Kobita ekhon

Kobita ekhon Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kobita ekhon, Book & Magazine Distributor, bagnan, Bagnan.

কবিতা এখন পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক চিত্র মিশ্র মহাশয়ের নতুন কবিতার বই "প্রাণের উজান বাওয়া গান"-- প্রকাশিত হলো বা...
05/05/2025

কবিতা এখন পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক চিত্র মিশ্র মহাশয়ের নতুন কবিতার বই "প্রাণের উজান বাওয়া গান"-- প্রকাশিত হলো বাগনানে বসুধৈব উৎসপ্রান আয়োজিত মাসিক সাহিত্যাড্ডায়, -- ৪ঠা মে । উপস্থিত ছিলেন বাগনান ও উলুবেড়িয়া অঞ্চলের বিশিষ্ট কবি, সাহিত্যিকরা।

23/03/2025

কবিতা এখনের পাতায় কবি বিশ্বজিৎ চন্দের -
বঙ্গ ব্যঞ্জনা

অধিনায়ক নয়, আমি একজন সর্বাধিনায়িকা খুঁজছি - যিনি টেমসের তীরে বসে নির্মম হাতে হাপর টেনে টেনে হারমোনিয়াম বাজাবেন।

বেলগাছিয়ার ধসের ওপর বসে আছে চার মন্ত্রীর কোর গ্রুপ, ওরা তাস খেলছে তিন পাত্তি।

দেউচা পাচামির পচা শামুকে পা কেটেছে কেষ্ট ঠাকুরের, সাম্প্রদায়িক সম্প্রীতির কাজল পরিয়ে দিয়েছে নানুর শেখ।

দিলু দা মর্নিং ওয়াক করতে বেরিয়ে খিস্তি করেছেন আর বেটিদের বাঁচিয়েছেন পড়িয়েছেন। উনি মেজাজী ছাপ মার্কা গেঞ্জী পরেন।

চ্যাং দোলা অধিকারী আর ঠুসে দেওয়া কবীরদের কীর্তনের কাওয়ালি সংস্করণ দৈনিক কাগজে বেরোচ্ছে।

লোকটা বিচার চাইতে গিয়ে খাটের তলায় গাদা গাদা টাকা দেখে হিসি করে ফেলেছে।

"দাদা আমি বাঁচতে চাই" বলতে বলতে সব তারা গুলো মেঘে ঢেকে গেছে।

নীলকন্ঠ পাখি বেঁচে থাকলে ওই ভারসাম্যহীন বাঙালীটার দিকে চেয়ে আলবাত বলে উঠতো.......

গ্যাতচোরেৎশালা

কবিতা এখন প্রকাশিত হলো। তপন কর আঁকা প্রচ্ছদ, বিশ্ব কবিতা দিবস 2025 উপলক্ষে চিত্ত মিশ্র মহাশয়ের সম্পাদনায়, বাগনান থেকে ...
21/03/2025

কবিতা এখন প্রকাশিত হলো। তপন কর আঁকা প্রচ্ছদ, বিশ্ব কবিতা দিবস 2025 উপলক্ষে চিত্ত মিশ্র মহাশয়ের সম্পাদনায়, বাগনান থেকে প্রকাশিত একমাত্র কবিতার পত্রিকা, কবিতা শুধু কবিতায় যা পরিপূর্ণ।

কবিতা এখন জানুয়ারি ২০২৫প্রচ্ছদে তপন কর মহাশয়
12/03/2025

কবিতা এখন জানুয়ারি ২০২৫
প্রচ্ছদে তপন কর মহাশয়

08/01/2024

এবছরের প্রথম কবিতা এখন জানুয়ারি মাসে প্রকাশিত হলো

কবিতা এখন পত্রিকা জানুয়ারি ২০২৪
07/01/2024

কবিতা এখন পত্রিকা জানুয়ারি ২০২৪

এই শিরোনামে বিভিন্ন কবির  কবিতা প্রকাশিত হবে। হোয়াটসঅ্যাপে বা ইমেল করুন।
30/08/2023

এই শিরোনামে বিভিন্ন কবির কবিতা প্রকাশিত হবে। হোয়াটসঅ্যাপে বা ইমেল করুন।

কবিতাএখন পত্রিকার সম্পাদক মহাশয়ের একটি নিজস্ব    ।   #আমার_প্রতিবেদন@চিত্ত মিশ্র ।। জাতীয় সাহিত্য আকাদেমি যুব পুরস্কার...
28/06/2023

কবিতাএখন পত্রিকার সম্পাদক মহাশয়ের একটি নিজস্ব । #আমার_প্রতিবেদন@চিত্ত মিশ্র

।। জাতীয় সাহিত্য আকাদেমি যুব পুরস্কার পেলেন হামিরউদ্দিন ।।

পেশার তাগিদে কখনও ভিন রাজ্যে রাজমিস্ত্রীর শ্রমিক হিসাবে কাজে গিয়েছেন ভিন রাজ্যে। আবার | কখনও হাটে হাটে মনোহারী সামগ্রী বিক্রি করেন। তবে এখন আপাতত বাবার সঙ্গে কৃষিকাজ করেন। তবুও লিখতে ভোলেন না বাঁকুড়ার সোনামুখী থানার রূপপাল গ্রামের বাসিন্দা হানিফ মিদ্যা ও আজমিরা | বিবির সন্তান হামিরউদ্দিন মিদ্যা। মাঠঘাট-নদী, কৃষিকাজ, গ্রাম্যজীবনই তাঁর লেখার মূল বিষয়। তাঁর লেখায় উঠে আসে সমাজের অবহেলিত মানুষের কথা। সেই লেখায় হামিরউদ্দিন মিদ্যাকে এনে দিল দেশের সাহিত্যের সেরার সম্মান। মাত্র ২৬ বছর বয়সে হামিরউদ্দিন মিদ্যা পেলেন জাতীয় সাহিত্য আকাদেমি যুব পুরস্কার শুক্রবারই আকাদেমির পক্ষ থেকে হামিরউদ্দিনের নাম ঘোষণা করা হয়। তিনি "মাঠরাখা' গল্পগ্রন্থটির জন্যই সাহিত্য আকাদেমি যুব পুরস্কার পাচ্ছেন। গল্পগ্রন্থে মোট ১৮টি গল্প রয়েছে। বইটি সোপান' প্রকাশনা থেকে 2022 সালের কলকাতা বইমেলায় প্রকাশিত হয়। 'মাঠরাখা' বইটি ২০২২ সালে বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে ইলা চন্দ স্মৃতি পুরস্কার' ও কৃত্তিবাস থেকে 'সন্দীপন প্রকাশিত হয়েছে। চট্টোপাধ্যায় সম্মাননা' পায়।

'আজরাইলের ডাক' নামে প্রথম গল্পগ্রন্থ ২০১৮ সালে প্রকাশিত হয়। তারপর ২০১৯, ২০২১ ও ২০ সালে মনোনয়ন পায়। তবে এ বছর তাঁর মাঠরাখা' বইটি সেরা মনোনীত হয়েছে। জানা গেছে, সাহিত্য আকাদেমি দেশের কুড়িটি ভাষায় কুড়িজন সাহিত্যিকের নাম বেছে নিয়েছেন। বাংলা ভাষায় হামিরউদ্দিনের লেখা গল্পগ্রন্থটি সেরা বিবেচিত হয়েছে। হামিরউদ্দিনের প্রথম গল্প 'লগ্নঊষা' পত্রিকায় প্রকাশিত হয়। এ ছাড়া রাজ্যের প্রায় সবক'টি দৈনিক পত্রিকা ও শারদ সংখ্যায় তাঁর লেখা প্রকাশিত হয়। তাঁর লেখা আজরাইলের ডাক গল্পটি 'দ্য অন্তনিম' নামে একটি ম্যাগাজিনে ইংরেজিতে অনুবাদ হয়। পরে এই গল্পটিই ইতালির 'দ্য ড্রিম মেচিন' ম্যাগাজিনে প্রকাশিত।
সংগৃহীত

সম্পাদক চিত্ত মিশ্রের গবেষণা মূলক বই
28/06/2023

সম্পাদক চিত্ত মিশ্রের গবেষণা মূলক বই

কবিতা এখন পত্রিকার সম্পাদক চিত্ত মিশ্র যে বহুমুখী প্রতিভার অধিকারী তা আর বলার অপেক্ষা কিসের। তিনি সম্পাদনার পাশাপাশি “উল...
19/04/2023

কবিতা এখন পত্রিকার সম্পাদক চিত্ত মিশ্র যে বহুমুখী প্রতিভার অধিকারী তা আর বলার অপেক্ষা কিসের। তিনি সম্পাদনার পাশাপাশি “উলুবেড়িয়া টুডে" পত্রিকায় কৃতি কথা বিভাগে নিয়মিত একটি করে কলাম লেখেন। তার এবারের কলামে পাওযা গেল বিভূতি ভূষন নন্দী(১৯৭১- ১৯৭২)-র খোঁজ।

সম্পাদক চিত্ত মিশ্র সাথে কবি অম্লান সাঁতরা মহাশয়কবিতা এখন পত্রিকা একটি সংখ্যা প্রকাশের আগের মূহূর্ত।
16/03/2023

সম্পাদক চিত্ত মিশ্র
সাথে কবি অম্লান সাঁতরা মহাশয়

কবিতা এখন পত্রিকা একটি সংখ্যা প্রকাশের আগের মূহূর্ত।

Address

Bagnan
Bagnan

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kobita ekhon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kobita ekhon:

Share