01/08/2025
বিশেষ অনুষ্ঠান ২০২৫ l বৈকারা হিফজুল কোরআন ও রহমানিয়া হাই মাদ্রাসার ৪৩তম প্রতিষ্ঠা দিবস
📌 বৈকারা আদর্শ হিফজুল কোরআন ও রহমানিয়া হাই মাদ্রাসার ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 🎉
আলহামদুলিল্লাহ! দ্বীনি শিক্ষা ও হিফজুল কোরআনের খেদমতে নিয়োজিত বৈকারা আদর্শ হিফজুল কোরআন ও রহমানিয়া হাই মাদ্রাসা আজ পূর্ণ করলো তার গৌরবময় ৪৩ বছর।
এই দীর্ঘ সময়ে প্রতিষ্ঠানটি অসংখ্য হাফেজ, আলেম ও নৈতিক চরিত্রবান মানুষ গড়ে তুলেছে, যারা দেশ-বিদেশে দ্বীনের খেদমতে নিয়োজিত আছেন।
১লা আগস্ট ২০২৫ সাল আজ ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে নানা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আয়োজনে ছিল—
✅ কুরআন তিলাওয়াত
✅ হামদ, নাত
✅ বিশেষ দোয়া মাহফিল
উপস্থিত ছিলেন স্থানীয় আলেম-উলামা, গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও এলাকাবাসী।
সকলেই মাদ্রাসার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতেও পাশে থাকার অঙ্গীকার করেন।
🎙️ মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল মুকিত সাহেব জানান—
"এই প্রতিষ্ঠান শুধুই একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, বরং একটি দ্বীনি আন্দোলনের অংশ। আমরা আগামী প্রজন্মকে কুরআন ও সুন্নাহর আলোয় গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।"
📚 প্রতিষ্ঠানটির হিফজ, নাজেরা ও হাই মাদ্রাসা বিভাগ সমূহে বর্তমানে অসংখ্য শিক্ষার্থী অধ্যয়নরত। ভবিষ্যতে আরও আধুনিক ও মানসম্পন্ন শিক্ষাব্যবস্থা চালু করার পরিকল্পনাও রয়েছে।
🤲 মহান আল্লাহর দরবারে আমরা দোয়া করি—এই মাদ্রাসা যেন যুগে যুগে ইসলামী শিক্ষার বাতিঘর হয়ে সমাজকে আলোকিত করে যায়।
#বৈকারা_মাদ্রাসা #হিফজুল_কোরআন #আলিম #দ্বীন #বৈকারা_মাদ্রাসা
#হিফজুল_কোরআন
#প্রতিষ্ঠাবার্ষিকী
#ইসলামিক_অনুষ্ঠান
#রহমানিয়া_হাই_মাদ্রাসা