Lovecasm Emotions

Lovecasm Emotions Daily Funny memes & trending social updates. সাথে থাকুন । ধন্যবাদ �

07/26/2025
07/26/2025
নাম জাকির ভাই।আমি যখন বার্ন ইউনিটের পাঁচ তলায় ঢুকি, মনটা অস্থির হয়ে ছিল—একেকটা বেডে একেকভাবে পোড়া দেহ, কষ্টে মোচড়ানো মু...
07/26/2025

নাম জাকির ভাই।
আমি যখন বার্ন ইউনিটের পাঁচ তলায় ঢুকি, মনটা অস্থির হয়ে ছিল—একেকটা বেডে একেকভাবে পোড়া দেহ, কষ্টে মোচড়ানো মুখ। কাউকে না জানিয়ে চুপিচুপি গিয়েছিলাম।

কিন্তু জাকির ভাইয়ের পাশে তখনও কেউ নেই। তিনি বিড়বিড় করে কিছু বলার চেষ্টা করছিলেন, কিন্তু গলার ভেতরটা এতটাই জ্বালাপোড়া করছে যে কথাগুলো বেরোচ্ছিল না… ঠোঁট একটু নড়ছিল শুধু।

আমি কাছে গিয়ে ঝুঁকে শুনতে চেষ্টা করলাম—তখন তিনি বললেন,
“০১৭৫৫… এই নাম্বার টাইপ করলেই আমার ছেলের নাম্বার আসবে।”
আমি সাথে সাথেই ফোন করে ছেলেকে খবর দিলাম।

এরপর তিনি আবার ডাকলেন,
“আমার খুব কষ্ট হচ্ছে… আমি কিছু বলতে পারছি না… আমার গলা পুড়ে গেছে… আমাকে ওষুধ দাও।”
আমি দৌড়ে নার্স-ডাক্তারের কাছে গিয়ে অনুরোধ করলাম।
তারা জানালেন, ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু ভিতরের অবস্থা অনেক খারাপ…

আমি স্বেচ্ছাসেবী… তবু একটা সময় এমন আসে যখন চোখের পানি আটকে রাখা যায় না।
কিন্তু আমরা জানি, আগে সেবা—পরে কান্না।

আজকের দিনটা ছিল শত শত জ্বলন্ত মানবিক বেদনার সাক্ষী…
হে আল্লাহ, যারা এখনো বেঁচে আছেন, তাদের দ্রুত সুস্থতা দান করো।
আর যারা আমাদের ছেড়ে চিরতরে চলে গেছেন, তাদেরকে বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান দান করো।
আমিন।

07/26/2025

একজন শহীদের বাবার অনুভূতি...

07/26/2025
07/25/2025

অসিম জাওয়াদ ০৯মে ২০২৩
তৌকির আহমেদ ২১জুলাই ২০২৫
দুই বছরের ব্যবধানে দুই নক্ষত্রকে হারালাম আমরা😢😢

07/25/2025
কোনো এক অজ্ঞাত কারণে বিয়ে করেননি শিক্ষিকা মাসুকা বেগম। স্কুলই ছিল তার বাড়ি, শিক্ষার্থীরাই ছিল তার কাছে আপন সন্তানতুল্য। ...
07/25/2025

কোনো এক অজ্ঞাত কারণে বিয়ে করেননি শিক্ষিকা মাসুকা বেগম। স্কুলই ছিল তার বাড়ি, শিক্ষার্থীরাই ছিল তার কাছে আপন সন্তানতুল্য।

সোমবার দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে দুর্ঘটনাকবলিত যুদ্ধবিমান যখন স্কুলের ওপর আছড়ে পড়ে, তখনো তিনি ক্লাসে। ইংরেজি পড়াচ্ছিলেন। চারদিকে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে শিক্ষার্থীদের বলেন, ‘তোমরা ভয় পেও না। আমি আছি।’

এরপর তিনি একে একে শিক্ষার্থীদের বের করে আনতে থাকেন। একপর্যায়ে মাসুকা নিজেও আগুনে গুরুতর দগ্ধ হন। তার শরীরের ৮৫ শতাংশের বেশি পুড়ে যায়। পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হলে না ফেরার দেশে পাড়ি জমান এই বীর শিক্ষক।

ছোট্ট এই পাখিকেও আজ সকালে আমরা হারিয়ে ফেললাম।নাম ও বয়সঃ আয়মান (১০ বছর)শ্রেণিঃ চতুর্থ শ্রেণি, স্কাই সেকশন৪৫% বার্ন ইনজুরি...
07/25/2025

ছোট্ট এই পাখিকেও আজ সকালে আমরা হারিয়ে ফেললাম।

নাম ও বয়সঃ আয়মান (১০ বছর)
শ্রেণিঃ চতুর্থ শ্রেণি, স্কাই সেকশন
৪৫% বার্ন ইনজুরি
মৃত্যুঃ ২৫ জুলাই ২০২৫, সকাল ৯:৩২
চিকিৎসা কেন্দ্র জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট
Rest in Peace 😢💔

😢
07/25/2025

😢

লা'শ বাহী ফ্রিজিং গাড়ি ধরে এক মামার আর্ত'নাদ -

" ও পাখি তুমি জবাব দাও না কেন? তুমি কি আমার ডাক শোন না? একবার ডাক শোনো....

তুমি কি ক'ষ্ট পাইছিলা? তুমি কি আম্মুরে ডাকছিলা?

ও পাখি... আনজুম ও আনজুম........ "

-ভিডিও গুলো দেখে আমাদের ই সহ্য হচ্ছে না , এই বাচ্চাদের বাবা/মা এবং স্বজনেরা কিভাবে সহ্য করবেন?

আল্লাহ তাদের শোক সইবার শক্তি দিক , ফুলের মতো বাচ্চা গুলোর কে জান্নাতের পাখি করে দিক , আমিন

#মাইলস্টোন #বিমান #উত্তরা

Address

New York, NY

Website

Alerts

Be the first to know and let us send you an email when Lovecasm Emotions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share