SAHAR SANGBAD

SAHAR SANGBAD A daily news in Asansol City as SAHAR SANGBAD EXPRESS

07/09/2025
07/09/2025

SSC পরীক্ষা বিষয়ে রাজ্যের বিরোধীনেতা শুভেন্দু অধিকারী কি বললেন শুনুন।

06/09/2025

পশ্চিম বর্ধমান জেলার রূপনারায়ণপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে "Women's Empowerment"-এর বার্ষিক উদ্যোগের ১২তম “এক্সিবিশন কাজ সেল”। এই এক্সিবিশনে থাকছে নানা ধরণের পণ্য ও উপহার।
স্থান: জয়া রিসেপশন, রূপনারায়ণপুর।
তারিখ: ৫, ৬ ও ৭ সেপ্টেম্বর ২০২৫।
সময়: দুপুর ১২টা থেকে রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত।
এখানে থাকছে শাড়ি, ন্যাটি, হাউসহোল্ড প্রোডাক্টস, কুর্তি, জুয়েলারী, কিডস স্টেশনারি, ব্লাউজ, ব্যাগ, হেয়ার এক্সেসরিজ, পাঞ্জাবি, বেডশিট, রেসিন আইটেমস, শার্ট, ক্যানডলসহ আরও অনেক আকর্ষণীয় পণ্যের সম্ভার।
এছাড়াও থাকবে সুস্বাদু মুখরোচক খাবার এবং সর্বোচ্চ কেনাকাটার উপর আকর্ষণীয় পুরস্কার। ৫০০০ টাকার কেনাকাটায় নিশ্চিত উপহার!
আপনাদের উপস্থিতিই আমাদের প্রধান কামনা। এই এক্সিবিশনে অংশগ্রহণের জন্য কোনো প্রবেশমূল্য নেই। সকলেই আমন্ত্রিত!

06/09/2025

আসানসোল: কান্যাপুর আইসি-র উদ্যোগে আসানসোল উত্তর থানার অধীনে পালিত হলো ১৪তম রাইজিং ডে। এই উপলক্ষে কন্যাপুর শ্রমিক ভবনে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের অধিক সংখ্যায় ছাত্র-ছাত্রীরা উৎসাহের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং শিক্ষকবৃন্দ।প্রযোগিতার শেষে তিন টি গ্রুপের স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়, এছাড়াও প্রত্যেক প্রতিযোগীদের সার্টিফিকেট দেওয়া হয়।

06/09/2025

আসানসোলের ৮৪ নম্বর ওয়ার্ডে মহাধুমধাম করে পালিত হল নবী দিবস
দেশের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার আসানসোল পৌরনিগমের ৮৪ নম্বর ওয়ার্ডে পালিত হলো নবী দিবস।
এই উপলক্ষ্যে আসানসোলের ইসমাইলের মক্কা অ্যাপার্টমেন্টে পশ্চিম বর্ধমান জেলা ইমাম এসোসিয়েশনের চেয়ারম্যান আতাওল্লা খান ও তার স্ত্রী ডক্টর সাবা খান, যাঁরা গত আঠারো বছর ধরে এই অনুষ্ঠান পালন করে আসছেন, সেইভাবেই এই বছরও বিশেষ উদ্যোগ নেন

05/09/2025

মাত্র ৮০ টাকা থেকে শাড়ি /কোথায় জেনে নিন
দুর্গাপূজোকে সামনে রেখে শ্রী গুরু শাড়ি কুঠির, দুর্গাপুর নিয়ে এসেছে দুর্দান্ত সম্ভার।
আপনার জন্য থাকছে নানান নতুন ডিজাইনের শাড়ির বিশাল কালেকশন।

Location:
দুর্গাপুর, মুচিপাড়া, সগরভাঙ্গা, বিডিও অফিস মোড়,
মধু মমতা অ্যাপার্টমেন্ট, গ্রাউন্ড ফ্লোর।

📞 Contact: 7001179103/ 9832343304

05/09/2025

মাত্র ৮০ টাকা থেকে শাড়ি / কোথায় জেনে নিন
দুর্গাপূজোকে সামনে রেখে শ্রী গুরু শাড়ি কুঠির, দুর্গাপুর নিয়ে এসেছে দুর্দান্ত সম্ভার।
আপনার জন্য থাকছে নানান নতুন ডিজাইনের শাড়ির বিশাল কালেকশন।

Location:
দুর্গাপুর, মুচিপাড়া, সগরভাঙ্গা, বিডিও অফিস মোড়,
মধু মমতা অ্যাপার্টমেন্ট, গ্রাউন্ড ফ্লোর।

📞 Contact: 7001179103/ 9832343304

04/09/2025

📰 আসানসোলে উষাগ্রাম V. R. Enterprise YAMAHA 3rd day promotion
আসানসোল উষাগ্রাম ভি আর এন্টারপ্রাইস ইয়ামাহা শোরুমের উদ্যোগে অনুষ্ঠিত হলো চতুর্থ দিনের বিশেষ প্রমোশনাল ইভেন্ট। এই দিন কুলটি এবং রূপনারায়ণপুরের যেমারী হাট এলাকায় জমে উঠেছিল ইয়ামাহা বাইকের প্রদর্শনী।

04/09/2025

আসানসোলের ভগৎ সিং মোড়ে পুলিশের ‘রাইজিং ডে’ ও Safe Drive Save Life কর্মসূচি পালিত
আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে আসানসোলের ভগৎ সিং মোড়ে পালিত হলো রাইজিং ডে। এদিনের বিশেষ কর্মসূচি ছিল Safe Drive Save Life উদ্যোগকে কেন্দ্র করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসিপি ট্রাফিক ভি.জি. সতীশ পশুমার্থী (IPS), এসিপি ট্রাফিক সৌরভ চৌধুরী, এসিপি ট্রাফিক বিশ্বজিৎ সাহা, ট্রাফিক ইন্সপেক্টর রাম অম্বিকা দত্ত, ট্রাফিক ওসি রামায়োধ্যা মিশ্র সহ বিশিষ্টরা।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলের স্তবক ও মেমেন্টো দিয়ে সম্মান জানানো হয়। এর পাশাপাশি সড়ক নিরাপত্তার বার্তা ছড়িয়ে দিতে বেশ কিছু বাইক আরোহীর হাতে হেলমেট তুলে দেন কর্তৃপক্ষ

03/09/2025

আসানসোলের গ্যালাক্সি মলে ভিইনিয়াডর্স ক্যাফে — স্বাদ আর আরামের এক নতুন ঠিকানা
আসানসোলবাসীর জন্য এক অনন্য কফি কর্নার হয়ে উঠেছে শহরের একমাত্র ক্যাফে ভিইনিয়াডর্স। আসানসোলের প্রাণকেন্দ্র গ্যালাক্সি মলের ফুড কোর্টে অবস্থিত এই ক্যাফে আজ শহরের তরুণ প্রজন্ম থেকে শুরু করে পরিবার-পরিজনের কাছে হয়ে উঠেছে আড্ডা, আনন্দ আর স্বাদের মিলনক্ষেত্র।

03/09/2025

দেন্দুয়া ইসিএল হাসপাতালের কাছে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এলআইসি এজেন্টের, ক্ষতিপূরণের দাবিতে ক্ষুব্ধদের অবরোধ, পুলিশের লাঠি চার্জ বলে অভিযোগ।

02/09/2025

রানীগঞ্জ চলন্ত গাড়িতে আগুন, ঘটনা স্থলে দমকল

Address

Below BNR Breeze, Near AMC Borrow Office
Asansol
PASCHIMBARDHAMAN

Alerts

Be the first to know and let us send you an email when SAHAR SANGBAD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SAHAR SANGBAD:

Share