মলিনার কবিতা

মলিনার কবিতা এক পৃথিবী ভালোবাসতে গিয়ে
যারা কেবল হাতড়েই মরল,
পেল না কিছুই...
আমার নামটা লিখে রেখো,
সেই হতভাগ্যদের দলে।
✍️- মলিনা বসু।
# মলিনার কবিতা।
(3)

07/11/2025

কেউ যখন সবকিছু দেখে শুনেও চুপচাপ না দেখার ভান করে থাকে, তখন একটা সময় পরে সময় তার চোখে আঙুল দিয়ে সবটা দেখিয়ে দেয়।

মেয়েদের শোষন শুধু পুরুষরা করেনা। মেয়েদেরকে যে কেউ শোষণ করতে পারে। সেটা হতে পারে তার নিজের মা, বাবা,তার ভাই বোন, আত্মীয়, ...
06/11/2025

মেয়েদের শোষন শুধু পুরুষরা করেনা। মেয়েদেরকে যে কেউ শোষণ করতে পারে। সেটা হতে পারে তার নিজের মা, বাবা,তার ভাই বোন, আত্মীয়, শ্বশুরবাড়ির লোক, যে কেউ। তাই যেখানে মনে হবে, তুমি একজন মেয়ে, আর তোমার উপর কেউ মানসিক চাপ বাড়াচ্ছে, সেখানেই প্রতিবাদ করো। কারণ তোমার জীবনটা শুধু আশেপাশের মানুষের নয়, সেটা তোমার নিজেরও। তাই নিজেকে ভালো রাখতে গিয়ে যদি মিথ্যা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হয় তবে ক্ষতি নেই। কেননা, জন্মসূত্রে এবং বিবাহসূত্রে একটা সম্পর্ক তৈরি হলেই সেটা টিকিয়ে রাখার দায়িত্ব একটা মেয়ের একার নয়, দুপক্ষেরই দায়িত্ব নিতে হয়।
✍️- মলিনা বসু
#মেয়ে

কিছু মানুষ কখনো সত্যিকারের ভালোবাসতে পারে না কাউকে। কিন্তু তাদের ভালোবাসার সুনিপুণ অভিনয় দেখে বোঝার উপায় থাকে না তারা কত...
06/11/2025

কিছু মানুষ কখনো সত্যিকারের ভালোবাসতে পারে না কাউকে। কিন্তু তাদের ভালোবাসার সুনিপুণ অভিনয় দেখে বোঝার উপায় থাকে না তারা কত বড়ো নাটকবাজ। ভালোবাসার নাম করে তাদের নজর অন্যদিকে থাকে, যেটা ধরার সাধ্য সবার থাকে না।
✍️- মলিনা বসু

06/11/2025

ফাটা কলসি বাজে বেশি। কিন্তু কত বেশি বাজে সেটা আপনি তখনি বুঝবেন, যখন আপনার সামনে কেউ বাজাবে।

যে মানুষটার দীর্ঘশ্বাসে ভরেছে তোমার ঘর।ভেবে দেখো সে তোমার আদৌ আপন, নাকি অন্যের মতোই পর!✍️- মলিনা বসু  #মলিনার কবিতা
05/11/2025

যে মানুষটার দীর্ঘশ্বাসে ভরেছে তোমার ঘর।
ভেবে দেখো সে তোমার আদৌ আপন,
নাকি অন্যের মতোই পর!
✍️- মলিনা বসু
#মলিনার কবিতা

03/11/2025

ধর্ষক তুমি কি লজ্জা পাওনি মেয়েদের বিশ্বজয় দেখে!কত জেমিমাকে শেষ করেছ তুমি, সেই আক্ষেপ কি হয়নি তোমার, সত্যি বলতো বুকে হাত রেখে!

02/11/2025

আমরা জিতে গেছি।
হুররেএএএএ❤️🇮🇳❤️।

জয় হিন্দ❤️🇮🇳❤️
02/11/2025

জয় হিন্দ❤️🇮🇳❤️

02/11/2025

আর মাত্র ২ পা দূর
আমরা ট্রফি থেকে🇮🇳।

সেজে উঠুক নীল রঙে আজ আমার ভারতবর্ষ, ভারতের মেয়েরা জয় করুক বিশ্ব।-মলিনা বসু #মলিনার কবিতা
02/11/2025

সেজে উঠুক নীল রঙে আজ আমার ভারতবর্ষ,
ভারতের মেয়েরা জয় করুক বিশ্ব।
-মলিনা বসু
#মলিনার কবিতা

02/11/2025

পৃথিবীর সবথেকে বড়ো মিথ্যা কি জানো?
-আমি তোমাকে কখনো মিথ্যা কথা বলি না।

Address

92A
Kolkata

Telephone

+918001245137

Website

Alerts

Be the first to know and let us send you an email when মলিনার কবিতা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মলিনার কবিতা:

Share