21/04/2025
জঙ্গলমহলের মানুষ কে মাওবাদী , জঙ্গি নামে দাগিয়ে বাড়িতে ঢুকিয়ে রাখতে পারবে না , এই সরকার ।
আজ বাঁকুড়া জেলা বিষ্ণুপুর বিধানসভা কমিটির পক্ষ থেকে এই আলোচনা সভায় সাধারণ মানুষের জমায়েত ছিল চোখে পড়ার মতো , মানুষ স্বতঃস্ফূর্তভাবে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট ডাকা কর্মসূচী তে অংশগ্রহণ করেছিল ।
কিছু জায়গায় তৃণমূল কিছু জমায়েত কে বাধা দেওয়ার চেষ্টা করলেও সাধারণ মানুষের চাপে পারে নি বাধা দিতে ।
আজকের আলোচনা সভায় ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী বক্তব্য রাখেন , বিজেপি এই আইন ওয়াকফ আইন নিয়ে ,তিনি যেহেতু সুপ্রিম কোর্টে মামলা করেছেন । তিনি বিস্তারিত আলোচনা করেন।
২৬ হাজার চাকরি বাতিল দায় কার এই নিয়ে সরকার কড়া ভাষায় সমালোচনা করেন।
এছাড়া ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের জঙ্গলমহলের দায়িত্বপ্রাপ্ত সুভাষ হেমব্রম, বাবুলাল মান্ডি।
এছাড়া জেলার নেতৃত্ব জুলকার খান, মেহেরুল আলম , নুর মোহাম্মদ মণ্ডল ।
২০/০৪/২০২৫
ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট বাঁকুড়া।