
01/07/2025
এই মহামিছিল মালদা বা মুর্শিদাবাদের নয়,, Dr. বিধান রায়ের তৈরী শহর দুর্গাপুরের.... আজ তাঁর জন্ম/মৃত্যু বার্ষিকীতে তাঁর তৈরী শিল্পনগরি তে স্থানীয় যুবদের চাকরির দাবিতে পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেসের মহামিছিল।। আজ দুর্গাপুরে পশ্চিমবঙ্গের রূপকার ডাঃ বিধান চন্দ্র রায়ের আবির্ভাব ও প্রয়াণ দিবসে পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেস *"শিল্প চাই, চাকরি চাই "* ও *"ভাতা নয়, চাকরি চাই"* স্লোগানকে হাতিয়ার করে স্থানীয় বেকারদের কর্মসংস্থানের দাবিতে দুর্গাপুরের গান্ধী মোড় থেকে সিটি সেন্টার পর্যন্ত এক মহামিছিলের আয়োজন করে। জেলা যুব কংগ্রেস সভাপতি সৌভিক মুখার্জীর ডাকা এই জনাকীর্ণ মহামিছিলে অন্যান্যদের মধ্যে যুবনেতা রানা অধিকারী, শাহনওয়াজ আহমেদ, চন্দ্রশেখর গাঙ্গুলী, জয়দীপ বোস, প্রিয়াঙ্কা গোস্বামী, সুকোমল সাহা,পল্টু পাল, চন্দন ঘোষ, জয়দেব রায়, গৌরব রায়, সর্বজিৎ সিনহা, সুশোভন সিনহা, অনিক চাকলাদার সহ সকল স্তরের যুব কংগ্রেসের নেতৃত্ব ও বিপুল সংখ্যক কর্মী-সমর্থকেরা অংশগ্রহণ করেন।