
04/07/2024
❣️👍🏻
বেলডাঙ্গার গর্বের দুই কন্যা, তনয়া প্রামানিক ও দেবদৃতা দাস। ইন্দোনেশিয়ায় কিক বক্সিং প্রতিযোগিতায় দেশের হয়ে খেলে স্বর্ণ পদক জয়ী। তাদের দীর্ঘ দিনের পরিশ্রমের ফল নিয়ে তারা দেশে ফিরেছে। অনেক শুভেচ্ছা তাদের এবং অভিভাবকদের। তারা এত ধৈর্য্য ধরে তাদের পাশে থেকে তাদের স্বপ্ন পূরন করেছে। তবে এখানেই থেমে থাকা না। আজ থেকে আবার শুরু হলো আরেক নতুন যুদ্ধের প্রস্তুতি।।