29/06/2025
পৃথিবীতে সন্তানের মুখের প্রথম শব্দ হল মা
পৃথিবীতে মা ডাক শোনাটা সত্যিই সৌভাগ্যের ব্যাপার | হয়তো বলবো হাজার কোটি পূর্ণ্যের ফলে মা ডাকটা শোনা যায়।
কিন্তু সেই মার একজন সন্তানকে তিল তিল করে মানুষ করে গড়ে তোলাটা অনেক কঠিন
মা হওয়ার আগে জীবন থাকে একরকম কিন্তু মা হওয়ার পরে মেয়েদের জীবন পুরোপুরি পাল্টে যায়।
একটা মেয়েকে মা হওয়ার আগে যদি বাচ্চা হতে দেরী হয় তার জন্য ও কথা শুনতে হয় আবার সেই বাচ্চা হবার পরও সবসময় বাচ্চাকে নিয়ে নানান বিষয়ে কথা শুনতে হয়৷
সব মা যেমন সমান হয় না তেমনি সব বাচ্চারা ও এক রকম হয় না |
অনেক মা আছে যাদের মাথা সবসময় ঠান্ডা থাকে, কোনো বিষয়েই কোন রাগ করে না , হয়তো বাচ্চাদের ঠিকঠাক তাদের দেখাশোনাও করতে হয়না, বাচ্চাদের উপর চিৎকার করতে হয় না, বাচ্চাদের কোন কাজ করতে হয় না, বাচ্চাদের দোষ চোখে দেখে না, নিজের বাচ্চার দোষ দেখলে অন্যের বাচ্চার দোষ ধরার চেষ্টা করে, উল্টা পাল্টা বাচ্চাদের রাগ জেদ সহ্য করে
আবার এমন ও অনেক মা আছে যাদের মাথা সবসময় গরম থাকে, ভুল দেখলেই রাগ করে, বাচ্চাদের উপর চিৎকার করে, বাচ্চাদের সব কাজ সেই করে, বাচ্চাদের দোষ দেখলেই তাদের বকে, অন্যের বাচ্চার দোষ দেখার আগে নিজের বাচ্চার দোষ দেখে , কোন জেদ সহ্য করে না, বা বাচ্চার উপর অনেক বাজে আচারণ করে |
তার মানে এই না যে দুই ধরনের মা ই খারাপ
পৃথিবীতে সব বাচ্চা এক হয়না | কোন বাচ্চা অনেক ঠান্ডা হয়, অনেক বাচ্চা চঞ্চল হয় , অনেক বাচ্চা আবার খুব দুষ্টু হয়
বাচ্চাদের আচারন, পরিবেশ, পরিস্থিতি, একজন মায়ের দায়িত্ব কর্তব্যের চাপে, সংসারের কাজের চাপে মায়েদের আচরন ও পরিবর্তন হয়ে যায়।
প্রত্যেক মা ই তার সন্তানকে বুকে জড়িয়ে রাখতে চায়, কারন সন্তানের থেকে দামী একজন মা কাছে কিছুই হয় না
কিন্তু পরিস্থিতি পরিবেশ ও সন্তানের আচারন একজন মায়ের আচরন ও বদলিয়ে দেয়