SAHAR SANGBAD

SAHAR SANGBAD A daily news in Asansol City as SAHAR SANGBAD EXPRESS

11/08/2025

"গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘Abacus Smart একাডেমি’-র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন"

10/08/2025

শহর সংবাদ এক্সপ্রেস ও সুমনা ব্যানার্জী ব্লগ কে ধন্যবাদ জ্ঞাপন করলেন আসানসোল মেরিনার্স এবং মোহাম্মদ ফাহিমের কোচ বাবন গড়াই। আমরা কয়েক দিন আগে সংবাদ শিরোনামে তুলে ধরে ছিলাম রাজ্যে স্তরে দৌড় প্রতিযোগিতায় মোহাম্মদ ফাহিম তিন তিনটি গোল্ড মেডেল অর্জনের সাফল্য

09/08/2025

ঝাড়খন্ড এর নিরসা ওসিপিতে অবৈধ খননের সময় চাই ধসে মৃত্যু, গুরুতর আহত আরও এক

09/08/2025

এ কি হলো,,,,,বুলেট গাড়ির সাইলেন্সার পাইপ খুলে দিলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের হিরাপুর ট্রাফিক গার্ডের উদ্যোগে। এদিন হিরাপুর ট্রাফিক গার্ডের ওসি প্রশান্ত মাজি সহ অন্যান্য পুলিশ আদিকারীদের উপস্থিতিতে এই কর্মসূচি নেওয়া হয় আসানসোল গ্যালাক্সি মলের সামনে।

08/08/2025

বৃষ্টি নয়, তবু জলমগ্ন গোটা এলাকা!
আচমকা হদলা পুকুরের পাড় ভেঙে পড়তেই জলের স্রোতে ভেসে গেল বার্নপুরের রাধানগর রেলওয়ে খাটাল এলাকা।মুহূর্তে বহু ঘরবাড়ির মধ্যে জল ঢুকে যায়, আসবাব, চাল-ডাল, ওষুধ—সব কিছু।ঘরেই আটকে পড়েন বহু পরিবার।এক বৃদ্ধার আর্তি—“ভাত তো দূরের কথা, মাথা গোঁজার ঠাঁই নেই।”

07/08/2025

রাজ্যে স্তরে দৌড় প্রতিযোগিতায় তিন তিনটি গোল্ড মেডেল পেয়ে শিরোনামে এখন বার্নপুরের রহমত নগরের কিশোর মোহাম্মদ ফাহিম।পারিবারিক অর্থকষ্টে জর্জরিত এক কিশোর প্রতিদিন পায়ে হেঁটে পৌঁছে যাচ্ছিল খেলায়। পকেটে নেই ভাড়ার টাকা, খালি পায়ে কয়েক কিলোমিটার পথ অতিক্রম করে তবেই স্টেডিয়ামে পৌঁছায় সে। লক্ষ্য একটাই— ছুটতে হবে, জয় ছিনিয়ে আনতে হবে।

06/08/2025

আসানসোলের কুমারপুর এলাকায় টডলার্স মণ্টেসরি স্কুল-এর পক্ষ থেকে সিনিয়র সেকশনের শিশুদের জন্য একটি নতুন ইউনিটের উদ্বোধন করা হলো। বর্তমান ইউনিটের উপরের তলায় নির্মিত এই নতুন পরিকাঠামোর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

05/08/2025

কোচবিহারে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার প্রতিবাদে সারা রাজ্যের সাথে আসানসোলের বি এন আর মোড়ে প্রতিবাদ ও পথ অবরোধ বিজেপির।

05/08/2025

AURA'- THE RED CARPET FASHION খুচরা পরিষেবার একটি বিখ্যাত নাম, আজ আসানসোল শিল্পাঞ্চলের গরাই রোডে খুচরো স্টোর উদ্বোধন ৷ তারা ইনক্লোভ ব্লক ২ হিলভিউ নর্থে ফিতে কেটে শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন মাইথন এলওয়েজ কর্ণধার সুভাষ আগ্রওলা।এর সাথে সংস্থার একটি ওয়েবসাইট লঞ্চ করা হয়।

03/08/2025

মোহনবাগান দিবস উপলক্ষে আসানসোল শিল্পাঞ্চলের বুকে ভারতের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব মোহনবাগান-এর ফ্যানস ফোরাম মেরিনার ব্রাদার্স অফ আসানসোল-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক অনবদ্য ফুটবল প্রতিযোগিতা

03/08/2025

Persona Fashion Show

Address

Below BNR Breeze, Near AMC Borrow Office
Asansol
PASCHIMBARDHAMAN

Alerts

Be the first to know and let us send you an email when SAHAR SANGBAD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SAHAR SANGBAD:

Share