17/02/2024
Exploring Odisha
Day 2
সকাল বেলা ঘুম ভাঙতেই দৌড় দিলাম সমুদ্র সৈকতে। চায়ে চুমুক দিতে দিতে সূর্যোদয়-এর নৈসর্গিক সুন্দর্যের সাক্ষী হলাম। অবশেষে ধোঁয়া উড়া ম্যাগি খেয়ে বেরিয়ে পড়লাম কোনার্ক মন্দির দর্শনের উদ্দেশ্য নিয়ে।পুরী-কোনার্ক মেরিন ড্রাইভ রোড ধরে আমাদের বাইক ছুটে চলল গন্তব্যের দিকে। কিছুদূর যাওয়ার পর, যেন নিজের অজান্তেই আমাদের বাইকটা থেমে গেল। চোখ গেল ডানদিকের নীল জলরাশির দিকে। জায়গাটা রামচন্ডী সমুদ্র সৈকত। এখানেই কুশভদ্রা নদী সাগরে মিলেছে। পুরীর তুলনায় কোলাহল ও অনেকটা কম। কিছুক্ষন সময় কাটানোর পর আবার বাইক স্টার্ট দিলাম।
গত কয়েক ঘন্টাই আমার কাছে যথেষ্ট ছিল এটা বোঝার জন্য যে, কেন পুরী বাঙালীদের ইমোশন বলা হয়। কোনার্ক মন্দির প্রাঙ্গনেও সেই একই প্রতিচ্ছবি। এ যেন মানুষের সুমুদ্রে নেমেছি। বাংলা ভাষার কণ্ঠস্বর থেকে সহজেই অনুমান করা যেতে পারে,সেখানে প্রায় অর্ধেক পর্যটকই বাঙালী ছিল। ভগ্নপ্রায় এই মন্দির দর্শন করতে করতে আমি আর গার্গী ইতিহাস চৰ্চা করে নিলাম। প্রায় আটশো বছর আগে নির্মিত এই মন্দিরের ভাস্কর্য সে সময়ের সমাজ জীবনেকে ফুটিয়ে তুলেছে। মন্দিরের দেওয়াল জুড়ে খোদাই করা আছে দেবতা, অপ্সরা, নৃত্যরত নরনারী, রাজদরবারের নানা কাহিনী,রাজার যুদ্ধ প্রস্তুতি, বিভিন্ন পৌরাণিক কাহিনী ইত্যাদি। সূর্যদেবতাকে উৎসর্গ করে এই মন্দির নির্মিত হয় ইস্টার্ন গঙ্গা রাজবংশের রাজার সময়কালে। ১৯৮৪ সালে এই মন্দির UNESCO ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে গণ্য করা হয়।
বইয়ের পাতায় ইতিহাস জানা আর ঐতিহাসিক প্রাঙ্গনে উপস্থিত থেকে ইতিহাসকে অনুভব করার মধ্যে এক সুবিশাল পার্থক্য থেকেই যায়। কোনার্ক দর্শন সেরে নিয়ে বেরিয়ে পড়লাম আরো এক ইতিহাস জানার উদ্দেশ্য নিয়ে। আমাদের পরের গন্তব্য উদয়গিরি-খণ্ডগিরি। ঘড়িতে তখন প্রায় দুপুর ১ টা। গরম দেখে বোঝার উপায় নেই এটা জানুয়ারি মাস। মাঝপথে লাঞ্চ সেরে উদয়গিরিতে পৌঁছুতে আমাদের তিনটে বেজে গেলো।টিকিট কাউন্টারের দীর্ঘ লাইন যেন কোনার্ক মন্দিরকেও ছাপিয়ে গিয়েছে।অবশেষে টিকিট নিয়ে এগিয়ে গেলাম এন্ট্রি গেটের দিকে।ভুবনেস্বর শহরের কাছে অবস্থিত উদয়গিরি ও খণ্ডগিরি পর্বত দুটি কেটে তৈরী করা হয়েছিল গুহা। কলিঙ্গের রাজা খারাবলের সময় এই গুহাগুলিকে জৈন সাধুদের বাসস্থান ছিল বলে মনে করা হয়। উদয়গিরি পর্বতের গুহাগুলি ঘুরে নিচে নামতে আমরা দুজনেই বেশ ক্লান্ত হয়ে পড়লাম। এদিকে ঘড়িতে পাঁচটা বাজতে চলেছে। তাই আর খণ্ডগিরিতে ওঠার সাহস দেখলাম না। বাইক স্টার্ট দিলাম পুরীতে আমাদের হোটেল এর উদ্দেশ্যে ।
https://youtu.be/0LK33eHayGQ?si=bLn65ZyFHqHA_ctF