SAHAR SANGBAD

SAHAR SANGBAD A daily news in Asansol City as SAHAR SANGBAD EXPRESS

29/12/2025

Asansol Society Premiere League, Asansol Club, 3rd day

29/12/2025

বারাবনি ব্লক তৃণমূল কংগ্রেসের এসসি সেলের উদ্যোগে দোমোহানী বাজার হাটতলায় এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনির বিধায়ক ও আসানসোল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়।এছাড়াও উপস্থিত ছিলেন বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের দুই সদস্য পূজা মাড্ডি ও মালা বাউরী, শিক্ষক বরুণ বাউরী এবং শিবু বাউরী।

29/12/2025

আসানসোল বি এন আর মোড়

28/12/2025

আসানসোলের ভগত সিং মোড়ে বাসের ধাক্কায় আহত ছাত্রী নেহা বাউরি; চিকিৎসা খরচে গড়িমসি অভিযোগে পরিবার ও স্থানীয়দের রাস্তা অবরোধ

28/12/2025
27/12/2025

Asansol Society Premiere League, Asansol club

27/12/2025

Asansol Society Premiere League, Asansol Club, live

27/12/2025

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে ‘যাত্রী সাথী’ অ্যাপে চালু হওয়া অ্যাম্বুলেন্স পরিষেবায় উৎকৃষ্ট কাজের স্বীকৃতি হিসেবে শীর্ষ ১০ অ্যাম্বুলেন্স চালককে সম্মানিত করা হয়।শুক্রবার এক অনুষ্ঠানে অ্যাম্বুলেন্স চালকদের হাতে সম্মান রুপে নগদ পুরস্কার তুলে দেওয়া হয়।

আশা নিকেতন আসানসোলের উদ্যোগে অত্যন্ত আনন্দের সাথে বড়দিন উদযাপিত হলো। ভালোবাসা, একতা ও অন্তর্ভুক্তির চেতনায় ভরপুর এই অন...
26/12/2025

আশা নিকেতন আসানসোলের উদ্যোগে অত্যন্ত আনন্দের সাথে বড়দিন উদযাপিত হলো। ভালোবাসা, একতা ও অন্তর্ভুক্তির চেতনায় ভরপুর এই অনুষ্ঠানটির আয়োজন করে এফ.এম.আর. ইন্ডিয়া – আশা নিকেতন, যেখানে বুদ্ধিবিকাশে ভিন্নভাবে সক্ষম ও সক্ষম ব্যক্তিরা মিলেমিশে এক মানবিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করেন। এখানে আবাসিক সেবা, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও সম্প্রদায়ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে প্রাপ্তবয়স্ক বুদ্ধিবিকাশে ভিন্নভাবে সক্ষমদের সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানের সূচনা হয় প্রার্থনা সভার মধ্য দিয়ে, যেখানে বড়দিনের মূল বার্তা—শান্তি, আশা, সৌহার্দ্য ও মানবতার কথা তুলে ধরা হয়। আবাসিক ও ডে-স্কলার সদস্য, কর্মী, স্বেচ্ছাসেবী ও অতিথিদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও তাৎপর্যপূর্ণ ও আনন্দময়।
গান, নৃত্য, স্কিট এবং যীশুখ্রিষ্টের জন্মকাহিনী অবলম্বনে নাট্য পরিবেশনার মাধ্যমে বড়দিনের ভাবনা তুলে ধরেন আশা নিকেতনের কোর মেম্বার ও সহকারীরা। প্রত্যেকটি পরিবেশনার মধ্যেই ফুটে ওঠে তাদের প্রতিভা, সক্ষমতা এবং উচ্ছ্বাস।
এদিন সেন্ট ভিনসেন্ট স্কুল, লরেটো কনভেন্ট ও আসানসোল গার্লস’ কলেজের ছাত্রছাত্রীরাও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন। তাদের উপস্থিতি ও সহযোগিতায় উৎসবের আবহ হয়ে ওঠে আরও বর্ণময় এবং বন্ধুত্ব, শ্রদ্ধা ও অন্তর্ভুক্তির সম্পর্ক আরও মজবুত হয়।
অনুষ্ঠানে সান্তা ক্লজের আগমন শিশু ও উপস্থিত সবার মুখে এনে দেয় হাসি ও উচ্ছ্বাস। শেষে বড়দিনের কেক কাটা এবং সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে। মানবতা, ভালোবাসা, গ্রহণযোগ্যতা ও পারস্পরিক বন্ধনের বার্তা আরও একবার স্মরণ করিয়ে দেয় এই অনুষ্ঠান।
আশা নিকেতন আসানসোল পক্ষ থেকে উপস্থিত স্কুল, স্বেচ্ছাসেবী, শুভানুধ্যায়ী, বন্ধু এবং সমর্থকদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়, যারা এই বড়দিন উদযাপনকে স্মরণীয় ও সফল করে

25/12/2025

Galaxy Mall, Asansol

আসানসোল গ্যালাক্সি মলে বড়ো দিন উপলক্ষে 24শে ডিসেম্বর আয়োজিত হলো এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।এছাড়াও 25শে ডিসেম্বর আরো অ...
24/12/2025

আসানসোল গ্যালাক্সি মলে বড়ো দিন উপলক্ষে 24শে ডিসেম্বর আয়োজিত হলো এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান।এছাড়াও 25শে ডিসেম্বর আরো অনুঠান।

Address

Below BNR Breeze, Near AMC Borrow Office
Asansol
PASCHIMBARDHAMAN

Alerts

Be the first to know and let us send you an email when SAHAR SANGBAD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SAHAR SANGBAD:

Share