Paschim Bardhaman District Youth Congress

Paschim Bardhaman District Youth Congress Official Page Of Paschim Bardhaman Dist. Youth Congress
District President: Souvik Mukherjee

কুলটি যুব কংগ্রেসের উদ্যোগে আজ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গ...
31/10/2025

কুলটি যুব কংগ্রেসের উদ্যোগে আজ ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পালন করা হয়। তাঁর জাতির প্রতি অসামান্য অবদানকে আজ শ্রদ্ধাভরে স্মরণ করা হয়

আজ পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেস সভাপতি মাননীয় দেবেশ চক্রবর্তী মহাশয়ের নির্দেশে  দুর্গাপুর পৌরনিগমের অন্তর্গত বেনাচিতির ন...
31/10/2025

আজ পশ্চিম বর্ধমান জেলার কংগ্রেস সভাপতি মাননীয় দেবেশ চক্রবর্তী মহাশয়ের নির্দেশে দুর্গাপুর পৌরনিগমের অন্তর্গত বেনাচিতির নতুনপল্লী 14নং ওয়ার্ড কংগ্রেসের সভাপতি সদাব সিদ্দিকী মহাশয়ের নেতৃত্বে ও যুব কংগ্রেসের পরিচালনায় এবং ওয়ার্ড কংগ্রেসের সহ-সভাপতি লিটন শেখ, চন্দ্রশেখর গাঙ্গুলী,সহ নজরুল হোসেন, কালু সিদ্দিকী,মোঃ আলী,এর উপস্থিতিতে প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়। প্রয়াত নেত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে স্মৃতিচারণ করতে গিয়ে নেত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশের অগ্রগতি ও নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিচ্ছিন্নতাবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করার কথা উল্লেখ করেন স্থানীয় নেতৃত্বরা । সেই সঙ্গে দেশের বিরোধী দলনেতা তথা দেশের জননেতা রাহুল গাঁধী জীর নেওয়া উল্লেখযোগ্য কর্মসূচি ""ভোট চোর গদি ছোর"" এর উদ্দ্যেশে জনস্বাক্ষর সংগ্রহ ও "SIR" এর নিয়ে মানুষকে সতর্কিকরনের মতন অনুষ্ঠান আজকে পালন করা হয় এই অনুষ্ঠানগুলি সাফল্য ভাবে পালন করবার জন্য কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী -সমর্থকেরা উপস্থিত ছিলেন।।🙏🏻।।

আজ পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ও আসানসোল মহকুমার বিভিন্ন জায়গায় সমস্ত ব্লক কংগ্রেস ও অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে প্রয...
31/10/2025

আজ পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর ও আসানসোল মহকুমার বিভিন্ন জায়গায় সমস্ত ব্লক কংগ্রেস ও অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করা হয়।
পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি মাননীয় দেবেশ চক্রবর্তী জেলা কংগ্রেস অফিস শহীদ শেলী ঘোষ স্মৃতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রয়াত নেত্রী ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে স্মৃতিচারণ করতে গিয়ে নেত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশের অগ্রগতি ও নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিচ্ছিন্নতাবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করার কথা উল্লেখ করেন। এই প্রয়াণ দিবসের অনুষ্ঠান গুলিতে ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য জেলা কংগ্রেস নেতৃত্বের সঙ্গে সঙ্গে সমস্ত যুব,মহিলা, স্তরের ব্লক ও অঞ্চল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী -সমর্থকেরা উপস্থিত ছিলেন।

গতকাল রবিবার 26.10.2025 দুর্গাপুর পৌরসভার ২৮, ২৯, ৩০ ও ৪১ নং ওয়ার্ডে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সোশ্যাল মিডিয়ার চেয়ার...
27/10/2025

গতকাল রবিবার 26.10.2025 দুর্গাপুর পৌরসভার ২৮, ২৯, ৩০ ও ৪১ নং ওয়ার্ডে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সোশ্যাল মিডিয়ার চেয়ারম্যান সুদর্শন চক্রবর্তীর পরিচালনায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের আহ্বানে এবং পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নির্দেশে *"ভোট চোর, গোদি ছোড় "* স্লোগানের মধ্য দিয়ে বিজেপি ও নির্বাচন কমিশনের যোগসাজশে ভোট চুরির চক্রান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গণস্বাক্ষর অভিযান সংঘটিত হয়, যেখানে হাজারের ওপর মানুষ স্বাক্ষর করে বৈধ ভোটার কে বাদ দেওয়ার বিরুদ্ধে সরব প্রতিবাদ করেন।
উক্ত গণস্বাক্ষর অভিযানে সোশ্যাল মিডিয়ার Coordinator গোপা মুখার্জী ও দূর্গাপুর পূর্ব বিধানসভা যুব কংগ্রেসের কার্যকারী সভাপতি শেহনওয়াজ আহমেদ ছাড়াও উপস্থিত ছিলেন প্রবীণ নেতা সত্যরঞ্জন মুখার্জী ও অশোক চ্যাটার্জী এবং দুর্গাপুর ৩ নং ব্লক কংগ্রেস সভাপতি অশোক শাসমল, বিশ্বরূপ ভট্টাচাৰ্য, যুব কংগ্রেস সাথী সেখ নাজিম, দুলাল গাঙ্গুলি, মানব আচার্য, গৌতম সহ কংগ্রেস কর্মীরা।

A new chapter begins! 🔥Heartiest congratulations to Manish Sharma ji on taking charge as In-Charge, Indian Youth Congres...
23/10/2025

A new chapter begins! 🔥

Heartiest congratulations to Manish Sharma ji on taking charge as In-Charge, Indian Youth Congress.

Deep gratitude to Shri Krishna Allavaru ji for his years of mentorship, guidance, and commitment to the youth movement. ✊

গত 19.10.2025 রবিবার দূর্গাপুর পশ্চিম ও পূর্ব বিধানসভা যুব কংগ্রেসের উদ্দগ্যে .... প্রদেশ যুব কংগ্রেসের প্রোগ্রাম "ভোট চ...
22/10/2025

গত 19.10.2025 রবিবার দূর্গাপুর পশ্চিম ও পূর্ব বিধানসভা যুব কংগ্রেসের উদ্দগ্যে .... প্রদেশ যুব কংগ্রেসের প্রোগ্রাম "ভোট চোর গদি ছোর" আয়োজন সফল করেছে, দূর্গাপুর পশ্চিম বিধানসভা যুব কংগ্রেসের কার্যকারী সভাপতি শ্রী রানা অধিকারী লাল বাজার থানায় কোলকাতায় গ্রেফতার হয় সেই সঙ্গে আমাদের নেতা শ্রী Uday Bhanu Chib এবং আমাদের যুব কংগ্রেসের রাজ্য ইনচার্জ শ্রী এসান জি এবং পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেস সভাপতি শ্রী সৌভিক মুখার্জি গ্রেফতার হন এবং পরবর্তীতে বিজয়মুক্তি হয় তাই সকল দূর্গাপুর পশ্চিম ও পূর্ব বিধানসভা যুব কংগ্রেস সহযোগীদের গত রাতে ধন্যবাদ জানানোর কর্মসূচি সফল করা হয় সঙ্গে সকল যুব কংগ্রেস সাথীরা তাদের এলাকার সমস্যা, ও কিভাবে সংগঠন শক্তিশালী করা যায়,সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন
দুর্গাপুর পশ্চিম বিধানসভা যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি রানা আধিকারি, দূর্গাপুর পূর্ব বিধানসভা যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি সাহানাজ আহমেদ,পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার চন্দ্রশেখর গাঙ্গুলী সহ যুব কংগ্রেস সাথী চন্দন ঘোষ, বাবুল শেখ, জয়দীপ বোস, অতুল শেখ, আনসার আলী ও অন্যান্য কর্মীবৃন্দ ।।

AICC নির্ধারিত এবং প্রদেশ কংগ্রেসের আহ্বানে প্রকৃত ভোটারকে বাদ দেওয়ার জন্য SIR এর নাম করে বিজেপির সাহচর্যে নির্বাচন কমিশ...
15/10/2025

AICC নির্ধারিত এবং প্রদেশ কংগ্রেসের আহ্বানে প্রকৃত ভোটারকে বাদ দেওয়ার জন্য SIR এর নাম করে বিজেপির সাহচর্যে নির্বাচন কমিশন যে ষড়যন্ত্রমূলক প্রক্রিয়া শুরু করেছে তার বিরুদ্ধে ভোট চোর, গোদী ছোড় স্লোগানের মাধ্যমে গণসাক্ষর সংগ্রহ অভিযান গত 15 ই সেপ্টেম্বর 2025 তারিখ থেকে সারা দেশের সাথে সাথে আমাদের পশ্চিম বর্ধমান জেলাতেও চলছিল, আজ 15 ই অক্টোবর তার শেষ দিন। আসানসোল কোর্ট মোড়ে জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে জেলা কংগ্রেসের পক্ষ থেকে অনুষ্ঠিত গণসাক্ষর সংগ্রহ অভিযানে কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমে জনসাধারণের সই সংগ্রহ করেন।।

বক্তব্য রাখতে গিয়ে দেবেশ চক্রবর্তী বলেন সাম্প্রদায়িক বিজেপি ক্ষমতা ধরে রাখার জন্য নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়াকে বানচাল করতে চাইছে। এর বিরুদ্ধে সাধারণ জনগণ রাস্তায় নেমে বিরোধিতা করছে, কংগ্রেসও এতে সামিল হয়েছে।।

এই অভিযানে অন‍্যান‍্যদের মধ্যে সামিল হোন প্রদেশ কংগ্রেস সম্পাদক গনেশ রায়, জেলা কংগ্রেসের পক্ষে সহ সভাপতি চন্ডী চ‍্যাটার্জী, শশী দুবে, তরুণ গাঙ্গুলী,সাধারণ সম্পাদক পামলু মজুমদার, জেলা সেবাদলের চেয়ারম্যান সাহাবুদ্দিন রাজু, মহিলা নেত্রী তপতী মুখার্জী, জেলা যুব কংগ্রেস সভাপতি সৌভিক মুখার্জী, PCC সদস্য ফৈয়াজ আহমেদ, ব্লক সভাপতি মলয় পাল, ছাড়াও ছিলেন মহঃ শাকির, গৌরব রায়, ইজাজ আহমেদ,সৌম‍্যদীপ্ত রায়, ইমতিয়াজ খান, সুকোমল সাহা, সারাজুল ইসলাম, মহঃ গুড্ডু সহ কংগ্রেস কর্মী-সমর্থকবৃন্দ।

আজ কলকাতার রাস্তা "ভোট চোর, গোদি ছোড়" স্লোগানে মুখরিত! সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি শ্রী উদয়ভানু চীব এর নেতৃত্বে ও পশ...
13/10/2025

আজ কলকাতার রাস্তা "ভোট চোর, গোদি ছোড়" স্লোগানে মুখরিত!

সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি শ্রী উদয়ভানু চীব এর নেতৃত্বে ও পশ্চিমবঙ্গ প্রদেশ যুব কংগ্রেসের নেতৃত্ব কমেটির সদস্য শাহিনা জাভেদ মহাশয়ীর তত্বাবধানে পশ্চিমবঙ্গের হাজার হাজার যুব কংগ্রেস কর্মী কলকাতার রাস্তায় নামে নির্বাচন কমিশন ও বিজেপির যৌথ উদ‍্যোগে ভোট চুরির ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদ করে নির্বাচন কমিশন দপ্তর ঘেরাও অভিযানে সামিল হয়।

এই ঘেরাও অভিযানে অংশগ্রহণকারী রাজ্য ও অন‍্যান‍্য জেলার নেতৃত্বের সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেস সভাপতি সৌভিক মুখার্জী ও দুর্গাপুর পশ্চিম বিধানসভার কার্যকারী সভাপতি রানা অধিকারীও গ্রেপ্তার বরণ করেন। এছাড়াও পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেসের অন্যতম সাধারন সম্পাদক-গন অনীক চাকলাদার, সাদাব জোহার, জয়দেব রায়, চন্দ্রশেখর গাঙ্গুলী, মিথুন হরিজন, আসানসোল উত্তর বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি গৌরব রায়,দূর্গাপুর পূর্ব বিধানসভার কার্যকারী সভাপতি শেহনওয়াজ আহমেদ, বারাবনি বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি ভরত দা, জামুরিয়া বিধানসভা যুব কংগ্রেসের সভাপতি জুবেদ শেখ,সহ পারভেজ খান,পল্টু পাল, বাপ্পা চক্রবর্তী, বিকাশ ভাই, শৈলজানন্দ ঝা সহ জেলার ও বিধানসভার সকল স্তরের যুব কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা অংশগ্রহণ করেন।

নিজেদের অধিকারের সার্থে পশ্চিম বর্ধমান জেলার সকল যুব সম্প্রদায় কে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে..
12/10/2025

নিজেদের অধিকারের সার্থে পশ্চিম বর্ধমান জেলার সকল যুব সম্প্রদায় কে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে..

কলকাতা মহানগরীতে উপস্থিত হলেন সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি শ্রী Uday Bhanu Chib আগামীকাল প্রদেশ যুব কংগ্রেসের বিক্ষো...
12/10/2025

কলকাতা মহানগরীতে উপস্থিত হলেন সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি শ্রী Uday Bhanu Chib

আগামীকাল প্রদেশ যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেবেন তিনি।

দুর্গাপুরে IQ City মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ২য় বর্ষের মেডিকেল পড়ুয়া ছাত্রীকে যে গণধর্ষণের ঘটনা ঘটেছে তারই প্রতিবাদ...
12/10/2025

দুর্গাপুরে IQ City মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালের ২য় বর্ষের মেডিকেল পড়ুয়া ছাত্রীকে যে গণধর্ষণের ঘটনা ঘটেছে তারই প্রতিবাদে এবং অবিলম্বে দুস্কৃতিদের গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবিতে পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে NTPS থানা ঘেরাও করে বিক্ষোভ দেখিয়ে স্মারক লিপি দেওয়া হয়।

নির্যাতনের ঘটনাস্থল পরিদর্শন করার পরে নির্যাতিতার সঙ্গে দেখা করতে I Q city hospital যাওয়া হয় কিন্ত কর্তৃপক্ষ শাসক দলের নেতৃত্বকে দেখা করতে সুযোগ দিলেও বিরোধীদের দেখা করতে সুযোগ না দেওয়ায় কংগ্রেস নেতৃত্ব ও কর্মীরা অবস্থান বিক্ষোভে সামিল হয় পরে পুলিশের হস্তক্ষেপে অবস্থান প্রত‍্যাহার করা হয়। থানার বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে দেবেশ চক্রবর্তী পুলিশ প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ ব‍্যক্ত করে বলেন, ইদানীং দুর্গাপুরে অপরাধীদের দৌরাত্ম্য চরম পর্যায়ে পৌঁছে গেছে ফলে চুরি, ডাকাতি, খুন, নারী নির্যাতন বেড়েই চলেছে অথচ পুলিশ প্রশাসন নির্বিকারভাবে শাসকগোষ্ঠীর মদতে রাস্তায় তোলা তুলতে ব‍্যস্ত। অন‍্যান‍্যদের মধ্যে এই বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সুব্রতা( রাসু)দত্ত, প্রদেশ ছাত্র পরিষদ সভানেত্রী প্রিয়াঙ্কা চৌধুরী, পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেসের সভাপতি সৌভিক মুখার্জি , দূর্গাপুর পশ্চিম বিধানসভা যুব কংগ্রেসের কার্যকারী সভাপতি রানা আধিকারি , দূর্গাপুর পূর্ব বিধানসভা যুব কংগ্রেসের কার্যকারী সভাপতি মোঃ সাহানাজ আহমেদ সহ জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা এবং এই সমগ্র বিক্ষোভ কর্মসূচিতে জেলা ও ব্লকের সর্বস্তরের নেতৃত্ব ও কর্মী-সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন ।।

আজ ১১ই অক্টোবর (শনিবার)  বিকেল ৫:৩০ ঘটিকায়, “ভোট চোর – গদিচ্ছাড়” স্লোগানের মর্মে জনগণের গণআবেগকে সম্মান জানিয়ে, পশ্চি...
11/10/2025

আজ ১১ই অক্টোবর (শনিবার) বিকেল ৫:৩০ ঘটিকায়, “ভোট চোর – গদিচ্ছাড়” স্লোগানের মর্মে জনগণের গণআবেগকে সম্মান জানিয়ে, পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেস কমিটি-র উদ্যোগে আসানসোল মহিশিলা কলোনির ক্ষুদিরাম মূর্তি প্রাঙ্গণে এক গণস্বাক্ষর অভিযান ও পথসভা অনুষ্ঠিত করা হয়েছিল ।

এই কর্মসূচির মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে জনগণের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করে তুলতে আমরা একত্রিত। তাই সমস্ত স্তরের কংগ্রেস নেতৃত্ব, কর্মী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে এই গণআন্দোলনকে সফল করে তুলেছে, বিশেষ ভাবে উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেসের সভাপতি সৌভিক মুখার্জি সহ জেলা, বিধানসভা ও বিভিন্ন স্তরের নেতৃত্বরা ।

Address

Asansol

Telephone

+913348103761

Website

https://www.wbpyc.in/

Alerts

Be the first to know and let us send you an email when Paschim Bardhaman District Youth Congress posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Paschim Bardhaman District Youth Congress:

Share

Category