কবিতায় Swapna Pramanik

কবিতায় Swapna Pramanik Video Creator, Reciter,Motivational Speaker

আবারো কি জন্ম পাবো,পাবো এমন কোজাগরী রাত।এমনি করে সাজবো বধু, মানবের গৃহে!আর কি দেখা হবে চাঁদ আমার তোমার?        কলমে✍️ স্...
10/10/2025

আবারো কি জন্ম পাবো,
পাবো এমন কোজাগরী রাত।
এমনি করে সাজবো বধু,
মানবের গৃহে!
আর কি দেখা হবে চাঁদ আমার তোমার?

কলমে✍️ স্বপ্না প্রামাণিক

এক জন নারী তখনই সত্যিকার অর্থে স্ট্রং হয়ে ওঠেন -                যখন কষ্ট পেয়ে ভেঙে পড়ার বদলে চুপচাপ আবার নিজেকে গুছিয...
10/10/2025

এক জন নারী তখনই সত্যিকার অর্থে স্ট্রং হয়ে ওঠেন -
যখন কষ্ট পেয়ে ভেঙে পড়ার বদলে চুপচাপ আবার নিজেকে গুছিয়ে নেন।
তবে হ্যাঁ না বলতে শিখুন, সব কিছুতে 'হ্যাঁ' বললে মানুষ আপনাকে ব্যবহার করবে।
'না' বলতে শিখুন -
শান্ত কন্ঠে, কিন্ত দৃঢ়তায় ভরা।
আপনার সময়, শক্তি আর সম্মান রক্ষার জন্য এটা জরুরী।
আর্থিক ভাবে স্বনির্ভর হোন।
আপনার উপার্জন আপনার আত্মবিশ্বাসের ভিত্তি।
ছোট হোক, নিজের হোক।
নিজেকে অবহেলা করে আপনি কাউকে সত্যিকারে ভালোবাসতে পারবেন না।
নিজের যত্ন নিন মন থেকে।
যত্ন নেওয়া মানে বিলাসিতা নয় - এটা নিজেকে সম্মান জানানোর বিষয়। আপনার কথা বলার অধিকার আছে, চুপ থেকে ভালো মানুষ হওয়া যায় কিন্ত স্ট্রং হওয়া যায় না।
যে সম্পর্ক আপনাকে ছোট করে তা সম্পর্ক নয় আটকে থাকার শিকল।ভালোবাসুন, ভরসা রাখুন কিন্ত নিজের অবস্থান ভুলে নয়।
নারী হওয়া কোনো দুর্বলতা নয়। তিনিই জন্ম দেন, গড়েন, আগলে রাখেন, তবু এই সমাজে তার কোন অবদান নেই।
আপনাকে ভয় দেখানো হয়, বাঁধা দেওয়া হয়, থামিয়ে রাখা হয়।
কিন্ত থেমে গেলে তো সব থেমে যাবে।
স্ট্রং নারী মানে আবেগহীন মানুষ না।তিনি কাঁদেন, হাসেন, ভালোবাসেন। প্রয়োজনে ছেড়েও দেন।
তবুও নিজের সম্মান আর সীমানা আঁকড়ে ধরেন।
তিনি কারুর করুনা চান না, চান - সম্মান।
তিনি কারো সাপোর্ট চান না - চান সমতা, অধিকার।
আপনি নারী।
আপনি আগুনও - আলোর উৎস।

লেখা - সংগৃহীত

10/10/2025

যদি ভুল ট্রেনে উঠে পড়ো, তাহলে পরের স্টেশনেই নেমে যেও, কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা ততো বেশি হবে।          ...
09/10/2025

যদি ভুল ট্রেনে উঠে পড়ো, তাহলে পরের স্টেশনেই নেমে যেও, কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা ততো বেশি হবে।

স্মৃতির পাতা উল্টে আজ বিষন্ন বিকেল মন...খাদের কিনারে একা দাঁড়িয়ে, মুছে যাওয়া, ক্ষয়ে যাওয়া, একলা বাড়ি ঘর। মুখ আর মু...
09/10/2025

স্মৃতির পাতা উল্টে আজ
বিষন্ন বিকেল মন...
খাদের কিনারে একা দাঁড়িয়ে,
মুছে যাওয়া,
ক্ষয়ে যাওয়া,
একলা বাড়ি ঘর।
মুখ আর মুখসের আড়ালে
নীরব পাহাড়।

✍️স্বপ্না প্রামাণিক

08/10/2025

পূজো শেষ
মা কৈলাসে ফিরেছেন
এমন ভারাক্রান্ত মনে
কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতার লাইন....
তোমার কাছে চাইনি কিছু, জানাই নি মোর নাম তুমি যখন বিদায় নিলে, নীরব রইলাম।

শুভ দুপুর❤️
08/10/2025

শুভ দুপুর❤️

জল নাকি জীবন    কলমে✍️স্বপ্না প্রামাণিক  জল, জল শুধু জল...!জল নাকি জীবন।তাহলে জীবনটা কি ?চরম মুহূর্তে শুধুই অসহায়।তুমি ...
08/10/2025

জল নাকি জীবন
কলমে✍️স্বপ্না প্রামাণিক

জল, জল শুধু জল...!
জল নাকি জীবন।
তাহলে জীবনটা কি ?
চরম মুহূর্তে শুধুই অসহায়।

তুমি নিরাকার, তাই উন্মাদ!
দুরন্ত তোমার গতিবেগ...
ব্যর্থ নদী তোমার ফুঁসে ওঠা জলে,
স্তব্ধ তার কূল উপকূল।
ছড়িয়ে গেলে চতুরদিক...!
বিন্দু বিন্দু জলকনায় সাজানো শস্য ক্ষেত,
রাশি রাশি জলধারায় গ্রাস করে নিলে।
তলিয়ে দিলে কত শত বাড়ি।
জোয়ার ভাটার স্রোতে মিলিয়ে গেলো কত প্রাণ!

তুমি জীবন দাতা!
তবুও আজ নিষ্ঠুর তোমার পরিহাস,
তাকিয়ে দেখো...
কত আশ্রয়হীন মানুষ।
তাদের বুকফাটা অর্তনাদ আকাশে বাতাসে ধ্বনিত।
একটু আস্থার জন্য তারা কতটা অসহায়!
খিদের তাড়নায় সময় আর বাস্তব বড়ই কঠিন!
তবুও বাঁচার ও বাঁচানোর তাগিদে জীবন নিয়ে চলছে লড়াই।

তুমি উন্মাদ!
শান্ত হতে পারোনি,
নিংড়ে নিয়ে চলে গেলে সব।
রেখে গেলে কিছু ক্ষতবিক্ষত স্মৃতি,
আর ব্যাথা হতো তৃষ্ণার্ত প্রাণ!

অবসাদের কলম বিষন্নতায় ভরালিখতে গিয়ে আজ অমি শব্দ হারা!
07/10/2025

অবসাদের কলম বিষন্নতায় ভরা
লিখতে গিয়ে আজ অমি শব্দ হারা!

06/10/2025

Many many happy returns of the day Happy Birthday my sweetheart 🥰

আমার ঘরের মা লক্ষ্মী🥰
06/10/2025

আমার ঘরের মা লক্ষ্মী🥰

শুভ জন্মদিন সোনা মা, ভালো থেকো সুস্থ থেকো নিজের লক্ষ্য ঠিক রাখো আর অনেক বড়ো মনের মানুষ হও❤️
06/10/2025

শুভ জন্মদিন সোনা মা, ভালো থেকো সুস্থ থেকো নিজের লক্ষ্য ঠিক রাখো আর অনেক বড়ো মনের মানুষ হও❤️

Address

Balurghat
733101

Telephone

+9609743391

Website

Alerts

Be the first to know and let us send you an email when কবিতায় Swapna Pramanik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কবিতায় Swapna Pramanik:

Share

Category