জলছবি

জলছবি Visual Storyteller | Picture Creator

Capturing moments,

28/07/2025
28/07/2025
 #জীবনপথ  #অভ্যাস
11/07/2025

#জীবনপথ #অভ্যাস

28/06/2025

কশবার কান্না

কশবা, তোর কাশফুলের মাঠে
আজ শুধু ধোঁয়া আর ধুলোর নাট,
বাতাসে ভাসে না সেই স্নিগ্ধ গন্ধ,
বুলডোজারের গর্জনে ডুবে গেছে স্বপ্নবন্ধ।
তোর নদীর কোলে ছিল শান্তির আলো,
এখন শুধু প্লাস্টিকের ধারা,
বিষাক্ত জলের কালো।
কারখানার চিমনি ছুঁয়ে ফেলে আকাশ,
তোর মাটির বুকে জমে শুধু বিষ আর প্রকাশ।
কশবা, তুই কি ভুলে গেছিস গান?
পাখির কলতান,
সন্ধ্যার আরতির ধ্বনি-প্রাণ?
নাকি আমরাই ভুলিয়েছি তোর পরিচয়,
লোভের ছুরিতে কেটেছি তোর হৃদয়?
তবু, কশবা, তুই জেগে ওঠ,
কাশফুলের দল ফুটুক আবার,
সাদা, নরম, শান্ত।
তোর মাটির বুকে আঁকবি প্রতিবাদের ছবি,
নদী ফিরবে, আকাশ হবে নীল, মুক্ত, অবি।
কশবা, তুই কাঁদিস না আর,
আমরা জাগব, তোর পাশে দাঁড়াব,
লড়ব, যতক্ষণ না ফিরে আসে তোর হারানো রূপ,
কশবা, তুই আবার হবি স্বপ্নের ধরিত্রীর ধূপ।

05/06/2025

আমি, খণ্ডিত আয়না

আমি একটা ভাঙা আয়না,
হাজার টুকরোয় ছড়ানো আমার মুখ।
কোনটা আমি?
যে হাসে সকালের কফির ধোঁয়ায়,
নাকি যে হারায় রাতের ফুটপাথে,
একলা, নিঃশব্দ, নিজের ছায়ার সঙ্গে।আমার আমি একটা অ্যাপ,
ডাউনলোড করা যায় না, আপডেটও হয় না।
স্ক্রিনে আঙুল বোলাই, খুঁজি নিজেকে,
কিন্তু পিক্সেলের জঙ্গলে হারিয়ে যায় প্রশ্ন—
কে আমি? কোথায় আমার ডেটা?রাস্তার মোড়ে দাঁড়িয়ে,
ট্রাফিকের হল্লায় আমি শুনি নিজের নীরবতা।
একটা টেক্সট আসে,
"তুই ঠিক আছিস?"
আমি লিখি, "হ্যাঁ,"
কিন্তু আঙুল কাঁপে।আমার ভেতরে একটা শহর,
আলো আর ছায়ার দৌড়।
কখনো নিয়নের ঝলকানি,
কখনো বন্ধ ফ্যাক্টরির ধুলো।
আমি হাঁটি, থামি, আবার হাঁটি,
নিজেকে খুঁজি গলির শেষে,
কিন্তু প্রতিটি মোড়ে শুধু আমারই পায়ের ছাপ।আমি আমারই ভুল, আমারই জয়,
একটা স্টোরি, যেটা কেউ পড়ে না।
তবু লিখি,
কারণ আমার আমি শুধু আমারই,
একটা অসম্পূর্ণ কবিতা,
যার শেষ লাইন এখনো খুঁজে ফিরি।

12/12/2024

Address

Asansol

Website

Alerts

Be the first to know and let us send you an email when জলছবি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share