23/11/2025
নকল ও ভেজাল ওষুধ রুখতে রণিগঞ্জে স্ট্রিট কর্নার করল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন
নকল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে রণিগঞ্জে স্ট্রিট কর্নারের আয়োজন করল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন-এর কেরানীগঞ্জ শাখা। সংগঠনের দফতর থেকে র্যালি বের হয়ে বিভিন্ন মোড় ঘুরে নেতাজি স্ট্যাচুর সামনে শেষ হয় এবং সেখানে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সম্পাদক তিমির বরণ মণ্ডল ও সভাপতি মহেশ কুমার সরাফ জানান, নকল ওষুধের বিস্তার রুখতে তারা গোটা বাংলায় অভিযান চালাচ্ছেন। মানুষকে ওষুধ কেনার আগে কিউআর কোড স্ক্যান করে যাচাই করা এবং ক্যাশ মেমো নেওয়ার আহ্বান জানান তারা।
এছাড়া সংগঠন রক্তদান শিবির ও দরিদ্র রোগীর জন্য বিনামূল্যে ওষুধের মতো সামাজিক কর্মকাণ্ডেও নিয়মিত যুক্ত থাকে।