MD ABU BAKAR KHAN

MD ABU BAKAR KHAN I am a professional Digital Marketer

""সেয়ার দিয়ে রাখেন কাজে আসবে""আপনারা যারা লেখালেখির চিন্তা করছেন, গল্প, কবিতা, সাহিত্য, ফিচার বা কলাম লিখতে আগ্রহী, তাদে...
12/03/2025

""সেয়ার দিয়ে রাখেন কাজে আসবে""
আপনারা যারা লেখালেখির চিন্তা করছেন, গল্প, কবিতা, সাহিত্য, ফিচার বা কলাম লিখতে আগ্রহী, তাদের জন্য দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকীয় পাতা, সাহিত্যপাতা কিংবা সংশ্লিষ্ট পাতার ইমেইল অ্যাড্রেস দিলাম। পত্রিকায় ছাপা হলে বলা যেতে পারে আপনার লেখা মানসম্মত। তখন লেখালেখি নিয়ে আপনি ক্যারিয়ার গড়ার পথে এগোতে পারেন, যদিও এটা খুব কঠিন পথ। তবে বর্তমানে নিজেই মিডিয়া হয়ে নিজের লেখা পাঠকের সামনে তুলে ধরা যায়। তা থেকে নিজে উপার্জন করা যায়। তবে লেখার মান যাচাইয়ের জন্য পত্রিকার বিভাগীয় সম্পাদকের ফিল্টারটা কাজে দিতে পারে৷
পত্রিকার যে পাতার জন্য লিখবেন, আগে সেই পাতা ভালো করে পড়ে নিবেন, রিসার্চ করে নিবেন কোন ক্যাটাগরির লেখা সেখানে ছাপা হয়। আর একই লেখা সব পত্রিকায় পাঠাবেন না। ছাপা না হলে বা ইমেইল কনফারমেশন না আসলে কমপক্ষে তিনমাস অপেক্ষা করবেন, তারপর অন্য কোথাও পাঠাবেন। তার মধ্যে আপনি লিখতে থাকবেন। প্রতিদিন লিখবেন।
___________________
নিবন্ধ/কলামের জন্য ব্যবহার করুন:

দৈনিক প্রতিদিনের সংবাদ: [email protected]

দৈনিক ইত্তেফাক: [email protected]

দৈনিক ভোরের কাগজ: [email protected]

দৈনিক সমকাল:
[email protected]

দৈনিক যুগান্তর: [email protected]

দৈনিক কালেরকণ্ঠ: [email protected]

দৈনিক বণিকবার্তা: [email protected]

দৈনিক ইনকিলাব: [email protected]

দৈনিক যায়যায়দিন: [email protected]

দৈনিক সংবাদ: [email protected]

দৈনিক নয়াদিগন্ত: [email protected]

দৈনিক প্রথম আলো: [email protected]

দৈনিক জনকণ্ঠ: [email protected]

দৈনিক আমাদের সময়: [email protected]

দৈনিক সংগ্রাম: [email protected]

দৈনিক জনতা: [email protected]

দৈনিক আজকালের খবর: [email protected]

দৈনিক বাংলাদেশের খবর: [email protected]

দৈনিক খোলাকাগজ: [email protected]

দৈনিক বর্তমান: [email protected]

দৈনিক মানবকণ্ঠ: [email protected]

দৈনিক সময়ের আলো: [email protected]

দৈনিক পূর্বকোণ: [email protected]

দৈনিক সুপ্রভাত: [email protected]

দৈনিক দিনকাল: [email protected]

দৈনিক আলোকিত বাংলাদেশ: editorial.alokitob

23/02/2025

রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসায় কি অপরাধ????
লিংক কমেন্ট।

23/02/2025

রাসূল (স) কে ভালো বাশাই কি অপরাত। লিংক কমেনটে।

14/08/2024

হায়রে বাংলাদেশ।তুমি স্বাধীন এর মানে হল ঘরের মেয়ে রাস্তায়। আর আফগানিস্তান স্বাধীন মানি রাস্তার মেয়েও ঘরে।এটাই ইসলাম আর গণতন্ত্রের পার্থক্য।

26/06/2024

ভাবুন তো! একটি ভিজিটিং কার্ড কি? হতে পারে সেটা শুধুই একটুকরো কাগজ!

না আমরা মনে করি বিজনেস বা ভিজিটিং কার্ড হলো আপনার প্রথম উপস্থাপনা। আর সেটা যদি দৃষ্টিনন্দন হয় তাহলে প্রথমে তা আপনার অভিব্যক্তি অন্যের কাছে সুন্দর ভাবে প্রকাশ করবে। যা আপনার ব্যা্বসা বা প্রফেশন কে এগিয়ে নিয়ে যাবে আরও এক ধাপ। আর সেটা মাথায় রেখে আমরা করেছি অনন্য কিছু ভিজিটিং কার্ড ডিজাইন। আপনাদের ভালো লাগলে আমরা অনুপ্রাণিত হব।

13/02/2024
🤣🤣🤣!এক বুড়ি ময়মনসিংহের বাসে উঠেছে ! বাসে উঠেই সে হেল্পারকে বলল, ভালুকা আইলে আমারে কইয়েন !হেল্পার তাকে আশ্বস্ত করে বললোঃ ...
10/02/2024

🤣🤣🤣!
এক বুড়ি ময়মনসিংহের বাসে উঠেছে !
বাসে উঠেই সে হেল্পারকে বলল, ভালুকা আইলে আমারে কইয়েন !
হেল্পার তাকে আশ্বস্ত করে বললোঃ ঠিক আছে,ঠিক আছে। বাস চলতে শুরু করলো।
বুড়ি দুই মিনিট পরেই হেল্পারকে বললোঃ ভালুকা আইছে? হেল্পার উত্তরে ‘না’ বলল !
কিন্তু বুড়ি দুই মিনিট পর পর হেল্পারকে এই প্রশ্ন করতে লাগল! হেল্পার ও বাসের যাত্রীরা বিরক্ত হয়ে বুড়িকে ধমক দিল! বুড়ি তখন ভয়ে চুপ।
এদিকে বাস চলতে চলতে ভালুকা ছাড়িয়ে সামনের স্টপেজের মাঝামাঝি চলে এলো।
তখন হেল্পারের মনে পড়লো যে, বুড়িমা তো ভালুকার কথা বলে রেখেছিল!
বাসের সব যাত্রী তখন হেল্পারকে বকাঝকা করে বাস ঘোরাতে বললো।
তো বাস আবার ঘুরিয়ে ভালুকায় এলো।
হেল্পার বুড়িকে বললোঃ বুড়িমা, ভালুকা আসছে !
আপনে নামেন !
বুড়ি চোখ কুঁচকে জবাব দিলঃ নামমু কে?
আমি যাইয়াম মমিসিং (ময়মনসিংহ) ডাক্তার আমারে ডাহাত্তন (ঢাকা থেকে) একটা ট্যাবলেট খাওয়াইয়া কইছে ভালুকায় গিয়া আরেকটা খাইতে !
আমি এখন ট‍্যাবলেট খাইবাম! পানি দে !
😍😍😍

#সংগৃহীত

ডাল মে কুচ কালা হে।
08/02/2024

ডাল মে কুচ কালা হে।

ইহুদিদের বড় ইবলিসের মৃ*ত্যু।"বারুখ ওয়াইস্পিকর"মুসলমান & গাজা এর জনগণের বিরুদ্ধে সবচেয়ে বেশি উগ্র ও ঘৃণ্য রাব্বিদের একজন...
03/02/2024

ইহুদিদের বড় ইবলিসের মৃ*ত্যু।

"বারুখ ওয়াইস্পিকর"
মুসলমান & গাজা এর জনগণের বিরুদ্ধে
সবচেয়ে বেশি উগ্র ও ঘৃণ্য
রাব্বিদের একজন ছিলেন!

সে মুসলমান & গাজা থেকে
ফিলিস্তিনিদের নির্মূল করার পক্ষে
জোড়ালো ভাবে শিক্ষা দিতো
আজ সে জাহান্নামের স্থায়ী অতিথি হয়ে গেছে।

আলহামদুলিল্লাহ,
ছুম্মা আলহামদুলিল্লাহ।

Address

Balurghat

Telephone

+8801920955481

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD ABU BAKAR KHAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD ABU BAKAR KHAN:

Share