22/09/2025
"যে মেয়েটির লুকোনো তীর/ সঠিক তাক করেছে পণ",,, ভাবলেই অবাক লাগে,,, নিজের দেখা অপূর্ন স্বপ্ন শুধুমাত্র একটু চ্যালেঞ্জ র মানসিকতা নিয়ে আবার ও নতুন করে পূরণ হবে সত্যিই কেমন যেন রোমাঞ্চ লাগে,,,, ঈশ্বরের আশীর্বাদ 🙏🏻আর গুরুজনদের স্নেহ ও আশীর্বাদে 🙏🏻নিজের স্বপ্ন টুকু সন্তানের জীবনে সফলতা র পথে একে একে নির্মাল্য র মতোই ঝরে পড়লো।
মফস্বল এলাকা য় বাস আমাদের,,, মধ্যবিত্ত পরিবারের পুত্রবধূ হয়ে,, এলাকার সেরা স্কুল এ ভর্তি করানো,,,বোর্ড এক্সাম গুলিতেও প্রথম সারিতে স্থান, এমনকি ইংলিশ নিয়ে LORETO COLLEGE থেকে ফার্স্ট ক্লাস পাওয়া এবং কলকাতা বিশ্ব বিদ্যালয়ে linguistics এ ও ভর্তি হবার সুযোগ পাওয়া,,, সবটাই একজন সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে যার চোখে ও ছিলো-নিজের জীবনে সফল হওয়া এবং জেতার স্বপ্ন-তার কাছে মা হয়ে সত্যিই পরম সৌভাগ্যের বিষয় আজ।
জানি,, লড়াই তো এখানেই শেষ নয় বরং শুরুই বলা যায়,,, কিন্তু আজ বিশ্ববিদ্যালয়ের গেটে দাঁড়িয়ে যখন দুটো চোখ ভিজে যাচ্ছে বারবার,,, তখন দুয়েকবার চোখের সামনে ভেসে উঠলো পুরোনো অনেক ঘটনা,,, নিজে ইংলিশ মিডিয়াম এ না পড়া সত্ত্বেও মেয়েকে ভর্তি করানোর স্বপ্ন,,, বাড়ির সকলকে রাজি করানো,,,, ভর্তির পর মেয়ে ছোট তাই স্কুলের সামনে বসে থাকার জন্য শেষ রাতে উঠে গৃহস্থালী কাজ সেরে বেরোনো,,, এলাকার আন্তরিক ও সঠিক গৃহশিক্ষক দের সাথে যোগাযোগ করা সবটুকু অনেক লড়াইয়ের মধ্যে দিয়েই হয়েছে। অবশ্যই স্বীকার করতেই হবে,, গুরুজনদের আশীর্বাদ আমি লড়াইয়ের মাঝ পথেই পেয়েছি,, আর পেয়েছি সহযোগিতা,,, যাতে আরও উদ্দম পেয়েছি লড়াইয়ের।
সন্তানের সাফল্য কিভাবে বাবা মার জীবনে আনন্দের ধারা বয়ে আনে আজ উপলব্ধি করলাম,,,, ভীষণ আনন্দে ই মনে মনে বলছি তাই,,, ""তুই চল, এগিয়ে চল / নিয়ে শপথ, অগ্নিজল /তুই বল,চেঁচিয়ে বল / জিতে যাবার মন্ত্র বল ""💖💖💖