
10/09/2025
অভিনন্দন -chakma
আমি পানছড়ি বাসী হয়ে গর্বিত তোমার মতো সাহসী, দৃষ্টি স্থাপন করেছ বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপাঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিরোধ পর্ষদ কার্যকরী সদস্য পদে নির্বাচিত হওয়ায়।অনেক অনেক শুভকামনা ও আগামীতে আরও এগিয়ে যাওয়া এই আর্শীবাদ রইল।।