13/12/2025
তিন্নি তুমি কি জানো এই দার্জিলিংয়ের পাহাড়ে ভূতের গল্প সত্যি? রাই হেসে বলল। হাহা ভূত! ২০২৩ সালে ভূত বলে কিছু বিশ্বাস হয়? তিন্নি রুক্ষ দৃষ্টিতে বলল। একটি কলেজের এক্সকারশনে যাওয়া চারটি বন্ধু তিন্নি রাই আঁখি এবং মধুজা দার্জিলিংয়ের পথে। বাসে উঠতে দেরি হওয়ায় তিন্নি দৌড়াচ্ছে আর তার বন্ধুদের চিৎকারে বাসের ভিতর উত্তেজনা। কাম অন তিন্নি! তুমি পারবে! বাসের ভিতর থেকে পিকু চিৎকার করে। তিন্নি অবশেষে বাসে উঠে কিন্তু তার মনে এক অদ্ভুত অনুভূতি। তিন্নি তুমি কি জানো ভূত বাংলো আছে সেখানে? আঁখি বলল। ওহ কাম অন গার্লস এসব অন্ধবিশ্বাস! তিন্নি বলল। তবে আমি শুনেছি সেখানে অনেক গল্প আছে মধুজা বলল। তিন্নি তুমি এত সাহস দেখাস না ভগবান না করুক তুমি কোনো খারাপ চক্করে পড়িস রাই সতর্ক করল। তিন্নি তুমি কি সত্যিই ভূত বিশ্বাস করো? রাই জিজ্ঞেস করল। না আমি বিশ্বাস করি না কিন্তু আমি ভয় পাই তিন্নি বলল। তাহলে তুমি সাহসী নও! রাই বলল। তুমি কি ভয় পাচ্ছো? তিন্নি বলল। না আমি তো ভূতকে দেখেছি! রাই বলল। হঠাৎ বাসের জানালা দিয়ে একটি অচেনা পাখির ডাক শোনা গেল যেন একটি অশুভ সংকেত। এটা কি ছিল? আঁখি ভয় পেয়ে বলল। আমি জানি না কিন্তু এটা ভালো নয় তিন্নি বলল। তিন্নি তুমি কি সত্যিই ভূতকে দেখেছ? রাই জিজ্ঞেস করল। এখন কি হবে আমাদের? মধুজা ভয়ে বলল।
পুরো গল্পটি পড়তে ক্লিক করুন এই লিংকে:
বছর কুড়ির একটি চঞ্চল, সুন্দরী মেয়ে , যার পরনে আছে হোয়াইট জিন্স, ক্রিম কালারের টপ, তার উপর জিন্সের কোট, চুলগুলো কা.....