
09/05/2024
মা' শব্দটা অতি ক্ষুদ্র হলেও, 'মা' শব্দের অর্থের গভীরতা কিন্তু অপরিসীম। কথায় কথায় আমরা বলি মায়ের ঋণ কখনোই শোধ করা যায় না। তাই, বছরে শুধুমাত্র একটা দিন মাতৃ দিবস হলেও প্রতিটি দিনই এই দিবস পালন করা যায়। প্রত্যেক সন্তানের কাছে জীবনের প্রত্যেকটি স্তরে মায়ের চেয়ে বড় শিক্ষাগুরু, মায়ের চেয়ে বড় রক্ষাকর্তা দ্বিতীয় আর কেউ হয় না। happy mathers day ❤️🤗