Amar Storybook

Amar Storybook News ,article and entertainment আমি শুভজিৎ, আমি এই পেজের creator. আমি ঘুরতে ভালো বাসি আর নতুন কিছু দেখানোর উদ্দেশ্য এই page টি বানানো..

৮-৯ মাস ধরে পড়ে ছিল নিথর, পচা দেহ—তবুও কেউ খোঁজ নেয়নি…নাম হুমাইরা আঘার আলী। বয়স মাত্র ৩২। পাকিস্তানের করাচির ডিফেন্স হাউ...
13/07/2025

৮-৯ মাস ধরে পড়ে ছিল নিথর, পচা দেহ—তবুও কেউ খোঁজ নেয়নি…

নাম হুমাইরা আঘার আলী। বয়স মাত্র ৩২। পাকিস্তানের করাচির ডিফেন্স হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে একা থাকতেন। ছিলেন একজন অভিনেত্রী ও মডেল। সোশ্যাল মিডিয়ায় শেষ পোস্ট করেছিলেন ৩০ সেপ্টেম্বর ২০২৪-এ। তারপর যেন হাওয়া… কেটে গেছে প্রায় ১০ মাস, অথচ একটিবারও কেউ জানতে চায়নি—সে কোথায়?

বাড়ির সদস্যদের সঙ্গে যোগাযোগ ছিল না, বন্ধুরাও একসময় মুখ ফিরিয়ে নেয়। এতদিন ধরে ভাড়া না পাওয়ায় বাড়ির মালিক আইনি পথে এগোলে পুলিশ আসে ফ্ল্যাট খালি করাতে। দরজা ভেঙে দেখা যায়—হুমাইরার পচাগলা নিথর দেহ পড়ে আছে মেঝেতে।

পোস্টমর্টেম রিপোর্টে জানা যায়, তার মৃত্যু হয়েছিল প্রায় ৬-৭ মাস আগেই।

প্রশ্ন উঠছে—এই দীর্ঘ সময়ে কেউই কেন জানার চেষ্টা করল না, সে বেঁচে আছে কি না?

না প্রোডাকশন হাউজ, না বন্ধু, না প্রতিবেশী—একজন মানুষও তার খোঁজ করেনি।

শিল্পীদের অনেকেই অভিযোগ করেছেন, মাসের পর মাস কাজ করিয়ে পারিশ্রমিক না দিয়ে দেয় প্রোডাকশন হাউজগুলো। হুমাইরাও পড়েছিলেন সেই দেনার চাপে। সেই চাপ, সেই একাকীত্ব… হয়তো ধীরে ধীরে তাকে নিয়ে গিয়েছিল এই ভয়ংকর পরিণতির দিকে।

এর থেকে ভয়ংকর মৃত্যু আর কী হতে পারে?

একটি দেহ পড়ে আছে ঘরে, পচে যাচ্ছে, আর বাইরের পৃথিবী জানতেও চাইছে না সে কোথায়...

এটাই কি জীবন?

---

10/07/2025

মিলন সংঘের খুঁটিপূজা 🥰

10/07/2025

সব সেটিং নাকি অন্য কিছু 😀😀😀

শুক্রবারের পর রবিবার। পুরীতে ফের পদপিষ্টের ঘটনা। এবার গুন্ডিচা মন্দিরের কাছে ভয়াবহ দুর্ঘটনায় পদপিষ্ট হয়ে মৃত্যু হল তিন জ...
29/06/2025

শুক্রবারের পর রবিবার। পুরীতে ফের পদপিষ্টের ঘটনা। এবার গুন্ডিচা মন্দিরের কাছে ভয়াবহ দুর্ঘটনায় পদপিষ্ট হয়ে মৃত্যু হল তিন জনের। আহত বহু মানুষ। ‘কলিঙ্গ টিভি’-র দেওয়া তথ্য অনুযায়ী, মৃতদের নাম বাসন্তী সাহু, প্রেমাকান্ত মোহান্তি এবং প্রভাতী দাস। জানা গিয়েছে, রবিবার ভোর ৪টে নাগাদ গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দর্শনের জন্য রথের কাছে রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় ভক্তদের। আর সেই সময়েই পদপিষ্টের ঘটনা ঘটে।

27/06/2025

ধূপগুড়ি জগন্নাথ যাত্রা

মহাকাশে পাড়ি দিলেন ভারতবর্ষের বীর সন্তান শুভাংশু শুক্লা। রাকেশ শর্মা মহাকাশে যাওয়ার ৪০ বছর বাদে, ইন্ডিয়ান এয়ারফোর্সে...
25/06/2025

মহাকাশে পাড়ি দিলেন ভারতবর্ষের বীর সন্তান শুভাংশু শুক্লা। রাকেশ শর্মা মহাকাশে যাওয়ার ৪০ বছর বাদে, ইন্ডিয়ান এয়ারফোর্সের পাইলট শুভাংশু শুক্লার এই মহাকাশ যাত্রা, রীতিমতো ইতিহাস সৃষ্টি করলো।

23/06/2025
23/06/2025

দ্বিতীয় স্থান তুমি কার??
বিজেপি না কংগ্রেস🧐
কালিগঞ্জ উপনির্বাচন
প্রায় কুড়ি হাজার ভোটে এগিয়ে প্রথম স্থানে তৃণমূল

ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে ৮ বছরের শিশুর মৃত্যু, বর্ষা শুরুতেই সাপে কাটা রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে।মৃত শিশু...
22/06/2025

ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের কামড়ে ৮ বছরের শিশুর মৃত্যু, বর্ষা শুরুতেই সাপে কাটা রোগীর সংখ্যা বাড়ছে হাসপাতালে।
মৃত শিশুর নাম রিপন রায়। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভান্ডানি এলাকায়।গভীর রাতে হঠাৎ কেঁদে উঠলে পরিবারের লোকজন জিজ্ঞাসা করে কী হয়েছে। তখন সে পায়ের দিকে দেখায়। লক্ষ্য করে দেখা যায়, পায়ে রয়েছে দুটি ক্ষতচিহ্ন। পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে পাশের এক চিকিৎসককে ডেকে আনেন। তিনি পরীক্ষা করে জানান এটি বিষাক্ত সাপের কামড়।এরপর তড়িঘড়ি শিশুটিকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শুরুর কিছুক্ষণের মধ্যেই রিপনের মৃত্যু হয়। এদিকে পরিবারের লোকেদের দাবি, বিষাক্ত সাপটি সকাল পর্যন্ত ঘরের মধ্যেই ঘোরাফেরা করছিল।

22/06/2025

মাত্র ৬ রানের লিড পেল টিম ইন্ডিয়া

ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহানে অবস্থিত তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকার সেনা।।
22/06/2025

ইরানের ফোরদো, নাতানজ ও ইসফাহানে অবস্থিত তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়েছে আমেরিকার সেনা।।

Address

Bally

Alerts

Be the first to know and let us send you an email when Amar Storybook posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amar Storybook:

Share