
30/01/2025
আর কতদিন এভাবে তুমি মুখ বুঝে সইবে সব জ্বালা যন্ত্রনা! কিসের ভয় তোমার?? সমাজের? যে সমাজ এখন তুমি কেমন আছো একটিবারও জানতে আসছে না! তুমি বেঁচে থাকলে না মরলে কোনো যাই আসে না এই সমাজের! যখনি তুমি অন্যায়ের সাথে আপোষ করে নেবে এ সমাজ তোমাকে বাহবা দেবে আর যখন প্রতিবাদ করবে সমাজ তোমাকে কলঙ্কিনী বলবে! এরপর ও তুমি সমাজের ভয়ে নিজের সত্তাকে তিলে তিলে মারবে?????