09/01/2026
অশোকনগরের ফুটবল জগতের নক্ষত্রপতন, প্রয়াত বিশ্বনাথ বসু মল্লিক
প্রদীপ ব্যানার্জি, অশোকনগর:
অশোকনগরের ফুটবল জগতের অন্যতম কারিগর, বিশিষ্ট প্রশিক্ষক ও সংগঠক বিশ্বনাথ বসু মল্লিক আজ পরলোক গমন করেছেন। অশোকনগরের ফুটবল ময়দানে ‘বিশ্বনাথ দা’ নামেই যিনি সকলের কাছে সুপরিচিত ছিলেন, তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়াপ্রেমী মহল।
নিরহংকারী ও নির্লোভ ব্যক্তিত্বের অধিকারী বিশ্বনাথ বাবু আজকের সময়ে বিরল এক মানুষ ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠার সঙ্গে তরুণ ফুটবলারদের সঠিক পথে পরিচালিত করেছেন। তাঁর প্রশিক্ষণ কেন্দ্র থেকে উঠে আসা বহু প্রতিভাবান ফুটবলার কলকাতার বিভিন্ন নামী ক্লাবে খেলেছেন এবং রাজ্য ও দেশস্তরে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।
বিশ্বনাথ বাবুর অকাল প্রয়াণে অশোকনগরের ফুটবলপ্রেমীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বর্তমান ও প্রাক্তন বহু ফুটবলার, ক্রীড়া সংগঠক ও শুভানুধ্যায়ীরা তাঁদের প্রিয় স্যারের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন। ফুটবল জগত হারাল এক নিবেদিতপ্রাণ অভিভাবককে।