07/06/2024
সবচেয়ে কাছের বলতে সবচেয়ে আপন বলতে আল্লাহকেই বুঝি। যাকে মনের সব কথা বলা যায় প্রান খুলে। যাকে কিছু বলতে আমার দ্বিতীয়বার ভাবতে হয়না। যার কাছে বারবার চাইতেও আমার লজ্জা না বরং আনন্দ লাগে। এই ছোট্ট জীবনটায় আমার যে অনুভূতিগুলো,আমার কথাগুলো আমার নিজের কান পর্যন্ত শুনেনি সেই কথাগুলোও তিনি শুনেছেন,তিনি সব জানেন। সেই আল্লাহ ছাড়া প্রকৃত আপন আর কে হতে পারে!🖤