দাওয়াত ও তাবলীগ

দাওয়াত ও তাবলীগ لا إله إلا الله محمد رسول اللّه


https://www.youtube.com/
(2)

08/10/2025

যে নবীজির সুন্নত পালন করে সে ওহাবী 🤔
আর যে ভণ্ডামী করে সে আশেকে রাসূল আহ! 😥

08/10/2025

দাওয়াত ও তাবলীগ এর মেহনত নবীওয়ালা মেহনত 🤲🧡

এক ভরি স্বর্ণের দাম দুই লাখ টাকা ! ১টা ওমরাহর খরচ দেড় লাখ!স্ত্রীকে স্বর্ণ না দিয়ে ওমরাহ উপহার দিন
07/10/2025

এক ভরি স্বর্ণের দাম দুই লাখ টাকা ! ১টা ওমরাহর খরচ দেড় লাখ!
স্ত্রীকে স্বর্ণ না দিয়ে ওমরাহ উপহার দিন

06/10/2025

আপনার, আমার সৃষ্টিকর্তা তো একজন আছেন সুতরাং ফিরে আসুন ওই রবের দিকে যে আপনাকে সৃষ্টি করেছে

✍️ মুহতারাম আবু ত্ব-হা আদনান ভাইয়ের স্ত্রী ভুল স্বীকার করে পোস্ট দিয়েছেন।গতকাল ওনার কথায় ত্ব-হা ভাই অপরাধী ছিলেন,আজ ওনার...
05/10/2025

✍️ মুহতারাম আবু ত্ব-হা আদনান ভাইয়ের স্ত্রী ভুল স্বীকার করে পোস্ট দিয়েছেন।
গতকাল ওনার কথায় ত্ব-হা ভাই অপরাধী ছিলেন,
আজ ওনার কথামতোতোই তিনি নিরপরাধ।
ভুল সব ওনার নিজের বলে দুঃখ প্রকাশ করেছেন ।

👉এ প্রসঙ্গ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা—

১. আমরা সব বিষয়ে কথা বলতে যাই,যাচাই-বাছাই না করে ঝাঁপিয়ে পড়ি,
এসব আজ আমাদের একটা অসুস্থ রোগে পরিণত হয়েছে।
সে*কুরা নিজেদের ভুল হলে কখনো নিজেদের বিরুদ্ধে নামে না,আমরা অনেকেই নিজেদের অঙ্গনের কারোর উপর সামান্য অভিযোগ পেলেই যাচাই ছাড়াই আ*ক্র-মণ চালাই,এতে সে*কু-দের ফায়দা হয়।
আমরা অন্যায়ের বিরুদ্ধে আছি বলে প্রমাণের দরকার নেই—এমন মানসিকতা একেবারেই ভুল।

২. আমাদের এই তৎপরতাই শ**ত্রুদের সুযোগ দেয়।
তারা সেই ভুলকে কাজে লাগিয়ে দাঈদের সম্মান নষ্ট করে,ইসলামফোবিয়া ছড়ায় গতকালের ঘটনাই তার প্রমাণ।

৩. ব্যক্তিগত ও ঘরোয়া বিষয় অনলাইনে ছড়িয়ে দিলে, বিশেষ করে যখন সেটা দ্বীনি অঙ্গনের সেলেব্রিটি কেউ হয়,
তখন শুধু ব্যক্তিরই নয়,পুরো দ্বীনি অঙ্গন ক্ষতিগ্রস্ত হয়।

৪. ত্ব-হা ভাইয়ের স্ত্রী ব্যাক্তিগত কারণে ও আবেগের বশে ত্ব-হা ভাইয়ের ব্যাক্তিত্বের এবং দ্বীনি অঙ্গনের যে ক্ষতি করলেন,তা এত সহজে মেনে নেওয়া যায় না।
এসকল প্রাসঙ্গিক কারণেই আমরা সবসময় বলি,নারীদের আবেগ বেশি আকল কম,
তাই বিয়ের পর স্ত্রীকে স্বাধীনভাবে স্মার্টফোন ও ফেসবুক চালাতে দেওয়া,
এমনকি আগ বাড়িয়ে আইডি প্রমোট করা একদমই অনুচিত এবং ক্ষতিকর।

৫. সত্য ও ন্যায় আমাদের নৈতিক ও দ্বীনি দায়িত্ব।
পক্ষপাত ছাড়া সঠিক যাচাই-বাছাই করে বিচার করা উচিত।
অপবাদ দিলে শরিয়তে কঠোর শাস্তি আছে—এটা কখনো ভুলে যাওয়া যাবে না।

সর্বশেষ কথা,
ফেইসবুকে কথা বলার আগে যাচাই করা,শেয়ার করার আগে পরিমাপ করা, এটাই আসল দায়িত্বশীলতা।
নয়তো এই ফে'ই'স'বুকই আমাদের আখিরাত বরবাদ করার জন্য যথেষ্ট।

তাবলীগের মেহনত –হাজারো জাহান্নামগামী যুবক পেয়েছে জান্নাতের রাস্তা!আলহামদুলিল্লাহ!তাবলীগের মেহনতের মাধ্যমে এমন বহু যুবক আ...
12/09/2025

তাবলীগের মেহনত –হাজারো জাহান্নামগামী যুবক পেয়েছে জান্নাতের রাস্তা!

আলহামদুলিল্লাহ!
তাবলীগের মেহনতের মাধ্যমে এমন বহু যুবক আছে, যারা গুনাহের অন্ধকারে ডুবে ছিল, কিন্তু আজ আল্লাহর রাস্তায় চলার জন্য কাঁদে, নামাজে দাঁড়ায়, কুরআনের আলোয় জীবন সাজায়।

যে যুবক বেপরোয়া জীবন যাপন করত, আজ সে সুন্নাহ মোতাবেক জীবন যাপন করছে।
যে পরিবারে দ্বীনের চর্চা ছিল না, আজ সে পরিবারে রোজ তালিম, নামায আর দাওয়াতের আমল হয়।

তাবলীগ ছিলো, তাবলীগ আছে, তাবলীগ ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে!
এটি নবীদের রেখে যাওয়া মেহনত—যে কাজ কিয়ামত পর্যন্ত চলবে।
এই মেহনত যতদিন থাকবে, ততদিন পৃথিবীর বুকে হেদায়াতের আলো জ্বলবে।

আসুন, আমরাও এই মেহনতের অংশ হই। নিজের জীবনকে বদলাই, অন্যদের আমল ও আখলাক পরিবর্তনের দিকে ডাক দিই।

দাওয়াত ও তাবলীগ

আলহামদুলিল্লাহ রংপুর জুম্মা পাড়া মাদ্রাসা থেকে ছাত্র ভাইয়েরা ৩ দিনের জন্য তাবলীগ জামাতে বের হচ্ছে! আমরা সবাই ওদের জন্য দ...
08/09/2025

আলহামদুলিল্লাহ রংপুর জুম্মা পাড়া মাদ্রাসা থেকে ছাত্র ভাইয়েরা ৩ দিনের জন্য তাবলীগ জামাতে বের হচ্ছে! আমরা সবাই ওদের জন্য দোয়া করবো ইনশা-আল্লাহ। আশে পাশে যারা আছেন ওদের সাথে সময় দেন ইনশা-আল্লাহ ফায়দা হবে। দাওয়াত ও তাবলীগ

04/09/2025
হযরতের ইন্তিকালের মাধ্যমে আমরা হারালাম এক উজ্জ্বল নক্ষত্র, একজন আধ্যাত্মিক রাহবার, যিনি নিজের গোটা জীবন উম্মতের হিদায়াত ...
30/08/2025

হযরতের ইন্তিকালের মাধ্যমে আমরা হারালাম এক উজ্জ্বল নক্ষত্র, একজন আধ্যাত্মিক রাহবার, যিনি নিজের গোটা জীবন উম্মতের হিদায়াত ও ইসলাহের মেহনতের মাঝে বিলীন করে দিয়েছিলেন।

তিনি ছিলেন বিনয়ী, হিকমতময়, দৃঢ় ইমানদার, এবং আমলদার একজন মহান ব্যক্তিত্ব। তাবলীগের মেহনতকে তিনি নিজের প্রাণের চেয়ে ভালোবাসতেন। তার উম্মাহ দরদী কথা, মুখভরা হাঁসি, আল্লাহর ভয় ও প্রেমভরা হৃদয়—সবকিছুই আমাদের জন্য এক অনুপম দৃষ্টান্ত হয়ে থাকবে।

হে আল্লাহ! হযরতের সমস্ত খেদমত কবুল করে নিন, তাকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করুন। আমিন 🤲

30/08/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাবলীগ জামাতের কাকরাইল মারকাজের সূরা মাওলানা মোশারফ সাহেব ইন্তেকাল করেছেন

ব্রেকিং নিউজ। ২০২৬ সালের আলেম-ওলামাদের তত্ত্বাবধানে টঙ্গী বিশ্ব ইজতেমা সামনে রেখে   ঐতিহাসিক জোড় আগামী ১৬-১৭ আগস্ট. ২০২...
08/08/2025

ব্রেকিং নিউজ। ২০২৬ সালের আলেম-ওলামাদের তত্ত্বাবধানে টঙ্গী বিশ্ব ইজতেমা সামনে রেখে ঐতিহাসিক জোড় আগামী ১৬-১৭ আগস্ট. ২০২৫. যেখানে অংশগ্রহণ করবেন আলেম-ওলামা তিন চিল্লার সাথী এবং শাল লাগানো সাথী আল্লাহ তা'য়ালা কামিয়াবি দান করুন। 🤲

Address

Bandipora

Telephone

+8801839082470

Website

Alerts

Be the first to know and let us send you an email when দাওয়াত ও তাবলীগ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to দাওয়াত ও তাবলীগ:

Share