23/06/2025
তুমি কি জানো একটা মেয়ে গভীর প্রেমের খোলস ভেঁঙ্গে কখনও ভূলে যেতে পারে তার প্রিয় মানুষটাকে ?
হ্যা পারে মেয়েরা ভীষণ মায়াবতী কিন্তু একবার
তার অহমে আঘাত করে দেখো , দেখবে তুমি অন্য কাউকে দেখছো ।যে মেয়েটা তোমার জন্য প্রতিটা রাত জেগে থাকতো সেই মেয়েটা তোমাকে ভূলে দিব্যি ঘুমাতে পারে ।তোমার জন্য দুহাত তুলে সৃষ্টি কর্তার কাছে যে মেয়ে প্রার্থনায় পরে থাকতো , সে মেয়েই তোমাকে হীন তার জীবন পার করে দিতে পারে । মেয়েদের বড় চুলের মত সম্পর্ক গুলো যত্নে খোপার মত তুলে রাখে । একবার তাদের মনের ভিতরে কোন কিছু কঠিন ভাবে আঁচড় লাগলে সে চুলের খোপার মতই খুলে ছেড়ে দিতে পারে ।
তার পিরিয়ডের যন্ত্রনা বয়ে দিব্যি যেমন হাসি মুখে ঘুরে বেড়ায় , প্রতিটা কাজ সহজ ভাবে করে তেমনি ভালোবাসায় যদি মুখ ফিরিয়ে নেয় একবার তুমি হীন , যন্ত্রনা পুষে হলেও তার জীবন পার করে দেয় ।তারা একবুক যন্ত্রনা নিয়ে সংসার করে ,নিজ পছন্দের মানুষকে ছেড়ে , বিবাহিত জীবনে খাতিরে অন্য পুরুষের জন্য নিজেকে শপে দেয় ,তেমনি সামান্য কথার আঘাতে তোমার প্রতি অসীম ভালোবাসা থাকলেও তোমাকে যখন তখন ত্যাগ করতেও জানে ।
মায়ায় ভালোবেসে মেয়েরা সব পারে , একটা মেয়ের মায়া পাবার ভাগ্য সব ছেলেদের হয় না । যে মেয়ে তোমাকে মায়া করে ভালোবাসবে , সে তোমার সমস্ত অপরাধ মাফ করে দিবে , কিন্তু তার মনে একবার কোন কথা লেগে গেলে , তার ভালোবাসা ঘৃনায় রূপান্তর হবে । তার ঘৃনা পাওয়ার মত হতভাগা হইয়ো না সে ঘৃনার দাগ বড় কালশীটে , দগদগে কালো , সমস্ত তোমার ভালবাসায় ও সেই দাগ রিমুভ হবে না । তুমি আমরন তার অনুশোচনায় ভূগবে কিন্তু তারপর তোমার ক্ষমা হবে না ।তাই সে ঘৃনার ভার কখনও নিয়ো না ।🥀