
11/08/2025
📢 গাজায় আল জাজিরার পাঁচ সাংবাদিককে হত্যার নিন্দা
গাজায় ইসরায়েলি বাহিনীর ‘পরিকল্পিত টার্গেট হামলায়’ প্রাণ হারালেন আল জাজিরার সাহসী সাংবাদিক আনাস আল শরীফ, মোহাম্মদ কুরাইকা, ইব্রাহিম আল জাহের ও মোহাম্মদ নুফাল। 💔
আল জাজিরা জানিয়েছে, গাজার আল-শিফা মেডিকেল কমপ্লেক্সের বিপরীতে তাঁবুতে অবস্থানকালে তাঁদের লক্ষ্য করে সরাসরি হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এটি কেবল সাংবাদিকদের হত্যা নয়—এটি সত্যকে নীরব করার ঘৃণ্য প্রচেষ্টা।
২২ মাস ধরে অবরুদ্ধ গাজা থেকে আনাস ও তাঁর সহকর্মীরা ক্ষুধা, দুঃখ ও মৃত্যুর ভেতর থেকেও বিশ্বের সামনে তুলে ধরেছেন প্রকৃত পরিস্থিতি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রবেশ নিষিদ্ধ থাকলেও তাঁরা থেকে গিয়েছিলেন, শুধু সত্যের জন্য।
আল জাজিরা আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে— ✊ চলমান গণহত্যা বন্ধ করুন ✊ সাংবাদিকদের ওপর হামলা বন্ধ করুন ✊ অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনুন