ISF Simlapal Block official

ISF Simlapal Block
official এই পেজের সকল মেম্বারদের জানাই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ।

আমরা সকলে বাংলায় আমাদের ন্যায্য অধিকার চাই।

01/10/2025
24/09/2025
প্রেস বার্তা আজ ১২/০৯/২০২৫ তারিখে *মাচাতোড়া অঞ্চলে* একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অঞ্চল কমিটির নাম প্রস্তাব...
13/09/2025

প্রেস বার্তা

আজ ১২/০৯/২০২৫ তারিখে *মাচাতোড়া অঞ্চলে* একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় অঞ্চল কমিটির নাম প্রস্তাব করা হয় এবং দলের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

যে নাম প্রস্তাবিত হয়েছে, সেই নাম শীঘ্রই বিধানসভা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে এবং সেই অনুসারেই বিধানসভা ভোটের আগে কার্যক্রম পরিচালিত হবে।

সভাটি মোঃ সিদ্দিক ভাঙ্গির নেতৃত্বে অনুষ্ঠিত হয়।

এই সভায় উপস্থিত ছিলেন:


- মোঃ সিদ্দিক ভাঙ্গি, কার্যকারী সদস্য, তালডাংরা বিধানসভা

- নূর মোহাম্মদ মন্ডল, সভাপতি, তালডাংরা বিধানসভা

- সোহেল শেখ, কোষাধ্যক্ষ, তালডাংরা বিধানসভা

- শেখ গোলাম রসুল, কার্যকারী সদস্য, তালডাংরা বিধানসভা

08/09/2025

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এর সদস্য হওয়ার জন্য যোগাযোগ করুন
070295 17188

07/09/2025

Indian Secular Front

তারিখ:- ৭ই সেপ্টেম্বর ২০২৫
06/09/2025

তারিখ:- ৭ই সেপ্টেম্বর ২০২৫

প্রেস বার্তাআজ ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে ধর্না মঞ্চে বাঁধা পুলিশের, ISF চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী কে গ্রেফতার ক...
20/08/2025

প্রেস বার্তা
আজ ওয়াকফ সংশোধনী আইন বাতিলের দাবিতে ধর্না মঞ্চে বাঁধা পুলিশের, ISF চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী কে গ্রেফতার করে কলকাতা পুলিশ , তারই প্রতিবাদে আজ তালডাংরা বিধানসভা সিমলাপাল ব্লকে বিক্ষোভ কর্মসূচী।

উপস্থিত ছিলেন
সিমলাপাল ব্লকের অবজারভার শেখ গোলাম রাসুল এবং অঞ্চলের দায়িত্বশীল কর্মী সোহেল শেখ এবং মনসুর বায়েন, গোলাম মোস্তফা খান, মিনাল ভাঙ্গি ,আরো উপস্থিত ছিলেন সিমলাপাল ব্লকের সমস্ত নেতৃত্ব

Indian Secular Front
ISF Bankura District

সকলেই দলে দলে যোগ দিন
20/08/2025

সকলেই দলে দলে যোগ দিন

 #স্বাধীনতা_দিবস_উদযাপন  #জাতীয়_পতাকা_উত্তোলন  #১ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সিমলাপাল অঞ্চল ১৪৩ নং সিমলাপাল বুথ কমিটির উদ্যো...
15/08/2025

#স্বাধীনতা_দিবস_উদযাপন #জাতীয়_পতাকা_উত্তোলন #১

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সিমলাপাল অঞ্চল ১৪৩ নং সিমলাপাল বুথ কমিটির উদ্যোগে ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন এবং জাতীয় পতাকা উত্তোলনের কিছু মুহূর্ত

Nawsad Siddique
Indian Secular Front

 #স্বাধীনতা_দিবস_উদযাপন  #জাতীয়_পতাকা_উত্তোলন  #১ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সিমলাপাল অঞ্চল ১৩৭ নং বাগাখুলিয়া বুথ কমিটির উদ...
15/08/2025

#স্বাধীনতা_দিবস_উদযাপন #জাতীয়_পতাকা_উত্তোলন #১

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সিমলাপাল অঞ্চল ১৩৭ নং বাগাখুলিয়া বুথ কমিটির উদ্যোগে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন এবং জাতীয় পতাকা উত্তোলনের কিছু মুহূর্ত

Nawsad Siddique
Indian Secular Front

তালডাংরা বিধানসভা কমিটি গঠনের জন্য প্রথম পর্যায়ে আলোচনা সিমলাপাল ব্লকে।উপস্থিত ছিলেন:ISF বাঁকুড়া জেলার নেতৃত্ব ও তালডা...
10/08/2025

তালডাংরা বিধানসভা কমিটি গঠনের জন্য প্রথম পর্যায়ে আলোচনা সিমলাপাল ব্লকে।

উপস্থিত ছিলেন:
ISF বাঁকুড়া জেলার নেতৃত্ব ও তালডাংরা বিধানসভার অবজারভার জুলকার খান, স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ও বাঁকুড়া জেলার ISF নেতৃত্ব নুর মহম্মদ মন্ডল, বাঁকুড়া জেলার নেতৃত্ব ও সিমলাপাল ব্লকের কনভেনার সেখ গোলাম রসুল, আরো উপস্থিত ছিলেন সিমলাপাল ব্লকের সমস্ত নেতৃত্ব !

প্রেস বিজ্ঞপ্তিতারিখ: ২২শে জুলাই, ২০২৫স্থান: তালডাংরা, বাঁকুড়াগত ২২শে জুলাই বাড়ি ফেরার পথে আমাদের এক সদস্যের উপর নৃশংস...
09/08/2025

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ২২শে জুলাই, ২০২৫
স্থান: তালডাংরা, বাঁকুড়া

গত ২২শে জুলাই বাড়ি ফেরার পথে আমাদের এক সদস্যের উপর নৃশংস হামলার ঘটনা ঘটে। এই বর্বরোচিত ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে আইনানুগ শাস্তি প্রদানের দাবি জানাই।
আজ, এই ঘটনার প্রতিবাদে তালডাংরা থানায় বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন প্রদান করা হয়। আমাদের দাবি—
আক্রান্ত ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করা।
ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
আমরা প্রশাসনের কাছে দৃঢ় আহ্বান জানাচ্ছি যাতে ন্যায়বিচার নিশ্চিত হয় এবং অভিযুক্তদের কোনোভাবেই রেহাই না দেওয়া হয়।

উপস্থিত ছিলেন:
ISF বাঁকুড়া জেলার নেতৃত্ব ও তালডাংরা বিধানসভার অবজারভার জুলকার খান, স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সদস্য ও বাঁকুড়া জেলার ISF নেতৃত্ব নুর মহম্মদ মন্ডল, বাঁকুড়া জেলার নেতৃত্ব সেখ গোলাম রসুল, সাদ্দাম হোসেন মন্ডল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Address

Simlapal
Bankura
722151

Alerts

Be the first to know and let us send you an email when ISF Simlapal Block official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share