ইসলামিক শিক্ষা

ইসলামিক শিক্ষা আমার নাম সফিকুল ইসলাম আমি আপনদের মাঝে থাকতে চায়
(5)

26/07/2025

সবাইকে খুশি রাখতে গিয়ে নিজের মনকে কষ্ট দেবেন না।
আপনি যদি নিজেকে ভালো না বাসেন,
তবে কেউই আপনাকে সত্যিকারে ভালোবাসবে না।

"নিজেকে ভালোবাসা মানেই
নিজেকে হারিয়ে না ফেলা।"

#নিজেকে_ভালোবাসুন #মনের_কথা #জীবনের_উক্তি

26/07/2025

নীরবতায় লুকানো কষ্ট 🔹

মানুষের মুখে সব কথা প্রকাশ হয় না,
কিছু কষ্ট থাকে চোখের ভেতরে লুকিয়ে—
আর কিছু কষ্ট থাকে একদম হৃদয়ের গভীরে চুপচাপ।

"নীরবতা কখনো কখনো সবচেয়ে কঠিন ভাষা,
যা সবাই বুঝতে পারে না।"

#কষ্টের_উক্তি #নীরব_ব্যথা #চুপচাপ_জীব

26/07/2025

. সম্পর্কের সত্যতা 🔹

সবাই পাশে থাকে যখন তোমার প্রয়োজন হয় ।
কিন্তু যখন প্রয়োজন ফুরিয়ে যায় !
তখন কেউ পাশে থাকে না!
কিন্তু যারা প্রয়োজন ছাড়াও পাশে থাকে—
তাদেরকে জীবনে ধরে রাখার মতো মানুষ খুব কমই হয়।

"সুখের সময় সবাই থাকে,
কিন্তু দুঃখের সময় যে হাত ধরে,
সে-ই আপনার আপনজন।"

#বন্ধন #জীবনের_উপদেশ #ভালোবাসার_মানে

26/07/2025

জীবনের একটি শিক্ষণীয় সত্য 🌿

সবাই যদি তোমাকে না বুঝে —
তবে তাদের সঙ্গে থাকার চেয়ে একা থাকাই অনেক ভালো।

🔹 যারা বারবার তোমার কথার ভুল মানে বের করে,
🔹 যারা তোমার নিঃশব্দতা বুঝতে চায় না,
🔹 যারা শুধু নিজের দিকটাই দেখে—
তাদের থেকে দূরে থাকাই শান্তির পথ।

🕊️
"যে তোমার নীরবতা বুঝতে পারে,
সে-ই তোমার সত্যিকারের আপন।"

#জীবনের_উক্তি #শান্তি #নিজেকে_ভালোবাসুন োঁয়া_কথা

আনেক ভালবাসার মানুষ আছে কিন্তু একটি ও চোখে পড়ে না 😭😭😭
26/07/2025

আনেক ভালবাসার মানুষ আছে কিন্তু একটি ও চোখে পড়ে না 😭😭😭

26/07/2025

আমকে কার কার ভাল লাগে জানবেন

26/07/2025

আমি বিদায় নিতে চায় কিন্তু কিছু মনুষের জন্য বিদায় নিতে পারছি না

এই দুইটা ভেরিফায়েড আছে আপনার
26/07/2025

এই দুইটা ভেরিফায়েড আছে আপনার

স্বপ্ন স্বপ্নই থেকে গেল
26/07/2025

স্বপ্ন স্বপ্নই থেকে গেল

26/07/2025

টাকার দাম"

টাকা থাকলে সবাই আপন,
হাসিমুখে জড়ায় বন্ধন।
যেই না ফুরায় পকেটের জোয়ার,
চেনা মুখগুলো হয়ে যায় বেপার।

যারা ছিল পাশে, চলে যায় দূরে,
শুধু টাকার টানে ছিল তাদের ভুবনে।
তাই বলি ভাই, সব নয় টাকা,
মানুষ চিনতে শিখো, এটাই থাকুক বাকি।

যাঁদের এইরকম আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন
25/07/2025

যাঁদের এইরকম আছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন

Pay out set-up করে দিলাম কনটেন্ট মনিটাইজেশনের জন্য
25/07/2025

Pay out set-up করে দিলাম কনটেন্ট মনিটাইজেশনের জন্য

Address

Baharampur

Website

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামিক শিক্ষা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share