Unnoyoner Barta

Unnoyoner Barta উন্নয়নের বার্তা একটি বাংলা সংবাদপত্র
Fortnightly Newspaper
(online digital media)

অশোকনগরের ফুটবল জগতের নক্ষত্রপতন, প্রয়াত বিশ্বনাথ বসু মল্লিকপ্রদীপ ব্যানার্জি, অশোকনগর: অশোকনগরের ফুটবল জগতের অন্যতম কার...
09/01/2026

অশোকনগরের ফুটবল জগতের নক্ষত্রপতন, প্রয়াত বিশ্বনাথ বসু মল্লিক

প্রদীপ ব্যানার্জি, অশোকনগর:

অশোকনগরের ফুটবল জগতের অন্যতম কারিগর, বিশিষ্ট প্রশিক্ষক ও সংগঠক বিশ্বনাথ বসু মল্লিক আজ পরলোক গমন করেছেন। অশোকনগরের ফুটবল ময়দানে ‘বিশ্বনাথ দা’ নামেই যিনি সকলের কাছে সুপরিচিত ছিলেন, তাঁর প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়াপ্রেমী মহল।
নিরহংকারী ও নির্লোভ ব্যক্তিত্বের অধিকারী বিশ্বনাথ বাবু আজকের সময়ে বিরল এক মানুষ ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠার সঙ্গে তরুণ ফুটবলারদের সঠিক পথে পরিচালিত করেছেন। তাঁর প্রশিক্ষণ কেন্দ্র থেকে উঠে আসা বহু প্রতিভাবান ফুটবলার কলকাতার বিভিন্ন নামী ক্লাবে খেলেছেন এবং রাজ্য ও দেশস্তরে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন।
বিশ্বনাথ বাবুর অকাল প্রয়াণে অশোকনগরের ফুটবলপ্রেমীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বর্তমান ও প্রাক্তন বহু ফুটবলার, ক্রীড়া সংগঠক ও শুভানুধ্যায়ীরা তাঁদের প্রিয় স্যারের মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন। ফুটবল জগত হারাল এক নিবেদিতপ্রাণ অভিভাবককে।

09/01/2026

শুভ উদ্বোধন হল অশোকনগরে স্বনির্ভর গোষ্ঠীর ৫ তম জেলা সৃষ্টিশ্রী মেলা ।

08/01/2026

পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে বারাসাত জেলা পুলিশের উদ্যোগে অশোকনগরে ট্রাফিক গার্ডের নতুন অফিসের উদ্বোধন হলো। উদ্বোধন করলেন বারাসাত জেলা পুলিশের পুলিশ সুপার প্রতীক্ষা ঝাড়খড়িয়া আই পি এস।

পৌষের শেষ বেলায় পারদ নামতেই শীতের দাপটে কাবু গোটা বঙ্গ। উত্তর থেকে দক্ষিণ—সবখানেই হাড়কাঁপানো ঠান্ডা। রাস্তার পাশে আগুন...
06/01/2026

পৌষের শেষ বেলায় পারদ নামতেই শীতের দাপটে কাবু গোটা বঙ্গ। উত্তর থেকে দক্ষিণ—সবখানেই হাড়কাঁপানো ঠান্ডা। রাস্তার পাশে আগুন জ্বালিয়ে শরীর গরম করছেন পথচলতি মানুষজন। এমনই চিত্র ধরা পড়ল অশোকনগরের কাঁকপুল ১৯ নম্বর এলাকায়।

লোকসংগীতের আড্ডায় অশোকনগর প্রেস ক্লাবে নতুন বছরের উদযাপন। রিপোর্ট- প্রদীপ ব্যানার্জি অশোকনগর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায...
01/01/2026

লোকসংগীতের আড্ডায় অশোকনগর প্রেস ক্লাবে নতুন বছরের উদযাপন।
রিপোর্ট- প্রদীপ ব্যানার্জি

অশোকনগর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় লোকসংগীতের আড্ডায় উদযাপিত হলো ইংরেজি নতুন বছর। পয়লা জানুয়ারি বৃহস্পতিবার অশোকনগর প্রেস ক্লাবের পুলিন কৃষ্ণ দাস মুক্ত মঞ্চে কথায় ও গানে নতুন বছরের সূচনা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালন ফকিরের অনুগামী ফকির গ্রাম নদিয়ার গোরভাঙ্গার বিশিষ্ট লোকশিল্পীরা।
লোকগানের আসরে অংশ নেন লোকশিল্পী খইবর ফকির, ঝড়ু ফকির, ওহিদুল ফকির, ইরাক ফকির, জয়নাল ফকির,পরেশ দত্ত,নূর ইসলাম সহ অন্যান্য শিল্পীরা। লালন দর্শন ও মানবিক চেতনার গান পরিবেশনের মধ্য দিয়ে শ্রোতাদের মুগ্ধ করেন শিল্পীরা। প্রেস ক্লাবের পক্ষ থেকে শিল্পীদের স্মারক দিয়ে সন্মানিত করা হয়।
বর্ষিয়ান শিল্পী খইবর ফকির সাম্প্রতিক বাংলাদেশে বাউল সমাজের উপর আক্রমণের তীব্র নিন্দা করেন এবং তিনি বলেন সঙ্গীতের কোন জাত-পাত, রাজনীতির রং হয় না।
আয়োজকরা জানান লোকসংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই ধরনের আড্ডার আয়োজন। নতুন বছরের শুরুতে এমন সাংস্কৃতিক মিলনমেলা বিশেষ তাৎপর্য বহন করে।

01/01/2026

🔴গানে গানে নতুন বছরকে স্বাগত অশোকনগর প্রেসক্লাবের।

31/12/2025

শৃঙ্খলার পোশাকে সুরের জাদু—৭০তম বানিপুর লোক উৎসবে পুলিশ ব্যান্ড।”

31/12/2025

বারাসাত পুলিশ ডিস্টিকের উদ্যোগে এবারে ৭০তম বানিপুর লোক উৎসবে পুলিশ ব্যান্ড।

Mela

31/12/2025
27/12/2025

৭০ তম বর্ষ বানীপুর লোকউৎসব ২০২৬

27/12/2025

বর্ণাঢ্য শোভাযাত্রায় সূচনা ৭০তম বাণীপুর লোক সংস্কৃতি উৎসবের, মেলায় কড়া নিরাপত্তা ব্যবস্থার ঘোষণা
রিপোর্ট -প্রদীপ ব্যানার্জি

হাবড়ার বাণীপুরে শুরু হলো ৭০তম লোক সংস্কৃতি উৎসব। শনিবার, ২৭ ডিসেম্বর এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এবছরের উৎসবের শুভ সূচনা হয়। উদ্বোধন অনুষ্ঠানের প্রাক্কালে বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার প্রতীক্ষা ঝারকারিয়া বানিপুর মেলা মাঠে একটি পুলিশ বুথের উদ্বোধন করেন। এরপর হাবড়া থানার ব্যবস্থাপনায় বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে তিনি এক সাংবাদিক সম্মেলনে অংশ নেন।প্রেস কনফারেন্সে পুলিশ সুপার মেলায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
পুলিশ সুপার জানান, উৎসব চলাকালীন পর্যাপ্ত সংখ্যক পুলিশ কর্মী মোতায়েন থাকবে এবং গোটা মেলা প্রাঙ্গণ ও সংলগ্ন এলাকায় সিসি ক্যামেরার মাধ্যমে কড়া নজরদারি চালানো হবে। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান।
তিনি আরও বলেন, আগামী ২৮ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত মূল মঞ্চে পুলিশের পক্ষ থেকে একাধিক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এর মধ্যে থাকছে স্বয়ংসিদ্ধা ও ডিজিটাল অ্যারেস্ট সংক্রান্ত সচেতনতা কর্মসূচি, কুইজ প্রতিযোগিতা, ‘সেফ ড্রাইভ সেইভ লাইফ’ বিষয়ক বসে আঁকো প্রতিযোগিতা।
এছাড়াও দর্শকদের আকর্ষণের জন্য থাকছে পুলিশ ব্যান্ডের পরিবেশনা, হাবড়া পুলিশের পক্ষ থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠান, তেজস্বিনী কর্মসূচি এবং বিশেষভাবে সোশ্যাল মিডিয়া ও সাইবার অপরাধ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে সচেতনতামূলক আলোচনা।
লোকসংস্কৃতি, ঐতিহ্য ও সামাজিক সচেতনতার মেলবন্ধনে এবছরের বাণীপুর লোক সংস্কৃতি উৎসব নতুন মাত্রা পাবে বলেই আশাবাদী আয়োজক ও প্রশাসন।

Address

Ashoknagar Kalyangarh
743272

Alerts

Be the first to know and let us send you an email when Unnoyoner Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Unnoyoner Barta:

Share