24/08/2025
# # 🎉 আনন্দ সংবাদ 🎉
# # # ⚽ দুইদিন ব্যাপী ৬টি ভেড়া ধামাকা ⚽
**পরিচালনায় : কাদামাড়া ডুবরুপাল্লা ক্লাব**
প্রিয় ক্রীড়ামোদী ও ফুটবলপ্রেমী বন্ধুগণ,
কাদামাড়া ডুবরুপাল্লা ক্লাবের উদ্যোগে আগামী **২২ ও ২৩ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ (৮ ও ৯ সেপ্টেম্বর, ২০২৫ - সোমবার ও মঙ্গলবার)**
এক বিরাট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হইয়াছে।
এতে অংশগ্রহণের জন্য আপনাদের সকল ফুটবল ক্লাবকে আন্তরিক আমন্ত্রণ জানানো হচ্ছে।
📍 **স্থান : কাদামাড়া ফুটবল ময়দান, তালডাংরা, বাঁকুড়া**
🕖 **সময় : সকাল 9 টা থেকে**
---
# # # 💰 প্রবেশ মূল্য : ১৩০৯ টাকা
💵 অগ্রিম জমা : ৮০০ টাকা মাত্র
🗓 অগ্রিম জমাদানের শেষ তারিখ : ০১-০৯-২০২৫
🗓 লটারি : ০২-০৯-২০২৫, বিকেল 4 টায়
---
# # # 📜 নিয়মাবলী :
1. খেলাটি L.F.A নিয়মে অনুষ্ঠিত হইবে।
2. খেলাটি ২৪টি দলের মধ্যে সীমাবদ্ধ থাকিবে।
3. প্রতিটি ম্যাচ ১৫+২+১৫ মিনিটে অনুষ্ঠিত হবে।
4. খেলোয়াড় একাধিক টিমে খেলতে পারিবে না।
5. অমীমাংসিত খেলায় টাইব্রেকার প্রযোজ্য হইবে।
6. খেলার মাঠে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। মাঠের বাইরে কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত।
7. খেলাটি A ও B গ্রুপে অনুষ্ঠিত হবে।
8. ২৪ দল পূর্ণ না হলে পুরস্কার পরিবর্তন হতে পারে।
9. কোনো খেলোয়াড় আহত হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে, তবে কমিটি দায়ী থাকিবে না।
10. খেলার অন্যান্য নিয়ম কমিটির নিকট থেকে জেনে নিতে হবে।
11. টিমের নাম নিবন্ধনের জন্য ধার্যকৃত মূল্য জমা করা বাধ্যতামূলক।
---
# # # 🏆 পুরস্কার :
🥇 ফাইনালে বিজয়ী দল – **বড় ভেড়া**
🥈 ফাইনালে পরাজিত দল – **ছোট ভেড়া**
🥉 সেমিফাইনাল হারা দল – **প্রতি দল ১টি করে ভেড়া**
🏅 কোয়ার্টার ফাইনাল হারা দল – **প্রতি দল ১টি করে ভেড়া**
👉 এছাড়াও ফাইনালে আকর্ষণীয় পুরস্কার থাকিবে।
---
# # # ☎️ যোগাযোগ :
📱 সুনীল – 9933913406
📱 মল্লিক – 9898492209
📱 অচিন্ত্য – 9800897644 (PhonePe)
---
📝 **বি.দ্র.** অনিবার্য কারণে খেলার তারিখ পরিবর্তন হতে পারে।
কমিটির অনুমতি ব্যতীত মাঠে কোনো দোকান রাখা যাইবে না।
---