09/09/2025
একটা পরীক্ষা, কত লক্ষ ছেলেমেয়েকে নিরবে বলে গেল, তোমাকে পড়তে হবে। তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তোমাকে হেরে গেলে চলবে না। তুমি কোন ইস্কুলে পড়ানোর সুযোগ পাবে।
কত কোটি মানুষকে বুঝিয়ে গেল, শুধু সোশ্যাল মিডিয়ায় অশ্লীল পোষাক পরে ভিডিও করে টাকা কামানো করা ছাড়াও, মাথা উঁচু করে সম্মান নিয়েও টাকা উপার্জন করা যায়। শুধু একটা পরীক্ষা নিরবে বুঝিয়ে দিলো, আজও আমাদের সব আশা ফুরিয়ে যায়নি। আজও সবকিছু শেষ হয়ে যায়নি। ওঠো, জাগো, ঘুরে দাঁড়াও। তোমার জন্য সুযোগ আছে মাথা তোলবার। একটা পরীক্ষা চুপিচুপি একটা প্রজন্মকে বলে গেল, তোমরা পড়ো। কারণ পড়লেই সমাজ গড়বে। আমরা এগোবো।
হ্যা,আমরা যারা মাথার ঘাম পায়ে ফেলে, দিন রাত এক করে একসময় পড়াশোনা করেছিলাম, তারা হারিয়ে গিয়েছিলাম হতাশার সাগরে। বছরের পর বছর ধরে আমাদের মনে ঢুকিয়ে দেওয়া হয়েছিলো
তোমরা কোন কাজের নও। আর আজ একটা পরীক্ষা নিরবে বলে গেল, কথা সমঝে বলো, কারণ আমরাই আগামীর সমাজ গড়ার কারিগর।
কারণ শিক্ষক শুধুমাত্র কয়েকজন ছাত্র-ছাত্রী মানুষ করেন না, তিনি সমাজটাকে সঠিক পথে পরিচালনা করতে সাহায্য করেন। আমি শিক্ষক হতে পারি বা না পারি, আমার পাশের জন হতে পারেন। কিন্তু আমিও যে অযোগ্য, অকেজো নই সেই কথাটাই নিরবে বলে গেল এস এস সি-র এই পরীক্ষা।।
✍️- মলিনা বসু
#এস এস সি
#স্কুল সার্ভিস কমিশন
#মলিনার কবিতা