Arjita Changma

Arjita Changma আওয়াজ তুলুন অন্যায় বিরুদ্ধে

23/05/2025

এম এন লারমা'র শ্মশান! জুম্মো জাতির বীরপুরুষ শ্মশান দেখে নিজেকে যে কত ঘৃণা করেছি, আসলে আমরা অকৃতজ্ঞ বহনকারী জাতিতে পরিণত হয়েছি।

12/03/2025

চাকমা জাতির ঐতিহ্যবাহী ঘিলে খেলা।।

08/03/2025

পার্বত্য চট্টগ্রামে সেনাশাসন চলছে, সেনাবাহিনী সাধারণ জনগণের উপর বন্দুক তাক করে সেনাশাসন কায়েম করে চলেছে যুগ যুগ ধরে। সাধারণ জনগণ অস্বতি হয়ে প্রতিরোধ করতে বাধ্য হচ্ছেন।

07/03/2025

কাউখালিতে সেনাবাহিনী কর্তৃক পাহাড়ি বাড়ি-ঘর লুটপাটের প্রতিবাদে সড়ক অবরোধ করে জনতার বিক্ষোভ চলছে...

07/03/2025

রাঙ্গামাটি জেলায় কাউখালি উপজেলায় সেনাবাহিনী কর্তৃক পাহাড়ি বাড়ি-ঘর লুটপাট করার সময় জনতার প্রতিরোধ চলছে....

06/03/2025

ধন্যবাদ Mr. Suhas Chakma Connect ঢাকার বুকে মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের সুখবর দেওয়ার জন্য।

এই মায়ের মৃত্যুর দায় অবশ্যই তাদের নিতে হবে, যারা গাঁয়ে পড়ে ঝগড়া করতে/ভ্রাতৃঘাতী সংঘাত চাই। আমাদের জেগে উঠতেই হবে। আর কত ...
03/03/2025

এই মায়ের মৃত্যুর দায় অবশ্যই তাদের নিতে হবে, যারা গাঁয়ে পড়ে ঝগড়া করতে/ভ্রাতৃঘাতী সংঘাত চাই। আমাদের জেগে উঠতেই হবে। আর কত মা, বাপ,ভাই, বোন আত্মীয় স্বজন প্রাণ হারাতে হবে???

03/03/2025

"পানছড়ি ধুদুকছড়া হাতিমরা গ্রামের বন্দনা মা'র মৃত্যুর দায় কে নেবে জবাব চাই " আওয়াজ তুলুন সর্বত্রে এলাকাবাসী।।

01/03/2025

“Madam Agnes, co-director of France Libertés, stands in solidarity with the Jumma Indigenous Peoples of the Chittagong Hill Tracts in Bangladesh. In front of the United Nations in Geneva, she joins the peaceful protest organized by La Voix des Jumma (LVJ).”

28/02/2025

পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে সুইজারল্যান্ডের জেনেভায় সামনে পাহাড়িদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।।

আজ পহেলা ফাল্গুন।।বাংলা বর্ষপঞ্জির একাদশতম মাস ও ঋতুরাজ বসন্তের প্রথম দিন। প্রকৃতি আজ খুলে দেবে তার সৌন্দর্যের দুয়ার। স...
14/02/2025

আজ পহেলা ফাল্গুন।।

বাংলা বর্ষপঞ্জির একাদশতম মাস ও ঋতুরাজ বসন্তের প্রথম দিন। প্রকৃতি আজ খুলে দেবে তার সৌন্দর্যের দুয়ার। সে দুয়ারে বইবে ফাগুনের হাওয়া। বসন্তের আগমনে কোকিল গাইবে গান, ভ্রমর করবে খেলা। গাছে গাছে থাকবে পলাশ আর শিমুলের মেলা। প্রকৃতি সাজবে নতুনরূপে। জেগে উঠবে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, পলাশ, নাগলিঙ্গম।

লাল-হলুদের বাসন্তী রঙে প্রকৃতির সঙ্গে নিজেদের সাজিয়ে আজ বসন্তের উচ্ছলতা ও উন্মাদনায় আজ ভাসবে বাঙালি। গাছে গাছে বাহারি ফুল আর কোকিলের কন্ঠে গান শুনে বাঙালিও কণ্ঠে তুলে নেবে রবীন্দ্রনাথের সেই পরিচিত গান ‘আহা আজি এ বসন্তে, এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়।’

বসন্ত ষড়ঋতুর শেষ ঋতু। ফাল্গুন এবং চৈত্র মাস মিলে হয় বসন্ত। এই ঋতুর আগমন ঘটে শীত চলে যাবার পর এবং গ্রীষ্ম আসার আগে। বসন্তের প্রথম দিনে তরুণ-তরুণীরা নিজেকে রাঙিয়ে তোলে বাসন্তী রঙে। তাদের গায়ের বাসন্তী রঙে ছেয়ে যায় রাজপথ, পার্ক, বইমেলা, সবুজ চত্বর। পুরো দেশেই চলে উৎসবের আমেজ। গায়ে হলুদ আর বাসন্তী রঙের পাঞ্জাবি-শাড়ি জড়িয়ে তরুণ-তরুণীরা এদিন নিজেদের রঙিন সাজে সাজান। বসন্ত তাই তারুণ্যের ঋতু।

বাংলা পঞ্জিকা বর্ষের শেষ ঋতু বসন্তের প্রথম দিনকে বাঙালি পালন করে ‘পহেলা ফাল্গুন’ বা ‘বসন্ত উৎসব’ হিসেবে। বাঙালির নিজস্ব সার্বজনীন প্রাণের উৎসবের মাঝে এ উৎসব এখন গোটা বাঙালির কাছে ব্যাপক সমাদৃত।

মুঘল সম্রাট আকবর ১৫৮৫ খ্রিস্টাব্দে প্রথম বাংলা নববর্ষ গণনা শুরু করেন। নতুন বছরকে কেন্দ্র করে ১৪টি উৎসবের প্রবর্তন করেন তিনি। এর মধ্যে অন্যতম হচ্ছে এই বসন্ত উৎসব। ১৪০১ বঙ্গাব্দ থেকে ‘বসন্ত উৎসব’ উদযাপন শুরু হয়।

বসন্ত শুধু অশোক-পলাশ-শিমুলেই উচ্ছ্বাসের রং ছড়ায় না, আমাদের ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনে শহীদদের রক্ত রঙিন পুষ্পিত রক্তের স্মৃতির ওপরও রং ছড়ায়। ১৯৫২ সালের আট ফাল্গুন বা একুশের পলাশরাঙা দিনের সঙ্গে তারুণ্যের সাহসী উচ্ছ্বাস আর বাঁধভাঙা আবেগের জোয়ার যেন মিলেমিশে একাকার হয়ে আছে।

বসন্তকে বরণ করে নিতে দেশের বিভিন্ন জায়গায় আয়োজন করা হয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানমালার মধ্যে থাকে ফুলের প্রীতি বন্ধনী বিনিময়, আদিবাসী পরিবেশনা, শিশু-কিশোরদের পরিবেশনা, একক আবৃত্তি, দলীয় আবৃত্তি, দলীয় সংগীত, একক সংগীত, বসন্ত আড্ডা, বাউল সংগীতসহ অনেক কিছু। কোথাও কোথাও অনুষ্ঠিত হয় বসন্ত শোভাযাত্রা।

বর্ণিল বসন্ত মানুষের মাঝে আনুক ভালোবাসা, অহিংসা আর অসাম্প্রদায়িকতা। ভেঙে দিক বিভেদের সকল দেয়াল। কবি সুভাষ মুখোপাধ্যায়ের ভাষায়, ‘ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত’।

06/02/2025

সাজেকে এক নারীকে ধ*র্ষণ চেষ্টায় অভিযোগে লক্ষীছড়ি (সাজেক) সেনা ক্যাম্প কমাণ্ডার ওয়ারেন্ট অফিসার/সুবেদার মো. আওয়াল এর বিচার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ।

বুধবার (৫ ফেব্রুয়ারি ২০২৫) রাতে সাজেক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের লক্ষীছড়ি মুখ গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

ভুক্তভোগী নারী একজন শারিরীক প্রতিবন্ধী। তার দুই হাতের আঙুল রোগাক্রান্ত। তিনি প্রতিবন্ধী ভাতাও পেয়ে থাকেন।

সেনারা ভুক্তভোগী নারীর স্বামীকেও ধরে নিয়ে নির্যাতন ও হেনস্তা করে বলে অভিযোগ পাওয়া গেছে।

Address

Bangalore
BELUR

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arjita Changma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category