
12/06/2025
আমেদাবাদ বিমানবন্দরের কাছে অতুল্যম হোস্টেল। ৫০ থেকে ৬০ জন ইন্টার্ন চিকিৎসকের হোস্টেল। কেউ হয়তো পড়ছিলেন। কেউ বাড়ির সঙ্গে ফোনে কথা। কেউ কাজে বেরোচ্ছিলেন। মোটের ওপর স্বপ্ন একটাই, চিকিৎসা। বিমানটি ভেঙে পড়ার মর্মান্তিক খবরের পাশাপাশি যার ওপর ভেঙে পড়ল, সেই অতুল্যম হোস্টেলের ৫০-৬০ জন ইন্টার্নের নিভে যাওয়া জীবনের কথা যেন ঢেকে না যায় ...