
13/07/2025
৮-৯ মাস ধরে পড়ে ছিল নিথর, পচা দেহ—তবুও কেউ খোঁজ নেয়নি…
নাম হুমাইরা আঘার আলী। বয়স মাত্র ৩২। পাকিস্তানের করাচির ডিফেন্স হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে একা থাকতেন। ছিলেন একজন অভিনেত্রী ও মডেল। সোশ্যাল মিডিয়ায় শেষ পোস্ট করেছিলেন ৩০ সেপ্টেম্বর ২০২৪-এ। তারপর যেন হাওয়া… কেটে গেছে প্রায় ১০ মাস, অথচ একটিবারও কেউ জানতে চায়নি—সে কোথায়?
বাড়ির সদস্যদের সঙ্গে যোগাযোগ ছিল না, বন্ধুরাও একসময় মুখ ফিরিয়ে নেয়। এতদিন ধরে ভাড়া না পাওয়ায় বাড়ির মালিক আইনি পথে এগোলে পুলিশ আসে ফ্ল্যাট খালি করাতে। দরজা ভেঙে দেখা যায়—হুমাইরার পচাগলা নিথর দেহ পড়ে আছে মেঝেতে।
পোস্টমর্টেম রিপোর্টে জানা যায়, তার মৃত্যু হয়েছিল প্রায় ৬-৭ মাস আগেই।
প্রশ্ন উঠছে—এই দীর্ঘ সময়ে কেউই কেন জানার চেষ্টা করল না, সে বেঁচে আছে কি না?
না প্রোডাকশন হাউজ, না বন্ধু, না প্রতিবেশী—একজন মানুষও তার খোঁজ করেনি।
শিল্পীদের অনেকেই অভিযোগ করেছেন, মাসের পর মাস কাজ করিয়ে পারিশ্রমিক না দিয়ে দেয় প্রোডাকশন হাউজগুলো। হুমাইরাও পড়েছিলেন সেই দেনার চাপে। সেই চাপ, সেই একাকীত্ব… হয়তো ধীরে ধীরে তাকে নিয়ে গিয়েছিল এই ভয়ংকর পরিণতির দিকে।
এর থেকে ভয়ংকর মৃত্যু আর কী হতে পারে?
একটি দেহ পড়ে আছে ঘরে, পচে যাচ্ছে, আর বাইরের পৃথিবী জানতেও চাইছে না সে কোথায়...
এটাই কি জীবন?
---