Rongeen Akash-ৱঙীন আকাশ

Rongeen Akash-ৱঙীন আকাশ Never Give Up...,
আমি জেম রায়। পশ্চিমবঙ্গের বাসিন্দা। ইতিহাস নিয়ে M.A। ঘুরতে খুব ভালোবাসি।

29/10/2025

এর মজাই আলাদা।।❤️💚

কর্মজীবনে ব্যস্ততার জন্য দুজনে দুজনকে ভালো করে সময় দিতে পারতাম না। Husband কে অনেক জায়গায় যেতে হতো কাজের জন্য। আমিও ব...
29/10/2025

কর্মজীবনে ব্যস্ততার জন্য দুজনে দুজনকে ভালো করে সময় দিতে পারতাম না। Husband কে অনেক জায়গায় যেতে হতো কাজের জন্য। আমিও ব্যস্ত থাকতাম ঘরের কাজ, ছেলের দায়িত্ব আর ছাত্রছাত্রীদের নিয়ে। কিন্তু অল্প বয়সে যে জিনিসে আনন্দ পেতাম, বয়স বৃদ্ধির সাথে সাথে ভালোলাগা গুলো অনেক বদলে গেল। এখন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মানসিক শান্তি। আমাদের নিজেদের সিদ্ধান্তে, সংসারে আয় হয়তো একটু কমেছে, তবে বেশ ভালো ভাবেই সব কিছু সামলে নিচ্ছি। বিগত ২০/২৫ বছর ধরে পরিকল্পনা করে, গুণীজনদের পরামর্শ অনুযায়ী আমি আর্থিক ব্যাপারে যে যে সিদ্ধান্ত গুলো নিয়েছিলাম, তা আমাদের অনেক অনেক দৃঢ়তা দিচ্ছে। প্রতিটি মূহুর্ত একটা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। বেঁচে থাকার মানে খুঁজে পাচ্ছি। অঢেল সম্পদ নয়, হিসেবি জীবন আমার বেশি ভালো লাগে।।🤞🤗🧿

সংসারে আয় বাড়লেও , প্রয়োজন হীন খরচা করি নি। বরং সঞ্চয় করতাম। Husband এক এক সময় বলতো..... এসবের কি দরকার??? এখন বুঝত...
29/10/2025

সংসারে আয় বাড়লেও , প্রয়োজন হীন খরচা করি নি। বরং সঞ্চয় করতাম। Husband এক এক সময় বলতো..... এসবের কি দরকার??? এখন বুঝতে পারছে 🤗🤗

এমনিতেই বেশি রান্না করি না। আজ মাছের ঝোল, পাঁচমিশালি সবজি রান্না করেছি 👌😊

চনন্দনগরে ঠাকুর দেখতে গিয়ে, সপ্তমীর দিন বিকেলে, সব থেকে বেশি উচ্চতার মূর্তি ভেঙে আহত বেশ কিছু মানুষ, এমন খবর শুনলাম। আম...
29/10/2025

চনন্দনগরে ঠাকুর দেখতে গিয়ে, সপ্তমীর দিন বিকেলে, সব থেকে বেশি উচ্চতার মূর্তি ভেঙে আহত বেশ কিছু মানুষ, এমন খবর শুনলাম। আমরা সপ্তমীর সকালে গিয়েছিলাম। এখন পৃথিবীর অবস্থা খুবই অস্থির। নানা জায়গায় প্রাকৃতিক দুর্যোগের খবর পাই আমরা। আবহাওয়া, জলবায়ুর অনেক পরিবর্তন হচ্ছে। মাঝে মাঝেই নানা ধরনের ঘূর্ণিঝড়ের প্রভাবে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। তাই আমার মনে হয়, অনেক উচ্চতার প্রতিমা, প্যান্ডেল না করাই ভালো। নৈহাটি, চন্দননগর ঠাকুর দেখতে গিয়ে তাই মনে হয়েছিল। এতো ভীড় হয় ওই জায়গাগুলোতে যে কোন অসুবিধা হলে অনেক ক্ষতি হয়ে যাবে।।🤔🤔

প্রতিযোগিতায় না নেমে উৎসবগুলোকে আনন্দ মুখরিত করে তুললেই সকলের জন্য ভালো হবে।।🙏🙏

শুভ জগদ্ধাত্রী অষ্টমী।। মা আপনাদের সকলের মঙ্গল করুন ।।🌸🌼
29/10/2025

শুভ জগদ্ধাত্রী অষ্টমী।। মা আপনাদের সকলের মঙ্গল করুন ।।🌸🌼

28/10/2025

চন্দননগরের বিখ্যাত জগদ্ধাত্রী পূজা ২০২৫।।

চন্দননগরের বিখ্যাত এবং ঐতিহ্যবাহী মিষ্টি "জলভরা"।।❤️এই সন্দেশের ভিতরে মিষ্টি রস বা তরল ভরা থাকে, তাই নাম "জলভরা"।।👌জানা ...
28/10/2025

চন্দননগরের বিখ্যাত এবং ঐতিহ্যবাহী মিষ্টি "জলভরা"।।❤️

এই সন্দেশের ভিতরে মিষ্টি রস বা তরল ভরা থাকে, তাই নাম "জলভরা"।।👌

জানা যায় ১৯শতকের দিকে ভোলা ময়রা নামে এক মিষ্টান্ন প্রস্তুতকারক প্রথম এই "জলভরা সন্দেশ" তৈরি করেন। তার তৈরি এই অভিনব মিষ্টি দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে।।🌏
#জলভরা

28/10/2025

সপ্তমীর সকালে চন্দননগরে।।

আজ জগদ্ধাত্রী পূজোর মহা সপ্তমী।।🙏🌸
28/10/2025

আজ জগদ্ধাত্রী পূজোর মহা সপ্তমী।।🙏🌸

ছোটোবেলা থেকেই আমাদের এখানে বিহারী মানুষজনকে "ছট পূজো" পালন করতে দেখেছি। এই উৎসবের প্রধান প্রসাদ "ঠেকুয়া" খেয়েছি। কিন্...
28/10/2025

ছোটোবেলা থেকেই আমাদের এখানে বিহারী মানুষজনকে "ছট পূজো" পালন করতে দেখেছি। এই উৎসবের প্রধান প্রসাদ "ঠেকুয়া" খেয়েছি। কিন্তু উৎসব সম্পর্কে বিশেষ কিছু জানতাম না। একটু সার্চ করে যা জানলাম তা শেয়ার করলাম।।

ছট পুজো উত্তর ভারত বিশেষ করে বিহার, ঝাড়খন্ড, উত্তরপ্রদেশ এবং বাংলার কিছু অঞ্চলে পালিত এক উৎসব। এটি সূর্যদেব এবং তার স্ত্রী ঊষা বা ছটী মাইয়া-র আরাধনা হিসেবে পরিচিত।।

ছট পুজো হলো সূর্যদেবকে ধন্যবাদ জানানো ও তার আশীর্বাদ প্রার্থনা করার উৎসব। বিশ্বাস করা হয়, সূর্য মানব জীবনে শক্তি, স্বাস্থ্য ও সমৃদ্ধি দান করেন।।

সাধারণত কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ছট পুজো পালিত হয় অর্থাৎ দীপাবলীর ছ' দিন পর। পুরো উৎসবটি চার দিন ধরে চলে।।

১/প্রথম দিন-- ভক্তরা গঙ্গা বা নদীতে স্নান করে নিজেদের শুদ্ধ করেন। এরপর নিরামিষ আহার গ্রহণ করেন।

২/ দ্বিতীয় দিন-- সারাদিন নির্জলা উপবাস থাকে। সন্ধ্যায় গুড়-চালের পায়েস ও রুটি দিয়ে উপবাস ভঙ্গ করা হয়।।

৩/ তৃতীয় দিন-- এই দিনে ভক্তরা সূর্যাস্তের সময় নদী বা পুকুরে দাঁড়িয়ে সূর্যদেবকে অস্তাচলগামী অর্ঘ্য দেন--ফল, দুধ ,গঙ্গাজল ইত্যাদি দিয়ে প্রণাম করেন।।

৪/ চতুর্থ দিন -- শেষ দিনের সূর্যোদয়ের সময় সূর্য দেবকে উদয়াচলগামী অর্ঘ্য দেওয়া হয় এবং পূজা সমাপ্ত হয়।।

27/10/2025

সুযোগ পেলেই দুজনে মিলে বেড়িয়ে পরি, বেশ ভালো লাগে।।🥰

27/10/2025

ছট পূজোর জন্য গঙ্গার তীরে ভীড়।

Address

Hooghly,Chinsurah
Bandel
712103

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rongeen Akash-ৱঙীন আকাশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rongeen Akash-ৱঙীন আকাশ:

Share