30/07/2025
মুফতী মাহফুজুল হক হাফিজাহুল্লাহ ছাত্রদেরকে প্রত্যেক ছুটিতে বাড়ি যাওয়ার আগে মূল্যবান কিছু নসীহত করতেন।
আজ ও আগামীকাল অনেক মাদরাসারই পরীক্ষা পরবর্তী ছুটি শুরু হচ্ছে। এ উপলক্ষে হুজুরের কয়েকটি নসীহত উল্লেখ করছি, কোনো তালিবে ইলম ভাই চাইলে আমলের চেষ্টা করতে পারেন।
আশা করি বহুত ফায়দা হবে।
১. বাড়ি যাওয়ার আগে অবশ্যই মাদরাসার সকল উস্তাযের -তুমি তাঁর কাছে পড় বা না পড়- সঙ্গে সাক্ষাৎ করে যাবে।
২. নিজের ব্যক্তিগত ও জামাতের সম্মিলিত আসবাবপত্র পরিচ্ছন্ন ও হেফাজত করে যাবে। বাড়ি থেকে এসে যেন কোনো আসবাব আবার কিনতে না হয়।
৩. বাড়ি যাওয়ার সময় পথে যেনো নামাজ কাযা না হয়, খুব খেয়াল রাখবে।
৪. বাড়ি যাওয়ার পর প্রথম সাক্ষাতে আব্বা আম্মাকে সালাম দিবে ও মোসাফাহা করবে।
৫. তোমার ছোট বেলার মকতবের উস্তায বা যারা প্রাইমারি পড়ে মাদরাসায় এসেছো, তাদের স্কুলের শিক্ষক কাছাকাছি জায়গায় থাকলে সময় করে তাদের সাথে সাক্ষাৎ করে দোয়া নিবে। স্কুলে কোনো হিন্দু শিক্ষকের কাছে পড়ে থাকলে তাঁর সাথেও সাক্ষাৎ করবে।
৬. পাঁচ ওয়াক্ত নামাজ মহল্লার মসজিদে আদায় করবে।
৭. এলাকায় কোনো আলেম উলামা থাকলে তাঁদের সাথেও সাক্ষাৎ করে দোয়া নিবে এবং সুযোগ থাকলে ইলামী ইস্তিফাদা করবে।
৮. তোমার চাল চলন ও আচার আচরণে যেন মাদরাসার বা আসাতিযার কোন বদনাম না হয়, এটা খুব খেয়াল রাখবে।
৯. মাদরাসা খোলার তারিখে নির্ধারিত সময়ের আগেই মাদরাসায় চলে আসবে এবং এসেই সর্বপ্রথম আবার সকল উস্তাযের সাথে সাক্ষাৎ করবে।
আজকাল তালিবে ইলমদের মাঝে এসব গুণ বিশেষ করে ৫, ৬ ও ৭ নম্বর বিষয়গুলো তেমন দেখা যায় না। অথচ কত গুরুত্বপূর্ণ নসীহত।