Paschim Bardhaman District Youth Congress

Paschim Bardhaman District Youth Congress Official Page Of Paschim Bardhaman Dist. Youth Congress
District President: Souvik Mukherjee

এই মহামিছিল মালদা বা মুর্শিদাবাদের নয়,, Dr. বিধান রায়ের তৈরী শহর দুর্গাপুরের.... আজ তাঁর জন্ম/মৃত‍্যু বার্ষিকীতে তাঁর তৈ...
01/07/2025

এই মহামিছিল মালদা বা মুর্শিদাবাদের নয়,, Dr. বিধান রায়ের তৈরী শহর দুর্গাপুরের.... আজ তাঁর জন্ম/মৃত‍্যু বার্ষিকীতে তাঁর তৈরী শিল্পনগরি তে স্থানীয় যুবদের চাকরির দাবিতে পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেসের মহামিছিল।। আজ দুর্গাপুরে পশ্চিমবঙ্গের রূপকার ডাঃ বিধান চন্দ্র রায়ের আবির্ভাব ও প্রয়াণ দিবসে পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেস *"শিল্প চাই, চাকরি চাই "* ও *"ভাতা নয়, চাকরি চাই"* স্লোগানকে হাতিয়ার করে স্থানীয় বেকারদের কর্মসংস্থানের দাবিতে দুর্গাপুরের গান্ধী মোড় থেকে সিটি সেন্টার পর্যন্ত এক মহামিছিলের আয়োজন করে। জেলা যুব কংগ্রেস সভাপতি সৌভিক মুখার্জীর ডাকা এই জনাকীর্ণ মহামিছিলে অন‍্যান‍্যদের মধ্যে যুবনেতা রানা অধিকারী, শাহনওয়াজ আহমেদ, চন্দ্রশেখর গাঙ্গুলী, জয়দীপ বোস, প্রিয়াঙ্কা গোস্বামী, সুকোমল সাহা,পল্টু পাল, চন্দন ঘোষ, জয়দেব রায়, গৌরব রায়, সর্বজিৎ সিনহা, সুশোভন সিনহা, অনিক চাকলাদার সহ সকল স্তরের যুব কংগ্রেসের নেতৃত্ব ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থকেরা অংশগ্রহণ করেন।

01/07/2025
গতকাল নদীয়ার কালিগঞ্জ বিধানসভা  উপনির্বাচনে জয়লাভের পর যেভাবে শাসকদল তৃণমূলের হার্মাদরা উল্লাসে মত্ত হয়ে বোমা মেরে একটি ...
24/06/2025

গতকাল নদীয়ার কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে জয়লাভের পর যেভাবে শাসকদল তৃণমূলের হার্মাদরা উল্লাসে মত্ত হয়ে বোমা মেরে একটি ৯ বছরের বাচ্ছা মেয়ে তামান্না খাতুন কে হত্যা করলো তার প্রতিবাদে দূর্গাপুর মহকুমার সকল ব্লক অঞ্চল ও বিধানসভার নেতৃত্ব ও কর্মী সমর্থকদের নিয়ে আজ দুর্গাপুরের সিটি সেন্টারে নগর নিগমের সামনে এক পথ অবরোধ কর্মসূচী গ্রহন করা হয় । সেইখানে জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী এই বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল কংগ্রেসের এই ধরনের গুন্ডামির তীব্র ভাষায় নিন্দা করে বলেন পশ্চিমবঙ্গের একজন মহিলা মুখ্যমন্ত্রী পুলিশকে পাশে দাঁড় করিয়ে তার উন্মাদ বাহিনীদের দিয়ে কন্যাশ্রীদের হত্যা করাচ্ছেন এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান।
অন্যান‍্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেঘনা মান্না,অশোক শাসমল,রবীন গাঙ্গুলী,সুদর্শন চক্রবর্তী, রবীন মিশ্র, নির্মল নিয়োগী, সৌমেন বাউরী, দেবাশীষ বিশ্বাস,গোপা মুখার্জি, বরুণ দাস, মলয় মজুমদার, সুদীপ্ত কর্মকার, বিশ্বরূপ ভট্টাচার্য, মহঃ ইমতিয়াজ, ধর্মেন্দ্র শর্মা, সহ বিভিন্ন নেতৃত্ব ও কর্মীবৃন্দ।

আজ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে যুব কংগ্রেসের পরিচালনায় এবং যুব কংগ্রেস সভাপতি সৌভিক মুখার্জীর নেতৃত্বে নদীয়ার কালীগঞ্জ...
24/06/2025

আজ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে যুব কংগ্রেসের পরিচালনায় এবং যুব কংগ্রেস সভাপতি সৌভিক মুখার্জীর নেতৃত্বে নদীয়ার কালীগঞ্জে তৃণমূল গুন্ডাদের ছোঁড়া বোমার আঘাতে 9 বছরের শিশু তামান্না খাতুনের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয়। উপস্থিত ছিলেন বিধানসভার ও জেলার নেতৃত্ব ও কর্মী সমর্থবৃন্দ অন্য দিকে কুলটি তে ব্লক কংগ্রেস সভাপতি সুকান্ত দাসের নেতৃত্বে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় উপস্থিত ছিলেন বিধানসভার ও জেলার নেতৃত্ব ও কর্মী সমর্থবৃন্দ প্রমুখ।।

যুব কংগ্রেসের শক্তি, আজ মঞ্চে স্পষ্ট কর্মসংস্থানের নতুন আলো জ্বলে উঠেছে।
22/06/2025

যুব কংগ্রেসের শক্তি, আজ মঞ্চে স্পষ্ট কর্মসংস্থানের নতুন আলো জ্বলে উঠেছে।

উদ্যম, উত্তরণ আর ঐক্যের সম্মেলন আজকের এই দিন ভবিষ্যতের দিশা দেখাল।
22/06/2025

উদ্যম, উত্তরণ আর ঐক্যের সম্মেলন আজকের এই দিন ভবিষ্যতের দিশা দেখাল।

আজ ইতিহাস তৈরি হলো পশ্চিম বর্ধমানের যুব কণ্ঠ একসাথে প্রতিধ্বনিত হলো!
22/06/2025

আজ ইতিহাস তৈরি হলো পশ্চিম বর্ধমানের যুব কণ্ঠ একসাথে প্রতিধ্বনিত হলো!

বক্তব্য রাখছেন পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের লিডারশিপ কমিটির সদস্য শ্রীমতি শাহিনা জাভেদ মহাশয়া।।
22/06/2025

বক্তব্য রাখছেন পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের লিডারশিপ কমিটির সদস্য শ্রীমতি শাহিনা জাভেদ মহাশয়া।।

বক্তব্য রাখছেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি শ্রী দেবেশ চক্রবর্তী মহাশয়।।
22/06/2025

বক্তব্য রাখছেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি শ্রী দেবেশ চক্রবর্তী মহাশয়।।

বক্তব্য রাখছেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের কার্যকরি সভাপতি শ্রী হারজিত সিং মহাশয়।।
22/06/2025

বক্তব্য রাখছেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের কার্যকরি সভাপতি শ্রী হারজিত সিং মহাশয়।।

Address

Asansol

Telephone

+913348103761

Website

https://www.wbpyc.in/

Alerts

Be the first to know and let us send you an email when Paschim Bardhaman District Youth Congress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category