Banglar TNI - Dooars

Banglar TNI - Dooars Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Banglar TNI - Dooars, Media/News Company, Banarhat.

উত্তরবঙ্গের ডুয়ার্স, তরাই, পাহাড় থেকে তুলে আনা সঠিক, দ্রুত ও বিশ্বাসযোগ্য খবরের বিশ্বস্ত ঠিকানা Banglar TNI - Dooars। প্রতিদিনের প্রতিটি গুরুত্বপূর্ণ সংবাদ, আপডেট ও বিশ্লেষণ আপনার হাতের মুঠোয়—খবর জানতে আমাদের সঙ্গেই থাকুন।

29/10/2025

আগামীকাল ও পরশু প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে, সকলকে সাবধানে থাকার জন্য বানারহাট ব্লক প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে মাইকিং | Tni - Dooars

29/10/2025

দুই দিন ধরে এক বৃদ্ধাকে ধ*র্ষ*ণে*র অভিযোগে গ্রেফতার হল এক যুবক। ঘটনাটি ঘটেছে এনজেপি থানার অন্তর্গত মাইকেল মধুসূদন কলোনি এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বাপি মহন্ত ওরফে পচা (২৫)। ওই বৃদ্ধা দীর্ঘদিন ধরে অভিযুক্তের বাড়িতেই ভাড়া থাকতেন। অভিযোগ, গত ২৫ ও ২৬ অক্টোবর পরপর দুই দিন ধরে বৃদ্ধাকে জোর করে ধ*র্ষ*ণ করে বাপি।

ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন ৭০-উর্দ্ধা ওই মহিলা। পরে তিনি এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করে।

ধৃতকে বুধবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়। অপরদিকে, অসুস্থ বৃদ্ধাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ | Tni - Dooars

#অপরাধসংবাদ #ধর্ষণঅভিযোগ #বৃদ্ধাধর্ষণ #উত্তরবঙ্গ #ধর্ষণঅভিযোগ #বৃদ্ধাধর্ষণ

29/10/2025

ময়নাগুড়ির আমগুড়িতে শতায়ু ঠাকুমার নতুন দাঁত গজাতেই অন্নপ্রাশনের আয়োজন করলো নাতি-নাতনিরা | Tni - Dooars

28/10/2025

চেল নদীর উজানে ছট ঘাটের কাছে হঠাৎ হাতির আবির্ভাব, জঙ্গলে ফেরাতে তৎপর বনদপ্তর | Tni - Dooars

পশ্চিমবঙ্গে SIR (Special Intensive Revision of electoral rolls) প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু। দ্বিতীয় দফায় ১২টি রাজ্য এব...
27/10/2025

পশ্চিমবঙ্গে SIR (Special Intensive Revision of electoral rolls) প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু। দ্বিতীয় দফায় ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হবে এসআইআর। সোমবার তা ঘোষণা করলেম মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেই তালিকায় পশ্চিমবঙ্গ ছাড়াও রয়েছে তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট, ছত্তিসগড়, গোয়া, কেরল, লক্ষদীপ, পুদুচেরি এবং আন্দামান নিকোবরের নাম।

পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, গোয়া, গুজরাত, পুদুচেরিতে ২০২৬ সালে রয়েছে বিধানসভা নির্বাচন। ২০২৭ সালে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। আগামী বছর অসমেও বিধানসভা নির্বাচন থাকলেও সেখানে এখনই হচ্ছে না এস.আই.আর। পশ্চিমবঙ্গ সহ এই ১২ রাজ্যে সোমবার রাত ১২টা থেকে ফ্রিজ় করা হবে ভোটার তালিকা।

* আগামীকাল, ২৮শে অক্টোবর, মঙ্গলবার শুরু হবে বিএলও'দের প্রশিক্ষণের কাজ, যা চলবে ৩ নভেম্বর পর্যন্ত।

* ৪ঠা নভেম্বর থেকে ৪ঠা ডিসেম্বর পর্যন্ত চলবে বাড়ি-বাড়ি এনুমারাশেন ফর্ম দেওয়ার ও জমা নেওয়ার কাজ।

* ৯ই ডিসেম্বর সেই ফর্মের ভিত্তিতে প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা।

* ৯ই ডিসেম্বর ২০২৫ থেকে টানা ৮ই জানুয়ারি, ২০২৬ পর্যন্ত এই তালিকা নিয়ে অভিযোগ ও আবেদন গ্রহণ করা হবে। এই পর্বেই শুরু হয়ে যাবে বাড়ি-বাড়ি ভেরিফিকেশনের কাজ। যা চলবে ৯ই ডিসেম্বর থেকে ৩১শে জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত।

* ৭ই ফেব্রুয়ারি ২০২৬ - প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা।

ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে বিএলও'রা নথি খতিয়ে দেখবেন। এক বার কাউকে বাড়িতে না পাওয়া গেলে সেই বাড়িতে মোট তিন বার বিএলও'রা যাবেন।

27/10/2025

ডায়না নদীর ঘাটে ছট পূজার আয়োজন, বানারহাট শহর সহ আশেপাশের এলাকার ছটব্রতীরা ভীড় জমিয়েছেন | Tni - Dooars

27/10/2025

টোটোর ব্যাটারি চুরির অভিযোগে মালবাজারে গ্রেপ্তার ৬, চোরাই মাল কেনার দায়ে গ্রেপ্তার আরও ২ জন | Tni - Dooars

26/10/2025

নাগরাকাটার বন্যা-পরবর্তী সময়ের আপডেট (26/10/2025 - Sun) : লুকসানের কাছে ১৭ নম্বর জাতীয় সড়ক (৩১-সি) এর উপর থাকা কালীখোলা সেতুর অ্যাপ্রোচের নিচ থেকে মাটি সড়ে যাওয়ায় এই সেতু দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ৬ই অক্টোবর মুখ্যমন্ত্রী এই সেতুটির কাছে একটি ত্রাণ শিবিরে এসেছিলেন, তিনি সেতুটিও পরিদর্শন করেন। মেরামতি চলাকালীন ৭ই অক্টোবর রাত থেকে এই সেতুটি দিয়ে নিয়ন্ত্রিত ভাবে যান চলাচল শুরু হয়। সেতুটি মেরামতির কাজ এখন শেষ হয়েছে। স্বাভাবিক ভাবেই এখন সেতু দিয়ে যান চলাচল করছে।

26/10/2025

নাগরাকাটার বন্যা-পরবর্তী সময়ের আপডেট (26/10/2025 - Sun) : নাগরাকাটা ব্লকের লুকসান ও চ্যাংমারি চা বাগানের মাঝে কালীখোলা ঝোড়ার উপর থাকা এই সেতুটি বন্যায় পুরোপুরি ভেসে যায়। এই সেতুটি ১৯৯৫ সালে রাজ্যের পূর্ত দপ্তর তৈরি করেছিল।

ভেঙে যাওয়া সেতুর পাশে হিউম পাইপ দিয়ে ডাউভার্সান তৈরির কাজ শুরু হয়েছে। অস্থায়ী রাস্তা তৈরি হয়ে গেলে দিন দশেকের মধ্যে এই রাস্তা দিয়ে যাতায়াত শুরু করে দেওয়া যাবে বলে নির্মাণকারী সংস্থার স্থানীয় কর্মীদের কাছ থেকে জানা গিয়েছে। এখন কিছুটা ঘুরপথে ধরনীপুর চা বাগান হয়ে চ্যাংড়ামি যাতায়াত করা যাচ্ছে।

26/10/2025

নাগরাকাটার বন্যা-পরবর্তী সময়ের আপডেট (26/10/2025 - Sun) : নাগরাকাটার লুকসানে কুজি ডায়না নদীর উপর থাকা লাল পুলের একটি অংশ ৫ই অক্টোবর প্রবল জলস্রোতে ভেঙে যায়। সেতু এবং নদীর ধারে থাকা কয়েকটি বাড়িও বন্যায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল।

৬ই অক্টোবর মুখ্যমন্ত্রী লুকসানের ত্রান শিবিরে এসে জানিয়েছিলেন এই সেতুটি নতুন করে তৈরি করা হবে এবং তাতে কিছুটা সময় লাগবে। এই সেতুটি নতুন করে তৈরির কাজ দ্রুত শুরু হবে বলে স্থানীয় বাসিন্দারা আশা করছেন।

26/10/2025

নাগরাকাটার বন্যা-পরবর্তী সময়ের আপডেট (26/10/2025 - Sun) : সুলকাপাড়া থেকে টানাটানি সেতু পেরিয়ে টন্ডু-বামনডাঙ্গা চা বাগানে যাওয়ার পথে ছিল একটি কালভার্ট। বন্যার জলের তোড়ে এই কালভার্টটি একেবারে ভেঙে যায়। ঝোড়াটির পাশে থাকা বেশ কিছু বাড়িঘর মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল।

টন্ডু যাওয়ার পথে এই ঝোড়াটির উপরেও ডাইভার্সান বানানো হয়ে গিয়েছে। ফলে নাগরাকাটা থেকে সুলকাপাড়া হয়ে টানাটানি সেতু পেরিয়ে এখন গাড়ি নিয়ে সহজেই টন্ডু ও বামনডাঙ্গা চা বাগানে যাতায়াত করা যাচ্ছে।

25/10/2025

নাগরাকাটার বন্যা-পরবর্তী সময়ের আপডেট (26/10/2025 - Sun) : বন্যায় নাগরাকাটার টন্ডু চা বাগানে যাওয়ার পথে গাঠিয়ে নদী এবং বামনডাঙ্গা চা বাগান সংলগ্ন জলঢাকা নদীর ভেঙে যাওয়া বাঁধ মেরামতি কাজ জোরকদমে চলছে। ৫ই অক্টোবরের বন্যায় টানাটানি সেতু সংলগ্ন এলাকায় গাঠিয়া নদীর বাঁধ এবং এই নদী আরোও ভাটিতে গিয়ে জলঢাকা নদীর সাথে মেশার পর মডেল ভিলেজের কাছে জলঢাকা নদীর বাঁধ ভেঙে বন্যার জল লোকালয়ে ঢোকে, হারায় ১২টি প্রাণ। এই ভেঙে যাওয়া বাঁধ মেরামতির কাজ এখন চলছে জোরকদমে।

Address

Banarhat
735202

Alerts

Be the first to know and let us send you an email when Banglar TNI - Dooars posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Banglar TNI - Dooars:

Share