20/12/2022
সম্প্রতি ফুটবল বিশ্বকাপ শেষ হল।।দারুন মাতামাতি হল চারদিকে।।ভারতে নেহাত ফুটবলের ফ্যান কম নেই,অলিতে গলিতে ফুটবলের ফ্যান ছড়িয়ে আছে।। বাজি ফাটানো থেকে শুরু করে দেওয়াল অঙ্কন, প্রিয় দেশ গুলোর পতাকা ওড়ানো, চায়ের দোকানে আলোচনা, ফ্যান দের মধ্যে ঝগড়া ,সারারাত জেগে খেলা দেখা।।কেউ ব্রাজিল তো কেউ আর্জেন্টিনা তো কেউ মরক্কো কেউ ফ্রান্স,কেউ জার্মানি।নিজের পছন্দের দেশ হেরে গেলে সে কি দুঃখ,আর জিতে গেলে সেই আনন্দ।।পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে পোস্ট আর পোস্ট।।যায় হোক বেশ মাতামাতি করে কাটলো এই কটাদিন।।কিন্তু এত্ত সব কিছুর মধ্যে একটা জিনিস নেই,সেটা ভারতবর্ষ।।যে দেশ টা কখনও এশিয়া মহাদেশের সেরা দল গুলোর মধ্যে একটা ছিল,যে দেশটা কখনও অলিম্পিক্স এ সেমি ফাইনাল খেলেছে।।সেই দেশটা কোথাও নেই ,এটা নিয়ে কেউ মাথা ঘামায় না,ঘামাতেও চায় না।।কিছু যায় আসে না।।যেখানে 4.58 কোটি জনসংখ্যার দেশ বিশ্বকাপ জিতছে 3 কোটি জনসংখ্যার এমনকি 39 লাখ জনসংখ্যার দেশ সেমিফাইনাল খেলছে সেখানে 140 কোটির দেশে 11 জন খেলোয়াড় নেই।। নেই কেন আছে ,11 কেন 111 জন প্লেয়ার ও পাওয়া যাবে খুঁজলে।।কিন্তু পাওয়া যায় না কেন??কারণ কেউ মাথা ঘামায় না ভারতের ফুটবল নিয়ে।। যেখানে দেশের ক্যাপ্টেন কে বলতে হয় আপনারা আসুন ,খেলা দেখুন, পাশে থাকুন ভারতীয় ফুটবল দলের।।আচ্ছা কতজন জানেন ভারত লাস্ট কবে ফুটবল ম্যাচ খেলেছিল?কোন দেশের সাথে? খেলার ফলাফল কি? আহা গুগল করবেন না যেন..আচ্ছা মেসি ,mbappe, রোনাল্ডো ,নেইমার এদের ভক্তরা জানেন ভারতের 11 টা প্লেয়ার এর নাম?আচ্ছা 11 টা নয় ,সুনীল ছেত্রী বাদ দিয়ে মোটামুটি 5 টা প্লেয়ারের নাম??বললাম না গুগল করবেন না।। যায় হোক বাদ দিন খেলা তো খেলা এখানে আর নিজের দেশ পরের দেশ কি? ভারত যেদিন ভালো খেলবে বিশ্বকাপে সুযোগ পাবে সেদিন না হয় ভারত কেউ সাপোর্ট করা যাবে।। এ আর এমন কি ব্যাপার।।ভারতে নেহাত ফুটবলের ফ্যান কম নেই,অলিতে গলিতে ফুটবলের ফ্যান ছড়িয়ে আছে।। সত্যিই তো একবার বিশ্বকাপ পর্যন্ত ভারতের ফুটবল দল পৌছে গেলে ভারতকেও সাপোর্ট করবে সবাই, যতই হোক নিজের দেশ তো।।তবে ভারতের ফুটবল দল বিশ্বকাপ পর্যন্ত পৌছেতে পারলে ভারতের ফুটবল দলের সাপোর্টটা দরকার নাকি ভারতীয় ফুটবল দলকে বিশ্বকাপ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এই সাপোর্ট টা দরকার, প্রশ্ন সেটাই।। যাই হোক আবার 4 বছরের অপেক্ষা ফুটবল বিশ্বকাপের।।ঠিক আছে এরপর তো 2024 এ ইউরো কাপ আছে তারপর বিভিন্ন প্রিমিয়ার লীগ গুলো তো আছেই।।বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, সাপোর্ট করার জন্য আরও অনেক দল আছে।।আগেই বলেছি ভারতে তো নেহাতই ফুটবলের ফ্যান কম নেই।।অলিতে গলিতে ফুটবলের ফ্যান ছড়িয়ে আছে।।