PoTato 07

PoTato 07 হারিয়ে গেছে ছেলেবেলা নেই তো কেউ আর আপন
মুঠো ফোনে বন্দি আবেগ, এ কেমন জীবন যাপন
(4)

25/07/2025

কাজল কালো চোখের কোনো এক লাবণ্যময় শ্যামবর্ন মেয়ে আমাকে ধংস,, করেছে এক পাগল হাওয়া বাদল দিনে সে আমার চোখের দিকে তাখিয়ে বলে ছিলো তার চোখের সৃষ্টির সেরা পুরুষ না কি আমি,, তার কথা মনে হলে মনের মধ্যে ক্রমশ জমে ওঠে মেঘ,, স্মৃতি বিদ্যুৎ চমকে উঠে ঝড় হাওয়া,, সে কাজল কালো মেয়ে আমার আত্মাহকে গুম করেছে 😥💔😭

25/07/2025

বিজ্ঞান বলে, প্রিয় মানুষ বিশ্বাস ভেঙ্গে চলে গেলে যে পরিমাণ কষ্ট হয়, তা মানব দেহের ১০টা পাঁজরের হাড় একসাথে ভাঙার সমান। কিংবা হার্ট এ‍্যাটাক করলে যে পেইন হয়, মস্তিষ্ক সেটা অনুভব করে।
ততটাই ক্ষতির সম্মুখীন হয় একজন মানুষ, যতটা বড় কোনো এক্সিডেন্টে হয়ে থাকে।
অথচ কি আশ্চর্য, ভয়ঙ্করভাবে কারো হৃদয় ভেঙে ব‍্যথা দেওয়ার পরও নিজের প্রতি সামন‍্য লজ্জাবোধ বা রিগ্রেট না নিয়ে বেঁচে থাকে কিছু মানুষ! মাঝে মাঝে আমার জানতে ইচ্ছে করে কারো জীবনে এতটা অসহনীয় ব‍্যথা উপহার দিয়ে কীভাবে রাতে শান্তিতে ঘুমায় তারা। মানুষ বলেই বোধহয় সম্ভব। কারো হৃদয় ভাঙার মতো অপরাধ করতে তাদের বিবেকে বাধে না!
আদালত কাউকে হৃদয় ভাঙার অপরাধের জন্য সাজা দিতে পারে না। কারণ লোক চক্ষুর অন্তরালে ঘটে যাওয়া সাক্ষী ছাড়া অপরাধগুলোকে আমরা অপরাধ বলেই মনে করি না। কিন্তু যে মানুষ নীরবে সবকিছু সয়ে যায়, একমাত্র সে-ই জানে প্রতিটা মিনিট সেকেন্ড কীভাবে ব‍্যাথা লুকিয়ে বাঁচতে হয়! নিজের ভিতরে কতটা ট্রমা নিয়ে স্বাভাবিক জীবন যাপন করার অভিনয় করে যেতে হয়!
কিছু মানুষ তো অবশ‍্যই আছে যারা কমার্শিয়াল , হৃদয়ের সম্পর্ক টাকে তারা বিজনেস হিসেবেই নেয়। তারা প্রেম প্রেম গেমটা খুব ভালো খেলে! সবচেয়ে বেশি কষ্ট পায় সেনসেটিভ মানুষগুলো। তারা না পারে সহ্য করতে, না পারে কাউকে বলে হালকা হতে।
দিনশেষে কিছু মানুষ রিকভার করে হয়তো বা, তবে কেউ কেউ চিরদিনের জন‍্য মানসিক রোগী হয়ে বেঁচে থাকে। তাই কারো সাথে নিজেকে জড়িয়ে, পরে তার মন ভাঙার আগে একবার চিন্তা করবেন, সেই মানুষটা আপনার দেওয়া মিথ‍্যা ভালোবাসার যন্ত্রণা সহ‍্য করতে পারবে কিনা! কারো জীবনটা ছারখার করার আগে একটু ভেবে দেখবেন, আপনার দেওয়া মিথ্যা প্রতিশ্রুতির অদৃশ‍্য আঘাত তাকে পুরোপুরি দুমড়ে মুচড়ে দেবে কিনা! 💔🥺😭

25/07/2025

তুমি ছিলে এক জন নিখুঁত খুনী! এমন ভাবে আঘাত করলা যার শব্দ দেও শুনেনি। এমন মারাত্মক ভাবে আমাকে মারলা যা কেও দেখেও নি। অথচ ছিন্ন ভিন্ন হয়ে পচন দরে গেছে আমার যা কেও দেখেও না। দেখবে কি ভাবে মানুষ তো উপরের ক্ষত দেখে বিবেচনা করে কতটুকু আঘাত পেলো কতটা কষ্ট পেলো। ভিতরে খবর কয় জনে রাখে। দুনীয়া মানুষ চোখে দেখাতে বিশ্বাসী। জানো? ফাশি দেওয়ার পর সবাই আপসোস করে। আর ফাশ দেওয়ার আগে মানুষ টা কতটা যন্ত্রণা সহ্য কারে মারলো অথচ সেইটা কেও দেখেনা। আমিও তোমার জন্য প্রতিনিয়ত মরি। মরে গেলেই মরন হয় না বুঝছো। তোমার আঘাত গুলো আমাকে তিলে তিলে মারে প্রতিদিন..!!😅💔

25/07/2025

আমি চেয়েছিলাম তুমি থাকো, আমার হয়ে থাকো - আমার মৃত্যু পর্যন্ত আমার সাথেই থাকো! আমি চেয়েছিলাম তুমি আমাকে ছায়া দাও, আমাকে স্নেহ দাও, আমাকে একটু ভালবাসা দাও, আমার ক্লান্ত চোখে একটু ঘুম দাও, আমার অস্থির মনকে একটু শান্তি দাও! কিন্তু না, তুমি থাকোনি! তুমি আমার আর্জি শুনলে না। আমার জীবনে কত মানুষ এসেছে আর গেছে, কিন্তু কার জন্য আমার চোখের কোণে অশ্রু জমেনি? তোমার কথা ভাবলে কেন চোখের কোণে জল জমে? তোমার কথা ভাবলেই আমার পেটে ব্যাথা হয়। এই পৃথিবীর কোলাহল অসহ্য, আমি ভেতরে ভেতরে দীর্ঘশ্বাস ফেলি! মনে হয় যেন কেউ নেই! তোমায় ভাবলেই আমার আশ্রয় নেয় পৃথিবীতে! ব্যথা তাজা এবং আমি শ্বাস নিতে পারছি না! তোমার কথা ভাবলেই আমি হয়ে উঠি পৃথিবীর সবচেয়ে অসুখী মানুষ! তুমি থাকলে আমার বাগানে গোলাপ ফুটবে, ফুলের সুবাস চারিদিকে ছড়িয়ে পড়বে! তুমি থাকলে আমার সব খারাপ অনুভূতি দূর হয়ে যেত! কিন্তু না, তুমি থাকোনি, হারিয়ে গেছো বহুদূরে!আমি চেয়েছিলাম তুমি থাকো, আমার হয়ে থাকো - আমার মৃত্যু পর্যন্ত আমার সাথেই থাকো! আমি চেয়েছিলাম তুমি আমাকে ছায়া দাও, আমাকে স্নেহ দাও, আমাকে একটু ভালবাসা দাও, আমার ক্লান্ত চোখে একটু ঘুম দাও, আমার অস্থির মনকে একটু শান্তি দাও! কিন্তু না, তুমি থাকোনি! তুমি আমার আর্জি শুনলে না। আমার জীবনে কত মানুষ এসেছে আর গেছে, কিন্তু কার জন্য আমার চোখের কোণে অশ্রু জমেনি? তোমার কথা ভাবলে কেন চোখের কোণে জল জমে? তোমার কথা ভাবলেই আমার পেটে ব্যাথা হয়। এই পৃথিবীর কোলাহল অসহ্য, আমি ভেতরে ভেতরে দীর্ঘশ্বাস ফেলি! মনে হয় যেন কেউ নেই! তোমায় ভাবলেই আমার আশ্রয় নেয় পৃথিবীতে! ব্যথা তাজা এবং আমি শ্বাস নিতে পারছি না! তোমার কথা ভাবলেই আমি হয়ে উঠি পৃথিবীর সবচেয়ে অসুখী মানুষ! তুমি থাকলে আমার বাগানে গোলাপ ফুটবে, ফুলের সুবাস চারিদিকে ছড়িয়ে পড়বে! তুমি থাকলে আমার সব খারাপ অনুভূতি দূর হয়ে যেত! কিন্তু না, তুমি থাকোনি, হারিয়ে গেছো বহুদূরে!
just caption 😊💔

25/07/2025

তুমি দেখে নিও, জীবনের দেয়ালে ঝুলে থাকা দুঃখগুলো মুছে যাবে! হতাশা গুলো অনেক দূরে চলে যাবে 😊বেদনারা অজানায় বাসা বাঁধবে..!নিরাশাগুলো বিদায় নিবে ঠিক সে'দিন। যে দিন তুমি মন থেকে মেনে নিতে পারবে যে জীবনে যা হবার তাই হয়েছে.!আর ভবিষ্যতে তাক'ধীরে যা লেখা আছে তাই হবে, দুঃখ আর আফসোস করে লাভ নেই। পেরেশানি আর দুঃখ করে কখনো তাকদীরে'র লিখিত জিনিস কখনো পাল্টানো যায় না🙂😅

বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহরীন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেয়ার সি...
24/07/2025

বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহরীন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। এই সম্মাননার বিস্তারিত অতি দ্রুত নির্ধারণ করা হবে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

উপদেষ্টা পরিষদের বৈঠকে নেয়া সিদ্ধান্তে আরও জানানো হয়, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। তাদের আত্মার প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়েছে।

মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের চিকিৎসাসেবায় সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সহায়তা দেয়ার সিদ্ধান্তও গৃহীত হয় এ বৈঠকে। এ লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নির্ধারণ করবে।

এছাড়াও নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে ও আহতদের সুস্থতা কামনা করে আগামীকাল সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার সিদ্ধান্ত হয়েছে। ধর্ম মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করবে।

/এমএইচ

#মানবতা

পরিস্থিতি যেমনই হোক বন্ধু ডেকেছে মানে যেতেই হবে,,,,,পরে কি হবে তার জানার দরকার নাই,,,,,,
24/07/2025

পরিস্থিতি যেমনই হোক বন্ধু ডেকেছে মানে যেতেই হবে,,,,,পরে কি হবে তার জানার দরকার নাই,,,,,,

24/07/2025

মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিলো।
ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, "আর লাভ নেই! তোমার বন্ধু জীবিত নেই
কিন্তু ছাত্র'টি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।
মৃতদেহ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম সে মা*রা গেছে"।
ছাত্র'টি উত্তর দেয়: 'স্যার, । যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:
"আমি জানতাম বন্ধু তুই আসবি💔😅

পেটের ক্ষুধা কি এই ভাইয়ের কথা শুনে অনুভব করতে পারছি😥😥মানুষের জীবন নাটকের চেয়েও বেশি নাটকীয়৷ মনির নামের এই ভাই "সেই স্বাদ...
24/07/2025

পেটের ক্ষুধা কি এই ভাইয়ের কথা শুনে অনুভব করতে পারছি😥😥
মানুষের জীবন নাটকের চেয়েও বেশি নাটকীয়৷ মনির নামের এই ভাই "সেই স্বাদ" ডায়লগ দিয়ে বেশি জনপ্রিয় কিন্তু একটা মানুষের ভেতরে না গেলে তার ক-ষ্ট কি জানবেন না৷

আজকে মনির ভাইর একটা ভিডিও দেখলাম! মা বাবা ছাড়া নানীর কাছে বড় হওয়া একটা মানুষের কি ক-ষ্ট সে জানে৷ পেটের ক্ষু-দা নিয়ে যারা বড় হয়েছে সেটা তারাই জানে জীবনের মানে কি!

উনার কাচা সবজি খাওয়া দেখে ভাবতাম এটা ইচ্ছা করে খায় কিন্তু আজ জানলাম পেটের খিদা দূর করতে তিনি এভাবে কাচা সবজি খাওয়া ধরেন৷

উনার গল্প শুনে নিজের জীবন নিয়ে কোনও অভিযোগ নেই৷ আল্লাহ উনাকে ভালো রাখুক এই দোয়া করি 🙂 #মানবতা

আল্লাহ এগুলো কিভাবে সহ্য করবো?নিজের বাচ্চার মুখ সামনে ভেসে উঠছে 😢😢😢সকালে লামিয়া রাগ করে স্কুলে গিয়েছিল - বাবার ওপর অভিমা...
24/07/2025

আল্লাহ এগুলো কিভাবে সহ্য করবো?
নিজের বাচ্চার মুখ সামনে ভেসে উঠছে 😢😢😢

সকালে লামিয়া রাগ করে স্কুলে গিয়েছিল - বাবার ওপর অভিমান ছিল, গত শুক্রবার ঘুরতে নিয়ে যায়নি বলে😓😓😓
মা স্কুলে নামিয়ে দিয়ে আদর করে বলেছিলেন, "বিকেলে নিয়ে যাবো মা, মন খারাপ কোরো না।"

কিন্তু সেই বিকেল আর এল না...😓😓😓

ভয়াল আগুন লামিয়াকে কেড়ে নিলো আজ বাবার কণ্ঠে শুধু একটিই আর্তনাদ-আমার রাগী মেয়েটা কোথায়? মা তুই আয় আমি তোরে ঘুরতে নিয়ে যাবো!!!

হে দয়াময়, আর কোনো বাবা-মার কোল এভাবে খালি করো না🤲🤲🤲
#মানবতা

24/07/2025

যে নারী আমার কথার অবাধ্য হবে।
সে নারী রুপে গুনে মহারানী হলেও
তার আমার প্রয়োজন নেই........!❤️‍🩹🥲

03/02/2025

তুমি যদি জানতে চাও আমার জীবনে তুমি কে ? আমি বলবো তুমি আমার নামাজের শেষে প্রতিটা মোনাজাতে থাকা একটি প্রিয় নাম।। যে নামে স্মরণ করে আমি আল্লাহর দরবারে প্রার্থনা করি.........S.H....🥹😅

Address

Jessore Road
Area

Website

Alerts

Be the first to know and let us send you an email when PoTato 07 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share