Unnoyoner Barta

  • Home
  • Unnoyoner Barta

Unnoyoner Barta উন্নয়নের বার্তা একটি বাংলা সংবাদপত্র
Fortnightly Newspaper
(online digital media)

13/08/2025

উত্তর ২৪ পরগনা জেলার হাবরা জয়গাছি কানারা ব্যাংকের সামনের দোকানে ভয়াবহ আগুন।

09/08/2025

অশোকনগরে পুরোহিত সমিতির উদ্যোগে রাখি বন্ধন উৎসব উদযাপন, সম্প্রীতির বার্তা ছড়ালেন সদস্যরা

আজ সারা দেশজুড়ে যেমন পালন করা হচ্ছে পবিত্র রাখি বন্ধন উৎসব, ঠিক তেমনি উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরেও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো এই দিনটি। অশোকনগর কল্যাণগড় পুরোহিত চেতনা কল্যাণ সমিতি–র সদস্যরা এদিন এক অভিনব উদ্যোগ নেন।

সমিতির সদস্যরা বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে পথ চলতি সাধারণ মানুষের হাতে রাখি পরিয়ে দেন এবং সকলকে মিষ্টিমুখ করান। এতে যেমন সম্প্রীতির বার্তা ছড়িয়েছে, তেমনি ধর্মীয় ও সামাজিক ঐক্যেরও প্রতিফলন ঘটেছে।

সমিতির অন্যতম সদস্য কিশোর ভট্টাচার্য জানান, “সমাজে সৌহার্দ্য ও একতার বার্তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই উদ্যোগ। আমরা চাই সবাই মিলেমিশে থাকুক, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন একে অপরের পাশে থাকে।” এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।

ইস্টবেঙ্গল ক্লাবের ১০৬তম প্রতিষ্ঠা দিবসে অশোকনগরের কার্তিক ইন্দুকে “প্রতুল চক্রবর্তী মেমোরিয়াল রেফারি সম্মান” প্রদানপ্র...
01/08/2025

ইস্টবেঙ্গল ক্লাবের ১০৬তম প্রতিষ্ঠা দিবসে অশোকনগরের কার্তিক ইন্দুকে “প্রতুল চক্রবর্তী মেমোরিয়াল রেফারি সম্মান” প্রদান

প্রদীপ ব্যানার্জি :১লা আগস্ট, ২০২৫ – ইস্টবেঙ্গল ক্লাবের ১০৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রদান করা হলো “প্রতুল চক্রবর্তী মেমোরিয়াল রেফারি সম্মান”। এই গর্বজনক সম্মান লাভ করেন অশোকনগরের বিশিষ্ট ক্রীড়াব্যক্তিত্ব এবং অশোকনগর প্রেসক্লাবের সম্মানীয় সদস্য মাননীয় কার্তিক ইন্দু মহাশয়।

কার্তিক বাবু দীর্ঘদিন ধরে রেফারি হিসেবে কলকাতা ও ভারতের বিভিন্ন প্রান্তে বহু গুরুত্বপূর্ণ এবং হাই-প্রোফাইল ফুটবল ম্যাচ পরিচালনা করে আসছেন। তার বিচক্ষণতা, নিষ্ঠা এবং পেশাদারিত্ব ফুটবল জগতে তাঁকে এনে দিয়েছে অগণিত সম্মান ও শ্রদ্ধা।

কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ইস্টবেঙ্গল আজকের এই দিনে তাঁর অবদানের স্বীকৃতি স্বরূপ তাঁকে এই সম্মানে ভূষিত করে, যা নিঃসন্দেহে অশোকনগরের ক্রীড়া সমাজের জন্য গর্বের বিষয়।

01/08/2025

যদি কোনদিন সুযোগ পাই,সুদে আসলে পুষিয়ে দেব ইস্টবেঙ্গল ক্লাবের এই সম্মান-সঞ্জয় সেন।
barta sports news

প্রথাগত রীতি মেনে প্রতি বছরের মতো এবছরও ১ আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। এই বছর ক্লাবের ১০৬ তম প্র...
01/08/2025

প্রথাগত রীতি মেনে প্রতি বছরের মতো এবছরও ১ আগস্ট ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠা দিবস পালিত হচ্ছে। এই বছর ক্লাবের ১০৬ তম প্রতিষ্ঠা দিবস। এই উপলক্ষ্যে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখবার প্রয়াস নেওয়া হয়েছে। সকাল ১১.৩০ ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে প্রধান প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরী, শৈলেশ বসু, নশা সেনের প্রতিকৃতিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলন করেন ক্লাব সভাপতি, সাধারণ সচিব, ক্লাবের কার্যকরী সমিতির সকল সদস্য, প্রাক্তন খেলোয়াড়গণ, ইস্টবেঙ্গল ফুটবল স্কুলের শিক্ষার্থীরা I এর পরে ক্লাব তাঁবুতে সকলে মিলে ক্লাব পতাকা উত্তোলন করেন । ইস্টবেঙ্গল ফুটবল স্কুলের শিক্ষার্থীদের ও প্রাক্তন খেলোয়াড়দের নিয়ে ক্লাব সভাপতি এবং ক্লাবের কর্মকর্তাগণ ক্লাব মাঠে শতাধিক লাল হলুদ বেলুন উড়িয়ে প্রতিষ্ঠা দিবসকে আরও প্রাণবন্ত করে তোলেন I তাঁবুতে ক্লাবের কার্যকরী সমিতি, প্রাক্তন খেলোয়াড়, সদস্য, সমর্থকদের উপস্থিতিতে ১০৬ বছরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে কেক কাটা হয় I

barta sports news

01/08/2025

Lokenath Brahmachari,s 295 th Birth Anniversary Celebration a Press Conference

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দুর্গাপুজো কমিটি পাবে আরো ২৫ হাজার টাকা করে।।
31/07/2025

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দুর্গাপুজো কমিটি পাবে আরো ২৫ হাজার টাকা করে।।

পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস কলকাতা বিমানবন্দরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানান।
30/07/2025

পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস কলকাতা বিমানবন্দরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে স্বাগত জানান।

অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অমর একাদশের মনমোহন মুখার্জীর পৌত্র নিখিল মুখার্জীর হাত থেকে ২০২৪-২৫ মরশুমের সেরা তরু...
30/07/2025

অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অমর একাদশের মনমোহন মুখার্জীর পৌত্র নিখিল মুখার্জীর হাত থেকে ২০২৪-২৫ মরশুমের সেরা তরুণ ফুটবলারের খেতাব গ্রহণ করলেন দীপ্পেন্দু বিশ্বাস।

Mohun Bagan Super Giant Mohun Bagan

#

29/07/2025

Address


Alerts

Be the first to know and let us send you an email when Unnoyoner Barta posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Unnoyoner Barta:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Business
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share