Rongeen Akash-ৱঙীন আকাশ

Rongeen Akash-ৱঙীন আকাশ Never Give Up...,
আমি জেম রায়। পশ্চিমবঙ্গের বাসিন্দা। ইতিহাস নিয়ে M.A। ঘুরতে খুব ভালোবাসি।
(1)

আপনি যত সফলতার পথে এগিয়ে যাবেন, আপনার চারপাশটা তত খালি হতে দেখবেন। অসৎ মানুষের সার্কেল অনেক বড়ো। ঠিক তেমনি সৎ মানুষের ...
10/08/2025

আপনি যত সফলতার পথে এগিয়ে যাবেন, আপনার চারপাশটা তত খালি হতে দেখবেন। অসৎ মানুষের সার্কেল অনেক বড়ো। ঠিক তেমনি সৎ মানুষের বন্ধু সংখ্যা অনেক কম। আসলে উন্নতির শিখরে পৌঁছানোর জন্য অবাঞ্চিত ভার হালকা করাই শ্রেয়। কতো বাঁধা আসবে এগিয়ে যাবার পথে। কিন্তু একটু দৃঢ়ভাবে চললে, এই সমস্ত সমস্যা অনায়াসে পার করা যায়। শুধু মনের জোর হারালে চলবে না।🤞🧿

"সকালের খাবার রাজার মতো, দুপুরের খাবার সাধারণ মানুষের মতো, আর রাতের খাবার ভিক্ষুকের মতো"........ প্রচলিত কথাটি , জনপ্রিয...
10/08/2025

"সকালের খাবার রাজার মতো, দুপুরের খাবার সাধারণ মানুষের মতো, আর রাতের খাবার ভিক্ষুকের মতো"........ প্রচলিত কথাটি , জনপ্রিয় স্বাস্থ্য উপদেশের অংশ।।

সকালের জলখাবার, সারাদিন কর্মক্ষম রাখে। তাই এই সময়ে সঠিক মাত্রায় প্রোটিন, কার্বোহাইড্রেট, ফল, দুধ খাওয়া খুবই উপকারী।।

জীবনে "না" বলতে শেখা খুবই জরুরী। এটা শুধু আত্মরক্ষার জন্য নয়, বরং নিজের সময় , শক্তি আর মানসিক শান্তি বাঁচানোর জন্য দরক...
10/08/2025

জীবনে "না" বলতে শেখা খুবই জরুরী। এটা শুধু আত্মরক্ষার জন্য নয়, বরং নিজের সময় , শক্তি আর মানসিক শান্তি বাঁচানোর জন্য দরকার। সবাইকে খুশি করতে গিয়ে, নিজের প্রয়োজন ও লক্ষ্য অবহেলিত হয়। সব কাজ, অনুরোধ বা দায়িত্ব নেওয়া সম্ভব নয়‌। তাই মানসিক শান্তি রক্ষার জন্য, আত্মসম্মান বজায় রাখার জন্য....... "না" বলতে জানা খুব খুব দরকার। 🧿

রাতের হালকা খাবার।।😊
09/08/2025

রাতের হালকা খাবার।।😊

হাসি আর ভালোবাসায় ভরে উঠুক আপনাদের সন্ধ্যা।।💛💛
09/08/2025

হাসি আর ভালোবাসায় ভরে উঠুক আপনাদের সন্ধ্যা।।💛💛

ভোর হলো দোর খোল/ খুকুমণি ওঠো রে !ওই ডাকে যুঁই-শাখে ফুল খুকি ছোট রে!খুকুমণি ওঠো রে!রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা ঐ, ...
09/08/2025

ভোর হলো দোর খোল/ খুকুমণি ওঠো রে !
ওই ডাকে যুঁই-শাখে ফুল খুকি ছোট রে!
খুকুমণি ওঠো রে!
রবি মামা দেয় হামা গায়ে রাঙা জামা ঐ,
দারোয়ান গায় গান, শোনো ঐ," রামা হৈ!"

কাজী নজরুল ইসলাম।।🙏

😥 জীবনে কখনও ডিপ্রেশন আসেনি, মন খারাপ হয় নি ...... এমন মানুষ খুব কমই আছে হয়তো, বা নেইই। নিজের অভিজ্ঞতায় দেখেছি, কিছু ...
08/08/2025

😥 জীবনে কখনও ডিপ্রেশন আসেনি, মন খারাপ হয় নি ...... এমন মানুষ খুব কমই আছে হয়তো, বা নেইই। নিজের অভিজ্ঞতায় দেখেছি, কিছু কাজ এই সময় মন ভালো রাখতে অনেক সাহায্য করে।

🧡 আমি ব্যক্তিগতভাবে সকালে ঘুম থেকে উঠেই পছন্দ মতো হালকা মিউজিক চালিয়ে দিই। কখনো ভজন, কখনো রবীন্দ্রসঙ্গীত, কখনো বা রোমান্টিক গান। তবে হালকা মিউজিক। তারপর নিজের কাজ করি। অনেক ভালো লাগে তখন।

💚 এছাড়া পশু 🐕, পাখি 🐦, গাছপালা 🌳🌴..... আমার অন্য অনুভূতি। ওদের সঙ্গে সময় কাটাতে বেশ ভালো লাগে।

🌼 পরিচিত মানুষের সাথে মেলামেশা এখন অনেক কম করি। বিগত দিনের অভিজ্ঞতা খুবই দুঃখজনক। আমি কখনো এই কথা বলি না যে, আমি সবসময় সঠিক। কিন্তু আমার মানসিকতার নয় বলে, নিজেকে সরিয়ে নেওয়াই ভালো মনে করেছি।

🩷 আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। নিজেকে ভালোবাসতে হবে। ভালোলাগার কাজগুলো করতে হবে। তা গল্পের বই পড়া হতে পারে, রান্না করা হতে পারে, কোথাও বেড়াতে যাওয়া হতে পারে , আরো অনেক কিছু হতে পারে। মন খারাপ করে, এমন কথা ভাবা বন্ধ করতে হবে। একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। একটা সুন্দর জীবন নিজেকে উপহার দিতে হবে।

✅ পরিস্থিতি অনুযায়ী আমাদের জীবনকে সাজাতে হবে। হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু চেষ্টা করলে অভ্যেস হয়ে যাবে। তাই অযথা অপরকে খুশী করার চেষ্টা বাদ দিয়ে, নিজেকে আনন্দে রাখার চেষ্টা করুন।।😊🙏

✅ A I এর কাছে জানতে চেয়েছিলাম, আমার জন্ম তারিখ অনুযায়ী আমি কেমন স্বভাবের। 😊জন্মতারিখ ১৬।দেখা যাক আমার স্বভাব কেমন ? 😃🧿...
08/08/2025

✅ A I এর কাছে জানতে চেয়েছিলাম, আমার জন্ম তারিখ অনুযায়ী আমি কেমন স্বভাবের। 😊
জন্মতারিখ ১৬।
দেখা যাক আমার স্বভাব কেমন ? 😃

🧿১/ ভাগ্য--
এদের ভাগ্য অনেক সময় ধীরগতিতে খুলে যায়। ছোটবেলায় বা তরুন বয়সে সাফল্য খুব বেশি নাও পেতে পারে , কিন্তু বয়স বাড়ার সাথে সাথে উন্নতি আসে।

জীবনে কয়েকবার বড় ধরনের মোড় (turning point) আসতে পারে, যা ভালোর জন্যও হতে পারে, আবার চ্যালেঞ্জও আনতে পারে।

বিদেশে বসবাস বা বিদেশ সংক্রান্ত কাজের সম্ভাবনা বেশি।

💘২/ প্রেম--
প্রেমে এরা গভীর ও বিশ্বস্ত। একবার মন দিলে সারা জীবন ধরে রাখতে চায়।

সঙ্গীর কাজ থেকেও একই গভীরতা আশা করে, যা না পেলে কষ্ট পায়।

অতিরিক্ত সংবেদনশীল হওয়ার কারণে সহজেই আহত হয়।

🌻৩/ ক্যারিয়ার--
গবেষণা, শিক্ষা, মনোবিজ্ঞান, লেখালেখি, সৃজনশীল কাজ, ডিজাইন, আধ্যাত্মিকতা, ট্রাভেল বা বিদেশি কোম্পানির কাজে ভালো সাফল্য পেতে পারে।

একঘেয়ে রুটিন জীবন বা কাজ পছন্দ করে না, তাই যেখানে নতুন কিছু শেখার সুযোগ আছে সেখানেই ভালো করে।
------------------------------------------------------------------------------------
🌼 এর মধ্যে বিদেশে বসবাস সংক্রান্ত বিষয়ে আমার কোনো আগ্ৰহ নেই। আমি এখানেই খুব ভালো আছি। Husband এর কর্মসূত্রে বেশ কয়েকবার সুযোগ এসেছিল। কিন্তু আগ্ৰহ দেখাই নি।।❤️✨

🍂 আমাদের সমাজে ছেলেদের ছোটবেলা থেকেই শেখানো হয়...... "ছেলেরা কাঁদে না। কাঁদা মানে দুর্বলতা।"  এর ফলে তারা অভ্যস্ত হয় ন...
07/08/2025

🍂 আমাদের সমাজে ছেলেদের ছোটবেলা থেকেই শেখানো হয়...... "ছেলেরা কাঁদে না। কাঁদা মানে দুর্বলতা।" এর ফলে তারা অভ্যস্ত হয় নিজেদের আবেগকে না দেখাতে বা লুকিয়ে রাখতে। তারা বড় হতে থাকে মুখোশ পরে। ভেতরে কষ্ট, বাইরে দৃঢ়তার অভিনয়। অথচ একজন পুরুষও চায়...... কেউ একজন তার মনের ভেতরের অনুভবটাকে বুঝুক।

🍂 আমাদের ধারনাই আছে "পুরুষ" মানে যেন, সবকিছুতেই পারদর্শী হবে। সব সময় কঠিন, শক্ত চরিত্রের হতে হবে। এই ধারণাগুলোই তাদের আবেগ, কষ্ট, দুর্বলতাকে চেপে রাখতে শিখিয়ে দেয়।

🍂 বাস্তবিক ক্ষেত্রে পুরুষরাও দুঃখ পায়, ভালোবাসে ,ভয় পায়, অভিমান করে। কিন্তু অনেক সময় সেটা হয়তো তারা নিজের মতো করে প্রকাশ করে উঠতে পারে না । তাই হয়তো চুপচাপ থাকে বা অন্য কিছু কাজে মনোযোগ দেয়। পুরুষকে একজন মানুষ হিসেবে দেখলে , তার আবেগ-ভালোবাসা-কষ্ট গুলোকে বোঝার চেষ্টা করলে, পৃথিবীটা অনেক মানবিক হয়ে উঠবে। আসলে নারী-পুরুষ একে অপরের প্রতিযোগী না হয়ে, পরিপূরক হতে পারলে...... বিষয়টি অনেক সুন্দর হয়।।💓

আজ রান্না হবে এই 🐟🎏 ।।এক এক সময় ভাবি কেন যে বিয়ে করলাম 😭। কতো দায়িত্ব পালন করতে হয় 😥। মাঝে মাঝে ভাবি ..... দূর কোনো ...
07/08/2025

আজ রান্না হবে এই 🐟🎏 ।।
এক এক সময় ভাবি কেন যে বিয়ে করলাম 😭। কতো দায়িত্ব পালন করতে হয় 😥। মাঝে মাঝে ভাবি ..... দূর কোনো কাজ করবোনা 😃। সত্যি কথা বলতে, আমি যদি কোনো কাজ নাও করি, আমাকে কেউ কিছু বলবে না 😊। হোটেল থেকে খাবার নিয়ে আসবে বা Husband নিজেই রান্না করবে 😊। আর, এটাই তো পারি না 🤔।
আমাকে কেউ জোর করলে কাজ না করে শুয়ে থাকতাম 😃। জোর করে না বলে, খুব মায়া হয় ওদের ওপর 💝। তাই আবার সংসারের দায়িত্ব পালন করতে শুরু করি 😍।।

🌼 পূজোর শপিং শুরু হয়ে গেছে অনেকেরই। এখন সারা বছরই কেনাকাটা। তাই আর সেই উদ্যোগটা নেই। কিনলেই হলো। আগে এসব খুব উপভোগ করতা...
07/08/2025

🌼 পূজোর শপিং শুরু হয়ে গেছে অনেকেরই। এখন সারা বছরই কেনাকাটা। তাই আর সেই উদ্যোগটা নেই। কিনলেই হলো। আগে এসব খুব উপভোগ করতাম। এখনও নতুন জামাকাপড় পরতে খুব ভালো লাগে। কিন্তু কিনতে যেতে খুব অলসতা লাগে। চুঁচুড়ার একটি দোকানে একটু উল্টে পাল্টে দেখছিলাম জামাগুলো। তবে কিনি নি। পছন্দ হয় নি।।😃

06/08/2025

বৃষ্টির 🌧️ মধ্যে প্লেনে চেপে মেলা দেখতে গেলাম।।😃😃

Address

Hooghly, Chinsurah
Bandel
712103

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rongeen Akash-ৱঙীন আকাশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rongeen Akash-ৱঙীন আকাশ:

Share