বাজকুল

বাজকুল বাজকুল is a specially for fun masti,entertainment ,local news& business.
(1)

বাজকুল
WhatsApp-এ বাজকুল চ্যানেলটি ফলো করুন: https://whatsapp.com/channel/0029Va4VeH147XeFbx57X803

09/09/2025

27/06/2025

🔥হিন্দু বাঙালি জেগেছে ,
হালাল প্রসাদের বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়েছে।
প্রতিটি মানুষের এরকম(ভিডিও বানিয়ে)ভাবে প্রতিবাদ করা উচিত।
(লোকাল দোকান থেকে মিষ্টি বিলি করছে, এটা প্রসাদ হয় কি করে) এটা রাজনৈতিকভাবে নেবেন না এটা হিন্দুদের আবেগে ও আস্থাতে আঘাত।
জয় জগন্নাথ 🙏
#বাজকুল #রথযাত্রা

23/06/2025

বারে বারে আমাদের সনাতন ধর্ম সব পুজোতে বাধা দিচ্ছে
এটা ঠিক না 😡😡😡😡 হিন্দু যদি বাঁচতে চাও
বিদেশ ভুলে এক হও 🙏🚩✊🗡️⚔️
আমি হিন্দু, আমি জয় শ্রী রাম
হিন্দু ভাই রামরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম 🚩✊🗡️⚔️⚔️⚔️⚔️@@
#বাজকুল #মালদা বাজকুল Highlights

রাতের আলোয় দীঘা জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র
21/06/2025

রাতের আলোয় দীঘা জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র

হুল্লোড় করতে-করতে বিপত্তি, তাজপুরে তলিয়ে গেলেন ৩ জনTajpur: পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ বারাসত থেকে সোহান হোসেন (...
19/06/2025

হুল্লোড় করতে-করতে বিপত্তি, তাজপুরে তলিয়ে গেলেন ৩ জন

Tajpur: পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ বারাসত থেকে সোহান হোসেন (১৬), অনিশ ইসলাম (১৮) ও নসিমুল হক (২৩) সোমবার দিঘার এক হোটেলে এসে ওঠে। তবে দিঘার ভিড় এড়াতে তাজপুর জলদা মৌজার সৈকতে স্নানে নামে তারা।
Tajpur: হুল্লোড় করতে-করতে বিপত্তি, তাজপুরে তলিয়ে গেলেন ৩ জন
তাজপুরে ভয়ঙ্কর ঘটনা

তাজপুর: বন্ধুদের নিয়ে হইচই করবেন বলে গিয়েছিলেন। কিন্তু তার মধ্যেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। এক মুহূর্তে আনন্দ মাটি হয়ে গেল। তাজপুরে সমুদ্রে তলিয়ে গেল তিনজন পর্যটক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর ২৪ বারাসত থেকে সোহান হোসেন (১৬), অনিশ ইসলাম (১৮) ও নসিমুল হক (২৩) সোমবার দিঘার এক হোটেলে এসে ওঠে। তবে দিঘার ভিড় এড়াতে তাজপুর জলদা মৌজার সৈকতে স্নানে নামে তারা। এতটাই মত্ত হয়ে যায়, যে সমুদ্রের কিছুটা গভীরে চলে যায় তারা। আর তাতেই হয় বিপত্তি। পরিবারের আর্তনাদ শুনে স্থানীয়ই বাসিন্দা সহ নুলিয়া বন্ধুরা ছুটে আসে। নিয়ে আসা হয় মন্দারমনি থানার স্পিড বোট।

তাঁদের তৎপরতায় সোহানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নসিমুল জীবিত রয়েছেন। কিন্তু এখনও খোজ মেলেনি অনিশের। নিখোঁজ পর্যটকের খোঁজে চলছে জোর তল্লাশি অভিযান। উল্লেখ্য, দিঘার সমুদ্রে তলিয়ে যাওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও দিঘার সমুদ্র সৈকতে ডুবে গিয়েছিলেন অনেকে। বিশেষ করে মদ্যপান করে সমুদ্রে নামার প্রবণতা বেশি থাকায় এই ঘটনা ঘটে। তবে এ ক্ষেত্রে এই সকল যুবকরা মদ্যপান করে সমুদ্রে নেমেছিলেন কি না তা জানা যায়নি।

#বাজকুল

17/06/2025

ইরানে ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল ☄️🚀

- লাইভ অনুষ্ঠান চলাকালীন সংবাদ চ্যানেলে হামলা।

- নিউজ চ্যানেলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

- #ইসরায়েলের হামলায় #ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল ধ্বংস

ইসরায়েলের দাবি - IRIB নিউজ আমাদের বিরুদ্ধে ভুয়া প্রচারণা চালাচ্ছিল।

এই হামলায় টিভি চ্যানেলের অনেক কর্মচারী নিহত হয়েছেন।

#তেহরান

16/06/2025

খিদিরপুরের ভোট ব্যাংকের উপরে আগুন লেগেছে বলে দিদি দৌড়ে দৌড়ে খিদিরপুর পৌঁছে গেলেন কিন্তু মালদা মুর্শিদাবাদ খাস কলকাতা মহেশতলা যে আগুন লেগেছে সেইখানে যাবার জন্য দিদির গাড়ির টায়ার পাংচার হয়ে যায় 😭🙏

13/06/2025

হোস্টেলের ভেতরের হৃদয়বিদারক দৃশ্য... বিমান দুর্ঘটনা। আহমেদাবাদ।

Address

Bajkul*kismat Bajkul*east Medinipur
Bajkul
721655

Telephone

+917418596922

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাজকুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category