News Agni

News Agni আমাদের ওয়েবসাইটে এ আপনারা সমস্ত ধরণের খবরাখবর পাবেন।
https://youtube.com/channel/UCxzZXDKe4pQbUdz2tMz

প্রতিভাবান কিশোরী ক্রীড়াবিদ সোনালি জানার পাশে দাঁড়াল হুগলী গ্রামীণ জেলা পুলিশ ।।হুগলী জেলার আরামবাগ মহকুমার রসিকচক গ্রা...
15/09/2025

প্রতিভাবান কিশোরী ক্রীড়াবিদ সোনালি জানার পাশে দাঁড়াল হুগলী গ্রামীণ জেলা পুলিশ ।।

হুগলী জেলার আরামবাগ মহকুমার রসিকচক গ্রামের কিশোরী সোনালি জানা (১৫) স্বপ্ন দেখে বড় মঞ্চে দেশের হয়ে দৌড়ানোর। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি অদম্য আগ্রহ আর অক্লান্ত পরিশ্রম তাকে একের পর এক সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর্থিকভাবে পরিবার খুব একটা সচ্ছল নয়, কিন্তু সেই সীমাবদ্ধতা সোনালির দৃঢ় মনোবলকে আটকাতে পারেনি।

সম্প্রতি সোনালি অনুরোধ জানিয়েছিল— তার আসন্ন প্রতিযোগিতার জন্য যেন একটি উন্নত মানের অ্যাথলেটিক্স জুতা দেওয়া হয়। সেই আবেদনকে গুরুত্ব দিয়ে আজ তাকে মানসম্মত এক জোড়া জুতা তুলে দিলেন আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক সুপ্রভাত চক্রবর্ত্তী , সঙ্গে ছিলেন পুরশুরা, আরামবাগ খানাকুল ও গোঘাট থানার পুলিশ আধিকারিক ।।

🌟 সোনালির সাফল্যের ঝুলি

জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা (বিহার) – ৪০০ মিটার হার্ডলসে দ্বিতীয় স্থান

রাজ্য ক্রীড়া প্রতিযোগিতা (কলকাতা) – ১০০ মিটার হার্ডলসে প্রথম স্থান

🎯 সামনে লক্ষ্য

জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা (ওড়িশা) – ১০০ মিটার হার্ডলস

জুতা হাতে পেয়ে উচ্ছ্বসিত সোনালি জানায়, “আমার স্বপ্ন একদিন দেশের হয়ে আন্তর্জাতিক আসরে পদক জেতা। আজকের এই সহায়তা আমার সেই লড়াইকে আরও এগিয়ে দেবে।”

এই উদ্যোগে অনুপ্রাণিত হয়ে হুগলী গ্রামীণ জেলা পুলিশের মাননীয় পুলিশ সুপার সোনালিকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন এবং ভবিষ্যতের প্রতিটি প্রতিযোগিতায় সাফল্য কামনা করেছেন।

গ্রামের মানুষও এদিন গর্বিত হয়ে জানালেন, সোনালির সাফল্য শুধু তার নিজের নয়— গোটা এলাকার মুখ উজ্জ্বল করছে। তার সাফল্যে আগামী প্রজন্ম আরও অনুপ্রেরণা পাবে ।।

SDPO Arambagh SDPOGhatalOfficial Hooghly Rural Cyber Crime Police Station Hooghly Rural Police Pursurah Police Station

15/09/2025

খাদ্যরসিকদের জন্য এক ছাদের নিচে ১০% ডিস্কাউন্টে বৈচিত্র্যের অজস্র স্বাদ ওমকার হোটেল এন্ড রেস্টুরেন্টে

#রেস্টুরেন্টে #ভুঁড়িভোজ #আরামবাগ #খানাকুল #সেকেন্দারপুর #খাবার

15/09/2025

টোটোকে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষ বাস ও ডাম্পারে , হাসপাতালে ভিড় আহতদের ।। দুমড়ে মুছড়ালো বাস ।।

#আরামবাগ #খানাকুল #প্রতিবেদন #সংঘর্ষ #ধাক্কা #ডাম্পার #মুখোমুখি #কালনা #বর্ধমান #বর্ধমানটুডে #সংঘর্ষ

15/09/2025

তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব তীব্র, আক্রান্ত দুই বিজেপি কর্মী, অভিযোগের পাল্টা অভিযোগ । সুশান্ত V/S রমেন ।

#সংঘর্ষ #লড়াই #গোষ্ঠীদ্বন্দ #খানাকুল

14/09/2025

জীবনের পরীক্ষার নিরাপত্তা বনাম বিশ্বাস— নোয়া নিয়ে জটিলত । গৃহবধূ নোয়া খুলে দিলেন স্বামী শশুরের হাতে ।।

News Agni #কালনা

হেলান গ্রামে পাকা সেতুর দাবিতে গণস্বাক্ষর অভিযানে সরব গ্রামবাসী ।।নিজস্ব সাংবাদিকতা  :- খানাকুল ১ পঞ্চায়েত সমিতির রামমোহ...
14/09/2025

হেলান গ্রামে পাকা সেতুর দাবিতে গণস্বাক্ষর অভিযানে সরব গ্রামবাসী ।।

নিজস্ব সাংবাদিকতা :- খানাকুল ১ পঞ্চায়েত সমিতির রামমোহন ২ পঞ্চায়েত এলাকার হেলান দ্বারকেশ্বর কানা নদীর উপর পাকা ব্রিজের দাবিতে সরব হলেন সাধারণ মানুষ। প্রতিদিনের পথচলায় অসুবিধার কথা তুলে ধরে তারা শুরু করেছেন গণস্বাক্ষর অভিযান। সংগৃহীত স্বাক্ষর বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জমা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

গ্রামবাসীদের অভিযোগ, কয়েকদিন আগে আরামবাগের সাংসদ মিতালী বাগের উদ্যোগে এবং খানাকুল ২ ব্লকের বিডিও অরিন্দম মুখার্জীর সহযোগিতায় কানা নদীতে জল বাড়লে যাতায়াতের জন্য অস্থায়ীভাবে নৌকা ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এ সমাধান সাময়িক। তাদের দাবি, স্থায়ীভাবে সমস্যা মেটাতে হলে এখানে একটি পাকা ব্রিজ নির্মাণ করা জরুরি । পাকা ব্রিজের দাবিতে রামমোহন ২ পঞ্চায়েত এলাকায় গণস্বাক্ষর ।

স্থানীয়দের বক্তব্য, আরামবাগ সাংসদের উদ্যোগে নৌকা চালু, তবে স্থায়ী ব্রিজের দাবি অটল গ্রামবাসীরা । প্রতিদিন কর্মজীবী মানুষ থেকে শুরু করে স্কুল-কলেজের ছাত্রছাত্রী সবাইকে নদী পারাপারে বিপদসঙ্কুল পরিস্থিতির মুখোমুখি হতে হয়। তাই দ্রুত পদক্ষেপ নিয়ে স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা ।।

#কংক্রিট #ব্রিজ #হুগলি #পুরশুরা খানাকুল

14/09/2025

নির্ধারিত রুটে নয়, “অবৈধ” পথে বাস — অভিযোগে তীব্র টানাপোড়েন মহকুমায় । রুট পরিবর্তনে পরিবহন মহলে উত্তেজনা, প্রশ্নে উঠছে ‘কে এই মেঝকা ? বিষয়ে সাক্ষাৎকারে মধুমিতা কি জানলেন দেখুন ....

#বাস #বাসরুট #নিষিদ্ধ #খানাকুল #বেআইনি #তারাকেশ্বর #মায়াপুর #হুগলি

তারকেশ্বর এবং মাংরুল রুটে “অবৈধ” বাস চলাচল নিয়ে অভিযোগ দুই মালিক মধুমিতা ও সিদ্ধার্থের মধ্যে ।।নির্ধারিত রুটে না চলা বাস...
13/09/2025

তারকেশ্বর এবং মাংরুল রুটে “অবৈধ” বাস চলাচল নিয়ে অভিযোগ দুই মালিক মধুমিতা ও সিদ্ধার্থের মধ্যে ।।
নির্ধারিত রুটে না চলা বাসকে ঘিরে উত্তেজনা, দ্বন্দ্ব চরমে ।

নিজস্ব সংবাদদাতা :- নির্ধারিত রুটের বদলে অন্য রুটে বাস চালানো নিয়ে খানিকটা বিশৃঙ্খলা তৈরি হয়েছে আরামবাগে । বিষয়টি ঘিরে দুই বাস মালিকের মধ্যে দ্বন্দ্ব চরমে উঠেছে ।

সফিকুল ইসলাম ওরফে “মেঝকা” জানান, আরামবাগ রামকৃষ্ণ সেতুর কাজ চলার কারণে তাঁর বিষ্ণুপুর-কলকাতা রুটের বাস আরামবাগ থেকে কলকাতা চালাতে হচ্ছে । কর্মী ও খরচের কথা মাথায় রেখে তিনি প্রতিদিন বাসটি আরামবাগ থেকে তারকেশ্বর পর্যন্ত চালাচ্ছিলেন।

এই ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভ ছড়িয়েছে অন্যান্য বাস মালিকদের মধ্যে। অভিযোগ, তারকেশ্বর রুটে প্রতিদিন অসংখ্য বাস চলাচল করে, সেখানে অন্য রুটের বাস যাত্রী তুললে প্রতিযোগিতা বাড়বে। ফলে প্রশ্ন উঠছে— “এভাবে যদি চলতে থাকে, তবে ট্রাভেলার বাস মালিকরাও নিজের ইচ্ছে মতো রুটে নেমে পড়তে পারেন আগামীদিনে ।

এ বিষয়ে বাস মালিক সিদ্ধার্থ গুহ অভিযোগ দায়ের করেছেন আরামবাগ ARTO অফিসে। তাঁর অভিযোগ, বাস মালিক মধুমিতা ভট্টাচার্য্যর বাসটি নির্ধারিত আরামবাগ–ঘাটাল রুটে না চালিয়ে আরামবাগ–মাংরুল রুটে চলছে। তিনি বাসটি বন্ধ করার লিখিত দাবি জানান।

অভিযোগের তীর আসে বাস মালিক মধুমিতা ভট্টাচার্যের দিকে। তিনিও ঘটনার বিষয়ে ARTO অফিসে জানান— “উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার কথা ভেবে মানবিক কারণে ওই রুটে বাস চালিয়েছিলাম। তবে নির্দিষ্ট রুটেই ভবিষ্যতে চলাচল করবে বাস।”

তিনি আরও প্রশ্ন তোলেন— “বাস মালিক নন মেঝকা, তাহলে তিনি কেনো সংবাদ মাধ্যমে এত কথা বলছেন? নাকি কারো প্ররোচনায় এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে?”

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে বাস কর্মীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। সবাই জানতে চাইছেন— কে এই মেঝকা ?

👉 NEWS অগ্নির পর্দায় দেখুন বিস্তারিত তথ্য....

📕 ব্যুরো রিপোর্ট NEWS অগ্নি 🔥 । নামে নয় কাজে সাংবাদিকতা ।

13/09/2025

ভগ্ন কাঁচা ঘরে সাপের সঙ্গে বসবাস, সরকারি প্রকল্পের বাইরে পড়ে রইল বিশেষ চাহিদাসম্পন্ন পরিবারের করুণ কাহিনী” হীরাপুরের গৃহবধূর । অন্যদিকে রাজনীতির দোষারোপ ।।

#আবাস #যোজন #নিষিদ্ধ #বেআইনি #খানাকুল #বাজি #আরামবাগ #কাঁচাবাড়ি #বঞ্চিত Mamata Banerjee Abhishek Banerjee #বিজেপি

12/09/2025

SDPO -র উপস্থিতিতে বাড়ি বাড়ি শুরু হলো পুলিশি তল্লাশি । উদ্ধার বারুদ, সহ বিভিন্ন উপকরণ ।। NEWS AGNI

আরামবাগ SDPO-র নেতৃত্বে খানাকুল থানার ওসির তৎপরতায় প্রায় ১৫০ কেজি বে-আইনী বাজি উদ্ধার । বাড়ি বাড়ি তল্লাশি পুলিশের ।।

#বাজি #নিষিদ্ধ #বেআইনি #আরামবাগ #খানাকুল #খানাকুল #প্রতিবেদন

12/09/2025

আরামবাগ SDPO-র নেতৃত্বে খানাকুল থানার ওসির তৎপরতায় ডাকাতির পরিকল্পনা ভেস্তে যায় । হাতে নাতে ধরা পড়ে তিন অভিযুক্ত ।।

#আরামবাগ #খানাকুল #প্রতিবেদন #ডাকাতি #চোর Hooghly Rural Police Hooghly Rural Cyber Crime Police Station SDPO Arambagh SDPO Bardhaman Sadar South SDPOGhatalOfficial

12/09/2025

Address

Khanakul
712417

Alerts

Be the first to know and let us send you an email when News Agni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share