Bera family vlogs

Bera family vlogs খারাপ সময় যারা পাশে থাকেনা তারা হয়তো জানে না :
খারাপ সময় কিন্তু সারাজীবন থাকে
না....!

05/09/2023

Happy Janmashtami to all my friends

05/09/2023

হ্যাপি জন্মষ্টমী মাই অল ফ্রেন্ড'স 🙏🙏🙏🙏🙏

Send a message to learn more

স্মার্ট বলতে যদি ছোট ছোট কাপড় পরে,কথায় কথায় ইংরেজি বলা কে বুঝানো হয়,তাহলে সেই স্মার্ট হওয়ার কোন ইচ্ছাই আমার নাই.......
03/09/2023

স্মার্ট বলতে যদি ছোট ছোট কাপড় পরে,কথায় কথায় ইংরেজি বলা কে বুঝানো হয়,তাহলে সেই স্মার্ট হওয়ার কোন ইচ্ছাই আমার নাই.......
👉আমি খুবই সাদামাটা এবং সেই সাদামাটা জীবনটাই আমার কাছে শ্রেষ্ঠ🌸

03/09/2023

থেকে যাও না,
এত করে বলছি কেন বুঝছো না?
কোথাও না কোথাও তো তুমি থেকেই যাবে,
রয়ে যাবে কারোর মায়ায়।
থেকে যাওয় না— আমার কাছেই।
তুমি থেকে না গেলে আটকে রাখা যে বড় দায়।

তুমিতো জানো একটু বোকা আমি,
ভুল করে ফেলি শুধু শুধু ভুলেই।
হয়তো করি একটু বাহানা, খুনসুটি আর বাচ্চামি।
থেকে যাওয় না, খুঁজো না কারণ—
কী পেয়েছ কী বা আছে আর তোমাকে দেবার।
তবুও করছি বারণ যেওনা রেখে একা—
থেকে যাও না।

কাছে এসে বসো এই বুকে মাথা রাখো,
অনুভবে বুঝে নাও— কতটা আগলে রাখতে জানি।
চোখে চোখ রাখো আরও গভীরে পড়ে নাও চোখেরও ভাষা, কী বলে এই চোখ বুঝেও কেন বুঝছো না?

থেকে যাও না,
তুমি থেকে গেলে শুধরে নেব সব ভুল,
ছোট ছোট চাওয়ায় করবো না বায়না—
হয়ে যাবো শান্ত নদী বিরক্ত করবো না কখনো এমন।
থেকে যাও না, প্লিজ থেকে যাও।
😞😞😞😞😞😞😞😞😞

30/08/2023

" "মুক্তি"
কেষ্ট মন্ডল

তুই চলে যা,যত দূরে পারিস!
আলোকবর্ষ দূরের,কোনো গভীর অন্ধকারে- যেখানে মন চায় তোর।
আমার হৃদয়ের ডাক,যে অন্ধকার,
আর ছোঁবে না কখনো,কোনোদিন।
ভালোবাসা সমাধি নিয়েছে কবেই।
বন্ধ হোক ভালো রাখার এ মিথ্যা-খেলা।
সকাল সন্ধ্যায় যে সোনালী গানের সুরে
ভেসে যেতাম রোজ।
সে সুর আজ স্বরলিপি হারিয়ে
বে-সুরে বাজে,
যে ফুলদানিটা মুছতাম আপন খেয়ালে,
মনের মাধুরী মিশিয়ে।
এখন সে ধূলো মেখে অবহেলায় অশ্রু মোছে।
একা আমি,অচেনা তোকে খুঁজতে গিয়ে
আমার জীবনের চেনা পথই অচেনা আজ।
আমার বিজন একাকিত্বে,স্বজনের ভিড়ে,
চেতনার অঙ্গীকারে বা অবচেতনার অবকাশে
শুধু তোরই খেয়া বয়েছি সারাদিন-
একাকী বেদনায়।

ইচ্ছে ছিল তোর স্বপ্নগুলো সারাবেলা কুড়িয়ে আবার ঠিক সাজিয়ে দেব হৃদয়ে হৃদয় ছুঁয়ে।
ইচ্ছে ছিল তোকে নিয়ে,রুক্ষ মাটিতেও
এঁকে দেব সবুজের এক উর্বর চেতনা।
ভুল প্রসবে সে সম্ভাবনা এখন চির-বন্ধ্যা।
তুই না থাকলে আমি আমার সমস্ত অগোছালো গুছিয়ে নেব আবার।
দিনের শেষে হাত পা ছড়িয়ে নিশ্চিন্তে
বিশ্রাম নেব, ঘামে ভেজা জামাখানি খুলে।
ক্লান্তির দীর্ঘ পথে হাঁটা জুতো জোড়া রেখে,
আবার আগের মতোই ফিরে যাব সহজ জীবনে।

তুই নেই,তোকে নিয়ে ভাবনা নেই,
অভিমানের চেতনা নেই,
আদরের উপবাসের আক্ষেপ নেই।
তোর প্রত্যাক্ষানে,বিমূর্ত বেদনার হা-হুতাস নেই। তুই না থাকলে আমার হৃদয় প্রবাহে
শুধু নিজেকেই ভাসিয়ে দেব অনন্ত সুখে।
দক্ষিনের জানালা খুলে,বিস্ময়ে দেখব
অপরাজিতা ফুল আর
প্রজাপতির নিবিড় আলিঙ্গন।
দেখব নীল-আকাশে,
সাদা মেঘের স্বেচ্ছা অবগাহন।
ইচ্ছেগুলো উড়িয়ে দেব আপন সুখে,
ঘরে ফেরা পাখির ডানার গন্ধে।
আকাশের আদফালি চাঁদ আর
জীবনের অর্ধেক প্রেম,শুধু ক্ষণিকের আনন্দ।
তার চেয়ে প্রেমহীন অন্ধকার অনেক ভালো।
থাকে না আলোর প্রতারণা।
আমি আর পারছি না-
একা ভালোবাসতে,একা তরী বাইতে।
প্রেম অপ্রেমের এই খেলায়
আজ তবে মুক্তি দে আমায় সব বন্ধন ছিন্ন ক'রে। এমন করে ভালোবেসে ভেবেছিলি,
কেড়ে নিবি সব হাসি।
জেনে রাখিস তোর কবরী বন্ধনে আমি
তবে আজ আমি চির চূর্ণ কুন্তল-রাশি।
-----------ঃ--------

30/08/2023

Amar sona maa ki korche dekhun??? 🙈👌🥰❤❣️

Send a message to learn more

30/08/2023

Happy raksha bandhan my all friend's ❣️❤💃🥰

Send a message to learn more

29/08/2023

Gajanan : sukh karta dukh karta

Send a message to learn more

29/08/2023

যদি ভুল ভাঙে, ভাটা পরে অভিমানে
তবে নির্দ্বিধায় আমায় ডাক দিও,
হাসিমুখে তোমায় কাছে টেনে নেবো
সব অভিযোগ ভুলে যাবো (বন্ধু)

Address

Balichak Debra Pashchim Medinipur
Balichak
721124

Alerts

Be the first to know and let us send you an email when Bera family vlogs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share