Jasim Uddin Jowel

Jasim Uddin Jowel বিধাতা বিশ্বাস করে কর্মকে, কর্মই একদিন নিয়ে যাবে বিধাতার কাছে।

আমাদের ক্যাম্পাসের বড় ভাই, Jhantu ভাই। বর্তমানে ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন। তিনি ছিলেন আমাদের অনুপ্রেরণা। ডিপার্টম...
01/05/2025

আমাদের ক্যাম্পাসের বড় ভাই, Jhantu ভাই। বর্তমানে ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন।
তিনি ছিলেন আমাদের অনুপ্রেরণা। ডিপার্টমেন্টে সাফল্যের পাশাপাশি চাকুরী ক্ষেত্রেও দেখিয়েছেন অভাবনীয় সাফল্য.......
ভাইয়ের এই সাফল্যে আমরা অনুপ্রাণিত হয়ে আমরাও যখন ভাইয়ের পথে হাঁটতে ছিলাম...... তখনি এই দুঃসংবাদ।।
কঠিন দুরারোগ্য ক্যান্সার ব্যধিতে ভাই আক্রান্ত.... আল্লাহ তায়ালা ভাইকে সুস্থ করে দিক....

ভাইয়ের কিছু সাফল্য....
Admin Cadre ( 41 BCS)
Police Cadre ( 40 BCS)
AD Bepza ( Merit 1)
Biochemistry Graduate.

সুস্থতা যে মহান রবের কত বড় নেয়ামত তা, অসুস্থ না হলে বুঝা যায় না। একজন অসুস্থ মানুষ জীবনের সবকিছুর বিনিময়ে হলেও সুস্থ হতে চায়।
জীবন কতটাই তুচ্ছ 🥲 হুদাই চলি আজানা গন্তব্যের দিকে। স্বল্প এই জীবনে সুস্থ অবস্থায় কত কিছুই না করে ফেলি আমরা!

যতই দেখি, এই বাংলার অপরূপ সৌন্দর্যের প্রেমে পড়ে যায় বারবার।💝তাহার অনুপস্থিতিতে এখনও ছবির অপূর্ণতাই রয়ে গেল।🫣
19/01/2025

যতই দেখি, এই বাংলার অপরূপ সৌন্দর্যের প্রেমে পড়ে যায় বারবার।💝
তাহার অনুপস্থিতিতে এখনও ছবির অপূর্ণতাই রয়ে গেল।🫣

Alhamdulillah.
26/12/2024

Alhamdulillah.

20/11/2024

জীবন কতইনা বৈচিত্র্যময়! কত স্বপ্ন, কত আশা নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসছিল কেবল, স্বপ্নের ক্যাম্পাসে এক রিকশা এক্সিডেন্টেই জীবন প্রদীপ নিবে গেলে। নিমিষেই শেষ হয়ে গেল তাকে নিয়ে দেখা আপনজনদের হাজারো স্বপ্ন। 🥲🥲

ফ্যাক্ট: জাবিতে এক শিক্ষার্থীর মৃত্যু।

13/11/2024

আমিও হিরো আলম কে প্রধান উপদেষ্টা হিসেবে দেখতে চাই।🫣 🫣

08/11/2024

যে কারণে আমি আজও আগের অবস্থায় আছি।🫣😆

নিম্নের সিস্টেম অনুযায়ী এসএসসি ও এইচএসসিতে জিপিএ কাউন্ট করা হয়। শুধু প্রাপ্ত নাম্বার থেকে গ্রেড পয়েন্ট বের করে গড় করতে হ...
05/11/2024

নিম্নের সিস্টেম অনুযায়ী এসএসসি ও এইচএসসিতে জিপিএ কাউন্ট করা হয়। শুধু প্রাপ্ত নাম্বার থেকে গ্রেড পয়েন্ট বের করে গড় করতে হয়।

হায়রে জীবন,  ক্ষণিকেরও আশা নেই। এই জীবনের জন্য আমাদের কতই না ব্যস্ততা। ন্যায় অন্যায় ভুলে গিয়ে স্বার্থের কাছে হেরে যায়।আজ...
25/10/2024

হায়রে জীবন, ক্ষণিকেরও আশা নেই। এই জীবনের জন্য আমাদের কতই না ব্যস্ততা। ন্যায় অন্যায় ভুলে গিয়ে স্বার্থের কাছে হেরে যায়।

আজ এক ভর্তি পরীক্ষার্থীর অভিভাবক তার মেয়েকে পরীক্ষার হলে রেখে বাইরে (আমাদের মুহসীন হল মাঠের পাশে) অপেক্ষা করছিলেন। হঠাৎই স্ট্রোক হয় সে মহিলার,,প্রত্যক্ষদশীরা মেডিকেলে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা।
ভদ্র মহিলার বাসা খুব সম্ভবত বগুড়া /নাটোর। তার নিথর দেহ বসুনিয়া তোরণে পড়ে ছিল অনেকক্ষণ।

03/10/2024

বিশেষ দ্রষ্টব্য কে সংক্ষেপে "বি.দ্র." লিখতে হয়। কোলন বা বিসর্গ হবে না। কারণ শব্দ সংক্ষিপ্তকরণে ডট বা ফুল স্টপ ব্যবহার করা হয়।

01/10/2024

বেশিরভাগ মানুষই হেরে যায় তার নিজ স্বার্থের কাছে।

26/09/2024

ঝড়-বৃষ্টির এই প্রতিবন্ধকতাকে উপেক্ষা করেই মানুষ ছুটছে তার নিজ নিজ কর্মে।

নরসিংদী জেলার বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর কিছু ক্যানডিড পিক।
21/09/2024

নরসিংদী জেলার বাঁশগাড়ী উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর কিছু ক্যানডিড পিক।

Address

Haji Mohammad Mohsin Hall, DU
Bandipora

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jasim Uddin Jowel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share