
05/05/2025
কবিতা এখন পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক চিত্র মিশ্র মহাশয়ের নতুন কবিতার বই "প্রাণের উজান বাওয়া গান"-- প্রকাশিত হলো বাগনানে বসুধৈব উৎসপ্রান আয়োজিত মাসিক সাহিত্যাড্ডায়, -- ৪ঠা মে । উপস্থিত ছিলেন বাগনান ও উলুবেড়িয়া অঞ্চলের বিশিষ্ট কবি, সাহিত্যিকরা।