Sambad Somalia Plus

Sambad Somalia Plus News and Information

গোঘাটে লরির সঙ্গে বাসের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা♦সোমালিয়া ওয়েব নিউজ: শনিবার রাতে চাঞ্চল্যকর দুর্ঘটনা ঘটল...
31/08/2025

গোঘাটে লরির সঙ্গে বাসের সংঘর্ষ, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

♦সোমালিয়া ওয়েব নিউজ: শনিবার রাতে চাঞ্চল্যকর দুর্ঘটনা ঘটল গোঘাটের কামারপুকুর চটি সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায়। একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সরাসরি সংঘর্ষ হয় একটি লরির। অল্পের জন্য প্রাণে বেঁচে যান যাত্রীরা, তবে বাসটির সামনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
🌹 জানা গেছে, রাত্রিকালীন ওই যাত্রীবাহী বাসটি বর্ধমান থেকে দিঘার উদ্দেশ্যে যাচ্ছিল। মাঝপথে কিছুক্ষণ যাত্রাবিরতির জন্য কামারপুকুর এলাকায় দাঁড়িয়ে ছিল বাসটি। ঠিক সেই সময় হাজিপুরের দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে বাসটিকে ধাক্কা মারে।
🌹 সংঘর্ষে প্রবল শব্দে আতঙ্কিত হয়ে পড়েন চারপাশের মানুষ। যাত্রীরা মুহূর্তের মধ্যে ভয় পেয়ে যান, তবে সৌভাগ্যবশত তেমন কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি। সবাই অক্ষত অবস্থায় প্রাণে বেঁচে যান। বাসের সামনের অংশ চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে।
🌹 দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ। তারা লরিসহ চালককে আটক করেছে। ঘটনায় স্থানীয়রা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপে স্বস্তি পেয়েছেন। ♦

অব্যবস্থার চাপে নিত্যযাত্রীদের দুর্ভোগ গোঘাট স্টেশনে♦সোমালিয়া ওয়েব নিউজ: রেলস্টেশন মানেই মানুষের ভিড়, টিকিটের লাইন আর...
30/08/2025

অব্যবস্থার চাপে নিত্যযাত্রীদের দুর্ভোগ গোঘাট স্টেশনে

♦সোমালিয়া ওয়েব নিউজ: রেলস্টেশন মানেই মানুষের ভিড়, টিকিটের লাইন আর আসা–যাওয়ার ব্যস্ততা। কিন্তু গোঘাট স্টেশন এখন নিত্যযাত্রীদের কাছে ভয় আর দুর্ভোগের সমার্থক। ভাবাদিঘির জমিজটের কারণে রেললাইন সম্প্রসারণের কাজ থমকে গেছে। দ্বারকেশ্বর নদের উপর রামকৃষ্ণ সেতুর গার্ডওয়াল ভেঙে পড়ায় বন্ধ বাস চলাচল। ফলে আরামবাগ শহরের সঙ্গে মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়ার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
🌹 এই পরিস্থিতিতে সরাসরি যোগাযোগের একমাত্র ভরসা হয়ে উঠেছে গোঘাট রেলস্টেশন। তাই প্রতিদিন যাত্রীচাপ বেড়েই চলেছে। কিন্তু অভিযোগ উঠছে অব্যবস্থার বিরুদ্ধে। ভিড়ের সময়েও খোলা থাকে মাত্র একটি টিকিট কাউন্টার। বাথরুম থাকলেও তার বেহাল দশা যাত্রীদের সমস্যায় ফেলছে।
🌹 বিশেষত মহিলা যাত্রীদের দুর্দশা আরও ভয়াবহ। শৌচাগার ব্যবহার অযোগ্য হওয়ায় তাঁদের অনেক সময় বাইরে প্রস্রাব করতে বাধ্য হতে হচ্ছে। যাত্রীদের মতে, এই অবস্থায় নিরাপত্তা ও স্বাস্থ্যের ঝুঁকি দিন দিন বাড়ছে।
🌹 নিত্যযাত্রীদের দাবি, আরামবাগ পর্যন্ত চলা ট্রেনগুলি গোঘাট পর্যন্ত বাড়ানো হোক। রেল দপ্তরে বারবার লিখিত আবেদন জমা দিয়েও কোনো সমাধান মেলেনি। তাই চরম অব্যবস্থা সঙ্গী করেই প্রতিনিয়ত যাতায়াত চালিয়ে যেতে হচ্ছে সাধারণ মানুষকে।♦

সাপের ভয় ঠেকাতে কৃষকদের ভরসা পলিথিনের জুতো! ♦সোমালিয়া ওয়েব নিউজ: আষাঢ়-শ্রাবণের টানা বৃষ্টিতে মাঠভরা জলের সঙ্গে বেড়ে...
30/08/2025

সাপের ভয় ঠেকাতে কৃষকদের ভরসা পলিথিনের জুতো!

♦সোমালিয়া ওয়েব নিউজ: আষাঢ়-শ্রাবণের টানা বৃষ্টিতে মাঠভরা জলের সঙ্গে বেড়েছে সাপের উপদ্রব। অতিবৃষ্টির মরসুমে গ্রামীণ এলাকায় একের পর এক সাপের কামড়ের ঘটনা ঘটছে। বিশেষত কৃষিপ্রধান আরামবাগ মহকুমার কৃষকরাই হচ্ছেন এর বড় শিকার। প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত ভেজা ধানক্ষেতে কাজ করতে গিয়ে তাঁরা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছেন।
🌹 এই পরিস্থিতিতে নিজেদের রক্ষার উপায় হিসেবে কৃষকদের ভরসা হয়ে উঠেছে বিশেষ ধরনের পলিথিনের জুতো। বহু স্তরবিশিষ্ট পলিথিন দিয়ে তৈরি এই জুতো সাপের দাঁতের আঘাত আটকাতে পারে বলে দাবি করেছেন স্থানীয় প্রস্তুতকারকরা। কৃষকদের কথায়, খালি পায়ে মাঠে নামার থেকে এটি অনেকটাই নিরাপদ বোধ হয়।
🌹 তবে এই জুতোর কার্যকারিতা নিয়ে বিশেষজ্ঞরা কিছুটা সংশয় প্রকাশ করেছেন। আরামবাগ বনদপ্তরের অধিকর্তা আশরাফুল ইসলাম জানান, ঠিক কোন উপাদান দিয়ে এই জুতো তৈরি হয়েছে তা স্পষ্ট নয়। সাপের দাঁত খুবই সূচালো হওয়ায় উপাদানের গুণমানের উপরই নির্ভর করছে এর কার্যকারিতা।
🌹 তিনি পাশাপাশি সাপের কামড় নিয়ে সর্বদা সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। গ্রামাঞ্চলের মানুষদের সাপের আক্রমণ ঠেকাতে সাবধানতা অবলম্বনের উপর জোর দিয়েছেন তিনি। বর্তমানে কৃষকদের কাছে এই পলিথিন জুতো কিছুটা হলেও স্বস্তি নিয়ে এসেছে।♦

আরামবাগে এক্স সার্ভিসমেন হেলথ স্কিম পলিক্লিনিকের সূচনা♦সোমালিয়া ওয়েব নিউজ:  আরামবাগে প্রাক্তন সেনাদের জন্য এক বড় উদ্য...
30/08/2025

আরামবাগে এক্স সার্ভিসমেন হেলথ স্কিম পলিক্লিনিকের সূচনা

♦সোমালিয়া ওয়েব নিউজ: আরামবাগে প্রাক্তন সেনাদের জন্য এক বড় উদ্যোগের সূচনা হল। হুগলির আরামবাগ পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের পারুল এলাকায় উদ্বোধন করা হয়েছে এক্স সার্ভিসমেন কন্ট্রিবিউটরি হেলথ স্কিম (ECHS) পলিক্লিনিক। ভূতপূর্ব সেনা সংগঠনের সহযোগিতায় শনিবার এই কেন্দ্রের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
🌹 জানা গেছে, আগামী সোমবার থেকেই প্রাক্তন সেনা কর্মী ও তাঁদের নির্ভরশীল পরিবারের সদস্যরা এখান থেকে চিকিৎসা পরিষেবা পাবেন। বহির্বিভাগ, আভ্যন্তরীণ চিকিৎসা, দাঁতের যত্ন ও আয়ুষ চিকিৎসা সহ একাধিক সুবিধা দেওয়া হবে। এই কেন্দ্র চালু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তির সঞ্চার হয়েছে।
🌹 এতদিন আরামবাগসহ হুগলি জেলার মানুষকে চিকিৎসা পরিষেবার জন্য হাওড়ার সাঁতরাগাছি পর্যন্ত যেতে হতো। নতুন এই কেন্দ্র চালু হওয়ায় প্রায় ছয় হাজার অবসরপ্রাপ্ত সেনাকর্মীর পরিবার উপকৃত হবেন। পাশাপাশি আশেপাশের জেলার সেনা কর্মীদের পরিবারও এখানে চিকিৎসা নিতে পারবেন।
🌹 এদিন উদ্বোধনী অনুষ্ঠানে সেনা আধিকারিক ও কর্মীরা তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নেন। প্রাক্তন সেনাদের অবদান স্মরণ করে তাঁদের সম্মান জানানো হয়। পাশাপাশি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়, যা অনুষ্ঠানের পরিবেশকে আরও আনন্দময় করে তোলে।♦

অতিবৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, বিপাকে পরিবারগুলি♦সোমালিয়া ওয়েব নিউজ: টানা অতিবৃষ্টির ফলে চরম বিপর্যয়ের মুখে পড়েছ...
30/08/2025

অতিবৃষ্টিতে ভেঙে পড়ল মাটির বাড়ি, বিপাকে পরিবারগুলি

♦সোমালিয়া ওয়েব নিউজ: টানা অতিবৃষ্টির ফলে চরম বিপর্যয়ের মুখে পড়েছেন আরামবাগের সালেপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বহু পরিবার। বেশ কয়েকটি মাটির বাড়ি ভেঙে পড়েছে। কোথাও আবার এতটাই ফাটল ধরেছে যে সেগুলি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে আতঙ্কের মধ্যেই দিন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্ত গ্রামবাসীরা।
🌹 স্থানীয় সূত্রে জানা গেছে, এই দুর্ঘটনায় অন্তত কয়েকটি পরিবার গৃহহীন হয়ে পড়েছে। তবে বিপদের মুখে তাঁদের পাশে দাঁড়িয়েছে স্থানীয় পঞ্চায়েত। পঞ্চায়েতের পক্ষ থেকে ইতিমধ্যেই প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি পঞ্চায়েতের উপপ্রধানসহ অন্যান্য জনপ্রতিনিধিরা মাঝেমধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির খোঁজখবর নিচ্ছেন।
🌹 যদিও ক্ষতিগ্রস্তদের দাবি, তাঁরা বহুদিন আগে আবাস যোজনার বাড়ির জন্য আবেদন করেছিলেন। কিন্তু আজও সেই প্রকল্পের সুবিধা পাননি। এই পরিস্থিতিতে তাঁদের দুর্দশা আরও বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, প্রয়োজনীয় সরকারি সহায়তা দ্রুত না পেলে তাঁরা নিরাপদ আশ্রয়ের সন্ধানে অন্যত্র যেতে বাধ্য হবেন।
🌹 এই প্রসঙ্গে সালেপুর দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উত্তম বেরা জানান, পঞ্চায়েত সবসময় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছে। কেন তাঁরা আবাস যোজনার বাড়ি পাচ্ছেন না, সেটি খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি বিডিও অফিসেও জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও ইচ্ছা রয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দ্রুত আবাস যোজনার বাড়ি দেওয়ার।♦

🚨 আরামবাগে বন্ধ চালকল থেকে যন্ত্রাংশ চুরি, ধৃত পাঁচ দুষ্কৃতী♦সোমালিয়া ওয়েব নিউজ: বন্ধ চালকলের যন্ত্রাংশ চুরি করতে গিয়...
29/08/2025

🚨 আরামবাগে বন্ধ চালকল থেকে যন্ত্রাংশ চুরি, ধৃত পাঁচ দুষ্কৃতী

♦সোমালিয়া ওয়েব নিউজ: বন্ধ চালকলের যন্ত্রাংশ চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল পাঁচ দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে আরামবাগের ষষ্ঠীপুর এলাকায়। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে আরামবাগ থানার এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এই তথ্য প্রকাশ করেন।
🌹 জানা গেছে, ধৃতদের কাছ থেকে প্রায় ২ লক্ষ টাকার যন্ত্রাংশ উদ্ধার হয়েছে। অভিযুক্তরা হুগলির আরান্ডী ও হাওড়ার বিভিন্ন এলাকায় বাসিন্দা। তাদের নাম প্রকাশ না করলেও পুলিশ সূত্রে জানা যায়, এর আগেও এদের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ দায়ের রয়েছে।
🌹 আরামবাগ থানার আইসি রাকেশ সিংসহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন। তাঁরা জানান, সুপাড়া এলাকায় একটি ইঞ্জিন ট্রলি ভ্যান ঘিরে সন্দেহ হওয়াতেই পুলিশের নজরে আসে চক্রটি। এরপরেই তাদের হাতেনাতে পাকড়াও করা হয়।
🌹 পুলিশের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও বড় কোনও চুরির চক্র বা দুষ্কৃতী চক্রের সঙ্গে এদের যোগ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।♦

🔥 পুরশুড়ায় কংগ্রেসের পথ অবরোধ, বিজেপির বিরুদ্ধে অভিযোগ♦সোমালিয়া ওয়েব নিউজ: শুক্রবার কলকাতার বিধানভবনে প্রদেশ কংগ্রেস...
29/08/2025

🔥 পুরশুড়ায় কংগ্রেসের পথ অবরোধ, বিজেপির বিরুদ্ধে অভিযোগ

♦সোমালিয়া ওয়েব নিউজ: শুক্রবার কলকাতার বিধানভবনে প্রদেশ কংগ্রেসের কার্যালয়ে হামলার অভিযোগকে কেন্দ্র করে গোটা রাজ্যেই উত্তেজনা ছড়িয়েছে। এরই প্রতিবাদে এদিন বিকেলে পুরশুড়ার রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করেন জাতীয় কংগ্রেসের নেতাকর্মীরা। মুহূর্তে এলাকায় সৃষ্টি হয় উত্তেজনা ও যানজট।
🌹 এদিনের এই অবরোধ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ মহকুমা জাতীয় কংগ্রেসের পরিদর্শক সজল ভৌমিক, বর্ষিয়ান কংগ্রেস নেতা হাবিবুর রহমান, রিজাউল রহমান, আব্দুল কাদের মিদ্দ্যা ছাড়াও বহু কর্মী-সমর্থক। তাঁদের উপস্থিতিতে গোটা এলাকাই কংগ্রেসের স্লোগানে মুখরিত হয়ে ওঠে।
🌹 সজল ভৌমিক জানান, বিজেপির রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতার মদতে কলকাতার বিধানভবনে পশ্চিমবঙ্গ জাতীয় কংগ্রেসের কার্যালয়ে অতর্কিতে হামলা চালানো হয়েছে। শুধু তাই নয়, রাহুল গান্ধীর ছবিতে কালিমা লেপন, দলীয় পতাকা ছেঁড়া এবং কর্মীদের ওপর মারধরের ঘটনাও ঘটেছে।
🌹 এই হামলার তীব্র প্রতিবাদেই আজকের পথ অবরোধ কর্মসূচি। কংগ্রেস নেতৃত্বের দাবি, রাজ্যে গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তাঁরা এক কদমও পিছিয়ে আসবেন না। পুরশুড়ার প্রতিবাদ কর্মসূচি তাই হয়ে উঠল বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের ক্ষোভের প্রতীক।♦

🎣 রোমাঞ্চে ভরা মাছ ধরার প্রতিযোগিতা রামধনু দিঘিতে♦সোমালিয়া ওয়েব নিউজ: মাছ ধরা মানেই এক অদ্ভুত টান। পুকুর বা দিঘির জলে ...
29/08/2025

🎣 রোমাঞ্চে ভরা মাছ ধরার প্রতিযোগিতা রামধনু দিঘিতে

♦সোমালিয়া ওয়েব নিউজ: মাছ ধরা মানেই এক অদ্ভুত টান। পুকুর বা দিঘির জলে ছিপ ফেলেই অপেক্ষা—কখন টোপে লোভে পড়ে টান দেবে মাছ! শখের এই খেলা যখন প্রতিযোগিতার মঞ্চে ওঠে, তখন আনন্দ ও উত্তেজনা বেড়ে যায় বহুগুণ। ঠিক তেমনই এক রোমাঞ্চকর আসর বসেছে গোঘাট এক নম্বর ব্লকের রতনপুরের রামধনু দিঘিতে।
🌹 বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় আশেপাশের গ্রাম ছাড়াও দূর-দূরান্ত থেকে ছিপুরেরা অংশ নিতে এসেছেন। প্রতিটি মাচার জন্য ধার্য হয়েছে ৪ হাজার টাকা। অংশগ্রহণকারীরা সকাল থেকেই ছিপ সাজিয়ে বসেছেন দিঘির পাড়ে। তবে শুধু ছিপ থাকলেই হবে না—কোন মাছ কোন চারা বা টোপে ধরা পড়বে, তা বুঝতে পারাটাই এখানে আসল পরীক্ষা। দক্ষতা, ধৈর্য আর কৌশলের একসঙ্গে লড়াই চলছে প্রতিটি কোণায়।
🌹 প্রতিযোগীদের মধ্যে কেউ কেউ জানালেন, ছিপ দিয়ে মাছ ধরা শুধুই শখ নয়, এটি এক নেশা। যত কাজই থাকুক, এ আসরে এলে মন ভাল হয়ে যায়। অন্য একজনের ভাষায়, চারা বানানো আর টোপ তৈরি করাটাই আসল পরীক্ষা, কারণ সঠিকভাবে না করলে মাছ একেবারেই টোপ গিলতে আসে না। তাই প্রতিটি মুহূর্ত কাটছে গভীর মনোযোগে।
🌹 দিঘির চারপাশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিড় জমেছে দর্শকদেরও। বড় মাছ ওঠার সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে উঠছেন সবাই। প্রতিযোগী থেকে দর্শক—সকলের চোখেই শুধু অপেক্ষা, কে শেষ পর্যন্ত সবচেয়ে বড় মাছ টেনে তুলতে পারবেন। রতনপুরের রামধনু দিঘি আবারও প্রমাণ করল, গ্রামীণ এই প্রাচীন বিনোদন আজও সমান জনপ্রিয় এবং প্রাণবন্ত।♦

📰 দশ দিনের মধ্যেই সমস্যার সমাধানে উদ্যোগ!♦সোমালিয়া ওয়েব নিউজ: ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ ক্যাম্পে অভিযোগ জানানোর মা...
29/08/2025

📰 দশ দিনের মধ্যেই সমস্যার সমাধানে উদ্যোগ!

♦সোমালিয়া ওয়েব নিউজ: ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ ক্যাম্পে অভিযোগ জানানোর মাত্র দশ দিনের মধ্যেই শুরু হয়ে গেল সমাধানের কাজ। এত দ্রুত ব্যবস্থা নেওয়ায় চমকে গিয়েছেন এলাকার বাসিন্দারা।
🌹গত ১৯ আগস্ট রবীন্দ্রভবনে আরামবাগ পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল। পল্লীশ্রী এলাকার ৯৮নং বুথের বাসিন্দারা অঙ্গনওয়াড়ি কেন্দ্র, রাস্তা ও নিকাশি নিয়ে তাঁদের সমস্যার কথা সরাসরি জানান।
🌹দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের টিনের চাল ফুটো থাকায় বৃষ্টির সময় ভেতরে জল পড়ছিল। শিশুদের পড়াশোনা ও খাবার পরিবেশন বাধাগ্রস্ত হচ্ছিল। একইসঙ্গে রাস্তার করুণ অবস্থা ও নিকাশি ব্যবস্থার দুর্বলতাও ভোগান্তি বাড়াচ্ছিল।
🌹অভিযোগ জানানোর দশ দিনের মাথায় শুক্রবার পুরসভার ইঞ্জিনিয়ার ও কর্মীরা এলাকায় যান। তাঁরা অঙ্গনওয়াড়ি কেন্দ্র, রাস্তা ও ড্রেন পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় মাপজোকও নেন। ওয়ার্ড কাউন্সিলর স্বপন নন্দী নিজে উপস্থিত থেকে কাজে সহযোগিতা করেন।
🌹স্থানীয় বাসিন্দা রাজু দোলুই জানান, সাধারণত সরকারি সমস্যার সমাধান হতে মাসের পর মাস সময় লাগে। কিন্তু এই ক্যাম্পের অভিযোগের পর এত দ্রুত সাড়া পেয়ে তাঁরা ভীষণ খুশি।
🌹অঙ্গনওয়াড়ি কর্মী সুস্মিতা ঘোষ সামুই বলেন, “টিনের চাল ফুটো, বর্ষায় জল পড়া, ইঁদুরের উপদ্রব—সব অভিযোগ আমরা জানিয়েছিলাম। মাত্র দশ দিনের মধ্যেই কাজ শুরু হওয়ায় আমরা খুব খুশি।”
🌹আর এক বাসিন্দা ভারতী দোলুই জানান, বর্ষায় নালা উপচে তাঁদের বাড়িঘরে জল ঢুকে পড়ে। এবার প্রশাসন এত দ্রুত পদক্ষেপ করায় তিনি আশাবাদী সমস্যার স্থায়ী সমাধান হবে।
🌹কাউন্সিলর স্বপন নন্দী বলেন, “মানুষজন দশ দিন আগে ক্যাম্পে সমস্যা জানিয়েছিলেন। দিদিকে ধন্যবাদ, এত তাড়াতাড়ি সমাধানের উদ্যোগ নেওয়ার জন্য।”♦

📰 আরামবাগে আজব চুরি: টাকার সঙ্গে কষা মাংসও উধাও!♦সোমালিয়া ওয়েব নিউজ: চোর মানেই সাধারণত টাকা-পয়সা, গয়না কিংবা দামী জি...
29/08/2025

📰 আরামবাগে আজব চুরি: টাকার সঙ্গে কষা মাংসও উধাও!

♦সোমালিয়া ওয়েব নিউজ: চোর মানেই সাধারণত টাকা-পয়সা, গয়না কিংবা দামী জিনিসের খোঁজ। কিন্তু আরামবাগের সুজলপুরে ঘটে গেল একেবারে অন্যরকম ঘটনা। এখানে চোরেরা টাকার পাশাপাশি পেট ভরানোর বন্দোবস্তও সেরে নিল।
🌹ঘটনাটি ঘটেছে এক স্থানীয় হোটেলে। চোরেরা প্রথমে টাকা-পয়সা, বিড়ি-সিগারেট নিয়ে যায়। কিন্তু তাতেই তাদের মন ভরেনি। এরপর ফ্রিজ খুলে নিয়ে যায় একেবারে কষা মাংসের প্যাকেট। শুধু তাই নয়, কাঁচা মাংসও ভরে নেয় ঝোলায়।
🌹এতে স্পষ্ট, চোরেদের পরিকল্পনা ছিল বেশ সাজানো। যেন শুধু চুরি নয়, খাওয়া-দাওয়ার ব্যবস্থাও নিজেরাই করবে। তাই এলাকায় তাদের নাম দেওয়া হয়েছে ‘ফ্যামিলি প্যাক চোর’।
🌹হোটেল মালিক গণেশ পারামানিক প্রথমে ভেবেছিলেন ক্যাশবাক্স খালি হয়েছে। কিন্তু ফ্রিজ ফাঁকা দেখে তিনি হতভম্ব। তাঁর কথায়, “এত হোটেলে কাজ করেছি, কিন্তু এভাবে চুরি হতে শুনিনি।”
🌹খবর পেয়ে পুলিশ হোটেলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। তবে স্থানীয়রা মনে করছেন, এই চোরেরা একেবারেই আলাদা চরিত্রের। চুরি করলেও তারা যেন পেটের দিকেই বেশি মনোযোগী।♦

ভয়েস ওভার আর্টিস্ট চাই🌹
29/08/2025

ভয়েস ওভার আর্টিস্ট চাই🌹

গোঘাটের বেলেপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের♦সোমালিয়া ওয়েব নিউজ: বৃহস্পতিবার রাতে গোঘাটের বেলেপাড়ায় ভয়াবহ স...
29/08/2025

গোঘাটের বেলেপাড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

♦সোমালিয়া ওয়েব নিউজ: বৃহস্পতিবার রাতে গোঘাটের বেলেপাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। মৃতের নাম চিরঞ্জিত রায় (২৭), বাড়ি বেঙ্গাই গ্রামে।
🌹পুলিশ সূত্রে জানা গেছে, কামারপুকুর চটি থেকে বেঙ্গাই যাওয়ার পথে চিরঞ্জিতের বাইককে একটি ওভারলোডেড ডাম্পার ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। রাস্তায় দেহ পড়ে থাকতে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
🌹এরপর ক্ষুব্ধ গ্রামবাসীরা মৃতদেহ উদ্ধারের দাবি জানিয়ে রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখান। প্রায় দু-তিন ঘণ্টা ধরে পথ অবরোধ চলে। তাঁদের অভিযোগ, আরামবাগে রামকৃষ্ণ সেতুতে যান চলাচল বন্ধ থাকায় বিকল্প রাস্তা হিসেবে এই সড়ক দিয়ে যানবাহনের চাপ অস্বাভাবিকভাবে বেড়েছে।
🌹স্থানীয়দের অভিযোগ, বিশেষ করে ওভারলোডেড ডাম্পার দ্রুতগতিতে চলাচল করায় প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। তাই দ্রুত স্পিডব্রেকার বসানো ও ভারী যানবাহনের ওপর নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
🌹অবশেষে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে গোঘাট ব্লক হাসপাতালে পাঠায়। প্রশাসনের আশ্বাসের পর অবরোধ উঠে যায়। তবে স্থানীয়রা হুঁশিয়ারি দিয়েছেন, ব্যবস্থা না নিলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে তাঁরা বাধ্য হবেন।♦

Address

Arambagh
712601

Alerts

Be the first to know and let us send you an email when Sambad Somalia Plus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sambad Somalia Plus:

Share