মলিনার কবিতা

মলিনার কবিতা এক পৃথিবী ভালোবাসতে গিয়ে
যারা কেবল হাতড়েই মরল,
পেল না কিছুই...
আমার নামটা লিখে রেখো,
সেই হতভাগ্যদের দলে।
✍️- মলিনা বসু।
# মলিনার কবিতা।
(3)

যে মানুষটাকে দেখার জন্য, কেউ অপেক্ষা করে থাকে,সেই মানুষটা নিজেকে যত্নে,গুছিয়ে, পরিপাটি করে রাখে।আর যাকে দেখার জন্য কেউ অ...
15/09/2025

যে মানুষটাকে দেখার জন্য, কেউ অপেক্ষা করে থাকে,
সেই মানুষটা নিজেকে যত্নে,গুছিয়ে, পরিপাটি করে রাখে।
আর যাকে দেখার জন্য কেউ অপেক্ষা করে না,
তার নিজেকে সাজানো,গোছানোরও প্রয়োজন পড়ে না।।
✍️- মলিনা বসু
#মলিনার কবিতা

ইন্ডিয়া /পাকিস্তান ক্রিকেট ম্যাচ হবে, আর আমি চোখ বন্ধ করে ঘুমোবো!ধূর!ঘুমই আসবেনা।লাভ ইউ ইন্ডিয়া 🌹❤️🇮🇳।
14/09/2025

ইন্ডিয়া /পাকিস্তান ক্রিকেট ম্যাচ হবে,
আর আমি চোখ বন্ধ করে ঘুমোবো!
ধূর!
ঘুমই আসবেনা।
লাভ ইউ ইন্ডিয়া 🌹❤️🇮🇳।

অবশেষে আমার কবিতা পত্রিকায় ছাপা হলো।আমি যে কোনদিন সত্যিকার অর্থে কবিতা লিখবো, আর সেই কবিতা ছাপা হবে সেটা ভাবিনি। কিন্তু ...
14/09/2025

অবশেষে আমার কবিতা পত্রিকায় ছাপা হলো।
আমি যে কোনদিন সত্যিকার অর্থে কবিতা লিখবো, আর সেই কবিতা ছাপা হবে সেটা ভাবিনি। কিন্তু জীবন কোথা থেকে কোথায় নিয়ে যায় কে বলতে পারে।
অসংখ্য ধন্যবাদ কবি বন্ধু অরূপ কুমার বড়ুয়া মহাশয়কে, যিনি নিজে উদ্যোগ নিয়ে আমার কবিতাটি প্রকাশ করেছেন। এভাবেই সকলে আশীর্বাদ করবেন যাতে আরো ভালো লিখতে পারি।
-মলিনা বসু
#মলিনার কবিতা

সোনার যা দাম!আমার থেকে বেশি। তাই আর দোকানে যাইনা।তবে এদুটো জিনিস আমার ছিলনা।তবু হয়েছিল সখ কোন এক সময়।তাই পূরণ করে ফেললাম...
13/09/2025

সোনার যা দাম!
আমার থেকে বেশি।
তাই আর দোকানে যাইনা।
তবে এদুটো জিনিস আমার ছিলনা।
তবু হয়েছিল সখ কোন এক সময়।
তাই পূরণ করে ফেললাম।
কারণ কখন কি হয়
বলা তো যায় না।
তাই আর অপেক্ষা করলাম না।
কিনে ফেললাম দুটো জিনিস।
এই দিয়েই শেষ।
কে বলতে পারে লক্ষীর ভান্ডার
কোন দিন হয় নিঃশেষ।।
✍️- মলিনার কবিতা
#সোনার দাম

বহুবার তোমাকে ভালোবাসার চেষ্টা করেওকেবল ব্যর্থ হয়েছি!তোমাকে ভালোবেসে নিজের জীবন ধন্য করারবৃথা স্বপ্ন দেখেছি!তোমায় চুমুতে...
13/09/2025

বহুবার তোমাকে ভালোবাসার চেষ্টা করেও
কেবল ব্যর্থ হয়েছি!
তোমাকে ভালোবেসে নিজের জীবন ধন্য করার
বৃথা স্বপ্ন দেখেছি!
তোমায় চুমুতে চুমুতে রিদ্ধ করার আশা
মনের মধ্যে দেঁবে গেছে।
তোমার বাহুর মধ্যে ধরা দিয়ে স্বর্গসুখের প্রাপ্তি
এখন অকারণ চেষ্টায় পরিণত।
কোন এক পূর্ণিমাতিথির ভরা জ্যোঁৎস্নায়
তোমার আমার একসাথে কাটানো বিনিদ্র রাত
একটিও আসবেনা জীবনে!
তবুও মানুষ ত্যাগ করতে পারে না আশা।
ছাড়তে পারে না ভালোবাসা।
এমনি করে কেটে যায় দিন,মাস,বছর।
কাটে অপেক্ষার প্রতিটি প্রহর।
তারপর একদিন আক্ষেপের অশ্রু বিসর্জন করে,
মানুষ তার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছয়।
আর পিছনে ফেলে যায়,
প্রিয়তমার জন্য আনা একগুচ্ছ তাজা গোলাপ
ধূলোয় ফেলে দেবার মতো অভিমান!
✍️- মলিনা বসু
#মলিনার কবিতা
#অভিমান
#কবিতা

13/09/2025

পাথর হয়ে গেছে মনটা, কারোর জন্য তড়পায় না।
যাও যাও অনেক হয়েছে, এখন আর সময় নষ্ট করিনা😂😂।

10/09/2025

স্বপ্ন যত ছোটোই হোক,
সেটাও পূরণ হতে অনেক সময় লেগে যায় অনেকের।
✍️- মলিনা বসু

10/09/2025

আমাদের প্রত্যেকের জীবনেই ফ্রাসটেশান থাকে। কিন্তু একজন মানুষের সাথে দেখা হলে নিজের ফ্রাসটেশানটা তাকে না দিয়ে, নিজের ভালোটা দিন।

তোমায় ছাড়া কাটছে দিন।মন্দ লাগছে না!শুধু শেষবার তোমায় দেখার কথাটা,ভুলতে পারছি না!তবুও আমি খুশিতেই আছি,কান্না করছি না;কারণ...
09/09/2025

তোমায় ছাড়া কাটছে দিন।
মন্দ লাগছে না!
শুধু শেষবার তোমায় দেখার কথাটা,
ভুলতে পারছি না!
তবুও আমি খুশিতেই আছি,
কান্না করছি না;
কারণ তোমায় ভালোবাসি আমি,
ছেড়ে যাচ্ছি না!
যতই তুমি রাগ দেখাও
যতই হও বিরক্ত।
তোমার মনে আমার জায়গা
খুবই শক্তপোক্ত।
মুখে তুমি যতই বলো
একটুও ভালোবাসি না।
জানি জীবন থাকতে কোনদিন আমায়
ভুলতে পারবে না।।
✍️- মলিনা বসু
#মলিনার কবিতা
#তোমার মনে
#বাংলা প্রেমের কবিতা

একটা পরীক্ষা, কত লক্ষ ছেলেমেয়েকে নিরবে বলে গেল, তোমাকে পড়তে হবে। তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তোমাকে হেরে গেলে চলবে না...
09/09/2025

একটা পরীক্ষা, কত লক্ষ ছেলেমেয়েকে নিরবে বলে গেল, তোমাকে পড়তে হবে। তোমাকে নিজের পায়ে দাঁড়াতে হবে। তোমাকে হেরে গেলে চলবে না। তুমি কোন ইস্কুলে পড়ানোর সুযোগ পাবে।
কত কোটি মানুষকে বুঝিয়ে গেল, শুধু সোশ্যাল মিডিয়ায় অশ্লীল পোষাক পরে ভিডিও করে টাকা কামানো করা ছাড়াও, মাথা উঁচু করে সম্মান নিয়েও টাকা উপার্জন করা যায়। শুধু একটা পরীক্ষা নিরবে বুঝিয়ে দিলো, আজও আমাদের সব আশা ফুরিয়ে যায়নি। আজও সবকিছু শেষ হয়ে যায়নি। ওঠো, জাগো, ঘুরে দাঁড়াও। তোমার জন্য সুযোগ আছে মাথা তোলবার। একটা পরীক্ষা চুপিচুপি একটা প্রজন্মকে বলে গেল, তোমরা পড়ো। কারণ পড়লেই সমাজ গড়বে। আমরা এগোবো।
হ্যা,আমরা যারা মাথার ঘাম পায়ে ফেলে, দিন রাত এক করে একসময় পড়াশোনা করেছিলাম, তারা হারিয়ে গিয়েছিলাম হতাশার সাগরে। বছরের পর বছর ধরে আমাদের মনে ঢুকিয়ে দেওয়া হয়েছিলো
তোমরা কোন কাজের নও। আর আজ একটা পরীক্ষা নিরবে বলে গেল, কথা সমঝে বলো, কারণ আমরাই আগামীর সমাজ গড়ার কারিগর।
কারণ শিক্ষক শুধুমাত্র কয়েকজন ছাত্র-ছাত্রী মানুষ করেন না, তিনি সমাজটাকে সঠিক পথে পরিচালনা করতে সাহায্য করেন। আমি শিক্ষক হতে পারি বা না পারি, আমার পাশের জন হতে পারেন। কিন্তু আমিও যে অযোগ্য, অকেজো নই সেই কথাটাই নিরবে বলে গেল এস এস সি-র এই পরীক্ষা।।
✍️- মলিনা বসু
#এস এস সি
#স্কুল সার্ভিস কমিশন

#মলিনার কবিতা

08/09/2025

নিজের মেরুদণ্ড শক্ত করো। নাহলে কেউই তোমার দূর্বলতার সুযোগ নিতে ছাড়বে না। তাতে সে সম্পর্কে যে কেউ হতে পারে।
✍️- মলিনা বসু

06/09/2025

জীবন থেকে কত সামান্য কিছু আশা করেছিলাম। কিন্তু সেটাও পূরণ হলোনা!জীবন যে এত কিপ্টে বের হবে সেটা আগে বুঝতে পারিনি😂😂।

Address

92A
Kolkata

Telephone

+918001245137

Website

Alerts

Be the first to know and let us send you an email when মলিনার কবিতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মলিনার কবিতা:

Share