11/02/2023
শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের আবির্ভাব তিথির প্রস্তুতি!
" ব্যাসপূজার দিন প্রতিবছর শ্রীল এ. সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ ব্যাসাসনে শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের চিত্রপট রাখতেন। ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর জগন্নাথ পুরীতে আবির্ভূত হন। গৌড়ীয় বৈষ্ণবদের জন্যে ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বেশ কিছু মূলনীতি প্রতিষ্ঠা করেন, যেমন যাঁরা জন্মগতভাবে ব্রাহ্মণ নন, এমন ভক্তিযোগ অনুশীলনকারী বৈষ্ণবদের ব্রাহ্মণ দীক্ষা প্রদান। যদি এটি করা না হত, আমরা বিশ্বব্যাপী বিগ্রহ অর্চনার সুযোগ কিভাবে পেতাম? তদ্রূপ, তিনি চিন্ময় সাহিত্যসমূহ মুদ্রণ এবং প্রচারে জোর প্রদান করেছেন, যা পরবর্তীতে অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ গ্রহণ করেছেন। ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কৃষ্ণভাবনামৃত প্রচারের জন্যে এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদকে পাশ্চাত্যে প্রেরণ করেছিলেন, এবং বলেছিলেন, এই কার্য শ্রীল প্রভুপাদ এবং যারা যারা তাঁকে সাহায্য করবেন, তাঁদের মঙ্গলসাধন করবে। ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর নবদ্বীপ মণ্ডল পরিক্রমা পরিচালনা করেছিলেন, যা পরবর্তীতে ভক্তিবেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ বিস্তার সাধন করেছেন।
শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতীর বিপুল বৈপ্লবিক অর্জনের কেবল সামান্য অংশবিশেষ এগুলো। ওঁ বিষ্ণুপাদ পরমহংস অষ্টোরশত শ্রী শ্রীমৎ ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদের মহিমান্বিত আবির্ভার তিথি উদযাপনের জন্যে আমাদের মানসিক এবং পারমার্থিকভাবে প্রস্তুতি গ্রহণ করা উচিত।"
আপনাদের নিত্য শুভেচ্ছক,
জয়পতাকা স্বামী।
৪ঠা ফেব্রুয়ারি, ২০১৮