
31/08/2025
গোঘাটে লরির সঙ্গে বাসের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা
♦সোমালিয়া ওয়েব নিউজ: শনিবার রাতে চাঞ্চল্যকর দুর্ঘটনা ঘটল গোঘাটের কামারপুকুর চটি সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায়। একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয় একটি লরির। অল্পের জন্য প্রাণে বেঁচে যান যাত্রীরা, তবে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
🌹 জানা গেছে, রাত্রিকালীন ওই যাত্রীবাহী বাসটি বর্ধমান থেকে দিঘার উদ্দেশ্যে যাচ্ছিল। মাঝপথে কিছুক্ষণ যাত্রাবিরতির জন্য কামারপুকুর এলাকায় দাঁড়িয়ে ছিল বাসটি। ঠিক সেই সময় হাজিপুরের দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে বাসটিকে ধাক্কা মারে।
🌹 সংঘর্ষে প্রবল শব্দে আতঙ্কিত হয়ে পড়েন চারপাশের মানুষ। যাত্রীরা মুহূর্তের মধ্যে ভয় পেয়ে যান, তবে সৌভাগ্যবশত তেমন কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি। সবাই অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান। বাসের সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে।
🌹 দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। তারা লরিসহ চালককে আটক করেছে। ঘটনায় স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে স্বস্তি পেয়েছেন। ♦