Sambad Somalia Plus

Sambad Somalia Plus News and Information

গোঘাটে বাইক ও চারচাকার সংঘর্ষে গুরুতর জখম এক ব্যক্তি♦ সোমালিয়া ওয়েব নিউজ: শুক্রবার সন্ধ্যায় গোঘাট থানার কামারপুকুর গ্...
24/10/2025

গোঘাটে বাইক ও চারচাকার সংঘর্ষে গুরুতর জখম এক ব্যক্তি

♦ সোমালিয়া ওয়েব নিউজ: শুক্রবার সন্ধ্যায় গোঘাট থানার কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের আনুর এলাকায় ঘটে গেল এক সড়ক দুর্ঘটনা। বাইক ও চারচাকার গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হলেন এক বাইকচালক।
🌹আহত ব্যক্তির নাম সুকুমার হেমব্রম। বাড়ি কোতুলপুর থানার তাজপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, সুকুমারবাবু সকালে বাইক নিয়ে কাজে বেরিয়েছিলেন। সন্ধ্যার সময় আনুর এলাকায় রাস্তার ধারে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি।
🌹ঠিক সেই সময় একটি দ্রুতগামী চারচাকা গাড়ি এসে তাঁকে জোর ধাক্কা মেরে চলে যায়। স্থানীয়রা তৎক্ষণাৎ ছুটে এসে আহত সুকুমারবাবুকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
🌹কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পরে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্ত গাড়ির সন্ধানে তল্লাশি চলছে।♦

বিজয়ার রাতে বক্স বাজানো নিয়ে উত্তেজনা, মারধরে আহত বহুজন♦ সোমালিয়া ওয়েব নিউজ: আরামবাগে কালী প্রতিমা বিজয়ার আনন্দ মুহ...
24/10/2025

বিজয়ার রাতে বক্স বাজানো নিয়ে উত্তেজনা, মারধরে আহত বহুজন

♦ সোমালিয়া ওয়েব নিউজ: আরামবাগে কালী প্রতিমা বিজয়ার আনন্দ মুহূর্তে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। শুক্রবার রাতে বক্স বাজানোর প্রতিযোগিতাকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে শুরু হয় উত্তেজনা, যা পরিণত হয় মারধরে।
🌹ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নওপাড়া এলাকায়। জানা গেছে, ওইদিন রাতে দক্ষিণপাড়া ও উত্তরপাড়ায় একসঙ্গে কালী প্রতিমার বিজয়া অনুষ্ঠান চলছিল। উৎসবের আমেজে শুরু হয় বক্স বাজানোর প্রতিযোগিতা, আর সেখান থেকেই শুরু হয় বিতর্ক।
🌹চোখের নিমেষে আনন্দের পরিবেশ বদলে যায়। অভিযোগ, উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি গড়ায় হাতাহাতিতে। ঘটনায় দুই পাড়ার বেশ কয়েকজন মহিলা ও পুরুষ আহত হন। স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
🌹খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গেছে, বর্তমানে এলাকা শান্ত রয়েছে, তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে।♦

আরামবাগে তিনটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিন♦ সোমালিয়া ওয়েব নিউজ: শুক্রবার রাতে আরামবাগের দৌলতপুর সংলগ্ন বাবলার ঢালে...
24/10/2025

আরামবাগে তিনটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিন
♦ সোমালিয়া ওয়েব নিউজ: শুক্রবার রাতে আরামবাগের দৌলতপুর সংলগ্ন বাবলার ঢালে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। তিনটি মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে জখম হলেন তিনজন। ঘটনাস্থলে মুহূর্তের মধ্যেই ভিড় জমে যায় স্থানীয়দের।
🌹স্থানীয় সূত্রে জানা গেছে, একটি বাইক আরামবাগ থেকে বর্ধমানের দিকে দ্রুত গতিতে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসছিল আরও দুটি মোটরবাইক। রাস্তা ছিল অন্ধকার ও পিচ্ছিল। তখনই তিনটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে জোরালো শব্দে। দুর্ঘটনার অভিঘাতে তিন বাইক আরোহীই ছিটকে পড়েন রাস্তায়।
🌹খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ ফায়ার ব্রিগেডের কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাঁরা আহতদের উদ্ধার করে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তিনজনেরই অবস্থা আপাতত স্থিতিশীল। পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু হয়েছে।♦

ভাইফোঁটার দিন মর্মান্তিক ঘটনা, পুকুরে ডুবে মৃত্যু ১০ বছরের বালিকার♦ সোমালিয়া ওয়েব নিউজ: ভাইফোঁটার উৎসবের আনন্দ মুহূর্ত...
24/10/2025

ভাইফোঁটার দিন মর্মান্তিক ঘটনা, পুকুরে ডুবে মৃত্যু ১০ বছরের বালিকার

♦ সোমালিয়া ওয়েব নিউজ: ভাইফোঁটার উৎসবের আনন্দ মুহূর্তে বদলে গেল শোকে। শুক্রবার আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের কানপুর এলাকায় ঘটে মর্মান্তিক দুর্ঘটনা।
🌹মৃত বালিকার নাম পাপিয়া দাস (১০)। বাড়ি গোঘাটের পাবা গ্রামে। জানা গেছে, বৃহস্পতিবার মায়ের সঙ্গে মামাবাড়ি এসেছিল পাপিয়া। শুক্রবার সকালে কালীপুজোর বিজয়া উপলক্ষে পরিবারের সদস্যরা মামাবাড়িতে থাকার সিদ্ধান্ত নেন।
🌹এরপর দুপুরের দিকে পাপিয়া আরও কয়েকজনের সঙ্গে স্নান করতে যায় স্থানীয় একটি পুকুরে। সেই সময় অসাবধানবশত গভীর জলে নেমে যায় সে এবং তলিয়ে যায় পুকুরের জলে। সঙ্গে থাকা অন্যরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে।
🌹তড়িঘড়ি আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পাপিয়াকে মৃত বলে ঘোষণা করেন। হঠাৎ ঘটে যাওয়া এই মৃত্যুর ঘটনায় গোটা পরিবার ও এলাকায় নেমে আসে গভীর শোকের ছায়া।♦

অজানা গাড়ির ধাক্কায় প্রাণ হারাল যুবক, শোক ছড়াল পুরশুড়ায়♦ সোমালিয়া ওয়েব নিউজ: অজানা গাড়ির ধাক্কায় প্রাণ হারাল এক...
24/10/2025

অজানা গাড়ির ধাক্কায় প্রাণ হারাল যুবক, শোক ছড়াল পুরশুড়ায়

♦ সোমালিয়া ওয়েব নিউজ: অজানা গাড়ির ধাক্কায় প্রাণ হারাল এক পরিশ্রমী যুবক। শুক্রবার সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে পুরশুড়া থানার জঙ্গলপাড়া এলাকায়।
🌹মৃত যুবকের নাম দীপ জানা (২৫)। বাড়ি পুরশুড়ার বকুলতলা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীপ পেশায় ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। প্রতিদিনের মতো এদিনও সকালে পায়ে হেঁটে কাজে বেরিয়েছিলেন তিনি।
🌹পথ চলার সময় জঙ্গলপাড়া এলাকায় একটি অজানা গাড়ি তাঁকে আচমকা ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে দ্রুত উদ্ধার করে পুরশুড়ার শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
🌹কিন্তু সেখানে চিকিৎসক দীপকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ অজানা গাড়িটির খোঁজে তদন্ত শুরু করেছে।♦

অমিয়বাবুর স্মরণে আবেগঘন অনুষ্ঠান গোঘাটে♦ সোমালিয়া ওয়েব নিউজ: শিক্ষাক্ষেত্রে নিবেদিতপ্রাণ মানুষদের অবদান সমাজকে আলো দেখ...
24/10/2025

অমিয়বাবুর স্মরণে আবেগঘন অনুষ্ঠান গোঘাটে

♦ সোমালিয়া ওয়েব নিউজ: শিক্ষাক্ষেত্রে নিবেদিতপ্রাণ মানুষদের অবদান সমাজকে আলো দেখায়, প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে। সেই আলোই আবার নতুনভাবে জ্বলে উঠল গোঘাটে, যখন প্রাক্তন শিক্ষক স্বর্গীয় অমিয় কুমার হাজরার স্মৃতিতে অনুষ্ঠিত হল এক আবেগঘন স্মরণ সভা।
🌹জাতীয় শিক্ষা পরিষদ আঞ্চলিক শাখার উদ্যোগে শুক্রবার খোর্দ কানপুর প্রাথমিক বিদ্যালয়ে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল আয়োজক ছিলেন অমিয়বাবুর পুত্র, বেঙ্গাই অঘোর কামিনী প্রকাশচন্দ্র মহাবিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক অশোক হাজরা। তাঁর উদ্যোগে প্রকাশিত হয় এক বিশেষ স্মরণিকা— “স্মৃতির আলোকে স্বর্গীয় অমিয় কুমার হাজরা মহাশয়”।
🌹অমিয়বাবু ছিলেন ছাত্রদরদী এক শিক্ষক, যিনি ৩৮ বছর আমডোবা শ্রীচরণ ভান্ডারী হাই স্কুলে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষাদানের পাশাপাশি তিনি ছিলেন এক অসাধারণ মানুষ— ছাত্রদের জামা, বই বা প্রয়োজনীয় জিনিস নিজের উদ্যোগে জোগাড় করে দিতেন। তাঁর এই মানবিকতা ও সহানুভূতি আজও মানুষের মনে অনুকরণীয় উদাহরণ হিসেবে রয়ে গেছে।
🌹অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সহকর্মী নিমাই চন্দ্র ঘোষ, প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক বাসুদেব নন্দী, আরামবাগের বিশিষ্ট পুস্তক ব্যবসায়ী ব্রজমোহন কুন্ডু, কামারপুকুর কলেজের অধ্যাপক আব্দুল লতিব খানসহ বহু প্রাক্তন ছাত্রছাত্রী ও স্থানীয় মানুষজন। বক্তাদের কণ্ঠে একটাই অনুভব— “অমিয়বাবু ছিলেন এক আলোকবর্তিকা, যিনি শুধু পড়াতেন না, মানুষ গড়ে তুলতেন।”♦

আরামবাগের বাতানল গ্রামে ভাইফোঁটার বিশেষ রীতি, টিকে আছে চিত্রগুপ্তের পুজো♦ সোমালিয়া ওয়েব নিউজ: অন্য গ্রাম যেখানে ভাইফোঁ...
23/10/2025

আরামবাগের বাতানল গ্রামে ভাইফোঁটার বিশেষ রীতি, টিকে আছে চিত্রগুপ্তের পুজো

♦ সোমালিয়া ওয়েব নিউজ: অন্য গ্রাম যেখানে ভাইফোঁটার দিন দিদিরা ভাইদের বাড়ি যান, সেখানে একেবারে ভিন্ন প্রথা চলে আসছে আরামবাগের বাতানল গ্রামে। এখানকার মেয়েরা ভাইফোঁটার দিনে বাপের বাড়ি যান না, বরং ভাইয়েরাই দিদির শ্বশুরবাড়িতে গিয়ে ফোঁটা নেন।
🌹উল্টোদিকে যেসব মেয়েদের বাইরে বিয়ে হয়েছে, তারাও এদিন ফিরে আসেন বাপের বাড়িতে ভাইফোঁটা নিতে। বহু প্রজন্ম ধরে চলে আসছে এই রীতি, যা আজও একইভাবে পালন করে আসছেন গ্রামের মানুষজন।
🌹গ্রামবাসীরা জানিয়েছেন, এই প্রথার সূত্রপাত হয়েছিল গ্রামেরই এক প্রখ্যাত বাসিন্দা ভূপাল চন্দ্র সরকারের হাত ধরে। তিনি এই গ্রামে চিত্রগুপ্তের পুজোর প্রচলন করেন। প্রায় বিশটি কায়স্থ পরিবার মিলিতভাবে আজও সেই ঐতিহ্য বহন করছেন।
🌹পুরাণ অনুযায়ী, চিত্রগুপ্ত ছিলেন যমরাজের সহায়ক, আর ভাইফোঁটার প্রচলনের সঙ্গেও তাঁর নাম জড়িয়ে আছে। বলা হয়, যমরাজের বোন যমুনা ভাইয়ের মঙ্গল কামনায় ফোঁটা দিয়েছিলেন, আর সেই আয়োজনের প্রধান ছিলেন চিত্রগুপ্ত। তাই বাংলার বহু অঞ্চলে একসময় এই পুজোর প্রচলন থাকলেও এখন কেবল বাতানল গ্রামেই সেই প্রথা টিকে আছে।♦

ত্রিশূল হাতে বোনফোঁটায় নজির আরামবাগে, ভালোবাসায় ভরলো ভাই-বোনের উৎসব♦ সোমালিয়া ওয়েব নিউজ: যেখানে প্রতিযোগিতার রাজনীতি উ...
23/10/2025

ত্রিশূল হাতে বোনফোঁটায় নজির আরামবাগে, ভালোবাসায় ভরলো ভাই-বোনের উৎসব

♦ সোমালিয়া ওয়েব নিউজ: যেখানে প্রতিযোগিতার রাজনীতি উত্তপ্ত, সেখানে সেই প্রতীককেই শান্তি ও ভালোবাসার দূত করলেন আরামবাগ পুরসভার বিরোধী দলনেতা তথা ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ। ভাইফোঁটার দিন তিনি বাড়ি বাড়ি গিয়ে ১৯টি ওয়ার্ডের ১৯ জন বোনকে ফোঁটা দেন।
🌹রাজনীতির মঞ্চে সক্রিয় এই নেতা এদিন ছিলেন কেবলই স্নেহময় ভাই। বোনেদের হাতে রাখি ও ফোঁটা গ্রহণ করে তিনি জানালেন, “এই সম্পর্কের বন্ধন রাজনীতির ঊর্ধ্বে, এটি এক অবিচ্ছেদ্য ভালোবাসার প্রতীক।” বোনেরাও এমন একজন ভাইকে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে ওঠেন।
🌹এদিন তিনি প্রতীকী ত্রিশূল বোনেদের হাতে তুলে দিয়ে বলেন, “সমাজে যত অশুভতা আছে, সেই অন্ধকারকে দূর করতে হবে সাহস ও সদিচ্ছা দিয়ে। দেবী মহামায়ার মতোই প্রতিটি বোন যেন আলো ছড়ায় সমাজে।” এই ভাবনাতেই ত্রিশূল হয়ে উঠল শুভ শক্তির প্রতীক।
🌹বিজেপি নেতা ও কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষের এই মানবিক উদ্যোগে আনন্দ ছড়িয়েছে এলাকাজুড়ে। ভাইফোঁটার আবেগকে সমাজে ইতিবাচক বার্তা হিসেবে তুলে ধরে তিনি দেখালেন—ভালোবাসাই পারে বিভেদ মেটাতে।♦

ভাইফোঁটার আগে আরামবাগে মিষ্টির হিড়িক, দোকানজুড়ে উপচে পড়া ভিড়♦ সোমালিয়া ওয়েব নিউজ: ভাইফোঁটা মানেই স্নেহ, ভালোবাসা আ...
22/10/2025

ভাইফোঁটার আগে আরামবাগে মিষ্টির হিড়িক, দোকানজুড়ে উপচে পড়া ভিড়

♦ সোমালিয়া ওয়েব নিউজ: ভাইফোঁটা মানেই স্নেহ, ভালোবাসা আর মিষ্টিমাখা সম্পর্কের উৎসব। ভাইয়ের কপালে ফোঁটা পরার আগেই দিদিদের ব্যস্ততা মিষ্টির দোকানে। সাধ্যের মধ্যে সাধ মেটাতে সবাই চান ভাইয়ের মুখে হাসি ফুটুক প্রিয় মিষ্টির স্বাদে।
🌹বুধবার সকাল থেকেই আরামবাগ শহরের মিষ্টির দোকানগুলিতে উপচে পড়া ভিড়। দিদিদের পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যরাও ভিড় জমিয়েছেন নতুন নতুন মিষ্টি কিনতে। কোথাও নারকেল নাড়ু, সন্দেশ, ল্যাংচা, আবার কোথাও ‘রসগোল্লা-চকোলেট’ মিক্সের ট্রে সাজানো হচ্ছে ভাইদের জন্য।
🌹শুধু আরামবাগ শহরেই রয়েছে প্রায় চল্লিশটি মিষ্টির দোকান। প্রতিটি দোকানের সামনে লম্বা লাইন পড়েছে সকাল থেকেই। দোকানদারদের হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের চাহিদা মেটাতে। অনেক দোকানে বিক্রি আগের বছরের তুলনায় দ্বিগুণ বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
🌹সবচেয়ে বেশি দেখা গেছে ভাইয়ের জামাইবাবুদের ভিড়। কেউ বলছেন—“বৌদির ভাইকে ফোঁটা দিতে হবে, তাই সকাল সকাল দোকানে এলাম।” আবার কেউ বলছেন—“ভাইফোঁটা মানেই পরিবারের আনন্দ, তাই মিষ্টি না কিনে উপায় নেই।” আনন্দ, ভিড় ও আবেগে ভরে উঠেছে গোটা শহর।♦

Sambad Somalia, 22 October, 2025
22/10/2025

Sambad Somalia, 22 October, 2025

বিরল রোগে আক্রান্ত শারণ‍্যের পাশে কামারপুকুর♦ সোমালিয়া ওয়েব নিউজ: গোঘাটের মামুদপুরের সাড়ে ছয় বছরের ছোট্ট শারণ্য বিরল...
21/10/2025

বিরল রোগে আক্রান্ত শারণ‍্যের পাশে কামারপুকুর

♦ সোমালিয়া ওয়েব নিউজ: গোঘাটের মামুদপুরের সাড়ে ছয় বছরের ছোট্ট শারণ্য বিরল এক রোগে আক্রান্ত হয়ে চরম অসুস্থ। ধীরে ধীরে তার হাত-পা পাথরের মতো শক্ত হয়ে যাচ্ছে, ফেটে যাচ্ছে চামড়া, বেঁকে যাচ্ছে আঙুল। অসহায় পরিবার চিকিৎসার খরচ জোগাতে হিমশিম খাচ্ছে।
🌹শারণ্যের মা অদিতি সামুই জানান, এই রোগ তাঁদের পরিবারে বংশগত। তাঁর বাবাও এই রোগে ভুগতেন, পরবর্তীতে তিনি ও তাঁর ভাইও আক্রান্ত হন। এখন তাঁর ছোট ছেলে শারণ্য একই অসুখে ভুগছে। চিকিৎসকরা জানিয়েছেন, অপারেশনের জন্য প্রয়োজন লক্ষাধিক টাকা, যা তাঁদের পক্ষে জোগাড় করা অসম্ভব। তাঁর স্বামী সুমন সামুই অল্প জমিতে চাষ করে সংসার চালান।
🌹এই অবস্থায় সাহায্যের হাত বাড়িয়ে দিল কামারপুকুর নেতাজি সমাজ কল্যাণ সমিতি ও সবুজ সংঘ ক্লাব। সমিতির সভাপতি লক্ষীকান্ত গুপ্ত জানান, ভিডিওটি দেখে তাঁরা আবেগাপ্লুত হন এবং ছুটে যান শারণ্যের বাড়িতে। তিনি বলেন, “শারণ্যের চিকিৎসার সম্পূর্ণ খরচ আমরা বহন করব। আশা করি ও খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।”
🌹সেদিন উপস্থিত ছিলেন সবুজ সংঘ ক্লাবের সম্পাদক সৌম্য ব্যানার্জি ও সদানন্দ ঘোষও। তাঁদের এই মানবিক উদ্যোগে এলাকায় প্রশংসার ঝড় উঠেছে।♦

মর্মান্তিক পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু, শোকের ছায়া এলাকায়♦ সোমালিয়া ওয়েব নিউজ: মঙ্গলবার ভোরে আরামবাগের বাদলকোনা এলাক...
21/10/2025

মর্মান্তিক পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু, শোকের ছায়া এলাকায়

♦ সোমালিয়া ওয়েব নিউজ: মঙ্গলবার ভোরে আরামবাগের বাদলকোনা এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনায় প্রাণ হারালেন এক তরুণ। মৃতের নাম পূর্ণেন্দু রায় (২০), বাড়ি বাতানল অঞ্চলের উত্তর রসুলপুর গ্রামে।
🌹পুলিশ সূত্রে জানা গেছে, পূর্ণেন্দু তাঁর দুই বন্ধুকে নিয়ে মামার বাড়ি বাদলকোনায় কালীপুজো দেখতে গিয়েছিলেন। সারারাত আনন্দে কাটানোর পর সকালে তাঁরা মোটরবাইকে করে বাড়ি ফিরছিলেন। তখনই তাঁদের বাইকটি একটি ধানঝাড়া মেশিনবাহী গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে।
🌹স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পূর্ণেন্দুকে মৃত বলে ঘোষণা করেন। আহত দুই বন্ধুর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।
🌹ঘটনার পর এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। পুলিশ গাড়িটি আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।♦

Address

Arambagh
712601

Alerts

Be the first to know and let us send you an email when Sambad Somalia Plus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sambad Somalia Plus:

Share