসভা’। তৃণমূল সরকারের নানা ব্যর্থতা ও দুর্নীতি নিয়ে এই সভা থেকেই তীব্র আক্রমণ শানান বিজেপি নেতারা। জনসভায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায় বলে জানা গিয়েছে।
🌹এই পথসভায় উপস্থিত ছিলেন বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা, বিধায়ক মধুসূদন বাগ, প্রবীণ নেতা অসিত কুন্ডু, হেমন্ত বাগ, উপাসক দে সহ একাধিক কর্মী-সমর্থক। বক্তারা অভিযোগ করেন, রাজ্যে আইনের শাসন নেই, প্রশাসন দলদাসে পরিণত হয়েছে এবং সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন সরকারি সুযোগ-সুবিধা থেকে।
🌹সভা থেকে বিজেপি নেতৃত্ব রাজ্যে পরিবর্তনের ডাক দেন এবং কেন্দ্রের বিভিন্ন জনমুখী প্রকল্পে তৃণমূল সরকারের বাধা দেওয়ার বিষয়টিও তুলে ধরেন। তাঁদের মতে, রাজ্যজুড়ে দুর্নীতি, তোলাবাজি এবং স্বজনপোষণ চরমে পৌঁছেছে। তাই আগামীদিনে মানুষের পাশে থেকে আন্দোলনের ধার আরও তীব্র করা হবে বলেই বার্তা দেন তাঁরা।♦

ভেঙে পড়া ব্রিজের সংস্কারের দাবিতে উত্তেজনা ঠাকুরানিচক♦সোমালিয়া ওয়েব নিউজ: সোমবার খানাকুল ১ নম্বর ব্লকের ঠাকুরানিচক গ্...
07/07/2025

ভেঙে পড়া ব্রিজের সংস্কারের দাবিতে উত্তেজনা ঠাকুরানিচক

♦সোমালিয়া ওয়েব নিউজ: সোমবার খানাকুল ১ নম্বর ব্লকের ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েত চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। নদীগর্ভে বসে যাওয়া ব্রিজ দ্রুত সংস্কারের দাবিতে এদিন সরব হন গ্রামবাসী ও ব্যবসায়ীরা। তাঁরা দাবি তোলেন, দীর্ঘদিন ধরে দুর্দশার শিকার হচ্ছেন এলাকার সাধারণ মানুষ, অথচ সমস্যা সমাধানে কোনও দৃশ্যমান উদ্যোগ নেই।
🌹পঞ্চায়েতে এদিন একাধিক প্রকল্প নিয়ে টেন্ডার ডাকা হয়েছিল। সেই খবর পেয়ে বহু গ্রামবাসী ভেঙে পড়া ব্রিজের সংস্কারের দাবিতে পঞ্চায়েতে উপস্থিত হন। কিন্তু টেন্ডার প্রক্রিয়াকে ঘিরে কড়া পুলিশি নিরাপত্তা থাকায়, প্রথমে তাঁদের বাধার মুখে পড়তে হয়। সেই বাধা থেকে শুরু হয় বচসা ও বিক্ষোভ।
🌹পরে গ্রামবাসীরা ঠাকুরানিচক পঞ্চায়েত প্রধানের সঙ্গে দেখা করে ব্রিজ মেরামতের দাবিতে লিখিত আবেদন জানান। তাঁদের বক্তব্য, দ্বারকেশ্বর নদের ওপর অবস্থিত এই ব্রিজটি বহু বছর ধরে জরাজীর্ণ অবস্থায় থাকলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি। মে মাসের শেষে ব্রিজের মাঝের অংশ নদীতে ধসে পড়ে, তারপর থেকেই যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।
🌹এর ফলে ঠাকুরানিচক সহ আট-দশটি গ্রামের মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে স্কুল-কলেজগামী ছাত্রছাত্রী, রোগী পরিবহন, ব্যবসা এবং কৃষিকাজে মারাত্মক সমস্যা হচ্ছে। ব্যবসায়ীরা জানিয়েছেন, পণ্য পরিবহনের অভাবে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাঁদের।
🌹এই পরিস্থিতিতে দ্রুত ব্রিজ নির্মাণের দাবিতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন সকলে। এলাকাবাসীর হুঁশিয়ারি, আগামীদিনে ব্যবস্থা না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। ♦

তাঁতিশালে তৃণমূলের পথসভা, একুশে জুলাই ঘিরে চাঙ্গা মেজাজ♦সোমালিয়া ওয়েব নিউজ: খানাকুলের তাঁতিশাল অঞ্চল একুশে জুলাইয়ের প...
06/07/2025

তাঁতিশালে তৃণমূলের পথসভা, একুশে জুলাই ঘিরে চাঙ্গা মেজাজ

♦সোমালিয়া ওয়েব নিউজ: খানাকুলের তাঁতিশাল অঞ্চল একুশে জুলাইয়ের প্রস্তুতি ঘিরে তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে ফের সরগরম হয়ে উঠল। রবিবার তিলকচক এলাকায় দলীয় উদ্যোগে একটি পথসভার আয়োজন করা হয়। মূল উদ্দেশ্য ছিল কলকাতার শহীদ দিবসের সমাবেশে কর্মীদের অংশগ্রহণ আরও দৃঢ় করা।
🌹এই পথসভায় উপস্থিত ছিলেন পুরশুড়ার প্রাক্তন বিধায়ক পারভেজ রহমান। তিনি বক্তব্যে একুশে জুলাইয়ের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, “এই দিনটি শুধুই শহীদ স্মরণ নয়, রাজ্য রাজনীতির অভিমুখ নির্ধারণের দিন।” তিনি কর্মীদের আরও সক্রিয় হয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
🌹সভায় রামমোহন-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুলেখা বক্সী ও উপপ্রধান সুজিত ঘোষও উপস্থিত ছিলেন। উপস্থিত বক্তারা তৃণমূল সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উল্লেখ করে বিজেপিকে কটাক্ষ করেন। পাশাপাশি তাঁরা জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অঞ্চলজুড়ে একুশে জুলাইয়ের প্রচার আরও জোরদার করা হবে।
🌹তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতের প্রধান শেখ লালবাবু ও স্থানীয় তৃণমূল নেতা শেখ সাকিম পথসভার আয়োজন ও সুশৃঙ্খল পরিচালনার দায়িত্বে ছিলেন। তাঁরা জানান, একুশে জুলাই কলকাতার সভায় খানাকুল থেকে প্রচুর কর্মী অংশগ্রহণ করবেন।
🌹এদিনের কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষেরও ব্যাপক সাড়া মেলে। বক্তাদের বক্তব্যের মাঝে শহিদদের উদ্দেশ্যে নীরবতা পালন করা হয়। দলীয় পতাকা ও পোস্টারে সাজানো এলাকাজুড়ে এক ধরনের উৎসবের পরিবেশ তৈরি হয়। দলীয় কর্মীদের মধ্যে দেখা যায় উদ্দীপনা ও একতা।♦

অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে আমোদপুরে চাঞ্চল্য, গৃহবধূর পরিবারের খুনের অভিযোগ♦সোমালিয়া ওয়েব নিউজ: এক গৃহবধূর অস্বাভ...
06/07/2025

অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে আমোদপুরে চাঞ্চল্য, গৃহবধূর পরিবারের খুনের অভিযোগ

♦সোমালিয়া ওয়েব নিউজ: এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল হুগলির গোঘাট ব্লকের আমোদপুর গ্রামে। রবিবার সকালবেলায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত গৃহবধূর নাম আজিনা বেগম। বয়স মাত্র ২৮ বছর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্বশুরবাড়িতেই আজিনার রহস্যজনক মৃত্যু হয়।
🌹ঘটনার পর গোঘাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহ ঘরের ভেতর থেকে উদ্ধার হয়। তবে প্রাথমিকভাবে মৃত্যুর কারণ স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
🌹অন্যদিকে, মৃতার বাপের বাড়ির লোকজনের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়, এটি খুন। তাঁদের অভিযোগ, আজিনাকে তাঁর স্বামী এবং দেওর মিলে খুন করেছে। মৃতার পরিবারের আরও দাবি, প্রথমে থানা থেকে তাঁদের ফোন করে জানানো হয় আজিনার মৃত্যু হয়েছে। খবর পাওয়া মাত্রই তাঁরা গোঘাট থানায় ছুটে যান।
🌹এরপর গোঘাট থানার সামনে দুই পরিবারের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। আজিনার মৃত্যুকে কেন্দ্র করে তাঁর বাপের বাড়ির লোকজন শ্বশুরবাড়ির লোকজনদের চড়াও হয়ে নানা অভিযোগ করতে থাকেন। পরে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় গোটা থানার সামনে উত্তেজনা ছড়ায়।
🌹আজিনা বেগমের বাপের বাড়ি বাঁকুড়া জেলার কোতুলপুর থানার অন্তর্গত এক গ্রামে। আট বছর আগে তাঁর বিয়ে হয় গোঘাটের আমোদপুর গ্রামের এক যুবকের সঙ্গে। পরিবার সূত্রে জানা গেছে, আজিনার দুই সন্তান রয়েছে—এক ছেলে ও এক মেয়ে। স্বামী ও তাঁর পরিবারের সঙ্গে আজিনার মাঝেমধ্যেই অশান্তি হতো বলেও অভিযোগ।♦

Address

Arambagh
712601

Alerts

Be the first to know and let us send you an email when Sambad Somalia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sambad Somalia:

Share