24/10/2025
গোঘাটে বাইক ও চারচাকার সংঘর্ষে গুরুতর জখম এক ব্যক্তি
♦ সোমালিয়া ওয়েব নিউজ: শুক্রবার সন্ধ্যায় গোঘাট থানার কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের আনুর এলাকায় ঘটে গেল এক সড়ক দুর্ঘটনা। বাইক ও চারচাকার গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হলেন এক বাইকচালক।
🌹আহত ব্যক্তির নাম সুকুমার হেমব্রম। বাড়ি কোতুলপুর থানার তাজপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, সুকুমারবাবু সকালে বাইক নিয়ে কাজে বেরিয়েছিলেন। সন্ধ্যার সময় আনুর এলাকায় রাস্তার ধারে বাইক নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি।
🌹ঠিক সেই সময় একটি দ্রুতগামী চারচাকা গাড়ি এসে তাঁকে জোর ধাক্কা মেরে চলে যায়। স্থানীয়রা তৎক্ষণাৎ ছুটে এসে আহত সুকুমারবাবুকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
🌹কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে পরে আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্ত গাড়ির সন্ধানে তল্লাশি চলছে।♦