Ulamaye Haque

Ulamaye Haque উলামায়ে দেওবন্দ”

নামক কাফেলাটি হলো সত্য ও সত্যের কেতনধারী। উপমহাদেশের মাটি ও মানুষ তাঁদের কাছে ঋণী।🇮🇳

মুফতী মাহফুজুল হক হাফিজাহুল্লাহ ছাত্রদেরকে প্রত্যেক ছুটিতে বাড়ি যাওয়ার আগে মূল্যবান কিছু নসীহত করতেন।আজ ও আগামীকাল অনে...
30/07/2025

মুফতী মাহফুজুল হক হাফিজাহুল্লাহ ছাত্রদেরকে প্রত্যেক ছুটিতে বাড়ি যাওয়ার আগে মূল্যবান কিছু নসীহত করতেন।

আজ ও আগামীকাল অনেক মাদরাসারই পরীক্ষা পরবর্তী ছুটি শুরু হচ্ছে। এ উপলক্ষে হুজুরের কয়েকটি নসীহত উল্লেখ করছি, কোনো তালিবে ইলম ভাই চাইলে আমলের চেষ্টা করতে পারেন।
আশা করি বহুত ফায়দা হবে।

১. বাড়ি যাওয়ার আগে অবশ্যই মাদরাসার সকল উস্তাযের -তুমি তাঁর কাছে পড় বা না পড়- সঙ্গে সাক্ষাৎ করে যাবে।

২. নিজের ব্যক্তিগত ও জামাতের সম্মিলিত আসবাবপত্র পরিচ্ছন্ন ও হেফাজত করে যাবে। বাড়ি থেকে এসে যেন কোনো আসবাব আবার কিনতে না হয়।

৩. বাড়ি যাওয়ার সময় পথে যেনো নামাজ কাযা না হয়, খুব খেয়াল রাখবে।

৪. বাড়ি যাওয়ার পর প্রথম সাক্ষাতে আব্বা আম্মাকে সালাম দিবে ও মোসাফাহা করবে।

৫. তোমার ছোট বেলার মকতবের উস্তায বা যারা প্রাইমারি পড়ে মাদরাসায় এসেছো, তাদের স্কুলের শিক্ষক কাছাকাছি জায়গায় থাকলে সময় করে তাদের সাথে সাক্ষাৎ করে দোয়া নিবে। স্কুলে কোনো হিন্দু শিক্ষকের কাছে পড়ে থাকলে তাঁর সাথেও সাক্ষাৎ করবে।

৬. পাঁচ ওয়াক্ত নামাজ মহল্লার মসজিদে আদায় করবে।

৭. এলাকায় কোনো আলেম উলামা থাকলে তাঁদের সাথেও সাক্ষাৎ করে দোয়া নিবে এবং সুযোগ থাকলে ইলামী ইস্তিফাদা করবে।

৮. তোমার চাল চলন ও আচার আচরণে যেন মাদরাসার বা আসাতিযার কোন বদনাম না হয়, এটা খুব খেয়াল রাখবে।

৯. মাদরাসা খোলার তারিখে নির্ধারিত সময়ের আগেই মাদরাসায় চলে আসবে এবং এসেই সর্বপ্রথম আবার সকল উস্তাযের সাথে সাক্ষাৎ করবে।

আজকাল তালিবে ইলমদের মাঝে এসব গুণ বিশেষ করে ৫, ৬ ও ৭ নম্বর বিষয়গুলো তেমন দেখা যায় না। অথচ কত গুরুত্বপূর্ণ নসীহত।

27/07/2025

#মুফতী_আরশাদ_সাহেব শিক্ষক পাঁশকুড়া মাদ্রাসা, কনকপুর

25/07/2025

ফিদায়ে মিল্লাত হজরত মাওলানা সৈয়দ আস'আদ মাদানী রহঃ এঁর বিশিষ্ট খলিফা, পশ্চিমবঙ্গ জমিয়ত উলামার দীর্ঘ ১২ বছরের সভাপতি, বিশিষ্ট বাগ্মী, বঙ্গ বিখ্যাত আলিমে দ্বীন, বীরভূম জেলার কৃতি সন্তান হজরত মাওলানা মুফতী দবীর হোসেন সাহেব রহঃ এঁর নামাজে জানাজায় লক্ষ লক্ষ মানুষের ঢল, হযরতের ইন্তেকালে আমরা একজন গুনীজন কে হারালাম।।

আল্লাহ্ তায়ালা হযরত কে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং সকলকে সবরে জামীল দান করুন, আমীন।।🤲🏻

25/07/2025

I got over 1,000 reactions on my posts last week! Thanks everyone for your support! 🎉

24/07/2025

বিশ্বের অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় গতকাল বাদ ঈশা ইবনে মাজাহ শরীফের খতম হয়েছে। মাসনাদে বসে আছেন উস্তাদে মুহতারাম মুফতি সালমান বিজনুরি নক্বসবন্দি হাফি:

22/07/2025

امیرُالھند جانشینِ شیخ الاسلام حضرتِ اقدس مولانا سید محمد ارشد صاحب مدنی دامت برکاتھم العالیہ ٬ صدر جمعیۃ علماء ھند وصدرالمدرسین واستاذِ حدیث دارالعلوم دیوبند کے بارے میں شیخ الحدیث حضرتِ اقدس مولانا ڈاکٹر منظور احمد مینگل صاحب دامت برکاتھم العالیہ کے قلبی تأثرات❤️🌹❤️🌹

21/07/2025

ফুলের মালা থেকে জুতোর মালা দেখাচ্ছে লোকে , পশ্চিমবঙ্গ রাজ্যের জমিয়ত উলামায়ে হিন্দ
সম্পাদক ক্বারী মাওলানা শামসুদ্দিন ক্বাসেমী

Siddiqullah Chowdhury

*গতকাল পূর্ব বর্ধমান জেলা জমিয়তে উলামার কর্মীসভা অনুষ্ঠিত হলো* ১৯ শে জুলাই ২০২৫, শনিবার পূর্ব বর্ধমানে মেমারি জামিয়া ক্য...
20/07/2025

*গতকাল পূর্ব বর্ধমান জেলা জমিয়তে উলামার কর্মীসভা অনুষ্ঠিত হলো*
১৯ শে জুলাই ২০২৫, শনিবার পূর্ব বর্ধমানে মেমারি জামিয়া ক্যাম্পাসে জমিয়তের এক জেলা কর্মীসভা অনুষ্ঠিত হলো। ঐ সভায় উপস্থিত ছিলেন খ্যাতনামা স্বাধীনতা সংগ্রামী শাইখুল ইসলাম জনাব হযরত মাওলানা সাইয়িদ হুসাইন আহমাদ মাদানী রহ. এঁর সুযোগ্য সন্তান কেন্দ্রীয় জমিয়তে উলামায়ে হিন্দের সহ-সভাপতি জনাব হযরত মাওলানা সাইয়িদ আসজাদ মাদানী। সেই সঙ্গে প্রধান বক্তা ও বিশেষ অতিথি হিসেবে হাজির ছিলেন যথাক্রমে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী শামসুদ্দীন আহমাদ কাসেমী এবং ঝাড়খন্ড জমিয়তে উলামার সাধারণ সম্পাদক মাওলানা মুফতী শিহাবুদ্দীন। এছাড়া ঐ সভায় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা জমিয়তে উলামার সভাপতি ও রাজ্য জমিয়তে উলামার সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ হাজিবুদ্দীন খান, জেলা সম্পাদক মাস্টার জাহাঙ্গীর ইসলাম, পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার সহ-সভাপতি মুফতী নাজমুল হক এবং হাফেজ ইয়াকুব ফরীদী, মুর্শিদাবাদ জলীলিয়া মাদ্রাসার শাইখুল হাদীস ও রাজ্য ওয়ার্কিং কমিটির সদস্য মুফতী আব্দুল কুদ্দুস, রাজ্য জমিয়তে উলামার অফিস সেক্রেটারী ডাঃ মুহাঃ শফিকুল ইসলাম, খ্যাতনামা বক্তা ক্বারী ইয়াসিন, ক্বারী নুরুজ্জামান প্রমুখ।

19/07/2025

জমিয়তে উলামার আহ্বানে জেলা কর্মীসভায় আয়োজন মাদ্রাসা আমিনিয়া চুনা ভাটিতে, উপস্থিত সংগঠনের সর্বভারতীয় সভাপতি জনাব হযরত মাওলানা সাইয়িদ আসজাদ মাদানী সাহেব।

18/07/2025

আসাতিজায়ে দাওরায় হাদীস দারুল উলুম দেওবন্দ,,,,,,,! হে মহান রব হযরত দের নেক হায়াত দারাজ করুন।

Address

Bagnan

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ulamaye Haque posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ulamaye Haque:

Share