SAHAR SANGBAD

SAHAR SANGBAD A daily news in Asansol City as SAHAR SANGBAD EXPRESS

নকল ও ভেজাল ওষুধ রুখতে রণিগঞ্জে স্ট্রিট কর্নার করল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশননকল ও ভেজাল ওষুধের বিরু...
23/11/2025

নকল ও ভেজাল ওষুধ রুখতে রণিগঞ্জে স্ট্রিট কর্নার করল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন

নকল ও ভেজাল ওষুধের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে রণিগঞ্জে স্ট্রিট কর্নারের আয়োজন করল বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন-এর কেরানীগঞ্জ শাখা। সংগঠনের দফতর থেকে র‍্যালি বের হয়ে বিভিন্ন মোড় ঘুরে নেতাজি স্ট্যাচুর সামনে শেষ হয় এবং সেখানে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সম্পাদক তিমির বরণ মণ্ডল ও সভাপতি মহেশ কুমার সরাফ জানান, নকল ওষুধের বিস্তার রুখতে তারা গোটা বাংলায় অভিযান চালাচ্ছেন। মানুষকে ওষুধ কেনার আগে কিউআর কোড স্ক্যান করে যাচাই করা এবং ক্যাশ মেমো নেওয়ার আহ্বান জানান তারা।
এছাড়া সংগঠন রক্তদান শিবির ও দরিদ্র রোগীর জন্য বিনামূল্যে ওষুধের মতো সামাজিক কর্মকাণ্ডেও নিয়মিত যুক্ত থাকে।

“সিদুলি গ্রামে পানীয় জলের সংকট: জল না পেলে ভোট নয় বলছেন নারীরা”অন্ডাল ব্লকের সিদুলি গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের তীব...
22/11/2025

“সিদুলি গ্রামে পানীয় জলের সংকট: জল না পেলে ভোট নয় বলছেন নারীরা”

অন্ডাল ব্লকের সিদুলি গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। এই সমস্যার সমাধানের দাবিতে গ্রামের মহিলারা আজ বিক্ষোভে সামিল হন। বিক্ষোভস্থলে প্রান্তিকা নামে এক মহিলা জানান, গত দুই বছর ধরে তারা মারাত্মক জল সমস্যার মধ্যে দিন কাটাচ্ছেন। বাধ্য হয়ে টাকা দিয়ে জল কিনে জীবনযাপন করতে হচ্ছে।

তার অভিযোগ, সরকার কোনো ধরনের সাহায্য করছে না। তিনি স্পষ্ট জানিয়ে দেন—“যদি আমাদের জল না মেলে, তবে আমরা ভোট দেব না।” সিদুলি গ্রামের বাসিন্দাদের অভিযোগ, ভোটের আগে নেতারা নানা রকম প্রতিশ্রুতি দেন—জল আসবে, রাস্তা হবে, সমস্যার সমাধান হবে—কিন্তু ভোটের পর কিছুই হয় না।

অন্ডালে বিবাদকে কেন্দ্র করে স্ত্রী আহত, স্বামী আটক               ---------              ----------- শনিবার সকালে পশ্চিম ...
22/11/2025

অন্ডালে বিবাদকে কেন্দ্র করে স্ত্রী আহত, স্বামী আটক
---------
-----------
শনিবার সকালে পশ্চিম বর্ধমানের অন্ডাল থানার অন্তর্গত হরিপুর বাজার এলাকায় পারিবারিক বিবাদকে কেন্দ্র করে এক দম্পতির মধ্যে উত্তেজনা ছড়ায়। জানা যায়, হরিপুরের ছোরা গ্রামের বাসিন্দা পিন্টু গোপ ও তাঁর স্ত্রী পায়েল গোপের মধ্যে গত কয়েকদিন ধরেই অশান্তি চলছিল।
এদিন সকালে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত হলে পায়েল গোপ আহত হন। ঘটনাটি জানতে পেরে বানবহাল ফাঁড়ির পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিন্টু গোপকে আটক করে। পায়েল গোপকে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে এটি পারিবারিক বিবাদজনিত ঘটনা বলে মনে হচ্ছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

22/11/2025

জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে বিজেপির অভিযোগপত্র জমা থানায় — মাফিয়াদের বিরুদ্ধে ৭২ ঘণ্টার আলটিমেটাম

21/11/2025

রানিগঞ্জে ছাগল চুরির গাড়ি উলটে চাঞ্চল্য, অভিযুক্ত চার— একাধিক পথচারী-দুর্ঘটনায় আহত

21/11/2025

কয়লা কারবারি মামলাকে কেন্দ্র করে বাংলা ও ঝাড়খণ্ডের বিভিন্ন স্থানে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

20/11/2025

আসানসোলের কুলটিতে ছেলের হাতে মায়ের খুন, অভিযুক্ত বিশাল সিনহা গ্রেফতার

শীতের মরশুমে হাওড়া গ্রামীণ এলাকায় জোরকদমে চলছে খেজুর রস সংগ্রহ। বিভিন্ন জেলা থেকে আসা পরিবারগুলি অস্থায়ীভাবে থেকে ঘুর...
19/11/2025

শীতের মরশুমে হাওড়া গ্রামীণ এলাকায় জোরকদমে চলছে খেজুর রস সংগ্রহ। বিভিন্ন জেলা থেকে আসা পরিবারগুলি অস্থায়ীভাবে থেকে ঘুরে ঘুরে খেজুর গাছের রস সংগ্রহ করে পাটালি গুড় তৈরির কাজে ব্যস্ত। শীত পড়তেই বাঙালির ঘরে চালের গুঁড়োর পিঠে–পুলি, খেজুর রস–গুড়ের নানান রান্না এবং আত্মীয়–স্বজনকে আপ্যায়নের ধুম পড়ে যায়।

এ সময় গ্রামে বিভিন্ন মেলাও বসে, যেখানে ঘরের বধূরা অংশ নেন পিঠে–পুলির প্রতিযোগিতায়। এলাকার সেই সাংস্কৃতিক ছবি উঠে এলো সংবাদ মাধ্যমে।

19/11/2025

Asansol Brotherhood Premiere League

19/11/2025

যাত্রাশিল্পকে পুনরুজ্জীবিত করতে বার্নপুরের কালাঝারিয়ার সুকান্ত নাট্য গোষ্ঠীর অনবদ্য উদ্যোগ

18/11/2025

সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির অন্তর্গত ভিডিও অফিস সংলগ্ন ডায়মন্ড পার্কের একটি বন্ধ আবাসনে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা যায়, আবাসনের মালিক অমিত কুমার গত ১৪ই নভেম্বর সপরিবারে জামশেদপুর যান। বাড়ির চাবি তিনি পরিচিত এক বন্ধুর কাছে রেখে যান।
অমিতবাবুর অভিযোগ, তার অনুপস্থিতিতে বন্ধুরা একদিন সেই আবাসনে পার্টি করেন। সেসময় ভুলবশত বাড়ির সিসিটিভি ক্যামেরার সুইচ অফ করে রেখে যান তারা। পরে অমিতবাবু মোবাইলে সিসিটিভি বন্ধ দেখতে পেয়ে বন্ধুকে ফোন করে তা চালু করান। তখনও বাড়িতে কোনো চুরির ঘটনা ঘটেনি।
কিন্তু পরের দিন তিনি দেখেন ক্যামেরা চালু থাকলেও কোনো ফুটেজ দেখা যাচ্ছে না। সন্দেহ বাড়ায় তিনি পুনরায় বন্ধু ও প্রতিবেশীদের জানান। তারা বাড়িতে গিয়ে দেখেন সিসিটিভি ক্যামেরাগুলি কাপড় দিয়ে ঢেকে রাখা, এরপর দরজা খুলে দেখা যায় বাড়ির ভেতরে চুরি হয়েছে। তবে আশ্চর্যের বিষয়—বাড়ির দরজা বা জানালায় কোনো ভাঙচুরের চিহ্ন নেই।

হাসিনার মৃত্যুদণ্ডপ্রাক্তন প্রধানমন্ত্রীকে মানবতা বিরোধী  কার্যকলাপে দোষী সাব্যস্ত, মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা আদালতেরবাংলা...
17/11/2025

হাসিনার মৃত্যুদণ্ড
প্রাক্তন প্রধানমন্ত্রীকে মানবতা বিরোধী কার্যকলাপে দোষী সাব্যস্ত, মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা আদালতের

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–বাংলাদেশ। ২০২৪ সালের ছাত্র আন্দোলনের সময় রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে দমন-পীড়ন চালানোর অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে ট্রাইব্যুনালের । আদালত শেখ হাসিনার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের সাজা ঘোষণা করে।আদালতের এই রায় ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশ জুড়ে অশান্তির পরিবেশ তৈরি হয়েছে। পাশাপাশি সারা দেশ জুড়ে কড়া নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে । শেখ হাসিনা বর্তমানে দেশের বাইরে নির্বাসনে রয়েছেন এবং এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করছেন অনেকে।

Address

Below BNR Breeze, Near AMC Borrow Office
Asansol
PASCHIMBARDHAMAN

Alerts

Be the first to know and let us send you an email when SAHAR SANGBAD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SAHAR SANGBAD:

Share