26/12/2025
আশা নিকেতন আসানসোলের উদ্যোগে অত্যন্ত আনন্দের সাথে বড়দিন উদযাপিত হলো। ভালোবাসা, একতা ও অন্তর্ভুক্তির চেতনায় ভরপুর এই অনুষ্ঠানটির আয়োজন করে এফ.এম.আর. ইন্ডিয়া – আশা নিকেতন, যেখানে বুদ্ধিবিকাশে ভিন্নভাবে সক্ষম ও সক্ষম ব্যক্তিরা মিলেমিশে এক মানবিক সমাজ গঠনের লক্ষ্যে কাজ করেন। এখানে আবাসিক সেবা, বৃত্তিমূলক প্রশিক্ষণ ও সম্প্রদায়ভিত্তিক কার্যক্রমের মাধ্যমে প্রাপ্তবয়স্ক বুদ্ধিবিকাশে ভিন্নভাবে সক্ষমদের সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানের সূচনা হয় প্রার্থনা সভার মধ্য দিয়ে, যেখানে বড়দিনের মূল বার্তা—শান্তি, আশা, সৌহার্দ্য ও মানবতার কথা তুলে ধরা হয়। আবাসিক ও ডে-স্কলার সদস্য, কর্মী, স্বেচ্ছাসেবী ও অতিথিদের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও তাৎপর্যপূর্ণ ও আনন্দময়।
গান, নৃত্য, স্কিট এবং যীশুখ্রিষ্টের জন্মকাহিনী অবলম্বনে নাট্য পরিবেশনার মাধ্যমে বড়দিনের ভাবনা তুলে ধরেন আশা নিকেতনের কোর মেম্বার ও সহকারীরা। প্রত্যেকটি পরিবেশনার মধ্যেই ফুটে ওঠে তাদের প্রতিভা, সক্ষমতা এবং উচ্ছ্বাস।
এদিন সেন্ট ভিনসেন্ট স্কুল, লরেটো কনভেন্ট ও আসানসোল গার্লস’ কলেজের ছাত্রছাত্রীরাও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে অংশ নেন। তাদের উপস্থিতি ও সহযোগিতায় উৎসবের আবহ হয়ে ওঠে আরও বর্ণময় এবং বন্ধুত্ব, শ্রদ্ধা ও অন্তর্ভুক্তির সম্পর্ক আরও মজবুত হয়।
অনুষ্ঠানে সান্তা ক্লজের আগমন শিশু ও উপস্থিত সবার মুখে এনে দেয় হাসি ও উচ্ছ্বাস। শেষে বড়দিনের কেক কাটা এবং সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে। মানবতা, ভালোবাসা, গ্রহণযোগ্যতা ও পারস্পরিক বন্ধনের বার্তা আরও একবার স্মরণ করিয়ে দেয় এই অনুষ্ঠান।
আশা নিকেতন আসানসোল পক্ষ থেকে উপস্থিত স্কুল, স্বেচ্ছাসেবী, শুভানুধ্যায়ী, বন্ধু এবং সমর্থকদের আন্তরিক ধন্যবাদ জানানো হয়, যারা এই বড়দিন উদযাপনকে স্মরণীয় ও সফল করে