কবিতায় Swapna Pramanik

কবিতায় Swapna Pramanik Video Creator, Reciter,Motivational Speaker

আজ প্রথম পরীক্ষা3rd Summative EvaluationGod bless you beta
01/12/2025

আজ প্রথম পরীক্ষা
3rd Summative Evaluation
God bless you beta

🥀বাস্তবতা কখনোই গল্পের মত সুন্দর হয় না! আর সুন্দর গল্পে কখনোই বস্তবতার মিল থাকে না!🌸🌻
30/11/2025

🥀বাস্তবতা কখনোই গল্পের মত সুন্দর হয় না! আর সুন্দর গল্পে কখনোই বস্তবতার মিল থাকে না!🌸🌻

 #দুপুরে❤️
30/11/2025

#দুপুরে❤️

যদি তুমি মন থেকে কিছু চাও,আর সেটা যদি পেয়ে যাও, তাহলে বুঝবে ঈশ্বর তোমার প্রতি দয়া করেছেন। আর যদি না পাও, বুঝবে ঈশ্বর ন...
29/11/2025

যদি তুমি মন থেকে কিছু চাও,
আর সেটা যদি পেয়ে যাও, তাহলে বুঝবে ঈশ্বর তোমার প্রতি দয়া করেছেন। আর যদি না পাও, বুঝবে ঈশ্বর নিজেই তোমার সবচেয়ে কাছের হয়ে আছেন।
🌸🌻







শুভ দুপুর❤️
29/11/2025

শুভ দুপুর❤️

ভোরের প্রথম আলো যখন জানালার ফাঁক দিয়ে ঘরে ঢোকে, তখন পৃথিবী যেন নতুন করে শ্বাস নেয়। সকালের একটা নিজস্ব জাদু আছে—যা রাতের...
29/11/2025

ভোরের প্রথম আলো যখন জানালার ফাঁক দিয়ে ঘরে ঢোকে, তখন পৃথিবী যেন নতুন করে শ্বাস নেয়। সকালের একটা নিজস্ব জাদু আছে—যা রাতের অন্ধকার বা দুপুরের ব্যস্ততার মধ্যে পাওয়া যায় না। এই সময়টুকু নরম, শান্ত, আর আশীর্বাদের মতো উজ্জ্বল। মনে হয় যেন পুরো দিনটাকে কেউ নতুন রঙে রাঙিয়ে দিতে প্রস্তুত। সকালের অনুভূতি তাই শুধু চোখ খোলার মুহূর্ত নয়, বরং হৃদয়েরও জেগে ওঠা।

যে সকাল আনন্দে ভরে ওঠে, তার শুরু হয় খুব সাধারণ ছোট ছোট বিষয় দিয়ে—পাখিদের একটুকরো ডাক, হালকা ঠান্ডা হাওয়া, গাছের পাতায় জমে থাকা শিশির, কিংবা চায়ের কাপ থেকে ভেসে আসা গরম গন্ধ। এই সবকিছুর মধ্যে জমে থাকে দারুণ এক প্রশান্তি, যা মনে করিয়ে দেয় যে জীবন যতই সমস্যায় ঘেরা হোক, প্রতিটি দিনই নতুন সুযোগ নিয়ে আসে।

সকালের অনুভূতি এমন এক দিক উন্মোচন করে যেখানে আমরা নিজেদের সঙ্গে সত্যিকারের কথা বলতে পারি। মন তখন আলোয় ভরপুর থাকে, ভাবনাগুলো পরিষ্কার হয়। আগের দিনের ক্লান্তি, মন খারাপ বা দুশ্চিন্তা যেন রাতের অন্ধকারেই মিলিয়ে যায়। সকালের আলো মানুষের মনে নতুন আত্মবিশ্বাস জাগায়—আজ আরও ভালো কিছু হবে, আজ আরও সুন্দরভাবে বাঁচা যাবে। তাই তো অনেকে বলে, সকালের সময়টা নিজের সঙ্গে কাটানোর সেরা মুহূর্ত।

প্রকৃতির সকাল মানুষকে কি শেখায়? শেখায় ধৈর্য, সতেজতা আর শান্ত থাকার ক্ষমতা। সূর্য যেমন ধীরে ধীরে উঠে আসে আকাশে, তেমনই আমাদের জীবনের প্রতিটি ভালো পরিবর্তনও আসে ধীরে ধীরে। সকাল সেই ধীরতার এক অসাধারণ উদাহরণ। পাখিরা যেমন নির্ভার হয়ে গান করে, তেমনই আমাদের মনও চায় অকারণ দুঃশ্চিন্তা ভুলে একটু গান গাইতে, একটু হাসতে, একটু স্বস্তির নিশ্বাস নিতে।

সকালের আনন্দ মানে শুধু বাইরের পরিবেশের সৌন্দর্য নয়, নিজের ভিতরের উজ্জ্বল মুহূর্তগুলোর পুনর্জন্ম। কেউ হয়তো হাঁটতে বেরোয়, কেউ যোগা করে, কেউ নিঃশব্দে বসে থাকে—সবারই অনুভূতি আলাদা, কিন্তু লক্ষ্য একটাই: দিনের শুরুটাকে সুন্দর করা। কারণ একটা সুন্দর সকাল পুরো দিনকে বদলে দিতে পারে।

এই সময়টুকু মানুষকে আরও কৃতজ্ঞ করে তোলে। মনে হয়—যে সুযোগগুলো পেয়েছি, যে মানুষগুলো পাশে আছে, যে আশীর্বাদগুলো হাতের কাছেই লুকানো, সেগুলোকে আরও মূল্য দিতে হবে। সকালের অনুভূতি তাই আমাদের নতুন করে ভাবতে শেখায়—আমরা আসলে কতটা সমৃদ্ধ জীবন নিয়ে বেঁচে আছি।

সব শেষে বলা যায়, সকাল শুধু দিনের শুরু নয়, এটি এক মানসিক নবজন্মের মুহূর্ত। যেদিন সকালে মন ভালো থাকে, সেদিন অল্প সমস্যাও ততোটা ভারী মনে হয় না। আর সেদিনের হাসিও হয় আরও উজ্জ্বল। তাই সকালের সৌন্দর্যকে হৃদয়ে গ্রহণ করা মানে নিজের জীবনকে একটু বেশি আলোয় ভরিয়ে নেওয়া। প্রতিটি ভোর বলে—“আজ নতুন, তুমি নতুন, আর তোমার আনন্দও নতুন করে জন্ম নিক।”

#লেখা_সংগৃহীত










আমি শীতকাল ভালোবাসি🩷⚘️শীতকাল আমাদের মনে করিয়ে দেয় যে শীতলতম মুহূর্তেও সৌন্দর্য ফুটে উঠতে পারে।                 🌸🌻     ...
28/11/2025

আমি শীতকাল ভালোবাসি🩷⚘️
শীতকাল আমাদের মনে করিয়ে দেয় যে শীতলতম মুহূর্তেও সৌন্দর্য ফুটে উঠতে পারে।
🌸🌻









আমার চাওয়া-পাওয়ার থেকে সৃষ্টিকর্তার পরিকল্পনা বেশি উত্তম....!!যা পাইনি তার হিসেব কষি না, যা পেয়েছি তাই দামি,এই শূন্যত...
27/11/2025

আমার চাওয়া-পাওয়ার থেকে সৃষ্টিকর্তার পরিকল্পনা বেশি উত্তম....!!
যা পাইনি তার হিসেব কষি না, যা পেয়েছি তাই দামি,
এই শূন্যতার মাঝেই নিজেকে, নতুন করে খুঁজি আমি।
🌸🌻








27/11/2025

আমার একটা ভালো গুণ হল আমি কারো অস্বস্তির কারণ হয়ে জোর করে জায়গা ধরে থাকতে পারি না।যেখানে আমার উপস্থিতি পছন্দের না সেই ...
25/11/2025

আমার একটা ভালো গুণ হল আমি কারো অস্বস্তির কারণ হয়ে জোর করে জায়গা ধরে থাকতে পারি না।
যেখানে আমার উপস্থিতি পছন্দের না সেই জায়গায় আমার নিজের স্বার্থেও দাঁড়িয়ে থাকি না।
🌸🌻










শুভ সকাল❤️
25/11/2025

শুভ সকাল❤️

অতটা সহজ হইয়ো না, যতটা সহজ হলে কেউ তোমায় চাওয়ার আগেই পেয়ে যায়। জানো তো,মানুষ সহজে পায় যারে_ যত্ন না করে অবহেলায় ফে...
24/11/2025

অতটা সহজ হইয়ো না, যতটা সহজ হলে কেউ তোমায় চাওয়ার আগেই পেয়ে যায়।

জানো তো,
মানুষ সহজে পায় যারে_
যত্ন না করে অবহেলায় ফেলে রাখে তারে।

তাই
সহজে ধরা দিতে নেই কিছুটা দুষ্প্রাপ্য হওয়া ভালো।

Address

Balurghat
733101

Telephone

+9609743391

Website

Alerts

Be the first to know and let us send you an email when কবিতায় Swapna Pramanik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কবিতায় Swapna Pramanik:

Share

Category