
15/09/2025
প্রতিভাবান কিশোরী ক্রীড়াবিদ সোনালি জানার পাশে দাঁড়াল হুগলী গ্রামীণ জেলা পুলিশ ।।
হুগলী জেলার আরামবাগ মহকুমার রসিকচক গ্রামের কিশোরী সোনালি জানা (১৫) স্বপ্ন দেখে বড় মঞ্চে দেশের হয়ে দৌড়ানোর। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি অদম্য আগ্রহ আর অক্লান্ত পরিশ্রম তাকে একের পর এক সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর্থিকভাবে পরিবার খুব একটা সচ্ছল নয়, কিন্তু সেই সীমাবদ্ধতা সোনালির দৃঢ় মনোবলকে আটকাতে পারেনি।
সম্প্রতি সোনালি অনুরোধ জানিয়েছিল— তার আসন্ন প্রতিযোগিতার জন্য যেন একটি উন্নত মানের অ্যাথলেটিক্স জুতা দেওয়া হয়। সেই আবেদনকে গুরুত্ব দিয়ে আজ তাকে মানসম্মত এক জোড়া জুতা তুলে দিলেন আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্ত্তী , সঙ্গে ছিলেন পুরশুরা, আরামবাগ খানাকুল ও গোঘাট থানার পুলিশ আধিকারিক ।।
🌟 সোনালির সাফল্যের ঝুলি
জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা (বিহার) – ৪০০ মিটার হার্ডলসে দ্বিতীয় স্থান
রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা (কলকাতা) – ১০০ মিটার হার্ডলসে প্রথম স্থান
🎯 সামনে লক্ষ্য
জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা (ওড়িশা) – ১০০ মিটার হার্ডলস
জুতা হাতে পেয়ে উচ্ছ্বসিত সোনালি জানায়, “আমার স্বপ্ন একদিন দেশের হয়ে আন্তর্জাতিক আসরে পদক জেতা। আজকের এই সহায়তা আমার সেই লড়াইকে আরও এগিয়ে দেবে।”
এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে হুগলী গ্রামীণ জেলা পুলিশের মাননীয় পুলিশ সুপার সোনালিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং ভবিষ্যতের প্রতিটি প্রতিযোগিতায় সাফল্য কামনা করেছেন।
গ্রামের মানুষও এদিন গর্বিত হয়ে জানালেন, সোনালির সাফল্য শুধু তার নিজের নয়— গোটা এলাকার মুখ উজ্জ্বল করছে। তার সাফল্যে আগামী প্রজন্ম আরও অনুপ্রেরণা পাবে ।।
SDPO Arambagh SDPOGhatalOfficial Hooghly Rural Cyber Crime Police Station Hooghly Rural Police Pursurah Police Station