আমার দিনলিপি

আমার দিনলিপি HUMAN WELFARE IS MY ONLY DREAM & DESIRE

একটি সুন্দর সকাল আপনার জন্য এনে যাক নতুন সুযোগ এবং সম্ভাবনা! 🌞💛🌈🎉
24/09/2025

একটি সুন্দর সকাল আপনার জন্য এনে যাক নতুন সুযোগ এবং সম্ভাবনা! 🌞💛🌈🎉

কেষ্টো রায় মন্দির , যা জোর-বাংলা মন্দির নামেও পরিচিত, মেদিনীপুর বিভাগের বিষ্ণুপুর শহরের একটি কৃষ্ণ মন্দির। অতীতে এই মন্...
23/09/2025

কেষ্টো রায় মন্দির , যা জোর-বাংলা মন্দির নামেও পরিচিত, মেদিনীপুর বিভাগের বিষ্ণুপুর শহরের একটি কৃষ্ণ মন্দির। অতীতে এই মন্দিরে হিন্দু দেবতা কৃষ্ণ কেষ্টো রায় রূপে পূজিত হত। 🕉️💫🌟🎉মন্দির গাত্রে টেরাকোটা শিল্প সত্যিই মুগ্ধ করে 🌺🏯️💖 শুভ রাত্রি 🌃💤🌟😊

শুভ সন্ধ্যার শুভেচ্ছা নিও সবাই,,, আশাকরি দিনটি ভালো কেটেছে 🌅💛🌟🎉💖
23/09/2025

শুভ সন্ধ্যার শুভেচ্ছা নিও সবাই,,, আশাকরি দিনটি ভালো কেটেছে 🌅💛🌟🎉💖

23/09/2025

সুপ্রভাত

22/09/2025

মা এসেছেন ঘরে,,, আশীষ পড়লো ঝরে,, আমাদের " মুক্তধারা "র পরে 🙏🏻🙏🏻🙏🏻💖💖💖😃😃😃 ‎

"যে মেয়েটির লুকোনো তীর/ সঠিক তাক করেছে পণ",,,              ভাবলেই অবাক লাগে,,, নিজের দেখা অপূর্ন স্বপ্ন শুধুমাত্র একটু চ...
22/09/2025

"যে মেয়েটির লুকোনো তীর/ সঠিক তাক করেছে পণ",,, ভাবলেই অবাক লাগে,,, নিজের দেখা অপূর্ন স্বপ্ন শুধুমাত্র একটু চ্যালেঞ্জ র মানসিকতা নিয়ে আবার ও নতুন করে পূরণ হবে সত্যিই কেমন যেন রোমাঞ্চ লাগে,,,, ঈশ্বরের আশীর্বাদ 🙏🏻আর গুরুজনদের স্নেহ ও আশীর্বাদে 🙏🏻নিজের স্বপ্ন টুকু সন্তানের জীবনে সফলতা র পথে একে একে নির্মাল্য র মতোই ঝরে পড়লো।
মফস্বল এলাকা য় বাস আমাদের,,, মধ্যবিত্ত পরিবারের পুত্রবধূ হয়ে,, এলাকার সেরা স্কুল এ ভর্তি করানো,,,বোর্ড এক্সাম গুলিতেও প্রথম সারিতে স্থান, এমনকি ইংলিশ নিয়ে LORETO COLLEGE থেকে ফার্স্ট ক্লাস পাওয়া এবং কলকাতা বিশ্ব বিদ্যালয়ে linguistics এ ও ভর্তি হবার সুযোগ পাওয়া,,, সবটাই একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে যার চোখে ও ছিলো-নিজের জীবনে সফল হওয়া এবং জেতার স্বপ্ন-তার কাছে মা হয়ে সত্যিই পরম সৌভাগ্যের বিষয় আজ।
জানি,, লড়াই তো এখানেই শেষ নয় বরং শুরুই বলা যায়,,, কিন্তু আজ বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে যখন দুটো চোখ ভিজে যাচ্ছে বারবার,,, তখন দুয়েকবার চোখের সামনে ভেসে উঠলো পুরোনো অনেক ঘটনা,,, নিজে ইংলিশ মিডিয়াম এ না পড়া সত্ত্বেও মেয়েকে ভর্তি করানোর স্বপ্ন,,, বাড়ির সকলকে রাজি করানো,,,, ভর্তির পর মেয়ে ছোট তাই স্কুলের সামনে বসে থাকার জন্য শেষ রাতে উঠে গৃহস্থালী কাজ সেরে বেরোনো,,, এলাকার আন্তরিক ও সঠিক গৃহশিক্ষক দের সাথে যোগাযোগ করা সবটুকু অনেক লড়াইয়ের মধ্যে দিয়েই হয়েছে। অবশ্যই স্বীকার করতেই হবে,, গুরুজনদের আশীর্বাদ আমি লড়াইয়ের মাঝ পথেই পেয়েছি,, আর পেয়েছি সহযোগিতা,,, যাতে আরও উদ্দম পেয়েছি লড়াইয়ের।
সন্তানের সাফল্য কিভাবে বাবা মার জীবনে আনন্দের ধারা বয়ে আনে আজ উপলব্ধি করলাম,,,, ভীষণ আনন্দে ই মনে মনে বলছি তাই,,, ""তুই চল, এগিয়ে চল / নিয়ে শপথ, অগ্নিজল /তুই বল,চেঁচিয়ে বল / জিতে যাবার মন্ত্র বল ""💖💖💖

শুভ সন্ধ্যা 💖💖💖💕💫🌟
21/09/2025

শুভ সন্ধ্যা 💖💖💖💕💫🌟

আজ মহালয়া,,, নিরামিষ রান্না বান্না র মধ্যে আলুপোস্ত আর একটু ভাজা ভুজি সঙ্গে মুগডাল আর পাতিলেবু থাকতেই হবে,,, ও আচার ও ছি...
21/09/2025

আজ মহালয়া,,, নিরামিষ রান্না বান্না র মধ্যে আলুপোস্ত আর একটু ভাজা ভুজি সঙ্গে মুগডাল আর পাতিলেবু থাকতেই হবে,,, ও আচার ও ছিলো আমের,, post করতে ভুলে গেছি 😛😛😛😃😃😃🎉👏😊

শুভ মহালয়ার পুন্য প্রভাতে জানাই শুভেচ্ছা 💖💖💖সকলের ই মহালয়ার দিনটি বোধহয় এই একই রকম ভাবেই কাটে 💖💖💖
21/09/2025

শুভ মহালয়ার পুন্য প্রভাতে জানাই শুভেচ্ছা 💖💖💖
সকলের ই মহালয়ার দিনটি বোধহয় এই একই রকম ভাবেই কাটে 💖💖💖

কিছু কথা,,, কিছু মুহূর্ত,,,স্মৃতি হয়ে রয়ে যায় মনের কোনায়,,, স্মৃতি টুকু যত্ন রাখলেই সম্পর্ক নিছক বন্ধুত্ব বা অল্প আলাপ থ...
20/09/2025

কিছু কথা,,, কিছু মুহূর্ত,,,স্মৃতি হয়ে রয়ে যায় মনের কোনায়,,, স্মৃতি টুকু যত্ন রাখলেই সম্পর্ক নিছক বন্ধুত্ব বা অল্প আলাপ থেকেও,,,, কখন যেন হৃদয় জুড়ে তার সুবাস ছড়ায়,,, বড়ো কাছের মনে হয়,,, খুবই নিজের মনে হয় এই নিছক আলাপ থেকে,, বন্ধু হয়ে যায়,, বন্ধু থেকে দিদি,,,যার কাছে মন খুলে প্রাণ খুলে কথা বলা যায়,,,হঠাৎ করে তার বাড়ি চলে আসা ও যায়। বড়ো ভালো লাগলো শুভশ্রী আর ডাক্তার বাবুর আতিথেয়তা 🙏🏻🙏🏻🙏🏻,,, ও চন্দ্রিষ্ণার আন্তরিকতা 💖💖💖 🌹🌺🌻🌼🌷💐🌸🌹🌺🌻 🌸🌷🌺🌹💐👍💕,,, সারা বাড়িতে ছড়িয়ে আছে তোদের সুন্দর মনের পরশ 🤩🎉💫😊👏💖

নির্মাণকাল ও উদ্দেশ্য: ১৮৭৩ সালে wealthy Jain merchant, Lakshmipat Duggar এটি নির্মাণ করেন। স্থাপত্য: এটি একটি চারতলা প্...
20/09/2025

নির্মাণকাল ও উদ্দেশ্য: ১৮৭৩ সালে wealthy Jain merchant, Lakshmipat Duggar এটি নির্মাণ করেন।
স্থাপত্য: এটি একটি চারতলা প্রাসাদ, যা একটি মনোরম বাগানের মধ্যে অবস্থিত।
বাগান: প্রাসাদের বাইরে ৩০ একর বিস্তৃত বাগান, পুকুর এবং অন্যান্য মন্দির রয়েছে।
ঐতিহ্য: এই প্রাসাদটি কালো গোলাপ চাষের জন্য বিখ্যাত ছিল, তবে বর্তমানে এখানে আমের বাগান দেখা যায়।
অন্যান্য আকর্ষণ: কাঠগোলাতে জৈন মন্দির এবং হনুমান মন্দিরও অবস্থিত।
অবস্থান: গঙ্গার নদীর কাছাকাছি, মুর্শিদাবাদে এটি অবস্থিত।
বাংলা র আরও এক ঐতিহ্য পূর্ণ প্রাসাদ 💖💖💖💖

আজকের রাত্রি আপনার জন্য আনন্দময় হোক,,, আগামীকাল দেখা তো হবেই 😊👍💤😃👌💕
19/09/2025

আজকের রাত্রি আপনার জন্য আনন্দময় হোক,,, আগামীকাল দেখা তো হবেই 😊👍💤😃👌💕

Address

Baidyabati

Website

Alerts

Be the first to know and let us send you an email when আমার দিনলিপি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমার দিনলিপি:

Share