24/08/2025
⚡ মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভুল ⚡
মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অন্যতম সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক ভুল করেছে এই ভেবে যে শুল্ক বাড়ানো আর কড়া ভাষায় কথা বললেই ভারতের পররাষ্ট্রনীতি বদলে যাবে—বিশেষত রাশিয়া ও চীনের সাথে আমাদের সম্পর্কের ক্ষেত্রে।
ওয়াশিংটন ভুলভাবে ভেবেছে ভারত হলো ব্রিটেনের মতো—একটি জুনিয়র পার্টনার যাকে চাপ দিয়ে নিজেদের লাইনে আনা যায়। কিন্তু ভারত কোনোদিনই কারো উপনিবেশ ছিল না পররাষ্ট্রনীতিতে। ভারতের কোনো প্রভুর প্রয়োজন নেই।
🇮🇳 ভারতের পথ সবসময় স্পষ্ট:
• আমরা সম্পর্ক গড়ি পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে, চাপের ভিত্তিতে নয়।
• আমরা কোনো একটি দেশের সাথে সম্পর্ক নষ্ট করব না অন্য কারো চাহিদার কারণে।
• আমাদের সার্বভৌমত্ব ও স্বাধীন পররাষ্ট্রনীতি নিয়ে কোনো আপস করা হবে না।
♦ ইতিহাসই প্রমাণ:
ভারত সোভিয়েত ইউনিয়ন/রাশিয়ার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রেখেছে, আবার একই সময়ে ঐতিহাসিক ভারত–মার্কিন নিউক্লিয়ার ডিল-ও সই করেছে।
কোনো সময়ই ভারত এক সম্পর্ককে বলি দেয়নি আরেকটির জন্য।
রাশিয়া ভারতের সিদ্ধান্তকে সম্মান করেছে—কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র আজ চাপ সৃষ্টি করছে তাদের নিজেদের "শান্তির ফর্মুলা" ইউক্রেন ও রাশিয়ার ওপর চাপিয়ে দিতে গিয়ে, আর সেই অজুহাতে ভারতকে শুল্ক দিয়ে শাস্তি দিচ্ছে।
♦ আসল সত্য:
মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের ওপর বাড়তি শুল্ক আরোপ করেছে একটাই কারণে—ভারতকে রুশ তেল আমদানি বন্ধ করতে বাধ্য করা, যাতে রাশিয়ার অর্থনীতি ধসে পড়ে।
কিন্তু এর ফল হয়েছে উল্টো—ভারত ও রাশিয়ার সম্পর্ক আরও শক্তিশালী হয়েছে এবং ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, এনার্জি সিকিউরিটি আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
ভারত কোনোদিন চাপের কাছে মাথা নত করেনি, আর ভবিষ্যতেও করবে না।
♦ এমনকি আমেরিকার ভেতর থেকেই স্বীকারোক্তি:
নিকি হ্যালি, প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত (UN): ভারতকে হারানো হবে এক “স্ট্র্যাটেজিক ডিজাস্টার”।
ফারিদ জাকারিয়া, মার্কিন বিশ্লেষক: এটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের “সবচেয়ে বড় পররাষ্ট্র নীতির ভুল”।
ইভান ফেইগেনবাম (Carnegie Endowment): এটিকে বলেছেন “স্লো-মোশন ক্যাটাস্ট্রফি” মার্কিন–ভারত সম্পর্কের জন্য।
ওয়াশিংটন পোস্ট: এটিকে আখ্যা দিয়েছে ট্রাম্পের “সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক মিসটেক”।
বার্তাটা পরিষ্কার:
ভারত কোনো পুতুল নয়, ভারত একটি সার্বভৌম শক্তি।
ভারতের ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করলে তার ফল হবে উল্টো।
| |♠
Disclaimer:
This post is intended purely for educational and analytical purposes. It reflects independent strategic perspectives and does not promote hostility or hatred towards any country, government, or community. All views expressed are part of open-source discussion on global geopolitics and foreign policy.