14/08/2024
কাল রাতে বাড়ি ফিরছিলাম, হঠাৎ পাড়ার দুটো কাকিমার কথা বলাবলির মধ্যে কান চলে গেল, ওনারা বলাবলি করছেন - ওনাদের মধ্যে প্রথম জন বললেন কাল কলকাতার সমস্ত ডাক্তাররা স্ট্রাইক করেছেন তখন স্বাভাবিকভাবেই দ্বিতীয় জন জিজ্ঞেস করলেন কেন কীসের জন্য? তখন প্রথম জন বললেন ওই কলকাতায় কী একটা হয়েছে না সেই জন্য ॥ তখন দ্বিতীয় জন বললেন - ও আচ্ছা ॥
আর আমি এটা শুনে অবাক হয়ে মনে মনে ভাবলাম,
১. আমরা এমন সমাজে সমাজে বসবাস করি যেখানে এত বড় একটা ঘটনা ঘটে যাওয়ার পরেও অধিকাংশ মানুষ জানেন ই না যে আসলে হয়েছে টা কী?
২. আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে আমাদের নিজেদের সাথে বা আমাদের প্রিয় মানুষটির সাথে খারাপ কিছু না হওয়া পর্যন্ত আমাদের কিছু এসে যাই না ॥
৩. আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে প্রতিবাদ আর আন্দোলন বলতে সোশ্যাল মিডিয়ায় বড় বড় পোষ্ট আর রাস্তায় রাস্তায় মোমবাতি মিছিল- ব্যস্ শুধুমাত্র এই দুটোই জানি আর বুঝি ॥
৪. আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে ধর্ষণ কারীদের দোষ না দিয়ে কলেজের প্রিন্সিপাল মৃত ধর্ষিতার রাত্রে একা বিশ্রাম নেওয়াকে সঠিক না বলে তাকেই দোষারোপ করে ॥
৫. আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে পুলিশ, আইন, প্রশাসন প্রমাণ খুঁজতে নয়, প্রমাণ লোপাট করতে বেশী আগ্রহী ॥
৬. আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও মহিলাদের নিরাপত্তা নিয়ে কোনও তৎপরতা নেই ॥
৭. আমরা এমন একটা সমাজে বসবাস করি যেখানে বড় বড় সেলিব্রিটি দের ছোটখাট বিষয় নিয়ে হাজার টা পোষ্ট থাকলেও এত বড় বড় কান্ডে সবাই বোবা আর কানা হয়ে যায় ॥
ধিক্কার জানাই এমন সমাজ,এমন মানুষ, এমন আইন, এমন প্রশাসন, এমন মুখ্যমন্ত্রী, এমন সেলিব্রিটি, এমন রাজ্য, এমন মিছিল-আন্দোলন কে ॥ মাঝে মাঝে নিজেদের মানুষ ভেবেই জঘন্য লাগে ॥ এর থেকেও অনেক বেশি সভ্য আর ভদ্র পশুদের জাতিটা যারা অন্তত নিজের জাতির কারো ক্ষতি চাই না ॥ আর কলেজের নাম আর জি কর টা সরিয়ে অরুচিকর রাখা হোক ॥